নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সান্ত্বনা

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

রাস্তায় দেখলেই ‘কবি’ বলে ডাকতাম
খুব ভালো কবিতা লিখতেন আসলেই
সেই তিনি লজ্জায় ঢাকতেন মুখ তাঁর
কোনোদিন লেখা তাঁর
হয় নিকো ছাপা কোনো কাগজেই

অথচ কী উদ্যম, রাতদিন লিখে যান
কোনো একদিন যদি লেখা তাঁর ছাপা হয়!
বহুবার ভেবেছেন কবিতার খামটিরে
সম্পাদকের কাছে নিজেই দিবেন নাকি পৌঁছে!

এই করে, ঐ করে দিন তাঁর চলে যায়
বিরাট টেবিলখানি
ভরে ওঠে কবিতার খাতাতে
রানুছবি, মোহলাল, ফ্রান্সিস, শাজাহান
ওরা আজ বড় কবি,
ওদের কবিতা ওঠে শুক্রের পাতাতে

অথচ ওদের তিনি প্রতিরোজ আড্ডায়
শেখান কবিতা আর গল্পের কৌশল
অবশেষে ভুলে যান সমুদয় আফসোস
নিজের না হলো, তাতে ক্ষতি কী?
..........................হয়েছে তো শিস্যরাই সফল!

৩ মার্চ ২০১৭

মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এমন কবিও কি আছে সমাজে। থাকতে পারে যে নিজের জন্য না ভেবে শুধু অন্যকেই দিয়ে উজাড় হন।

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটাই কবির সান্ত্বনা।

শুভেচ্ছা আপনাকে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: এমন কবি আমাদের অনুপ্রানীত করে।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রিকতা মুখার্জী। শুভেচ্ছা।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা রইল।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো সান্ত্বনা

স্বীকৃতি সত্যিই বড় কিছু পাওয়া!!!
কবির প্রতি শ্রদ্ধা রেখে গেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬

মাহমুদা তাসলিম নিপা বলেছেন: ছাত্র যখন শিক্ষকের চেয়ে বড় হয় সেটাই তখন শিক্ষকের বড় স্বীকৃতি । অনেক ভাল লিখেছেন ।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার কমেন্ট। শুভেচ্ছা।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

নতুন নকিব বলেছেন:



খলিল ভাই,

ধুলোবালিছাই নয়, একেবারে খাঁটি সোনাবীজ। সত্যি, ভাল লিখেছেন। আসলে তো বিলিয়ে দেয়াতেই প্রকৃত সুখ ঐশ্বর্য।

অহর্নিশ ভাল থাকার প্রত্যয়ে।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নকিব ভাই, মন্তব্যে দারুণ উজ্জীবিত হলাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: স্বীকৃতির পিছে ছোটাটাও অনেকটা নিচুতা বলে মনে হয়।
সুন্দর লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু মন খুব অবুঝ এবং নির্বোধ। তাই স্বীকৃতির পেছনে নিরন্তর ছুটে চলে।

ধন্যবাদ আরণ্যক। ভালো থাকবেন।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

জেন রসি বলেছেন: আমার ধারনা যারা কবিতায় আত্মমুক্তির পথের সন্ধান করে তারা মহান কবি হয়। কারন তাদের সে দেখানো পথ আমাদের জন্য একটা কোডের মত। আর যারা স্বীকৃতির পিছনে ছুটে চলে তারা হয়তো স্বীকৃতি পায়! নিজের মত করে কোন গভীর বোধের জন্ম দিতে পারে কি?

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যের সাথে সহমত, প্রিয় জেন রসি। শুভেচ্ছা।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

গেম চেঞ্জার বলেছেন: স্বীকৃতি পেলে সেটা নিচুতা হবে কেন? সেটা তো ন্যাচারাল! তবে হীন পন্থা অবলম্বন অবশ্যই নিন্দনীয়।

তবে লিখে যারা আত্মমুক্তি/আনন্দ/সাধনার পথ খুঁজে পায় তাদেরকে উপরেই স্থান দিতেই হয় তাতে দ্বীমত নেই।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথেও সহমত পোষণ করছি প্রিয় গেম চেঞ্জার। শুভেচ্ছা।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল কোচ মানেই ভাল খেলোয়াড় নয়।
কবি শিস্যদের সাফল্যে নিজের সাফল্য খুজে পেয়েছেন। এটাই যথার্থ ।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাল কোচ মানেই ভাল খেলোয়াড় নয়। - বাস্তব কথা।

সাফল্য যখন সুদূরপরাহত, তখন মানুষ ক্ষুদ্রাতিক্ষুদ্র সাফল্য খুঁজে বেড়ান, যা থেকে ন্যূনতম সান্ত্বনাটুকু পাওয়া যায়। দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো। এ তত্ত্ব ব্যর্থদের।

ধন্যবাদ লিটন ভাই।

১১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫০

জুন বলেছেন:
নিজের না হলো, তাতে ক্ষতি কী?
..........................হয়েছে তো শিস্যরাই সফল!

এটাই আসল কথা ছাই ভাই।
+

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক, দেশি আপু। শুভেচ্ছা।

১২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন , ভাল থাকুন ।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও।

১৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৩

নতুন নকিব বলেছেন:



বাহ্! পাশাপাশি ফোর স্টার!! (১. আরণ্যক রাখাল ২. জেন রসি ৩. গেম চেঞ্জার ৪. গিয়াস উদ্দিন লিটন)

ফোর জিনিয়াস এক সাথে!!!

জিনিয়াসরা আরও জিনিয়াস হোক।

সকলের জন্য ভালবাসা।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসা আপনার জন্যও। শুভেচ্ছা।

১৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০১

সোহানী বলেছেন: আসলেই ওটাই গুরুর শান্তনা।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

১৫| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: সহজ, সরল, সুন্দর!!

এবং একটা সর্বজন গ্রহনীয় ম্যাসেজ দিয়ে ইতিটানা!

আমার বেশ লেগেছে!:)


প্লাস!:)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান। শুভেচ্ছা।

১৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো খলিল ভাই

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। শুভেচ্ছা।

১৭| ০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিদের পথচলার একটি প্রেরণা।

অল্পো কথায় অনেক সুন্দর।

শুভকামনা।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু। শুভেচ্ছা।

১৮| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.