নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের জয় কতটা নিশ্চিত?

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯



‘আপনার ভোট আমি দেব যাকে খুশী তাকে দেব’ এমন সমাজ হিতৈশি ভোটার সব নির্বাচনে দেখা যায়। এরা নির্বাচনে জয়-পরাজয়ে যথেষ্ট ভূমিকা রাখে। তারা যে পক্ষের জয়ে কাজ করে সে পক্ষ তাদেরকে বাহবা দেয়। ভোট গ্রহিতারা অনেক সময় পরিস্থিতি অনুযায়ী কাজ করে। এতে ভোট সুষ্ঠ হয় তবে অনেকের ভোট কতিপয় দেয় এ টুকু সমস্যা হয়। এর জন্যতো আর ভোট সুষ্ঠ হয়নি বলা যায় না।

যারা অন্যের ভোট নিজে প্রদানের মহান দায়িত্ব পালন করে তারা যাকে ভোট দিবে বলে অনুমেয় তাকে ভোট না দিয়ে যদি অন্যকে ভোট দেয় তাহলে ঘটনা কিছুটা ঘোলাটে হয়ে যায়।এমন চক্করে যদি আওয়ামী লীগ পড়ে তাহলে আওয়ামী লীগের খবর আছে। জনাব চাঁদগাজীর আশংকা অনুযায়ী আওয়ামী লীগ যদি (রাগো, ক্ষোভে, দুঃখে) আওয়ামী লীগকে পরাজিত করার মহান দায়িত্ব পালন করে তাহলে আওয়ামী লীগের নিশ্চিত জয় নিশ্চিত পরাজয়ে পরিনত হতে পারে। ভোটে আবার দখল সংক্রান্ত ঘটনা ঘটে এ কারবার যে কার পক্ষে যায় কে জানে? কাজেই ডঃ কামাল প্রধামন্ত্রী হলেও হতে পারেন। এ আশাতেই হয়ত তারা কোমর বেঁধে ভোটে নেমেছেন। তারা বলছেন তারা ভোট পাহারা দিবেন যেন ভোটের হাওয়া তাদের প্রতিকূলে প্রবাহিত হতে না পারে। আর তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে না পারলে ফখরুল আর কামাল যে প্রধানমন্ত্রী হোক তাতে তার আপত্তি থাকার কথা নয়।

আওয়ামী প্রতিপক্ষের সব শেষ হয়ে এখন শুধু আশাটুকুই বেঁচে আছে। সেই আশাতেই তারা ভোট যুদ্ধে নেমেছে। এ দিকে আওয়ামী লীগতো আর সবার আশা পূরণ করেতে পারেনি। তাদের শাসনে অনেকে হতাশ হয়েছে তারাও মনেপ্রাণে আওয়ামী লীগকে হতাশায় ডুবাতে চায়। আমাদের দেশের ভোট হলো সুযোগ পেলে কতিপয় মিলে ভোট বাক্স ভরানো। এটা যে দল যে ভাবে করতে পারে জয়ের ফসল তারাই ঘরে তোলে।

সে যাই হোক কেউ ঘটনার অপেক্ষায় আর কেউ অঘটনের অপেক্ষায়। এরপর দেখা যাক ঘটনা আসলে কি ঘটে।তবে আওয়ামী লীগের জয় একেবারেই নিশ্চিত এটা বলার সুযোগ নেই। পরিস্থিতি বলবে ঘটনা আসলে কি ঘটবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। কারো আগাম খুশি আপাতত দরকার নেই।

মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভোটের দামামা বেজে গেছে, কাজেই আপনিও লোভ সামলাতে পারলেন না । সাত সকালে একটি রাজনৈতিক পোস্ট। ছোট্ট হলেও আলোচনা ভালো লাগলো। সহমত আপনার সঙ্গে যে রুলিং পার্টির জয় একপ্রকার নিশ্চিত তবুও বলবো বাকিটা সময় বলবে।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।


১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতির মাঠে নিশ্চিত অনেক সময় অনিশ্চিত হয়ে যায়, ইতিহাসে এমন ঘটনা অনেক আছে। সে জন্যই সবাইকে শেষ অবধি অপেক্ষা করতে বলছি। সময় কম বলেই কম কথায় সেরেছি। আর প্রথমেই আপনার উপস্থিতি অনেক আনন্দ দায়ক। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: ৯০% নিশ্চিত।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১০% এর জন্য আশংকা আছে। এটাই হয়ত অন্যদের ভরসা।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: এই সরকারের অধীনে আওয়ামিলীগের জয় ১০০% নিশ্চিত।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু কেন্দ্রের দখল শেষতক সরকারের দখলে না থাকলে অসুবিধে হতে পারে। হাওয়ায় নানা রকম কথা ভাসছে।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

রাফা বলেছেন: ভোটে যদি সংশয় না থাকে তাহোলে সেটা কি নির্বাচন হয় ? নিশ্চই না ,হাসিনার কথা অনুযায়ি এবার ভোট হবে কঠিন।যে নিশ্চিত জয় আশা করে বসে থাকবে তার পরাজয় কেউ ঠেকাতে পারবেনা।

তবে সরকারটা ১৪ দলেরই হবে।এটুকু অগ্রিম বলে রাখলাম।
ধন্যবাদ,ফ.আ.চৌধুরি।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মত হয়ত অন্যরাও ভাবছে। তবে অন্য কিছুও শুনা যাচ্ছে।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

হাবিব বলেছেন: প্রায় নিশ্চিত

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন কথাই সবাই ভাবছে। তবে এরশাদ চাচার মত অনুযায়ী রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সভাপতি যদি এখনো জেলের আসামী তারেক হয়ে থাকে, বিএনপি'কে ভোট করতে দেয়া ঠিক হচ্ছে না; ইলেকশান কমিশন থেকে জানার দরকার, বিএনপি'র সভাপতি কে?

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

খাঁজা বাবা বলেছেন: প্রয়োজনে ১ লক্ষ মানুষ মরবে, তবুও জয় নিশ্চিত।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কারা মারবে কারা মরবে কারা জিতবে বিষয়টা স্পষ্ট নয়।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: সতর্ক আলোচনা, তবুও অনেকের ভাবনার পালে হাওয়া দুলিয়ে যাচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সিরাজ কি ভেবেছিল যে পলাশির যুদ্ধে হারবে? কিন্তু তাকে হারতে হয়েছে।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজনীতি নিয়ে আপনার লেখাটা খুব ভালো লাগলো।

আমার মনে হয় যদি আওয়ামী লীগ এবার ক্ষমতায় না যেতে পারে তাহলে তাদেরকে ক্ষমতায় আবার ফিরে আসার অসম্ভ! আর বিএনপি না আসতে পারলে তাদের খুঁজে পাওয়া দায়!

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে জন্যই উভয় পক্ষ থাকতে ও আসতে মরিয়া হয়ে চেষ্টা করবে হয়ত। এমনটাই শুনছি।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

নজসু বলেছেন:



শেষ পর্যন্ত কি হয় দেখার অপেক্ষায় আছি আমি।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কিছু উল্টা বাতাসের কথা কিছু কাল থেকে শুনছি। এজন্যই নড়ে চড়ে বসে ভাবছি কি হতে চলছে?

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

রোকনুজ্জামান খান বলেছেন: আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিবো ,,,,,,
এখানে আপনি লিখেছেন
""আপনার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিবো"""
তার মানে কি আমাদের ভোট অন্য জন দিবে ....।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ আর এমন কি! আমাদের দেশের জনগণের এমন প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তা’ছাড়া ভোট যারাই দেক তারাওতো জনগণ। কাজেই এতে দোষের এমন কি আছে?

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার ঘটনা মতো কোন কিছু কি বাংলাদেশে ঘটবে?

তুন মাহাথির তো তার ছোট দল নিয়ে বড় জোট করে বিরাট কান্ড করেছিলেন।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তুর্কি কামালতো একটা মহা কান্ড ঘটিয়েছে। আমাদের কামালের কিছু করার এখন শেষ সময়। দেখা যাক বুড়োটা কি করতে পারে!
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই। এককালে বেচারা আওয়ামী লীগের প্রার্থী হয়ে ফেল মেরেছে। এবার বি এন পির প্রার্থী হয়ে ফেল মারার সম্ভাবনা। তথাপি বেচারা জয়ের আশাতো করে! কি বলেন?

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

এস এম ইসমাঈল বলেছেন: কাহানি আব শুরু হুয়াহি নেহি, পিকচার আভিভি বাকী হায়, জনাব। ছোট্ট পোষ্টের ছোট্ট জবাব।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেখা যাক শেষ দৃশ্য অবদি তাকিয়ে থাকতে হয় কি না।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাবের জগত থেকে বের হলেই নির্বাচনের হাওয়া গায়ে লাগে।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: ব্যাক্তিগত ভাবে আমি চাই না আবার আওমিলিগ ক্ষমতায় আসুক। তাই বলে বিএনপি বা জামাতপন্থী বা ওই জাতিয় কেউ আসুক এটাও চাই না। আমি চাই নতুন কেউ নতুন ভাবে বাংলাদেশ কে নিয়া ভাববে এমন এক জন আসুক। দেহস টা কে একটা পজেটিভ নাড়া দিক। দেশ টা ঝিমিয়ে গেছে একটু খেয়াল করে দেখবেন কেউ ভাল নাই, টাকা আছে তার ব্যাবহার নাই, খাদ্য আছে খাওয়ার লোক খেতে পাচ্ছে না, আর যারা পাচ্ছে তারা নস্ট করছে। দেশ চলছে ঠিকি কিন্তু সেটা গরুর গাড়ির দুলকি চালে, আলোর থেকে দ্রুত যান বানানর চিন্তা যখন মানুষ করছে তখন এমন দুলকি চাল আর ভাল লাগছে না।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মত হয়ত আরো অনেকে ভাবে।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

বাকপ্রবাস বলেছেন: বিএনপির পাওয়ার কমুক, জামাত একলা চলুক বা না চলুক বা ভেনিস হয়ে যাক.কামালরা চালাক, আওয়ামিলীগ না আসুক ব্যাক্তিগত অভিমত ও সাপোর্ট।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কামাল ভাইয়ের এটাই শেষ সুযোগ। অনেকেই তার পক্ষে কথা বলছেন।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১০% এর জন্য আশংকা আছে। এটাই হয়ত অন্যদের ভরসা।

ঠিক বলেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সময় ভাবনারা পাক খেয়ে উল্টা দিকে ঘুরে। জাতির ক্ষেত্রে এমন কিছু হলে অনেক কিছুই হতে পারে।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

অর্ক বিন মুজিব বলেছেন: ১০০ ভাগ নিশ্চিত

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাহলেতো আপনার আর কোন টেনশন থাকলোনা। চিন্তা মুক্ত থাকাও এক রকম সুবিধা। তবে প্রতি পক্ষ আশার আলো দেখছে।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

সেলিম৮৩ বলেছেন: বিএনপি জানে, শুধুমাত্র ভোটকেন্দ্রগুলো দখলমুক্ত রাখলেই তাদের অাশা পূরণ হবে। অার এটাই তাদের মূল লক্ষ্য।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দখল মুক্ত রাখলে ভোট কেন্দ্র তাদের দখলে থাকবে আর তখন আশা পূরণে আর কোন সমস্যা থাকবে না। আর নির্বাচনে না থাকলেও জামাত ভোটে থাকবে। আর তারা কোন দিকে কাজ করবে সেটা বলার দরকার নেই।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১। এবার সুষ্ঠভাবে নির্বাচন হবার সম্ভবনা কম, সেটা হলে লীগ জিতবে। [লীগ চাইবে যে কোন মূল্যে গদি ধরে রেখতে, দল চাইবে তা দখল করতে।]


২. ড. কামালের দল যদি সামনের সময়টা ঠিকমত কাজে লাগাতে পারে/জনগণের কাছে আস্থা অর্জন করতে পারে এবং নির্বাচনটা যদি সুষ্ঠ হয়(৮০%) লীগ হারার জন্য ওদের অপকর্মই যথেষ্ট।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গণ জোয়ার সৃষ্টি হলে অসুষ্ঠ নির্বাচনের ফল অপর পক্ষও ঘরে তুলতে পারে। যদিও গণ জোয়ারের আলামত এখনো স্পষ্ট নয়। কাজেই এখনো পাল্লাভারি আওয়ামী লীগের।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

আবু তালেব শেখ বলেছেন: সেনাবাহিনী মাঠে থাকলে ভোট সহজে কারচুপি করা দুষ্কর।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনৈতিক দলের আচরণে সেনাবাহিনীও বিরক্ত। যে যায় লংকা সে হয় রাবন। এমন হলে কার আর কত মন ঠিক থাকে?

২২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা প্রভাব খাটালে ১০০ % নিশ্চিত আওয়ামী লীগ আবারও ক্ষমতায়। আর শেখ হাসিনা নিরপেক্ষ ও আর্মি থাকলে ৯৯% নিশ্চিত ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসবে...

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেখ হাসিনা প্রভাব খাটাবে এটাকে উপেক্ষা করেই অপরপক্ষের জয়ের চিন্তা করতে হবে।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডঃ কামাল প্রধানমন্ত্রী হলেও হতে পারেন।
এ আশাতেই হয়ত তারা কোমর বেঁধে ভোটে নেমেছেন।

..................................................................... উনি একজন প্রখ্যাত আইনজীবি, সে জন্য শ্রদ্ধা জানাই
তবে, কখনো শুনি নাই উনার এই ক্ষমতা গরীব জনতার জন্য নিবেদন করেছেন।
তাই আমার নিরপেক্ষ মন্তব্য তিনি প্রধানমন্ত্রীর যোগ্য নন।
হতে ও পারবেন না ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে কারো কারো মতে তিনি যোগ্য। সবার মত তো আর একরকম হয়না।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভোটার হবার পর হতেই ভোট গ্রহণের কাজে আছি। দেখেছি অনেক। যদি এবারের নির্বাচন গতবারের মতো হয় তবে ঐক্যফ্রন্টের চিন্তার কারণ নেই উনারা নিশ্চিন্তে হারবে। আর্মি, স্ট্রাইকিং ফোর্স সব ছিলো কাগুজে বাঘ আর হুংকারে কিন্তু তারা দুর্নিতি ঠেকানোতে ছিলেন না। এবারো তার ব্যতিক্রম হবে না। সুতরাং উদযাপন এখনই শুরু করে দেয়া যায়।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ বলেননি যদিও অপর পক্ষের এ কথা শুনতে এখনই ভাল লাগবেনা। কারণ তারাতো আশায় ভুগছে।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
যুক্তফ্রন্ট পরে ঐক্যফ্রন্ট, শুরুটা ভালই ছিল। জামাত-তারেক প্রকাস্য বিরোধিতা। ওরা এভাবেই ফ্রন্টলাইনে আসে।
অসন্তুষ্ট আওয়ামী পন্থিরা এদের প্রতি উৎসাহি হয়েছিল। এদের ভোট ভাল টানতে পারতো। লাভ হত বিম্পির।

এখন বিম্পি-জামাতিদের সাথে প্রকাস্যে যাওয়াতে অসন্তুষ্ট আওয়ামী সমর্থকরা মরে গেলেও আর অন্তত ওদের সাথে যাবে না।
ভোটের ফল ২০০৮ এর মতই ৬০:৪০ হবে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমনটাই অনেকের ধারণা। আপনার অনুমান সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশী। হবেনা। একটা শক্তিশালী বিরোধী দল দরকার। ডঃ কামাল বিরোধী দলীয় নেতা হলে ভাল দেখাবে।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

সাদাত সায়েম বলেছেন: যেই জিতুক দিন শেষে লাভ বিএনপি জামাতের।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল অনুমান করেছেন। নাই মামার চেয়ে কানা মামা ভাল। কাজেই তাদের লাভতো নিশ্চয়ই।

২৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: যেই জিতুক দিন শেষে লাভ বিএনপি জামাতের - আপনার এ মন্তব্যটা কি আরেকটু ব্যাখ্যা করতে পারেন, @সাদাত সায়েম?

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এতে অন্তত জাতীয় সংসদে বিএনপি অনুপস্থিত থাকবেনা। তাদের অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে।

২৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখা যাক সুষ্ঠু ভোট হয় কি না।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুষ্ঠু হওয়ার চিন্তা করা যায়না। আমাদের রাজনৈতিক দল সমূহের কি সে বোধ আছে। যে সুযুগ পায় সে কাজে লাগায় ন্যায়-অন্যায় ভাবেনা।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নানা আশংকা এই একাদশ জাতীয় নির্বাচন নিয়ে!কে জিতে কে হারে বোঝা মুশকিল।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাই যা ভেবে রেখেছে তার উল্টা কিছুও ঘটতে পারে। আবার নাও ঘটতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.