নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাদিস ও মিলাদ

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪



হাদিস এখন যেভাবে আছে সেভাবে আগে ছিলনা। হাদিস আগে ছাপানো ছিলনা, পুস্তক আকারে ছিলনা। আগে হাদিস ছিল মুখে মুখে। কেউ কেউ লিখলেও পশুর চামড়া বা গাছের বাকলে হাদিস লিখে রাখতো।মিলাদ মানে জন্মের আলোচনা। এটাও এখন যেভাবে আছে সেভাবে আগে ছিলনা।কোরআনে হজরত ইব্রাহীম (আঃ), হজরত মুছা (আঃ) ও হজরত ঈসার (আঃ)জন্মের আলোচনা রয়েছে। হাদিসে মহানবির (সা.) জন্মের আলোচনা রয়েছে।মহানবীর (সা.) প্রতি দরূদ ও সালাম পাঠ এবং তার সুনাম করতেন আল্লাহ, ফেরেশতা ও সাহাবায়ে কেরাম (রা.)। এখনো মহানবির (সা.) জন্মের কথা বলে তাঁর প্রতি দরূদ ও সালাম পাঠ এবং তাঁর সুনাম করা হয়। একটা কাজ হুবহু আগের মত থাকার পরেও উহা কি করে বিদয়াত হয়? যদি বলা হয় পদ্ধতি উন্নত করায় উহা বিদয়াত হয়েছে। তো হাদিসেরও পদ্ধতি উন্নত হয়েছে তবে উহা কেন বিদয়াত নয়? বর্তমান অতীব সুন্দর পদ্ধতির মিলাদ বাদ দিতে হলে পুস্তকে ছাপানো কোরআন ও হাদিস পাঠও বাদ দিতে হবে। ছাপানো কোরআন ও হাদিস পাঠ করে সোয়াবের আশা করা গেলে মিলাদে সোয়াবের আশা কেন নয়? যারা মিলাদ বাদ দিতে বলে তারা আগে ছাপানো কোরআন হাদিস ও ইসলামী পুস্তক তাদের ঘর থেকে বিদায় করুক তারপর না হয় তারা মিলাদের বিরুদ্ধে বলুক।নতুবা তারা যা করছে এটা গুরুতর অপরাধ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই ,

ছোট্ট পোস্ট পড়লাম ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

কানিজ রিনা বলেছেন: বিদাত বিদাত শুনতে শুনতে কান ঝালা
পালা। দেশে ওহাবিজম শুরু হয়েছে তিন
দশক আগে থেকে এই ওহাবিজমের কারনে
আজ মুসলিমরা দ্বিধা বিভক্ত যদিও আগ
থেকেই দল ছিল তথাপি সবাই সবার মতের
উপর শ্রদ্ধা ছিল। ইসলামে ভাল দিকগুল
ইসলামে সব সময় গ্রহন যোগ্য ছিল। তিন
দশক ধরে ওহাবিজম বৃদ্ধি পাওয়ায় ইসলাম
তছনছ করতে কিছু ইসলাম বিদ্বেশী ও নাস্তিক
মনমানুষীকতা বৃদ্ধি চরমে দাড়িয়েছে এই
ওহাবিজমের দুর্বলতায়। তারা নিত্যনতুন হাদীস
ও হাদীসের ফরমূলা বেড় করে ইসলামের
ভিতর দ্বিধাদন্দ সৃষ্টি করছে। যখন খেকে
মিথ্যা ওজুহাতে ইরাক দখল শুরু ও অন্যান্য
মুসলিম দেশের উপর সন্দেহাতিত মিথ্যা
অজুহাত খাড়া করে আমেরিকা তার সাথে
অনেক গুল উন্নত দেশ সহায়তা করে।
তারপর থেকে খৃষ্টান ইহুদী মিশনের অপতত-
পরতা ওহাবি মিশন যেমন পাকিস্তান সৌদী
গঙেরা গভীর ভাবে সরযন্ত্র করে আসছে ও
মুসলিমদের ভিতর বিভেদ সৃষ্টি করছে।
সাধারন ভাবে যেসব ছাত্ররা বিজ্ঞান,পদার্থ
অর্থনীতি অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়া শুনা
করে সাভাবিক ভাবেই তারা ইসলামিক
জ্ঞানে পারদর্শী না তারাই এই ওহাবিজম
নতুন হাদীস ফরমূর্লায় দ্বিধায় পড়ে যায়।
হযরত মোহাঃ সাঃ আঃ ওফাতের পর
তার সাহাবী ও খলিফাদের মতের উপর
শ্রদ্ধা বোধ সকল মুসলিম মেনে নেয়
অতপর দলে বিভক্তি থাকলেও শ্রদ্ধাবোধ
কেউ কারো প্রতি কমতি ঘটে নাই।
অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন রেখেছেন বলে।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট বুঝায় সহায়ক মন্তব্য প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: এক মুখ থেকে আরেক মুখে কথা গেলে একটু বদলে যায়। এভাবে হাদীসও অনেক বার বদলেছে। শেষমেষ হয়তো দুষ্টলোকেরা হাদীস তাদের মনের মতোণ করে নিয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমনটা অসম্ভব নয়।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ ফরিদ আহমদ চৌধুরী/সনেট কবি- জনাব, এই একবিংশ শতাব্দীর পৃথিবীতে বিধর্মীরা যখন দুর্বার গতিতে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান,অর্থনৈতিক,সামরিক শক্তিতে এগিয়ে চলেছে তখনো আপনারা হাদিস, মিলাদ,বেদাত,হানাফি,ওয়াহাবী নিয়ে মেতে আছেন। এসব নিযে আরো হাজারখানেক পোস্ট দিলেও বেহুদা বিতর্কের শেষ হবে না । সময়ের,মেধার,চিন্তার কি নিদারুণ অপচয় ! আফসোস !

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তথাপি ভুল বুঝাবুঝির অবশানের জন্য কাজ করা অবশ্যই যুক্তিসংগত।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: মিলাদের মাসে সময়ওপযোগি পোষ্ট। সুন্দর উপস্থাপনার জন্য অভিনন্দন। ভালো থাকুন আরও লিখুন।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

এস এম ইসমাঈল বলেছেন:


১। হে প্রিয় নবী! তোমার কারনে হয়েছিল সৃষ্টির বিকাশ
তোমার মাধ্যমেই মহান স্রষ্টা করলেন নিজেকে প্রকাশ
তোমার আগমন বার্তা ঘোষণার মধ্য দিয়ে হলো নবীদের অভিষেক
তোমার শুভাগমনের বারতা শুনিয়ে সব নবীরা বলে গেলেন “আল্লাহ্‌ এক”।
২। নবুয়তের পদ করলেন ত্যাগ মরিয়ম পুত্র ঈসা
তোমার উম্মত হয়েই ফিরে আসার ছিল ইচ্ছা,
এক বাদশাহ তোমার শুভাগমনের খোঁজ পেয়ে
রেখে গেলেন চিঠি পরম শ্রদ্ধায় আনত শিরে।।
৩। দুনিয়ার মানুষ ছিল বেহুঁশ, অজ্ঞানতার অন্ধকারে
তোঁমার ছোঁয়ায় পশিল আলো সব মানুষের হৃদয়পুরে।।
সততা আর মানবতা বন্দী ছিল শোষকের হাতে
সততা আর মানবতার পথ দেখালে সব মানবে।।
৪। তাই তো তুমি লক্বব পেলে রাহমাতুল্লিল আলামীন
সবার প্রিয়, বন্ধু সুজন মক্কার আল আমীন,
কাছে পেয়েও চিনলো না, তোমায় আবু জেহেল বদ নসীব,
কালো মানিক হযরত বেলাল হয়ে গেলেন মুয়াজ্জিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.