নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সত্যের ছায়া ও ডাহুক ছানা

১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১



ডাহুক থাকুক বেঁচে স্নেহের ছায়ায়
নিস্তব্ধ রাতের বেলা কিমধু সে ডাক
কামনা বিলুপ্তি থেকে বিমুক্ত তা’থাক
মানুষ, মানুষ হোক বিবেক-চিন্তায়।
সত্যের ছায়ার পোষ্টে ডাহুক ছানায়
দেখেছি কোমল দেহে বাঁচার নির্বাক
আকুতি ঝরছে যেন, চাই সে তা’পাক
লেখক সেকথা তার লেখায় জানায়।

হে মান্য সত্যের ছায়া সত্যের প্রকাশে
আপনি অটল থেকে বিবেকে নির্ভার
এমন লিখেই যান চেতনা বিকাশে
আপনি হবেন তবে আপন সবার।
ডাহুক ডাকুক তার মধুর স্বরেতে
প্রকৃতি সুন্দর থাক পরতে পরতে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগলো সনেট পড়ে। সত্যের ছায়া ভাই ও আপনি দুজনের প্রতিই শ্রদ্ধা আর শুভকামনা সবসময়।

১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একজন ভাল মানের কবির মূল্যায়ন, যদি মন থেকে করে খাকেন তবে অবশ্যই অনুপ্রেরণা পাওয়ার মতো।

২| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন এবারও। সনেটটি ছায়া ভাইয়ের পোষ্টটির উপর বিত্তিকরেই লেখা মনে হচ্ছে। ভালো , সেই পোষ্ট আমিও পড়েছিলাম। সে পোষ্ট খুব ভালো ছিল। আপনার সনেট লেখার গুণ ভালো , লিখে যান এভাবেই।

আমি কবিতা বিশ্লেষণ করার মতো জ্ঞানী কখনওই হতে পারিনি। তবে ভালো লাগা টুকু বুঝি সবসময়। তাই জানিয়ে যাই। আপনার সনেট ভালো লাগলো। সত্যের ছায়া ভাই তার পোষ্টেও এরকম আহ্বান করে গেছেন।

শুভকামনা জানবেন সবসময়। ভালোবাসা নিরন্তর।

১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাল লেগেছে সেইটা ভাল লাগল। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৩| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশাকরি সত্যের ছায়া ভাইয়া খুশি হবে। খুব সুন্দর হয়েছে ভাইয়া

১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি সুন্দর বলায় কিছুটা আশ্বস্ত হলাম। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৪| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: কবিতা ভাল লেগেছে

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আম্মিজান। আপনি বড় হলে আমিও বড় হব।

৫| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ আম্মিজান। তবে আপনার পোষ্ট করা বন্ধ হয়ে আছে কেন?

৬| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। তবে ২য় প‌্যারা বেশি ভালো লাগল।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

৭| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সত্যের ছায়া বলেছেন: ভাই আমি খুবই সাধারণ মানুষ। আমি নিজেকে তুচ্ছ মনে করি।
এই ব্লগে অনেক বড় বড় ব্লগার আছে, যাদের সাথে মতের মিল বা অমিল হলেও তাদের অনায়াসে সন্মান করা যায়।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একেই বলে বিনয়। আপনার কাছ থেকে অনেক ভাল কিছু আশা করছি জনাব।

৮| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর লিখা।
কবিতা অনেকেই লিখতে পারে কিন্তু সনেট......।
+++

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুশী হওয়ার মতই বলেছেন জনাব। সে জন্য অনেক শুভেচ্ছা।

৯| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৈয়াকরণে কুট্টিকাল থেকেই ভীতি বিরাজে!
তাই কবিতার ব্যকরণেও ধূরেই হই!

ভাব মুক্ত! তার প্রকাশও মুক্তই ভাললাগে আমার কাছে!

আপনার প্রচেষ্ট সফল হোক। :)

+++

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মতো মহামান্য কবি যদি এ কথা বলেন, তবে আমার কবিতা সমালোচনা হবে কেমন করে? এদিকে সাহসী সন্তান সাহস করে বলেছেন,‘ মাইকেল মধু সোধন যদি জীবিত থাকতেন তবে আমার সনেট দেখে গলায় দড়ি দিয়ে মরতের। ভাগ্যিস তাঁকে আমার সনেট দেখতে হয়নি। সহসি নসন্তান বলেছে আমার সনেট নাকি চনেট হয়? আসলে কি হয় তা’ আমার আরো জানা আবশ্যক। যাক আপনার ভাললেগেছে এটা বিরাট কিছু। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১০| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ওমেরা বলেছেন: ভাইয়া আমি তো কবিতা , সনেট বুঝি না তাই ভাল মন্দ বলতে পারব না , তবে সহ ব্লগারদের নিয়ে লিখেছেন এটা আমার ভাল লেগেছে ।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধরিমাছ নাছূঁই পানি জাতীয় মন্তব্য করেছেন। কিন্তু আমার জানার বিষয় সনেট হচ্ছে তো! কবিরা কি বলে? যাক সে কথা, আপনার উন্নতি দেখে যথেষ্ট শান্তি পাচ্ছি। ভাল থাকবেন নিরন্তর।

১১| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সত্যের ছায়া বলেছেন: কে কি বলেছে এটা আপনি গনায় নিবেন না। মানুষ ভাল মন্দের বিচার করে, এটা স্বাভাবিক। আর, সবাই সবাই কে ভাল বলে না। এর জন্য মন খারাপ করতে নেই।

আপনি আপনার স্টাইল ঠিক রেখে লিখে যান। আশা করি আপনি খুব দ্রুত সেফ হবেন।

আপনার জন্য শুভ কাম না থাকল।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মেয়ে দু’টোকে বলেছি। তোরা ভালভাবে ব্লগিং কর। তোরা যদি সেফ হস। আর মরার আগে যদি আমি সেফ হই। তবে আমার কবরে লিখে রাখিস,‘ হেয়ার স্লিপ্ট ফরিদ মিয়া, হি ওয়াজ প্রমোটেড জেনারেল টু সেফ ইন সামহোয়্যার ইন ব্লগ’।

১২| ১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


"সত্যের ছায়া" নিকটি মনে হয়, খুবই জনপ্রিয়; অনেক নিক ছিল এর কাছাকাছি।

আপনি সামুকে অনুরোধ করেন, আপনার স্ট্যাসাস বদলাতে; ব্লগারদের স্বাভাবিক কিছু অধিকার আছে।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিনা অনুরোধেই তারা আমাকে প্রথম বার সেফ করে ছিল। কজেই দ্বিতীয় বার সেফের জন্যও মনে হয় অনুরোধ করতে হবে না। আরোতো এখন আমার বিরুদ্ধে লোক লেগেছে।

১৩| ১৯ শে মে, ২০১৭ রাত ৮:৪৫

সত্যের ছায়া বলেছেন: আপনি 'সেফ' চাহিয়া মেইল করতে পারেন। হয়ত সমস্যার সমাধান হলেও হতে পারে।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারা এখানে আসছে। আর কিছু লোক আমার বিরোধীতাও করছে। কাজেই চুপ থাকাই শ্রেয় মনে হয়।

১৪| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সনেটগুলি ভাল হয়।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু সহসী সন্তান বল্ল মোটে সনেটই হয়না বরং চনেট হয়। অথচ আমি জীবনানন্দের ধানসিঁড়ি নদীটির তীরে বাসন্ডা গাবখান ধানসিড়ি বিষখালী ও সুগন্ধা নদীর মোহনার কাছাকাছি স্থানের মনরম প্রাকৃতিক পরিবেশে কবিতা লিখি। তাও যদি সনেট চনেট হয়ে যায় তবে তো ভীষণ চিন্তার বিষয়। যাহগে আপনার মতো গুনীজন যা বলেছেন ঐটুকুই অনেক কিছু। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৫| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:২১

ধ্রুবক আলো বলেছেন: হে মান্য সত্যের ছায়া সত্যের প্রকাশে
আপনি অটল থেকে বিবেকে নির্ভার

দারুন +++ খুব সুন্দর লিখেছেন।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি। সামুতে নক্ষত্রের অভাব নেই। এক এক করে লিখছি। আপনাদের দোয়া আমার একান্ত কাম্য।

১৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সমালোচনা তখনই শুরু হয় যখন আপনার ভালোর দিকে এগিয়ে যেতে থাকেন, আপনাকে মানুষ যতো জানবে ততবেশি আপনার সমালোচক বাড়বে। কিন্তু আলোচক বাড়বে তার দিগুণ। কাজেই সমাচোনা শুনেই যান। নিজের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ হল সমালোচনা। আমাদের মতো ভক্তগোষ্ঠীর কথা ভাবুন, আর লিখে যান মন খুলে। যে সনেট লিখে সে জানে সনেট লিখে শেষ করা আর ফ্রি শব্দে নিঃশ্বাস ভরে কথা বলে যাওয়া এক না। আমি আপনার সনেটগুণে শ্রদ্ধা রাখি সবসময়।

(আপনাকে প্রাণবন্ত দেখতে চাই সেই আগের মতোই, আমি যাকে রসিকজন মনে করতাম সবসময়।)
শুভকামনা জানবেন প্রিয় কবি চৌধুরী ভাই।

১৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি সমালোচক মূলত মঙ্গলের কারণ। আমার চিন্তা হলো প্রিয় সামু আবার কারো কান কথায় যেন না পড়ে। এ ক্ষেত্রে কাল্পনিক ভালোবাসার বাস্তব ভালবাসা আমার বড় প্রয়োজন!

১৭| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: আপনার লেখা সনেট অনেক ভালো লাগল। লিখতে থাকেন সাথে আছি। ধন্যবাদ

১৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি সাথে থাকা মানে আত্ম বিশ্বাস বড়ার চমৎকার উপলক্ষ্য। আল্লাহ আপনার মঙ্গল করুন। শুভেচ্ছা নিরন্তর।

১৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১১:১৩

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা ।
ডাহুক পাখীদেরকে নিয়ে
একটা পোষ্ট দেয়ার ইচ্ছা জাগছে ।
অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য ।

১৯ শে মে, ২০১৭ রাত ১১:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় ডাহুক পাখিদের নিয়ে আপনি পোষ্ট করলে সেটা হবে চমৎকার বিষয়। আল্লাহ আপনার ইহকাল ও পরকাল দু’টোই চমৎকার করুন-আমিন। আপনার সৌজন্যে আল্লাহর বান্দাগন আল্লাহর সৃষ্টির সুন্দর্য প্রাণভরে উপভোগ করছে এবং তাদের মন আল্লাহর দিকে ফিরছে।

১৯| ২০ শে মে, ২০১৭ রাত ১২:৪৬

মিঃ আতিক বলেছেন: আপনার সনেট ভালো লাগলো, সবাইকে অবিরাম উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমাকে নিয়ে একটি সনেট লিখেন। আমার কি কি বিস্তারিত জানাতে হবে বলবেন। :)

২০ শে মে, ২০১৭ সকাল ৮:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে নিয়ে যখন সনেট লিখব তখন আমিই আপনার বিস্তারিত জেনে নেব। তবে আপনার একটাই কাজ সেটা হলো আপনাকে যেন আমি ভুলে না যাই সেরকম ব্যাবস্থা বজায় রাখা। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২০| ২০ শে মে, ২০১৭ রাত ১২:৪৯

মিঃ আতিক বলেছেন: এমনিতে মজা করেছি, ক্ষমা করবেন।

২০ শে মে, ২০১৭ সকাল ৮:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ ধরনের মজাতে আমিও মজা পাই। সুতরাং ক্ষমা করার মতো কিছু ঘটেনি।

২১| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ সুইট লাগল লেখাটি।

হে মান্য সত্যের ছায়া সত্যের প্রকাশে
আপনি অটল থেকে বিবেকে নির্ভার
এমন লিখেই যান চেতনা বিকাশে
আপনি হবেন তবে আপন সবার।

লাইনগুলো অনেক আন্তরিকতায় ভরা। ব্লগ ও সহব্লগারদের প্রতি আপনার আন্তরিকতার প্রশংসা করতেই হয়।

অনেক শুভকামনা রইল।

২০ শে মে, ২০১৭ সকাল ৮:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার আগমনে আমার মন ভরে গেল কারণ এর আগে আপনি আর আমার পোষ্টে মন্তব্য করেছেন কিনা মনে পড়েনা। ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

২২| ২০ শে মে, ২০১৭ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সনেট ভাল লেগেছে ভাইয়া।

২০ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় লেখক ও কবি আপনাদের ভাললাগার মাঝেই আমার স্বার্থকতা।

২৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৪১

কাউয়ার জাত বলেছেন: আলোচিত পাতায় ফরিদ চৌধুরীর জন্য ২৫% কোটা বরাদ্দ করা হোক। যাতে তার একটি পোস্ট সরে যেতে না যেতেই আরেকটি পোস্ট প্রদর্শিত হয়।
অব্যাহত!!!!!!

২০ শে মে, ২০১৭ দুপুর ২:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে ভাবে আমার প্রচার প্রচারণা চলছে তাতে আমার প্রতি পাবলিকের কৌতুহল বাড়বে এটাই স্বভাবিক। এতে আমার কি দোষ? প্রচার যারা করছে তারাতো নিজের ইচ্ছেতেই করছে। আমিতো তাদের প্রচার করতে বলিনি। বিশ্বাস না হয় আপনি তাদের জিজ্ঞাস করতে পারেন।

২৪| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: ডাহুক ডাকুক তার মধুর স্বরেতে
প্রকৃতি সুন্দর থাক পরতে পরতে।
--

বাহ , খুব সুন্দর হয়েছে ।

২০ শে মে, ২০১৭ দুপুর ২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে স্বীকৃতি লেখকের উৎসাহ বাড়ায় বৈকি। আপনাকে নিয়ে লিখব লিখব করেও হচ্ছেনা। আজ আবার এক গাঁদা কাজ পড়েছে। আর এ সনেট লিখতে ঘিলু লড়েচড়ে যায় বলে বড় বড় কবিরাও সে পখে হাঁটেনি। আমি আবার ছোট বেলা থেকেই বেক্কল। তাই আমার দ্বারা মান থাকুক আর না থাকুক সনেট/চনেট হয়ে যায়। যাককে আমি প্রফেশনাল নই অফশনাল হিসেবে লিখি আর কি! আপনারাও উৎসাহ দেন। এভাবেই চলছে।

২৫| ২২ শে মে, ২০১৭ রাত ৩:১৪

উম্মে সায়মা বলেছেন: আপনার সনেট পড়ে বরাবরই মুগ্ধ হই। আপনি যে খুব নিবেদিতপ্রাণ একজন ব্লগার তারই প্রমাণ সহব্লগারদের নিয়ে লেখা সনেটগুলো। শুভ কামনা ভাই।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক পর আপনার মন্তব্য গোচরীভূত হলো। সুন্দর মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।

২৬| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:১২

খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার একটি সনেট পড়লাম। সনেটের বুনট মজবুত, ভাষা স্নিগ্ধ। সহ ব্লগারদের প্রতি সনেটের মাধ্যমে আপনার এই নিরলস শ্রদ্ধা জ্ঞাপন আপনাকে এই ব্লগের অনেকের কছে শ্রদ্ধাভাজন করে তুলেছে। অভিনন্দন, এমন সফল সনেট রচনার জন্য এবং সাদ্গুবাদ, সহ ব্লগারদের প্রতি এই শ্রদ্ধা ও সৌজন্য প্রকাশের জন্য। যাকে উদ্দেশ্য করে এই সনেটটি লেখা হয়েছে, আশাকরি এই সনেটটি পড়ে তিনি অনেক আনন্দ লাভ করেছেন।
বিনয়ের সাথে একটা সাজেশন রাখতে চাইঃ
একাদশতম চরণে এমন লিখেই যান চেতনা বিকাশে - এই লাইনটাকে এমনই লিখে যান চেতনা বিকাশে - এভাবে লিখা যায় কিনা তা একটু ভেবে দেখতে পারেন। তবে এতে যদি ব্যাকরণগত কোন সমস্যা হয় কিংবা সনেট শৈলীর সৌন্দর্য ক্ষুন্ন হয়, তবে প্রয়োজন নেই।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্যার, আপনার মন্তব্য অনেক ভাল লেগেছে- ঈদ মোবারক।

২৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪১

খায়রুল আহসান বলেছেন: স্থলে সাদ্গুবাদ, পড়ুনঃ সাধুবাদ
সত্যের ছায়া এর বিনয়ী মন্তব্য ভাল লেগেছে (৭ নং)।
ওমেরা এর মন্তব্যটিকে (১০ নং) ধরিমাছ নাছূঁই পানি জাতীয় বলে আপনি প্রতিমন্তব্য করেছেন। কিন্তু বেচারী তো স্বীকারই করেছেন যে তিনি কবিতা , সনেট কিছু বুঝেন না তাই ভাল মন্দ বলতে পারবেন না। তার পরেও সহ ব্লগারদের প্রতি আপনার সহমর্মিতার তিনি প্রশংসা করেছেন, আশাকরি এটা আপনার ভাল লেগেছে।
আপনি সামুকে অনুরোধ করেন, আপনার স্ট্যাসাস বদলাতে; ব্লগারদের স্বাভাবিক কিছু অধিকার আছে -- চাঁদগাজী এর এই সহমর্মী মন্তব্যটি (১২ নং) ভাল লেগেছে।
১৬ নং মন্তব্যে নাঈম জাহাঙ্গীর নয়ন এর ব্রাকেটে উল্লেখিত কথাগুলো ভাল লেগেছে।
এ ক্ষেত্রে কাল্পনিক ভালোবাসার বাস্তব ভালবাসা আমার বড় প্রয়োজন (১৬ নং প্রতিমন্তব্য) -- :) ভাল বলেছেন! :) :)
সামু পাগলা০০৭ এর মন্তব্যটিকে (২১ নং) মোটেই "পাগলসুলভ" মনে হয় নি আমার কাছে।
সবশেষে বলবো,
"ডাহুক ডাকুক তার মধুর স্বরেতে
প্রকৃতি সুন্দর থাক পরতে পরতে
" -- আপনিও বলে যান সনেটে সনেটে!


২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্যার, চমৎকার বিশ্লেষণ করলেন। বলা যায় এটা এ পোষ্টের সেরা অলংকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.