নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিন্নরি বিস্ময় মনে সঞ্চারে অনেক
পাঁচেতে সুস্নিগ্ধ দ্যুতি কথার কমল
আচারে সতেজ প্রাণ সবুজ শ্যামল
প্রকাশে নতুন কিছু সহসা উন্মুখ।
নয়েতে সে নাহি থাকে অপূর্ণ অর্ধেক
পূর্ণাঙ্গ রন্ধন শিল্পী এ জ্যান্ত পুতুল
কি বলি সে সব ক্ষেত্রে বুদ্ধিতে অতুল
জানায় সে কথা জানে সন্তানে কি সুখ।
নিজেই কবিতা কিন্নু উচ্ছল আনন্দে
এটাতো সকলে দেখে একলা কি আমি?
কিন্নুর কীত্তন চলে সানন্দ সুছন্দে
এখন দেখার পালা মেধার সুনামি।
কে বলে কি বলে আমি জানিনা সেসব
কিন্নরি সে হোক বড় যতটা সম্ভব।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তার মাঝে আমি বড় কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর মহা মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৩ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
নতুন এক পৃথিবী গড়বে কিন্নরিরা, সেখানে মানুষ মানুষের জন্য মানবতার হাত বাড়াবে।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানবতাই এখন বড় প্রয়োজন। যদিও স্বার্থসিদ্ধির জন্য আমরা সহজেই মানবতাকে অবলিলায় বিকিয়ে দিতে পারি।
৩| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিন্নরীর জন্য শুভকামনা রইল, কবির জন্যও।
ভালো হয়েছে, ভালো লাগলো।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনি মন্তব্য করায় আমারো ভাল লাগল।
৪| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
৫| ১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আপনার ১ বছর পুর্ণ হলো; অভিনন্দন।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
অনেক শুভেচ্ছা আপনাকে।
৬| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
ওমেরা বলেছেন: কিন্নরি কে ভাইয়া ?
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্নরি সামহোয়্যার ইন ব্লগের দুই সহ প্রতিষ্ঠাতা আরিল্ড ক্লকার হাউ এবং সৈয়দা গুলশান ফেরদাউস জানার কন্যা। জানার ব্লগ থেকেই কবিতার উপজিব্য বিষয় নেওয়া হয়েছে। আমার ব্লগে তাদের তিনজন নিয়ে একটা সনেট আছে সেখানে জানার একটা মন্তব্য আছে সে মন্তব্যের লিং ধরে জানার ব্লগে গিয়ে কিন্নরি সম্পর্কে জানা যাবে। এ পরিবারটি আস্ত একটা ব্লগ প্রথিষ্ঠা করে ফেল্ল, যা কিনা অন্য সব ব্লগ থেকে সুন্দর। তো দুই জিনিয়াছের মেয়েটাও হয়েছে আরেক জিনিয়াস। তো কিন্নরি মূলত নরওয়ে ও বাঙ্গালীর সংকর। সে অল্পতেই অনেক গুনি। সেই থেকেই আমার তার প্রতি অনেক কৌতুহল। জানা পরিবার নিয়ে আমি মোট চারটি সনেট লিখেছি। আগের তিনটাতে বেশ সাড়া পেয়েছি। যদিও এটাতে তেমন সাড়া মিলছেনা। কারণটা ঠিক বুঝে আসছেনা। সম্ভবত কবিতাটি ভাল হয়নি। সে নিয়ে আফসুস নেই। কারণ সব কবিতাতো আর ভাল হয়না। এটিও তেমন ফ্লপ গেল।
৭| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর সনেট
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: চমৎকার
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে
কামনা করি
কিন্নরি সে হোক বড় যতটা সম্ভব।
শুভেচ্ছা রইল ।