নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জীবনের ঋণ

১৮ ই মে, ২০১৭ রাত ১২:৪২

এ জীবন এক নৌকাভ্রমণ
কখনো-বা ভাটি, কখনো উজান।
নিজের বৈঠা টানবে নিজেই
মাথায় রোদ বৃষ্টি তুফান।

জীবন হয়ত দিবে না কিছুই
তুমিই দিবে এ জীবনের দাম।
একদা তোমার জীবন ফুরোলে
কালের পাখায় মুছে যাবে নাম।

এ জীবন এক হীরার খনি
সবাই কি তার সন্ধান পায়?
তোমরা জ্বেলেছ আঁধারে মশাল -
জীবনযুদ্ধে নব অভিপ্রায়।

ক্লান্ত শরীরে একটু ঘুমোবো
কাল খুব ভোরে উঠবো জেগে।
তোমরা রয়েছ শত ক্রোশ দূরে
অথচ পাশেই, আমি নিব ভেবে।

তোমাদের দায়ে লাল নীল পালে
নদীর জোয়ারে নৌকা ভাসাই।
তোমরা আমার প্রাণের নিধি
আর তো আমার সঞ্চয় নাই।

বন্ধু তোমরা পৃথিবীর সেরা
আমার হৃদয়ে রবে চিরদিন
ঘুম ভেঙে যদি আর না জাগি
ভুলে যেয়ো এই জীবনের ঋণ।

১৭ মে ২০১৭

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ১২:৫১

জেন রসি বলেছেন: মৃত্যুভাবনা মাঝেমাঝে মানুষকে বিষণ্ণ করে দেয়! তবুও এ ভাবনাকে পাশে রেখেই মানুষকে ছুটে যেতে হয়!

কেমন আছেন? শুভকামনা।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাল আছি ভাই। দোয়া করবেন। পাঠের জন্য ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১৭ রাত ১:১৯

কানিজ রিনা বলেছেন: তোমরা রয়েছ শত ক্রশদুরে
অথচ পাশেই আমি ভেবে নিব।
ভাল লাগল। শুভকামনা।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১:২০

তপোবণ বলেছেন: চমৎকার লিখেছেন

"বন্ধু তোমরা পৃথিবীর সেরা
আমার হৃদয়ে রবে চিরদিন
ঘুম ভেঙে যদি আর না জাগি
ভুলে যেয়ো এই জীবনের ঋণ।"

প্রিয়তে রইলেন++

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৪| ১৮ ই মে, ২০১৭ রাত ১:৩৩

উম্মে সায়মা বলেছেন: ঘুম ভেঙে যদি আর না জাগি
ভুলে যেয়ো এই জীবনের ঋণ।

অনেক সুন্দর হয়েছে।++

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

৫| ১৮ ই মে, ২০১৭ রাত ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
ভাল লাগল কবিতার কথা
মনে পড়রে আব্বাস উদ্দিনের গানের কথা

থাকতে পাড় ঘাটাতে তুমি পারের নাইয়া
দ্বীন বন্ধুরে
আমার দিন কি এমনি যাবে বইয়া

আমি দ্বীন ভিখারি পাড়ের কড়ি
ফেলাইছি হারাইয়া
দ্বীন বন্ধুরে
আমার দিন কি এমনি যাবে বইয়া
আব্বাস উদ্দিনের গান

শুভেচ্ছা রইল

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডাঃ এম এ আলী ভাই।

৬| ১৮ ই মে, ২০১৭ রাত ৩:০৬

নাগরিক কবি বলেছেন: সুন্দর কবি B-)

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।

৭| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন:



হৃদয় ছোঁয়া ক'টি লাইন। অন্তহীন শুভকামনা।

কেমন আছেন প্রিয় খলিল ভাই?

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাল আছি নকিব ভাই। দোয়া করবেন। কমেন্টের জন্য ধন্যবাদ।

৮| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:১১

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

৯| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:২১

সত্যের ছায়া বলেছেন: ভাল লাগারমত একটি কবিতা।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সত্যের ছায়া।

১০| ১৮ ই মে, ২০১৭ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো জীবনটাকে বুঝে। কবিতায় আমি সোনাবীজ পাইলাম ভাই।

আমি মরার সাথে সাথেই মরে যেতে চাই না , আরও কিছুদিন থাকতে চাই। দোআ করবেন।

আপনার ঋণ মুক্ত হোক , শুভকামনা সবসময়।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে------

ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।

১১| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:১৬

তপোবণ বলেছেন: জীবনের এই নেীকা ভ্রমণে কবি নীরব কেন?

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইতো সরবে উপস্থিত হলাম :)

১২| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৪১

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগলো :) কেমন অাছেন

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি মুনসী ভাই। কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

১৩| ২৪ শে মে, ২০১৭ রাত ৮:১০

তারছেড়া লিমন বলেছেন: বন্ধু তোমরা পৃথিবীর সেরা
আমার হৃদয়ে রবে চিরদিন
ঘুম ভেঙে যদি আর না জাগি
ভুলে যেয়ো এই জীবনের ঋণ।
.............. এপিক একখান লাইন............... অনেকদিন পর আপনাকে পেলাম ভাই.....

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, অনেকদিন পর। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

১৪| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৮

বে-খেয়াল বলেছেন: বন্ধু তোমরা পৃথিবীর সেরা
আমার হৃদয়ে রবে চিরদিন
ঘুম ভেঙে যদি আর না জাগি
ভুলে যেয়ো এই জীবনের ঋণ।
অসাধারন অসাধারন লেখায় ভালবাসা রইল।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বে-খেয়াল ভাই।

১৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: ভাইয়া তোমার ঋণ তো কখনই ভোলা হবে না আমার।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বুবু।

১৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দু:খিত, মোবাইল থেকে কোন কমেন্টের রিপ্লাই দেয়া যাচ্ছে না। সমস্যা কোথায় বুঝতে পারছি না।

১৭| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি অনেক সুন্দর কবিতা লিখেন, তবে মনে হয়ে আপনার সাথে আমার যোগাযোগ কিছুটা কম মনে হয়।

১০ ই জুন, ২০১৭ রাত ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ এমন উদার মন্তব্যের জন্য। আমি দুঃখিত যে, এ কমেন্ট পাওয়ার পর আপনার একটি কবিতায় আমি দীর্ঘ একটা কমেন্ট লিখেছিলাম। কিন্তু ব্যাকস্পেসে কীভাবে যেন চাপ লাগে, অমনি সব হাওয়া হয়ে যায় :( যাই হোক, শীঘ্র আসছি আপনার পোস্টে।

১৮| ০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:



কবিতার প্রতিটা শব্দ এতো অর্থবহ আর শেষ চারটা লাইন কি বলবো , স্পিচলেস !!!
মৃত্যুপূর্ব উপলব্ধি, অসাধারণ ধুলো !

প্রথম লাইনটা ‘এ জীবন এক নৌকাভ্রমণ’ পড়ে আমার শায়রীকে নিয়ে লেখা পোষ্টে করা রিসেন্ট একটা কমেন্ট মনে হলো, সেটা শেয়ার করলাম এখানে ধুলোকে ।


To me, life is a beautiful journey. Once we are on board, we have to be aware that it’s heading to the destination. In between we meet so many passengers as acquaintance that makes our journey pleasant. They are coming and going. We can meet them greet them but we shouldn’t expect anything knowing that very soon we have to say goodbye.

ধুলো কোথাও যাচ্ছেনা , আমাদের সাথে আছে, থাকবে ।


০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবন সম্পর্কে কিছু লিখতে গেলে সবাই মোটামুটি একই কথা লিখবে, কারণ হলো, আমরা মানুষ, মানুষের জীবনটা একই ভাবে শুরু হয়, নানান অভিজ্ঞতায় একই ভাবে শেষ হয়। এজন্য আমার কথাগুলো আর শায়রীর পোস্টে আপনার কথাগুলোর সেন্স অভিন্ন। বাট, আপনার কমেন্টের কম্পোজিশনটা খুব সুন্দর।

আমার এক এলাকাত ভাই, যিনি নিজেও কিডনি ট্র্যান্সপ্ল্যান্টেড পেশেন্ট ছিলেন এবং আমার জন্য অনেক উৎসাহদাতাও ছিলেন, তিনি বলতেন, 'আমি কষ্ট করে অনেকদিন বেঁচে থাকতে চাই না, আরাম করে একদিন হলেও বেঁচে থেকে সুখ, তাই কিডনি ট্র্যান্সপ্ল্যান্ট করাইলাম।' কিডনি ট্র্যান্সপ্ল্যান্টের আগে ডায়ালিসিস করাসহ নানান জটিলতা ছিল। আল্লাহর রহমতে বর্তমানে আমি যেন স্বর্গসুখ লাভ করছি।

১৯| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৭

মিরোরডডল বলেছেন:




এলাকাত ভাই ??? এগুলো শব্দ কই পায় ধুলো :)
আমিও এলাকাত ভাইয়ের কথার সাথে একমত ।
বুঝতে পারছি ধুলো কিসের মধ্যে দিয়ে গেছে ।
থ্যাংকস গড ইউ আর ওকে ।

কিছুদিন আগে ঢুকির পোষ্টে ধুলোকে নিয়ে নীচের কমেন্ট টা করেছিলাম । আজ এই কথাটা জানার পর রেসপেক্ট আরো অনেক বেড়ে গেলো । ধুলোটা যেনো সাবধানে থাকে সবকিছু ঠিকমতো মেইনটেইন করে, চেকাপ, মেড, এভরিথিং ।

১৯. ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫১

মিরোরডডল বলেছেন:



অবশ্যই, একডালা উইশ খুব সুন্দর প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি।

অচিনপুরের ঠিকানায় নিশ্চয়ই :)

না উনি শুধু কবিতা মাস্টার না, সর্বগুনে গুনান্নিত।
অবশ্যই ধুলো সর্বগুণে গুনান্নিত ।
আমার কাছে ধুলো হচ্ছে আকাশের মতো বিশাল ।
সেখানে অনেক কিছু ধারন করে ।

যেটা বলেছেন ওটা দেখে আমিও হেসেছি। ওটারো একটা মিনিং আছে। হা হা হা ......

সেই ইনার মিনিংটাও যেন চিরকুটে অচিনপুরে পাঠিয়ে দেয়া হয় ।

আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি গোলাপ
আমার জন্য
এ রাতে

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থ্যাংক্স ডুলু আমার সম্পর্কে এত মহৎ ধারণা পোষণ করার জন্য।

আপনার কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। নীচের লাইনগুলো ইন্টারনেটে খুঁজলাম অন্য কোথাও আছে কিনা, নিশ্চিত হওয়ার জন্য যে এগুলো আপনার কথা।

আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি গোলাপ
আমার জন্য
এ রাতে


আমার লেখার প্রশংসা অনেকেই করেন, কিন্তু এ লাইন ক'ট পড়ে মনে হচ্ছে আমি এমন পঙ্‌ক্তি কখনোই লিখতে পারি নি।

২০| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:

এটা আমার লেখা না বোকা, এটা একটা গান :- )

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্টারনেটে সার্চ দিয়ে পেলাম না যে!

কিছু আগে শুলু'র দেয়া একটা লিংকে একটা গান শুনে এলাম। বিজ্ঞাপন বিরতি। ওদের গান আগেও একটা শুনেছি। কেউ একজন লিংক দিয়েছিল বলে মনে পড়ে।

ব্যাবিলন নগরী

২১| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫২

মিরোরডডল বলেছেন:

বাহ ! সুন্দর ।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.