নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বুবুর কথা, মায়ের কথা

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

(ফেইসবুকে বিভিন্ন স্টেটাসে কমেন্ট করতে গিয়ে এগুলো লিখে ফেলেছি। হোসনে আরা বেগম আপুর স্টেটাসে লিখেছিলাম সবচেয়ে বেশি। কৃতজ্ঞতা, আপুকে)
----------------------------------

তুই চাইলেই আমি ভালো থাকি।
তুই চাইলেই আকাশে রাখি হাত।
তুই চাইলেই সমুদ্রে মেঘ জমে।
তুই চাইলেই আমি পাই মনোরম একটি রাত।

তুই চাইলেই আমি তোর সন্তান হয়ে যাই
তোর কোলের ওমে বুবু ও মায়ের স্পর্শ পাই


আমার বুবু কোথায় থাকিস?
ক'দিন আমার খবর রাখিস?

তুই যে বুবু কোথায় থাকিস
কেউ জানে না
তোর মমতার কী রং, বুবু
কেউ দেখে না

আমার বুবু কেমন বুবু
কেউ জানে না
সে যে আমার বুবুর বুবু
কে মানে না?


বুবু, আমি ভালো আছি
যতটুকু না থাকলে নয়
কেউ যদি না ভালোই থাকে
'ভালো আছি' হয় অভিনয়।

তুইও বুবু খুব ভালো থাক
সব জড়তা চুলোয় যাক
আজকে যেমন ঋদ্ধ সজীব
১০০ বছর পরেও এমন
তোকে যেন দেখে বলি
'বুবুরে, তুই আছিস কেমন?'

আমার বুবু কেমন বুবু
আমিই জানি
তুই যে বুবু, বুবুর বুবু
সত্যি মানি

বুবু, কেন লুকিয়ে আছিস মিছেমিছি?
দিস নি, তবু দূরে থেকেই
আমিই তোর কোল ছুঁয়েছি।

গভীর রাতে কান্না পেলে উচ্চরবে কাঁদিস, বুবু
সঙ্গোপনে বাবুর কথা একটুখানি ভাবিস, বুবু।


তুমিই ছিলে বুবুর বুবু
মায়ের চেয়েও মা
আমার কাছে সত্যি ছিল
তোমার অবস্থিতি
অসম্পর্কের দায় থাকে না
সাক্ষী তুমি নিজে
তুমিই শেষে মুছে দিলে
সব সুখকর স্মৃতি।

আমার বুবু আমারই মা
জানি না সে কোথায় থাকে
শুধু শুনি ঘুমের ভিতর
নাম ধরে সে নিত্য ডাকে
ঘুম ভাঙিলে তাকিয়ে দেখি
একা ছিলাম, একাই আছি
শূন্য ঘরে বাতাস কাঁদে
আমি একা, একাই আছি।

কে বুবু আর কে জননী
সংখ্যা ক’জন কেউ কি জানো?
তোমরা আমরা বড্ড আপন
এটাই কঠিন সত্যি মানো।

১৫ ফেব্রুয়ারি ২০১৭

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কে বুবু আর কে জননী
সংখ্যা ক’জন কেউ কি জানো?
তোমরা আমরা বড্ড আপন
এটাই কঠিন সত্যি মানো।

জি আমরা সবাই আপন।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০

কাবিল বলেছেন: তুই চাইলেই আমি তোর সন্তান হয়ে যাই
তোর কোলের ওমে বুবু ও মায়ের স্পর্শ পাই




ভাল লাগলো।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

৩| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোই লিখেছেন। লিখে যান শুভকামনা।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ।

৪| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: শব্দকবিতাঃ শব্দেই দৃশ্য , শব্দেই অনুভূতি :)

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডার্ক ম্যান।

৫| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৬

শায়মা বলেছেন: ভাইয়া

বুবুর কবিতা পড়ে অনেক অনেক ভালো লাগলো।

অনেক অনেক ভালো থাকো তুমিও!

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বুবু।

৬| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: অনেক ভালো লাগলো। +।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৭| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তুই চাইলেই আমি ভালো থাকি।
তুই চাইলেই আকাশে রাখি হাত।
তুই চাইলেই সমুদ্রে মেঘ জমে।
তুই চাইলেই আমি পাই মনোরম একটি রাত।

সুন্দর +

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৮| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আবু মুছা আল আজাদ বলেছেন: এত সুন্দর মনের ভাষায় অতিব আপন মনের ভাষায় লেখা !!!!!!!!!!!!!

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবু মুছা ভাই।

৯| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চারটিই চমৎকার!!

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।

১০| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১:০৫

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল। লিখে যান।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

১১| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১:৪৩

সাকলাইন শরিফ বলেছেন: দারুণ সব অনুভূতি আপনার লেখা.. লিখেই যান শুভ কামনা !

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাকলাইন শরিফ ভাই।

১২| ১২ ই মে, ২০১৭ ভোর ৬:২২

সোহানী বলেছেন: ভালোলাগা বুবুর কবিতায়...............++++++++

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

১৩| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:২৬

তপোবণ বলেছেন: কাজলা দিদির কথা মনে পড়ে গেল। আপনার কবিতাগুলো খুব ভালো লাগে। তবে আপনি বোধহয় পাঠকের মন্তব্যের জবার দেন না। কিছু পাঠক ব্লগে ঢুকেই আপনার কবিতা খোঁজে তাকি আপনি জানেন?

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো আপনার কমেন্ট। তবে, অভিযোগ গুরুতর হলেও তা সত্যি না কিন্তু :) মোবাইল থেকে কোনো কমেন্টেরই রিপ্লাই পোস্ট হচ্ছিল না, আর ল্যাপটপ থেকে ছিলাম অনেক দূরে।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:০০

অর্ক বলেছেন: খুব ভাল লাগলো! শুভকামনা রইলো।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.