নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন নিয়ে চাঁদগাজী ও পাবলিক ভাবনা

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০




ব্লগের রাজনীতি বিষয়ক মহাজ্ঞানী জনাব চাঁদগাজীর নির্বাচন ভাবনায় মোহীত হয়ে পাবলিকের সাথে সেটা শেয়ার করতে গেলাম, কোন পাবলিক বলে, তিনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথাই বলেন। কিছু পাবলিক বলে, হালারে পাবনা পাঠান। পরিস্থিতি সুবিধা জনক মনে না হলে মানে মানে কেটে পড়ি।সব পাবলিক বলে তারা জয় ছিনিয়ে আনবে। মনে মনে ভাবি অপর পক্ষকি তবে তখন বসে বসে বিঁড়ি টানবে? কথাটা মনে মনে বলি কারণ চাঁদগাজী বিদেশে থাকলেও আমাকে দেশেই থাকতে হয়।তাদের জয় কিভাবে আসবে, জিজ্ঞাস করায় তারা কিছু হিসাব নিকাস দেয়। বিরোধীতা করিনা কারণ ভাবি ক’দিন মধুর স্বপ্ন দেখতে দোষ কি?ক’দিন পর এমনিতেই সব পরিস্কার হয়ে যাবে। আমি কি মনে করি? –কিচ্ছু না।কারণ ক’দিন পর ঘটনা এমনিতেই পরিস্কার হয়ে যাবে। কাজেই অহেতুক চিন্তা করে মথা নষ্ট করার দরকার নেই। তবে এবার উল্টা-পাল্টা কিছু ঘটলেও ঘটতে পারে। কারণ রাজনীতিতে এমন অনেক সময় হয়। মানুষ ভাবে এক রকম আর হয়ে যায় অন্য রকম। এক দল বলছে তারা ওভার শিউর। অন্য দল বলছে তাদের জোয়ারে নাকি সব ভেসে যাবে। আসলে কি ঘটবে তা’ আর ক’দিন পর দেখা যাবে।

# কেউ বলে নির্বাচন সুষ্ঠহবে, কেউ বলে নির্বাচন সুষ্ঠু হবে না।

# কেউ বলে নির্বাচন সুষ্ঠ হলে সরকার জিতবে, কেউ বলে সরকার বিরোধী জিতবে।

# কেউ বলে সরকার দেশের যথেষ্ট উন্নয়ন করেছে, কেউ বলেছে নিজেদের এর চেয়ে বেশী উন্নয়ন করেছে।

# চাঁদগাজী বিএনপির বিলুপ্তি কামনা করেন, আর বিএনপি তাঁর পাগলাগারদ বাস কামনা করে।

# অসুষ্ঠ নির্বাচনের ফলও বিএনপির পক্ষে যেতে পারে বলে অনেকে মনে করেন।

# আজ এক শিক্ষিত ভোটারকে তার এলাকার এত দিন বিদ্যমান এম পির নাম জিজ্ঞাস করলাম সে বলতে পারেনি। এমন কি তার রাষ্ট্রপতির কথা জিজ্ঞাস করলাম তাও সে বলতে পারেনি। জনগণের অনেকেই কষ্টে আছে বলে মনে হলো।

# জিয়া যে সৈন্য দলের নেতা, চাঁদগাজী সে সৈন্যদলের সদস্য। উল্টিয়ে চাঁদগাজীকে জিয়ার স্থানে বসিয়ে দিলে ঘটনা তেমন ঘটতো না সেটা কেমন করে বুঝি?

# চাঁদগাজীর অনেক কথা অনেকে অগ্রহণযোগ্য মনে করেন। ক্ষেত্র বিশেষ আমারো তেমনটা মনে হয়। সবাই গ্রহণ করতে পারে আমরা এমন লোক পাচ্ছি না।

বিঃদ্রঃ আমি চাঁদগাজীর কথাও পড়ছি আর পাবলিক কি বলে সেটাও শুনছি। সুষ্ঠ জ্ঞানের জন্য এটা দরকার।

মন্তব্য ৭৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চাদগাজী

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উপযুক্ত সমালোচনা চাই।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চাদগাজী সুবিধার লোক না।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেকে সেরকম মনে করে।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি রাজনীতিকদের কর্মকান্ড দেখে খালি মজা লই, ওদের বিষয়ে আমি সিরিয়াস না :)

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে ওরা সিরিয়াস হওয়ার মত কেউনা।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

ব্লু হোয়েল বলেছেন: ২০০৮ সালের নির্বাচনের কথা মনে থাকলে এধরনের প্রশ্ন আসার কথা না ।
তখন মানুষ তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপিয়ে পড়েছিল ।
এখন মানুষ জ্বলন্ত উনুন হতে মুক্তির আশায় আবারও ঝাঁপ দিতে বসে আছে ।
চাঁদগাজী সাহেবের রাজনীতি হচ্ছে আপনার মতই সমগোত্রীয় ।
আপনাদের দু’জনের রাজনৈতিক চিন্তা-চেতনা এক ও অভিন্ন ।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতি সমগোত্রীয় হওয়া দোষের কিছু নয়। তবে আলোচনার মাধ্যমে অনেক কিছু পরিস্কার হয়।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

সাইন বোর্ড বলেছেন: কে জিতবে সেটা পরের কথা, তবে মানুষ নির্ভয়ে তার ভোট দিতে চায় ।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভোটারই ভোট দিতে চায়। তাদের অনেকেই সন্দিহান তারা ভোট দিতে পারবে কি না।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনলাইনে ভোট হলে আমি দিতাম।
স্কুলের মাঠে লাইনে দাড়িয়ে রোদে বৃষ্টিতে ভিজে ঠেলাঠেলি করে আমি ভোট দিতে নারাজ।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে চায়।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই, তাই নো কমেন্টস্।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে টুকরির খবরতো রাখতেই হয়।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

নজসু বলেছেন:




যে যার অবস্থান থেকে সঠিক অবস্থানে আছেন।
নিজ নিজ আদর্শের প্রতি সবাই আস্থাশীল।
আমি তাদের সেই আস্থাকে সন্মান করি।
আমার মতের সাথে অন্যের মতের মিল না হলেই যে তাকে অবজ্ঞা অবহেলা করতে হবে
তা আমি বিশ্বাস করিনা।
আমার শ্রদ্ধা সকলের প্রতি। যেটাতে কোন অন্যায় নাই।

আর রাজনীতি নিয়ে আমার ধারণা নেই বললেই চলে।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাংলাদেশে রাজনীতি জটিল পর্যায়ে রয়েছে। ধারনা করা মুশকিল।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

নাহিদ০৯ বলেছেন: চাঁদগাজী বিদেশে থাকলেও আমাকে দেশেই থাকতে হয়।

এই একটা লাইন আপনার সম্পূর্ন লিখার থেকে ওজন বেশি।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এদেশের অসুস্থ্য রাজনীতির কাছে সাধারণ মানুষ অনেকটা অসহায়। এখানে হক কথা বললে হামলা মামলার স্বীকার হতে হয়।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


অধিকাংশ ব্লগার একটা ব্যাপার নিয়ে ভাবেন না, সেটা হলো, শেখ হাসিনা কিভাবে রাজনীতিতে এলেন, কিভাবে তিনি ৩৮ বছর আওয়ামী লীগের সেক্রেটারী? বেগম জিয়ার মত মানুষ কেন রাজনীতিতে, তিনি কেন ৩৫ বছর বিএনপি'র সভাপতি ছিলেন, ও আজকে জেলে?

একজন যদি ৩৮ বছর দলের সভাপতি থাকে, অন্যজন যদি ৩৫ বছর সভাপতি থাকেন, ইহা স্বাভাবিক কিনা? ইহা যদি স্বাভাবিক না হয়, এই দলগুলো কি স্বাভাবিক রাজনৈতিক দল, স্বাভাবিক গণতান্ত্রিক দল?

৩৮ বছর সভাপতি, ৩৫ বছর সভাপতি থাকা মানে, এগুলো স্বাভাবিক সুষ্ঠ গণতান্ত্রক দল নয়; এরা স্বাভাবিক নয়! এরা কোনভাবে সুষ্ঠ ভোটের উপযুক্ত নয়।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু বিকল্প তৈরী না হওয়া পর্যন্ত জনগণ এদের পিছু ছাড়বেনা। একজনকে যে অপছন্দ করবে সে অন্যজনের পিছনে চলবে। কাজেই সবার আগে বিকল্প তৈরী করা দরকার। সে দিক খেয়াল করে বি চৌধুরী বিকল্প ধারা তৈরী করে এখর আবার এদের পিছনেই ছুটছে। তার মানে এদের বিকল্পের কথা ভাবা গেলেও বাস্তবতা ভাবনা থেকে অনেক দূরে।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভা

আপনি একদিক দিয়ে ঠিক বলেছেন। তবে বিষয়টি নিয়ে অবশ্য আমার নিজস্ব কিছু বলার নেই।


শুভেচ্ছা নিয়েন।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতি জটিল বিষয় বলে আমিও ভাবতে চাইনি কিন্তু সময়ের প্রয়োজনে কিছু ভাবনা এসেই পড়ছে।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আকিব হাসান জাভেদ বলেছেন: রাজনৈতিক আলাপ আরো বাড়তে থাকবে । সময় এখনো হাতে ৩০ দিনের বেশি । প্রতিদিন নতুন সংবাদের সাথে ৩০ দিন পাড় করা অনেক কঠিন ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কে কি ভাবছে তা’শুনতে নেহায়েত মন্দ লাগছে না। তরুণদের ভাবনা শুনায় আমার আগ্রহ আরো বেশী। তারা বেশ চমৎকার মন্তব্য করছে।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:

টাইপো---- ভুলে, শেখ হাসিনাকে আওয়ামী লীগের 'সেক্রেটারী' লিখে ফেলেছি।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: টাইপো থেকে জনমতকে অশ্রদ্ধা বেশী গুরুতর। জনমতের প্রতি সম্মান রেখে রাজনৈতিক আলোচনা করলে সেটা আরো বেশী গ্রহণযোগ্য হবে।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি যে সব ফালতু বিষয়ে বকেন না!!!X(


#ব্লগের রাজনীতি বিষয়ক মহাজ্ঞানী জনাব চাঁদগাজীর নির্বাচন ভাবনায় মোহীত হয়ে পাবলিকেরসাথে সেটা শেয়ার করতে গেলাম, কোন পাবলিক বলে, তিনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথাই বলেন।
মহাজ্ঞানী!!!!! lol
আমি ছাত্ররাজনীতির সাথে ছিলাম। চাঁদগাজীর ঘিলু কতটুকু আমি জানি। মাথা মোটা গিনিপিগরা উনাকে পীর মানে।


পুনশ্চঃ
উনার কিছু রক্তব্য/মন্তব্য ঠিক, যেমন আজকেরটা। তবে কিছু বিষয়ে উনি উগ্র, বিদ্ব্যেষী মনোভাবাপন্ন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যেমন বললেন তাঁর সব কথা বেঠিক নয়। তেমন আমিও বলি তাঁর সব কথা সঠিক নয়। এখন তাঁর সঠিক কথাকে সঠিক বলাকে যদি আপনি পীর মানা মনে করেন তবে মনে হয় আপনার এ কথাও সঠিক বলে মেনে নেওয়া যায় না।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:

আপনি বলেছেন, "কাজেই সবার আগে বিকল্প তৈরী করা দরকার। সে দিক খেয়াল করে বি চৌধুরী বিকল্প ধারা তৈরী করে এখর আবার এদের পিছনেই ছুটছে। "

-ডা: বদরুদ্দোজা চৌধূরী রাজনীতিবিদ নন, উনার ছেলেও রাজনীতিবিদ নন, এরা সুযোগ সন্ধানী; ডা: বদরুদ্দোজা চৌধুরী বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ও রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ায় জেনারেল জিয়া উনাকে 'সিভিলিয়ান অভিনেতা রাজনীতিবিদ' হিসেবে সংগ্রহে নিয়েছিলেন। জিয়ার মৃত্যুর পর, উনি নিজেই জেনারেল জিয়ার দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তথাপি তাঁর বিকল্প নামে বিকল্পের একটা চেষ্টা ছিল যা সফল হয়নি। তার চেয়ে ভাল বিকল্প তৈরীর আর কোন চেষ্টা দেখা যায়নি। আপনি চেয়েছেন ব্লগারদের মধ্য থেকে বিকল্প বেরিয়ে আসুক কিন্তু তাদের থেকেও তেমন কারো আলামত দেখা যাচ্ছে না। আপনি যেমন চান আপনার সে স্বপ্ন বাস্তবায়নের কোন সূত্রপাত আপনার জীবন কালে ঘটবে কিনা বলা মুশকিল। একটা মুসলিম দেশে আপনি যে ভাবে কেয়ামতকে রূপ কথা বলছেন তো এখানে কেউ যদি বলে আমি চাঁদগাজীর আদর্শের বাস্তবায়ন চাই তাহলে তার পিছনে কেউ চলকে কি? আপনি আমার এ প্রশ্নে কি উত্তর হতে পারে তা একটু দয়া করে বলবেন।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন," টাইপো থেকে জনমতকে অশ্রদ্ধা বেশী গুরুতর। জনমতের প্রতি সম্মান রেখে রাজনৈতিক আলোচনা করলে সেটা আরো বেশী গ্রহণযোগ্য হবে।"

-ব্লগের অনেকই প্রশ্নফাঁস জেনারেশনের রাজনৈতিক এনালাইসিস করছেন; এরা জাতির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক চর্চা, সরকার, জনতার ভুমিকাকে সঠিকভাবে বুঝার চেষ্টা করছেন না; এঁরা শেখ হাসিনার আগমণ, সংগ্রাম, কন্ট্রোল ইত্যাদি নিয়ে সময় ব্যয় করছেন না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনগণ যে অবস্থায় থাকুক তাদের মনজয় করে আপনার কথা তাদেরকে বুঝাতে হবে। নতুবা তারা আপনার কথাকে কথার কথা হিসেবে বিবেচনা করবে। কেউ আপনার কথা বাস্তবায়নে এগিয়ে আসবেনা। তখন আপনার কথা শুনা আর অহেতুক সময় নষ্ট করা সমান বলে বিবেচিত হবে।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন, "আমি ছাত্ররাজনীতির সাথে ছিলাম। চাঁদগাজীর ঘিলু কতটুকু আমি জানি। মাথা মোটা গিনিপিগরা উনাকে পীর মানে। "

-ছাত্র রাজনীতি একটা ভুল শব্দ; যারা নকল করে পরীক্ষা দেয়, যারা ক্লাশে যায় না, যারা প্রশ্নফাঁস করে পরীক্ষা দেয়, তারা ইডিয়ট; তারা কিভাবে রাজনীতি বুঝবে? আপনি নিশচয়ই অংক, ইকোনোমী, ফাইন্যান্স, ফিলোসফি, ইতিহাস, টেকনোলোজীর লেজমাথা কিছুই জানেন না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিনি হয়ত বিষয়গুলো তাঁর মত করে জানেন আর আপনি আপনার মত করে জানেন। তিনি জানেন না বলে আপনি যে রিপোর্ট প্রদান করছেন তা’ সঠিক হতে বাধ্য নয়।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: #: আপনি যেমন বললেন তাঁর সব কথা বেঠিক নয়। তেমন আমিও বলি তাঁর সব কথা সঠিক নয়। এখন তাঁর সঠিক কথাকে সঠিক বলাকে যদি আপনি পীর মানা মনে করেন তবে মনে হয় আপনার এ কথাও সঠিক বলে মেনে নেওয়া যায় না।

এ কি! ঘুরিয়ে পেঁচিয়ে মন্তব্য কবি!!!!
গাজী বরাবরই উগ্র টাইপের। সমালোচনার তিনি বরাবরই পিছিয়ে। আমি নিজে অবস্য লেখকদের কাতারে পড়ি না, তবে ৫-৬বছর থেকে ব্লগিংয়ের সাথে আছি। কে কত বড় রাজনৈতিক সমালোচক সেটা মনেহয় বুঝি...:D

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার মত অনেকেই চায় তিনি পাঠকের মর্জি বুঝে কথা বলুন। নতুবা তাঁর কথাগুলো মূল্যহীন থেকে যাবে।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, "একটা মুসলিম দেশে আপনি যে ভাবে কেয়ামতকে রূপ কথা বলছেন তো এখানে কেউ যদি বলে আমি চাঁদগাজীর আদর্শের বাস্তবায়ন চাই তাহলে তার পিছনে কেউ চলকে কি? আপনি আমার এ প্রশ্নে কি উত্তর হতে পারে তা একটু দয়া করে বলবেন। "

-'কেয়ামত' সব ধর্মে অবিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে; ব্লগে কেয়ামত সম্পর্কে যেভাবে লেখা হয়, তাতে বুঝা যায় যে, পৃথিবীতে মানুষ থাকা অবস্হায় পৃথিবী ও সৌর জগত ধ্বংস হবে, মানুষ তা প্রত্যক্ষ করবেন। সৌর জগতের গঠন, সুর্যের তাপ, সুর্যের আকর্ষণ সবকিছু থেকে বুঝা যাচ্ছে যে, ইহা কয়েক বিলিয়ন বছর আছে, ও আরো কয়েক বিলিয়ন বছর থাকবে; অথচ, মানুষ মাত্র মিলিয়ন বছরের আগেই বিলুপ্ত হয়ে যাবে। ফলে, তারা সুর্যকে কাছে আসতে দেখবে না; পৃথিবীকে ধ্বংস হতে দেখবে না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু আপনার কথা সাধারণের বিশ্বাসে পরিবর্তন ঘটাবে কি? সাধারণ যদি আপনাকে তাদের বিশ্বাসের পরিপন্থি মনে করে তবে আপনার আদর্শ নিয়ে এখানে কেউ আগাতে পারবে কি? এ জন্য বলা হয় অপ্রিয় সত্য হলেও বলতে নেই। যদিও আপনি রাজনীতির আলোচক তবে অনেকেই মনে করে রাজনীতির ক্ষেত্রে আপনার মাঝে এখনো পরিপক্কতা আসেনি। এদেশে রাজনীতির আলোচক হয়ে আপনি কেয়ামতকে রূপ কথা বললেন। এমতাবস্থায় আপনার আদর্শের পিছনে চলার মত লোক খুঁজে পাওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার আদর্শের বাস্তবায়ন চাইলে এখানে আপনাকে জনগণের মর্জি মাফিক কথা বলতে হবে। এখানে এর কোন বিকল্প নেই।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ♦চাঁদগাজীবলেছেন:
-ছাত্র রাজনীতি একটা ভুল শব্দ; যারা নকল করে পরীক্ষা দেয়, যারা ক্লাশে যায় না, যারা প্রশ্নফাঁস করে পরীক্ষা দেয়, তারা ইডিয়ট; তারা কিভাবে রাজনীতি বুঝবে? আপনি নিশচয়ই অংক, ইকোনোমী, ফাইন্যান্স, ফিলোসফি, ইতিহাস, টেকনোলোজীর লেজমাথা কিছুই জানেন না।

গাজী ভ্যা! মানলুম আমি ম খ। সংবিধান নিয়ে একটা পোস্ট দিন দেখি, দেখা যাবে কার দম কত! সাথে আপনার বাহিনীকেও রাখতে পারেন।।

[ফালতু প্যাচাল পেড়ে লাভ নাই। মানুষ বিরক্ত হবে। আপনাকে আমি গুরু মানতে পারবো না। বাই বাই....]

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কোন লোককে ছোট করে কেউ বড় হয়না যারা মানুষের আদর্শ হতে চায় তাদেরকে এ কথা সবার আগে বুঝতে হয়।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এর চেয়ে ভালো আর হয় না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতিতে এমন অনেক ঘটনাই ঘটে। এরশাদ কাকু যেমন বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাকে নিয়ে আমি অনেক সময় নষ্ট করেছি,
এখন মনে হয় ছাইয়ে ঘি ঢেলেছি!!
তাকে নিয়ে আর মাথা ঘামাতে চাইনা।
হি ইজ এ ডেড হর্স ইন পলিটিক্স

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মরা ঘোড়া? দেখা যাক তথাপি যদি ঘটনা চক্রে তাতে প্রাণের সঞ্চার হয়। আমি আশাবাদী মানুষ।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

হাবিব বলেছেন: মন্তব্যগুলো্বেশি উপভোগ্য লাগলো আমার কাছে.... মন্তব্য দেখে মানুষ চেনা যায়

শুভ কামনা প্রিয় কবি স্যারকে

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্যই অনেক সময় পাবলিক ক্যাচালে যোগ দেই। তবে সঞ্চালকের ভূমিকায় থাকার চেষ্টা করি। কারণ পক্ষ নিলে হক কথা বলা যায় না।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন, "গাজী ভ্যা! মানলুম আমি ম খ। সংবিধান নিয়ে একটা পোস্ট দিন দেখি, দেখা যাবে কার দম কত! সাথে আপনার বাহিনীকেও রাখতে পারেন।। "

-আমি ১৫/২০ লাইনের পোষ্ট লিখি; সংবিধানের উপর যদি আমি ১৫ লাইন লিখি, উহা অবশ্যই কনসেন্ট্রেইটেড হবে; আপনি বলেছেন যে, আপনি "ছাত্র রাজনীতিবিদ", আপনি কি ১৫ লাইনে একটি গুরুত্বপুর্ণ বিষয় বুঝতে পারবেন?

আপনি নিজেই বলেছেন যে, আপনি ছাত্র রাজনিতিবিদ; আমি এদের ইডিয়ট মনে করি; আপনি সংবিধান বুঝা তো তো দুরের কথা, কবি মধুসুদন দত্তের ১০ লাইন কবিতাও মুখস্হ বলতে পারবেন না।


২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১০ লাইন কেন তিনি হয়ত আস্ত কবিতাও মুখস্ত বলতে পারেন। আপনি লজিকের কথা বললেও আপনার সব কথায় লজিক থাকেনা। আর লজিক যে আপনার কথা থেকে উদাও হয়ে যায় আপনি সেটাও টের পান না।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "এদেশে রাজনীতির আলোচক হয়ে আপনি কেয়ামতকে রূপ কথা বললেন। এমতাবস্থায় আপনার আদর্শের পিছনে চলার মত লোক খুঁজে পাওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার আদর্শের বাস্তবায়ন চাইলে এখানে আপনাকে জনগণের মর্জি মাফিক কথা বলতে হবে। এখানে এর কোন বিকল্প নেই। "

-আমি আলোচক, আমাকে সায়েন্টিফিক্যালী, লজিক্যালী, ফিলোসফিক্যালী সঠিক তথ্য দিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে সব সময়; আমি ভুল মানুষের মন্তব্য পাবার জন্য, সাপোর্ট পাবার জন্য "ভুলকে সঠিক" বলে আলোচনা চালিয়ে যেতে পারবো না।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাহলে বুঝাগেল আপনি বাংলাদেশ উপযোগী রাজনীতির যথাযথ আলোচক নন। আপনার আদর্শ নিয়ে এখানে কেউ বেশীদূর এগুতে পারবেনা। কারণ আপনার রেফারেন্স দিয়ে পাবলিককে বুঝাতে গেলেই তারা সেখান থেকে পালিয়ে যাবে। তাদেকে সেখানে বেঁধেও রাখা যাবে না। রাজনীতির স্বার্থে ভুলকে সঠিক বলতে না পারলেও অনেক সময় ভুলকে এড়িয়ে যেতে হয় এটাই রাজনীতি। কারণ এখানে আপনি জনসমর্থন ছাড়া বেশীদূর এগুতে পারবেন না।

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন যদি ৩৮ বছর দলের সভাপতি থাকে, অন্যজন যদি ৩৫ বছর সভাপতি থাকেন, ইহা স্বাভাবিক কিনা? ইহা যদি স্বাভাবিক না হয়, এই দলগুলো কি স্বাভাবিক রাজনৈতিক দল, স্বাভাবিক গণতান্ত্রিক দল?
....................................................... তবে আমি এই বক্তব্যর সাথে একমত।
সঠিক গনতান্ত্রিক দেশে এমনটা হবার নয় ।

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ কথার সাথে আপনার মত অনেকেই একমত। তবে তাঁরা একমত নন। সেজন্যই তাঁরা এ বৃত্ত থেকে বের হতে পারছেন না।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ঝিগাতলা বলেছেন: অনেক জ্ঞান পাপী আছেন যারা নিজেকে খুব বড় আর জ্ঞানী ভাবে।
তারা বাজে মন্তব্য করে হিরো আলমের মতো হিরো হতে চাই...........

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিজেকে জ্ঞানী ভাবলেই কেউ জ্ঞানী হয় না বরং অন্যরাও তাকে জ্ঞানী ভাবতে হয়, এ সাদামাটা কথা না বুঝলে তাকে আর কিছুই করার থাকে না্।

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: যে কোনো নির্বাচন আসলেই প্রমাণিত হয় - আমাদের রাজনৈতিক দল গুলো কত বড় ভন্ড, বেশরম এবং বেহায়া! জাতিকে এরা অবোধ প্রাণী ছাড়া কিছুই মনে করে না!!

তা' না হলে একটা চরম দুর্নীতিবাজ, বেহায়া আর লম্পটকে নিজেদের দল বা জোটে নেবার জন্য এমন কাড়াকাড়ি করতো না! অথচ এই অসভ্যকেই একদিন এরা পুরো জাতির সাহায্য নিয়ে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে শাস্তিও দিয়েছিলো!!!
এবার ভাবুন- জাতীয় বেঈমান কি ওই লম্পট? নাকি আমাদের রাজনৈতিক দল গুলো?

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সমস্যা হলো আমাদের কেউ মন্দ আর কেউ ভাল নয়।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজী বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সিস্টেমের উপর বিরক্ত। এটাতে আমিও উনার সাথে সহমত। তবে তিনি শেখ হাসিনাকে রাজনীতিতে রাখতে চান ও খালেদা জিয়া ও বিএনপি'র বিলুপ্তি চান বলেই তিনি রাজনৈতিক পোস্টে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেতে পারেননি। কারণ, শেখ হাসিনা, খালেদা জিয়া বাংলাদেশেরই প্রোডাক্ট। একজনকে 'বেনিফিট অব ডাউট' দিলে আরেকজনকে দিতে দোষ কী? উনি শেখ সাহেবের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য শেখ হাসিনার রাজনীতিকে সঠিক মনে করেন, কিন্তু জিয়াউর রহমান(উনার লিডার) হত্যার পর খালেদার রাজনীতিকে সঠিক মনে করছেন না। এখানেই পার্থক্য...

আর আপনিই বলেছেন, যতদিন বিকল্প না পাচ্ছি, আমাদের তো আর কিছু করার নেই...

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন। তিনি এক সময় লাইনে থাকেন অন্য সময় লাইন ছেড়ে যান। সমস্যা এখানেই হয়।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সেলিম৮৩ বলেছেন: চাঁদগাজী একজন ট্রাম্পের সমর্থক। উনি অামেরিকায় নির্বাচনের অাগে ট্রাম্প জিতবে বলে মন্তব্য করেছিলেন। উনি রাজনীতি নিয়ে মাঝে মাঝে খুব চমৎকার কথা বলেন। মাঝে মাঝে একেবারে খেই হারিয়ে ফেলেন। বুঝতে হবে, বাংলাদেশের রাজনীতি পরিবার কেন্দ্রীক। এটা থেকে বের হয়ে অাসা কবে সম্ভব হবে; সেটা কেউ বলতে পারেনা।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের পরিবর্তন দরকার তবে আমাদের হাতে কোন বিকল্প নেই।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী আওয়ামীলীগ,বিএনপি, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সব দেখেছেন। আমরা কিছুকিছু শুনেছি। দলবাজ লেখক সমালোকদের জন্য অনেক ইতিহাস'ই এখন বিকৃত। তাই আমরা চাঁদগাজী বা শেখ হাসিনার ভাষা বুঝতে পারছি না।

চাঁদগাজী বিম্পির অতীত শাসনামল দেখেছেন, আওয়ামীলীগেরও দেখেছেন। তিনি উভয় দলের মধ্যে পার্থক্য করতে পারছেন। আমরা সেটা পারছি না।
আওয়ামীলীগের ১০ বছরে হতাশ, বিরক্ত। আমাদের পরিবর্তন চাওয়াটা অস্বাভাবিক নয়। চাঁদগাজী মাঝে মধ্যে সেটা বুঝতে চান না।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমরা পরিবর্তন চাই তবে তা বাস্তবায়নের সুযোগ তৈরী হয়নি।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

কাওসার চৌধুরী বলেছেন:
"একজন যদি ৩৮ বছর দলের সভাপতি থাকে, অন্যজন যদি ৩৫ বছর সভাপতি থাকেন, ইহা স্বাভাবিক কিনা? ইহা যদি স্বাভাবিক না হয়, এই দলগুলো কি স্বাভাবিক রাজনৈতিক দল, স্বাভাবিক গণতান্ত্রিক দল? ৩৮ বছর সভাপতি, ৩৫ বছর সভাপতি থাকা মানে, এগুলো স্বাভাবিক সুষ্ঠ গণতান্ত্রক দল নয়; এরা স্বাভাবিক নয়! এরা কোনভাবে সুষ্ঠ ভোটের উপযুক্ত নয়।".............

জনাব @ চাঁদগাজীর এই মন্তব্যের সাথে সহমত। এ কথাগুলোর মর্মার্ত অনেক গভীর।

২৮ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর সাথে আমিও সহমত।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

রাফা বলেছেন: পৃথিবিতে এমন কোন রাষ্ট্র কি আছে ,যেখানে সবাই সরকারকে সফল মনে করে? অবশ্যই নেই , তাহলে বিরোধীপক্ষ বলে কিছু থাকতোনা।শেখ হাসিনার সাফল্য এখানেই বিরোধী দলকে নির্বাচনে এনেছে ।এবং বিশ্বাস করাতে পেরেছে সঠিক নির্বাচন হবে।যে কেউ জয়ী হয়ে সরকাার গঠণ করতে পারে।নির্বাচনের সাফল্য এখানেই ,সবাই যেনো ভাবতে পরে সে জিতবে ।

মানুষের ভাবনাতো বললেন।এবার নির্বাচন নিয়ে আপনার ভাবনাটুকুও জানতে দিন সবাইকে।এভাবে আদান প্রদানের মাধ্যমেই সমৃদ্ধ হবে সমাজ ও দেশ।

ধন্যবাদ,ফ.আ.চৌধুরি।

২৮ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারা নির্বাচনে এসেছে নাই মামার চেয়ে কানা মামা ভাল এ সূত্রে। আর এসেই যখন পড়েছে তবে খানিকটা আশা করতে দোষ কি সেজন্য হয়ত আশাও করছে।

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সমস্যা হলো আমাদের কেউ মন্দ আর কেউ ভাল নয়।

তাহলে কি হতাশ হয়ে বসে থাকব।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হতাশার কিছু নেই। কাজের চাপ একটু বেশী এই যা!

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অযোগ্য , অদক্ষ, মাথামোটা-
ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হেত পারে তবে আমাদের দেশের নেতারা নয় কেন ?

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উন্নত দেশের ক্ষেত্রে এমন হতে পারলে আমাদের নয় কেন? এমন প্রশ্ন অনেকের।

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

খাঁজা বাবা বলেছেন: আপনি তো পরের ভাবনা বললেন, নিজের ভাবনা কি?

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একজনের ভাবনা না হয় নাইবা জানলেন। আমি ভাবছি আমাদের গ্রামের একজন এম পি প্রার্থী হচ্ছেন সে না জিতলেও ভোটটাতো তাকেই দিতে হয়।

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

শাহাদাত নিরব বলেছেন: বিগত এক বছর ধরে চাঁদগাজীর লেখা মিস করিনাই ওনার সব লেখার সারমর্ম ২ টা বিষয় বস্তুর উপর হয়ে থাকে
১) জিয়াউর রহমান শেখ সাহেবের হত্যাকারী
২) খালেদা জিয়া কোনো ভাবেই রাজনৈতিক নেতা নন
গাজী সাহেবের এর বাইরে কোনো টপিক নাই ঘুরিয়ে পেঁচিয়ে এই কথা গুলোর মধ্যেই সীমাবদ্ধ।
এক চোখা তো নিঃসন্ধেহে বলা যায় কারন বর্তমান পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন কিনা জানিনা। বেশের মানুষের জীবন চলাচল ইউরোপ থেকে অনুমান করা যায় না।
তবে অনেকেই সম্মান করে কারন উনি একজন বীর মুক্তিযোদ্ধা
আশা করি উনি নিজের এই ভাবমুর্তি টা বাঁচিয়ে রাখতে এক চোখা অনুভুতি টা বয়কট করবেন।
কারন উনি কোনো দলের জন্য যুদ্ধ করেন নি দেশের জন্য যুদ্ধ করেছেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

ঢাবিয়ান বলেছেন: মানুষ পরিবর্তন চায়। এই চাওয়াটা বড় স্পষ্ট।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে যারা পরিবর্তন চায় তারা কতটা সফল হতে পারে এখন সেটাই দেখার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.