নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কামাল ভাইয়ের দোষটা আসলে কোথায়?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬



এযাবৎ জামায়াতের সাথে যারা ছিল বা আছে, যারা জামায়াতের সাথে ছিল বা আছে তাদের সাথে যারা ছিল বা আছে এবং জামায়াত বাদ দিলে ঠগ বাছতে গাঁ উজাড়ের দশা হয়।তাহলে কামাল ভাইয়ের দোষ কোথায়? একই দোষে অন্যদের দোষ না হলে কামাল ভাইয়ের দোষ কেন হবে?

বৃটিশ পক্ষ, হিটলার পক্ষ, ভারত পক্ষ, পাকিস্তান পক্ষ ও এদের বংশধর বাদ দিলে খাঁটি বাংলাদেশ পক্ষের লোক থাকে কি? আপনি যদি বলেন ভারত পক্ষ ভাল। তো ৪৭ এর সে ভাল পক্ষে সবাই ভোট দিলে আজকের বাংলাদেশ হতো কি? বরং সেসময়কার পাকিস্তান পক্ষের লোকদের কারণেই পাওয়াগেল আজকের বাংলাদেশ।এতে বুঝা যায় অন্তত ৪৭ এ পাকিস্তান পক্ষ উপকারী ছিল।৪৭ পাকিস্তান পক্ষ উপকারী। ৭১ পাকিস্তান পক্ষ ক্ষতিকর। বীজগণিতের সূত্রে উভয় সমীকরণের যোগফল শূণ্য। কাজেই হিসেব করতে হবে বর্তমানে কারা বাংলাদেশ পক্ষ আছে। সে হিসেবে কামাল ভাই বেঠিক নয়।আর অতীত হিসেব করলে কেউ সঠিক নয় বরং সবাই বেঠিক।

এখন ভারত বা মায়ানমার হামলা করলে যারা বাংলাদেশের পক্ষে থাকবে আপনি কি তাদেরকে বাংলাদেশের শত্রু ভাবতে পারেন? আমার মনে হয় নিজেদের স্বার্থে কেউ কেউ আমাদের জাতিকে ভুল পথ দেখাচ্ছে। যুদ্ধঅপরাধীর বিচার চলুক তাতে কারো আপত্তি থাকার কথা নয়। কারণ অপরাধের বিচার হওয়াই সঠিক কাজ। কিন্তু অপরাধকে কেউ কেউ যেভাবে হিসেব করছে সেভাবে অপরাধের বাইরে কেউ থাকে না।এখন বলা হচ্ছে অপরাধীর বংশ আত্মীয় বন্ধু সবাই অপরাধী, অথচ যারা এটা বলছে তারা নিজেরাও এর মধ্যে শামিল।কামাল ভাই আইনের লোক। তবে কি তিনি বেআইনি কাজ করছেন? দোষ কোন পক্ষের, কামাল ভাই না তার উপর হামলাকারী পক্ষের? বিচারের দায়িত্ব জনগণের। অবশ্য এ অসহায় জনগণ ত্রিশতারিখে নিজের ভোট দিতে পারে কি না এ বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে ভাল কথা কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্যরা ভোটে অংশগ্রহণ না করলে ভোট হবে কেমন করে? ভোট চাইতে গেলে পিটানো হচ্ছে এটা আবার কেমন কথা? তবে কি আমাদের শান্তিতে থাকার কোন অধিকার নেই? এমন আর কতকাল চলবে? এমন অরাজকতা জনগণকে কত আর সহ্য করতে হবে? এদেশের লোকদের বিবেক কি চিরকাল ঘুমিয়ে থাকবে? আমাদেরকে অবশ্যই বদলোকদের সঙ্গ ছাড়তে হবে। বর্তমানে যারা বাংলাদেশের পক্ষে তাদেরকে যারা শান্তিতে থাকতে দেয়না তারা বদ লোক। যারা ভোটের প্রচারে বাধা দেয় তারা বদ লোক। যারা ভোটারদেরকে ভোট দিতে দেয় না তারা বদ লোক।জনগণ ক্ষেপেগেলে এরা গণপ্রতিরোধের মুখে পড়বে বিষয়টা তাদের মাথায় থাকা দরকার।আমার মনে হয় চিতল পিঠার ছিদ্র না গণে কার কাজ কেমন সে হিসেবে ভোট দিলেই চলে। যারা ভোট চান তারা বলুন তারা দেশের কি উন্নয়ন করেছেন এবং সামনে কি উন্নয়ন করবেন। জনগণ অবশ্যই আপনাদের কথা শুনবে। কিন্তু উন্নয়নের বাইরে অন্য অন্য কথা বললে জনগণ কতকাল সে কথা শুনবে সেটা বলা মুশকিল।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪১

বলেছেন: আজ কবি সামাজিক পোস্ট দিলেন নাকি রাজনৈতিক পোস্ট দিলেন?


বইয়ের পাতায় আর রাজনীতির পাতায় অনেক কিছু লেখা থাকে বাস্তবতা ভিন্ন।


আফসোস সবাই যদি আপনার মতো চিন্তা করতো।।।।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেশে যে অভদ্রতা চলছে তা’ আর ভাল লাগে না!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

ঢাবিয়ান বলেছেন: কামাল হোসেনের দোষ যে তিনি জনগনের পক্ষে কথা বলছেন। জনগনের অধিকারের পক্ষে কথা বলা এই দেশে মারাত্মক অপরাধ। এই দেশে জনগনের নায্য অধিকার চাইতে গেলে হাতুড়ির আঘাতে মেরুদন্ডের হাড় খোয়াতে হয়, স্কুল ইউনিফর্ম রক্তাক্ত হতে হয়। সুতরাং ডঃ কামালকে যে এখনও বাচিঁয়ে রাখা হয়েছে এবং কথা বলতেও দেয়া হচ্ছে সেটা তার বিড়াট সৌভাগ্য।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বড়ই বিচিত্র এদেশ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী ভালো লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কামাল হোসেনকে আমি সব সময়ই শ্রদ্ধা করি। তিনি আমার মিতাও বটে। ওনাদের নির্বাচনী ইশতেহারে সব থেকে ভালোলাগার মতো দুটি বিষয় আছে, তাহলো পর পর দুইবারের বেশী প্রধান মন্ত্রী হতে না পারা, আর অন্যটা হলো চলমান উন্নয়ন কাজ থামিয়ে না দেওয়া। কিন্তু যুদ্ধাপরাধী দলটাকে ত্যাগ করতে না পারাটা আমার কাছে অবশ্যই খুব খারাপ দৃষ্টান্ত।

অন্যে অপরাধ করলো বলে আমাকেও করতে হবে এমনটায় আমি বিশ্বাসী না, শুভেচ্ছা জানবেন কবি।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এদেশে একজনের হিসেবের সাথে অন্যজনের হিসেব মিলে না।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

হাবিব বলেছেন: কেউ এমন করে ভাবেনা......

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর ভাবনাহীন সিদ্ধান্তে ভুল বেশী থাকে।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কামাল হোসেন খামোশ বলতেই সবাই কেন তার উপর হামলে পড়লো? আমাদের চেতনা কেন এতো তীক্ষ্ণ? যখন চেতনাধারী সেলিম ওসমান সাংবাদিকদের খানকির পোলা বলে গালি দেয়, যখন আবুল মাল বাস্টার্ড আর রাবিশ বলে, যখন মহসিন আলি ২ টাকার সাংবাদিক বলে তখন কেন আমাদের চেতনা এতো ভোতা হয়ে যায়?

ভাদুরীর প্রশ্ন শুনে তো মনে হয় ওনাকে এইধরনের প্রশ্ন করার জন্য কেউ বা কাহারা বিশেষ উদ্দেশ্য নিয়ে ওনাকে পাঠিয়েছিল! আমার মতে ড: কামালের উচিত ছিল আরো কঠিন কিছু বলা।

ভাদুরী কি এমন প্রশ্ন প্রধান মন্ত্রীকে করতে পারবেন? জিজ্ঞাসা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাইকেতো আর এক পাল্লায় মাপা যায় না।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
কামাল সাহেব ভাল লোক।
যুক্তফ্রন্ট ঐক্যফ্রন্ট ইত্যাদি করার সময় বার বার বলেছিল জামাতকে নেয়া হবে না।
অথচ পরে দেখা গেল তিনি সুপরিকল্পিত ভাবে জামাত পুনর্বাসনের কন্ট্রাক্ট নিয়েছেন।
জামাতের জন্য আগেই ১, ২ না ২৫ সিট রিজার্ভ রেখেছিলেন।
তার দলকে মাত্র ৪ সিট, নিজেও দাড়ান নি।

তাহলে তা উপর ভরসা করি কিভাবে?

জামাত একটি বিদেশী ফ্যাসিস্ট দল। তাদেরকে প্রতারণামুলক ভাবে অবস্থান তৈরী করে দেয়া অপরাধমূলক কাজ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনগণ গ্রহণ না করলেতো সমস্যা থাকে না। নাকি জনগণের মতের কোন গুরুত্ব নেই!

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

নূর আলম হিরণ বলেছেন: ভিন্নমতকে সহ্য করার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের নিকট নিজ মতের জয় ছাড়া কোন বিকল্প নেই।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: নৌকা মার্কায় ভোট দিন | ধানের শীষ বিদায় দিন :)

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উন্নয়নের জোয়ারে নৌকা ভাসতে পারলেও ধানের শীষ ভাসতে পারবে না। ধানের শীষ জাগতে হলে উন্নয়নের জোয়ার আগে থামতে হবে।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: চাচাজ্বী ভালো লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর মত আপনাকেও ধন্যবাদ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

সাইন বোর্ড বলেছেন: মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলে মনে হয় না ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর দায়িত্ব যাদের তাদের তেমন সাহস থাকলে তেমনটা আশা করা যেত।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার জেলার কোথাও নৌকা ছাড়া অন্য কারো পোস্টার নাই। এটাই গণতন্ত্র!!!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের গণতন্ত্র আমাদের ইচ্ছার প্রতিফলন।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ঢাবিয়ান বলেছেন: @গিয়াস উদ্দিন লিটন ভাই, এইরকম এক লাইনের কমেন্ট নয় একখান আস্ত পোস্ট চাই আপনার জেলার।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষ এখন কোন বিষয়ে আলোচনার আগ্রহও হারিয়ে ফেলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.