নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভোট কাকে দিবেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২



যারা ভোটের প্রচার ও ভোটে হানা দেয় তারা হানাদার। যারা তাদের পক্ষে থাকে তারা রাজাকার। যারা হত্যা লুট ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা যুদ্ধঅপরাধী। এসবের বাইরে যারা তাদেরকে ভোট দিবেন। হোক তারা স্বতন্ত্র ও অন্যদল। যেমন এমরান এইচ সরকার স্বতন্ত্র ও চরমোনাই পীর ২৯৯ আসনে প্রার্থী দিয়েছে। এরা হানাদার রাজাকার ও যুদ্ধঅপরাধী কেটাগরীতে পড়েনা। এমন আরো যারা আছে শুধুমাত্র তারাই ভোট পাওয়ার যোগ্য।


সঠিক ভাবে ভোট দিলে সরকার গঠন করবে চরমোনাই পীর এবং বিরোধী দলে থাকবে এমরান এইচ সরকারের নেতৃত্বে স্বতন্ত্র এমপিগণ।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: আগে গিয়ে দেখি আমার ভোট অন্য কেউ দিয়ে দিলো কিনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হানাদারের কবলে আগেই ভোট খোয়াগেলে আর কি করা!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

শাহরিয়ার নাজমুল বলেছেন: পীর সাহেবরা যে অন্য বড় দলের সাথে যোগ দেবেনা তার নিশ্চয়তা কি?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। কি করবে তা’ না ভেবে বরং কি করেছে তা’ভাবা উচিৎ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

পলাশবাবা বলেছেন: ভাই ঈশপের একটা গল্প আছে।
এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে পাশের খাদে এক লোক পরে আছে। তার সারা গায়ে জোঁক। সে একটা কাঠি দিয়ে জোঁক গুলো সরানোর চেষ্টা করতে লাগলো। খাদের পরা লোক টা তাকে বাঁধা দিল আর জোঁকগুলো সরাতে মানা করল। এতে সাহায্যকারী লোকটা ভীষণ অবাক হল আর জিজ্ঞাস করল জোঁকগুলো তার রক্ত খেয়ে ফেলছে। খাদের পরা লোক টা তাকে বলল, জোঁকগুলো অনেকক্ষণ ধরেই তার রক্ত খাচ্ছে। কিছুক্ষনের মধ্যে তাদের পেট ভরে যাবে আর তারা নিজে থেকেই খসে পরবে। এখন এই জোঁক গুলোকে ফেলে দিলে নতুন জোঁক এসে দ্বিগুন শক্তিতে রক্ত চোষা শুরু করবে।

নতুন জোঁক কে সুযোগ করে দিলে নিজের ক্ষতি হবে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু নতুনদের সুযোগ না দিলে কি করে বুঝা যাবে তারা কি করবে?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

পবিত্র হোসাইন বলেছেন: ভাবছি |-)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাবুন, ভাবতেতো হবেই। তথাপি লোকে আপনাকে চিন্তাবীদ বলবে।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

মাহমুদুর রহমান বলেছেন: দেখা যাক কি হয়।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের দর্শক থাকার দিন যেন ফুরাতে চায় না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

কিশোর মাইনু বলেছেন: পলাশবাবা চরম একটা কথা বলেছেন।
একমত আপনার সাথে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মত অমত নিয়েই দুনিয়া। তবে আমরা একটু শান্তি চাই।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সঠিক ভাবে ভোট দিলে সরকার গঠন করবে চরমোনাই পীর এবং
বিরোধী দলে থাকবে এমরান এইচ সরকারের নেতৃত্বে স্বতন্ত্র এমপিগণ।

.................................................................................................
এরা কেউই রাজনীতিবিদ না, এদের দিয়ে দেশ চলবে না
শুরু হবে , মারামারি হাঙ্গামা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাদের কিন্তু আত্মবিশ্বাস তুঙ্গে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

রায়হান চৌঃ বলেছেন: আহ্‌হারে....
১৯৯৬ তে রাজাকারের কোল কত নরম তুলতুলে আছিল।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবস্থার প্রেক্ষাপটে অনেক কিছুই বদলে যায়। আবার কখনো দরকার হলে তারা ভাল হয়ে যাবে। পৃথিবীই এমন দরকার হলে কোলে আর দরকার ফুরালে ছুড়ে ফেলে দেয়।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ রায়হান চৌঃ - জনাব , কেন যে পুরানো কথা মনে করিয়ে দেন ! সময় বুঝে স্মৃতি ভ্রষ্ট হতে হয় !

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

নয়া পাঠক বলেছেন: ভোটার হয়েছি আজ প্রায় ২০ বছর হতে চলল। এ ২০ বছরে মনে হয় একবার ভোট দিতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখেছিলাম, আমার আর কষ্ট করে ভোটকেন্দ্রে না গেলেও চলত! তাই আর কখনও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ হবে কি না এটা নিয়ে দ্বিধা রয়েছে, এসব নিয়ে একদম ভাবি না। এখন শুধু চিন্তা একটাই যে কটা দিন বাঁচি সুস্থ ও নিষ্কলঙ্ক হয়ে বেঁচে থাকতে পারবো তো?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভোট কি সকলে দিতে হয় নাকি! কেউ কেউ দিলেই হয়ে যায়।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

নজসু বলেছেন:



দুইটা শ্লোগান-

(১) আমার ভোট আমি দেবো
যাকে খুশি তাকে দেবো। B:-)

(২) আমার ভোট আমি দেবো
যত খুশি ততো দেবো। :-B

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



এটা কিসের ভোট হচ্ছে, চেয়ারম্যান ও কমিশনার পদে, নাকি পার্লামেন্ট?

পার্লামেন্টে কি হয়, কি করা দরকার, সেটা কি কোন পীরের জানার কথা? নাকি আপনি মনে করেছেন যে, আমরা ১৮ কোটী মানুষ এখনই বেহেস্তে যাবার চেষ্টা করছি?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষের ভোটাধিকার হরণ চলতে থাকলে দিশেহারা হয়ে তাদের কে কোন দিকে ছুটে বুঝা মুশকিল।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

মিঃ আতিক বলেছেন: দেশের মানুষ বই পুস্তক কিতাব পত্র থেকে অনেক দুরে সরেছে এটা সত্য তবে এখনো এতটা অন্ধকারে যায়নি যে চরমোনাইর মত কাউকে বেছে নিবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অন্যরা কি তাদের থেকে উন্নত মানের?

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

তারেক ফাহিম বলেছেন: না যবো না ভোট কেন্দ্রে, যাবনাতো :(

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভোটের ঠিকাদারেরা সেটাই চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.