নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গল্পকণিকা : কালো মেয়ে

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

মেয়েটা কালো বলে লোকটা খুব আফসোস করতেন, হায়, আমার মেয়েটা সুন্দর হলো না!
আফসোস করতে করতে একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন, মেয়েটা খুব মিষ্টি ও সুন্দরী হয়ে গেছে। চঞ্চলতায় সে সারা বাড়ি আলো করে ঘুরে বেড়াচ্ছে। তার হাসিতে মুগ্ধ হয়ে আকুলভাবে 'মা, মা' ডেকে উঠলেন লোকটা। আর মেয়েটি ধীরে ধীরে তাঁর রূপবতী ‘মা’ হয়ে গেলো।
আরো একটু পর তিনি দেখতে পেলেন, 'মা'টা হয়ে গেলো একটা হলুদ পাখি। তারপর করুণ ডানা নেড়ে পাখিটা আকাশে উড়ে গেলো, লোকটার দিকে ফিরেও তাকালো না।

১৫ ফেব্রুয়ারি ২০১৭

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

অবাক করা গল্প! ফ্যান্টাসি কিচুটা! তবে অনুগল্প হিসেবে আমি বলব চমৎকার হয়েছে!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা।

ফেইসবুকে এটা শেয়ার করা হলে কেউ কেউ আমার মেসেজটা টাচ করে ফেলেন।

শুভেচ্ছা।

২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুতরাং যা পেলাম তাতেই সন্তুষ্ট থাকতে হয়। নতুবা সেটাও হারাতে হয়।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় ফরিদ ভাই। শুভেচ্ছা।

৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫১

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন অনুগল্প। :)

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলভী রহমান শোভন। শুভেচ্ছা।

৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: স্নেহ-ভালবাসার কোন রূপ হয় না।।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন।

শুভেচ্ছা প্রিয় সচেতনহ্যাপী।

৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: ছোট গল্প হিসেবে দারুণ। কেমন আছেন?

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি প্রিয় সুমন ভাই। দোয়া করবেন।

৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনুগল্পের ফিনিশিংটা অনেকদিন মাথায় ঘুরবে .....................

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কথাটাও আমার অনেকদিন মনে গেঁথে থাকবে এবং আনন্দ দিবে।

ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৪১

শায়মা বলেছেন: উড়ে গেলো??

কেনো?

মনে হচ্ছে মেয়েটার গায়ে হলুদ ছিলো আর তারপর বিয়ে হয়ে চলে গেলো!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। তাও হতে পারে। কল্পনায় মিলে গেলেই গল্প সার্থক। ফেইসবুকের লিংক দেয়া আছে। আমি যা বলতে চেয়েছি তা অনেকেই বুঝে ফেলেছেন (কী মুশকিল!! :) ) তবে ওটাই যে হতে হবে সে ব্যাপারে রবিকাকা আমাকে কোনো নির্দেশনা দিয়ে যান নি :)

শুভেচ্ছা আপু।

৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। আপনি একজন সুলেখক। আপনার মন্তব্য খুব প্রেরণা দেয়।

শুভেচ্ছা।

৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:০৪

ওমেরা বলেছেন: খুব সুন্দর !!

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ওমেরা। শুভেচ্ছা।

১০| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: আবারও একটা ভুল হয়ে গেছে!!
গতকাল রাতে একটা লেখা পোষ্ট করেছিলাম। তারপর সকালে আরেকটা লেখা পোষ্ট করেছি। কিন্তু আমি জানতাম না- আমার আরেকটা পোষ্ট প্রথম পাতায় আছে। (যেটা রাতে পোষ্পট করেছিলাম) আমি ভেবে ছিলাম সামুতে তো একটা লেখা প্রথম পাতায় বেশিক্ষন থাকে না। রাতের পোষ্ট তো আর সকাল পর্যন্ত থাকবে না।
সামু মেইল দিয়েছে। এবং আমাকে ''জেনারেল'' করেছে। আমি মেইলে তাদের জানিয়েছি- এটা ইচ্ছাকৃত ভুল না। খুব করে স্যরি বলেছি।

এখন আমি কি করবো?

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হয়, আপনার ইচ্ছেকৃত ভুলটি কর্তৃপক্ষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাকে যথাশীঘ্র নিরাপদ ব্লগার হিসাবে উন্নীত করবেন। আপনার মতো গুণী লেখকদের 'নিরাপদ' ব্লগারের মর্যাদা ফিরিয়ে দেয়ার ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ আন্তরিকতা দেখাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে, আপনি দমে না যেয়ে যথানিয়মে আপনার লেখা পোস্ট করতে থাকুন। যাঁরা আপনাকে 'অনুসরণে' রেখেছেন, তাঁরা ঠিকই আপনার লেখা দেখতে পাবেন এবং পড়বেন। আমি সবার আগে 'অনুসারিত' লিস্ট দেখি।

আমার এই পোস্টেই আপনার পক্ষে আমিও ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আপনার ভুলটা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনাকে দ্রুত 'নিরাপদ' করা হয়।

শুভ কামনা থাকলো।

১১| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গল্পটি বিস্ময়কর, তবে কালো ভালো ছিল।

আমাদের সন্তুষ্টি থাকা উচিৎ সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমাদের সন্তুষ্টি থাকা উচিৎ সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই।
সুন্দর বলেছেন নাঈম জাহাঙ্গীর ভাই। অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভারি রহস্য!!

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিএম বরকতউল্লাহ ভাই। শুভেচ্ছা।

১৩| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

জীবন সাগর বলেছেন: রহস্য ঘেরা।

প্রাপ্যতার সন্তুষ্টি রাখা উচিৎ আমাদের।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জীবন সাগর ভাই। শুভেচ্ছা।

১৪| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ছোট গল্প হলেও দারুন ভাই ।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধনয়বাদ শাহরিয়ার কবীর ভাই। শুভেচ্ছা।

১৫| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

জাহিদ হাসান বলেছেন: শেষটা বেদনাদায়ক।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ জাহিদ হাসান। শুভেচ্ছা।

১৬| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

জুন বলেছেন: ছাই ভাই পুরো অনু গল্পটি মনে হলো আপনি স্বপ্নে দেখেছেন তাই না ?
সেই কালো মেয়েটির নামটি কি ছিল কল্পনা ?
+

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশি আপু, আপনি কীভাবে জানলেন কালো মেয়েটির নাম 'কল্পনা' ছিল কিনা? :) যাই হোক, আমরা তো বাস্তবের থেকে স্বপ্নেই বেশি উপাত্ত পেয়ে থাকি, তাই না? এটাও তাই।

ভালো থাকবেন আপু। শুভকামনা।

১৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




মেয়েটি হলুদ পাখি হবে কেন ? তার তো ময়না , কোকিল হবার কথা ! :||
এখানেও কি কোনও হিডেন কিছু আছে ? B-))

এই গল্পটাও যেন পাখির মতো ফুড়ুৎ করে উড়ে গেলো !!!!!!!!

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেয়েটি হলুদ পাখি হবে কেন ? তার তো ময়না , কোকিল হবার কথা ! ভালো একটা পয়েন্ট ধরেছেন প্রিয় আহমেদ জী এস ভাই। খেয়াল করুন, ময়না বা কোকিলের গায়ের রং কালো; গল্পের মেয়েটিও কালো। আপনি বোধহয় এ থেকেই বলছেন যে পাখিটি হলুদ না হয়ে ময়না বা কোকিল হলে সাদৃশ্য বজায় থাকতো। কিন্তু আপনি গল্পের এ লাইনটা দেখুন- আর মেয়েটি ধীরে ধীরে তাঁর রূপবতী ‘মা’ হয়ে গেলো। 'রূপবতী' বোঝাতে হলে কালো রঙের পাখি বেমানান হয়ে যায়, এজন্য এটা 'হলুদ' পাখি হয়ে গেছে। হলুদ না হয়ে শাদা বা লাল বা সবুজ পাখিও বলা যেতে পারতো, কিন্তু পাখিদের মধ্যে হলুদ পাখি আমার খুব প্রিয়, গ্রামেগঞ্জে হলুদ পাখির আধিক্য দেখেছি, এজন্য আমার লেখায়ও 'হলুদ' পাখির একটু আধিক্য আছে :)

হ্যাঁ, গল্পটাও পাখির মতো ফুড়ুৎ করে উড়ে গেলো :( :(

ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

১৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: জাদুবাস্তব ছোটগল্পের চমৎকার প্লট। তবে সুন্দর সুগভীর বক্তব্যটিই বেশি প্রণিধানযোগ্য, বাস্তবতার নিরিখে।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ মামুন অর রশীদ ভাই। শুভেচ্ছা।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার গল্প খলিল ভাই।

তবে প্রথমে ঘোলাপানি খাচ্ছিলাম মন্তব্য পড়ে গল্পের মুল থিমটা ধরতে পারছি। :)

আপনার শরীর কেমন আছে?

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আমার শরীর আল্লাহর রহমতে ভালো আপনাদের দোয়ায়।

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

২০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: ম্যাসেজটা বুঝলাম না

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেটা নিঃসন্দেহে লেখকের ব্যর্থতা। আপনি পড়েছেন, তাতেই আমি অনেক খুশি আতুআ ভাই। শুভেচ্ছা।

২১| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার অনুগল্প।
ভালবাসায় কী না হয়!
হলুদ রঙ চয়ন সঠিক হয়েছে।
গল্পে ভাল লাগা + +

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.