নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটা বৃহৎ জীবনের নেশা

১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

এমন সময়ে তুমি আসবে, যখন বিভোর বসন্ত অঘোরে লাল-নীল-হলদু ছড়াবে;
তখন নবীন কিশলয়ের মতো গজিয়ে উঠবে প্রেম। পৃথিবীর চোখ
তৃষ্ণায় ছানাবড়া হবে, মানুষে মানুষে অদ্ভুত সম্মিলন।

কখনো কখনো এত বেশি ভালো লাগে, মনে হয়
বড় স্বল্পায়ু এ জীবন। হায়, এ জীবন অফুরন্ত হলো না কেন?
কেন এ জীবন ক্ষুদ্রকাল পর
শেষ হয়ে যাবে? কেন চলে যেতে হবে অন্তহীন অন্যজীবনে?
শৈশবের মায়ের দোল, কৈশোরের আড়িয়াল বিল, অজস্র মানুষের
প্রিয়মুখ- এসব পেছনে রেখে, হায়, আমি কীভাবে কাটাবো
সেই অনন্ত মহাকাল?

সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা
ক্ষুধা ও আকুতি!
আমার জন্য কত কী উপহার নিয়ে আসবে তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস বসন্ত আর
প্রেমের অসুখ।
আমি আর কিছুই চাই না। তোমার হৃৎপিণ্ডে হাত রেখে,
এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায় চোখ রেখে
একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।

তারপর নিয়তির অলঙ্ঘ্য বিধানে যেতে তো হবেই
অনন্ত অন্যজীবনে।
আমি সেই অন্যজীবনে
প্রতিদিন সুন্দর ভোর চাই পৃথিবীর মতো- আরো চাই
মায়ের হাসিমুখ, আমার আড়িয়াল বিল,
জন্মভূমি ডাইয়ারকুম গ্রাম- প্রাণপ্রিয় মানুষের,
স্বজন-শুভানুধ্যায়ীর সরল সান্নিধ্য,
নিত্য-সহচর বাল্যের সাথিরা, পদ্মাপাড় খেলাঘর
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস অনন্তর।

২১ অক্টোবর ২০১৬


মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন। ভালো লেগেছে জানিয়ে গেলাম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।++

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

৫| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

কানিজ ফাতেমা বলেছেন: জীবনের চমৎকারিত্ব আবিস্কার ।
ভাল লাগা জানাই ।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

৬| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫

আখেনাটেন বলেছেন: অাহা! বেশ! বেশ! ভালোবেসে বেঁচে থাকুন অনন্তকাল।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা।

৭| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ক্লে ডল বলেছেন: ভাল লাগল খুব।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ক্লে ডল। শুভেচ্ছা।

৮| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯

সাহিদা সুলতানা শাহী বলেছেন: খুব সুন্দর কবিতা

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা থাকলো।

৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ভাব জাগানিয়া কবিতা। ভালো লাগলো ভাই। +++++


শুভকামনা জানবেন সবসময়।

(আচ্ছা ভাই, এগুলো কি গদ্যময় কবিতা বলে ? আমিও লিখতে চাই গদ্যছন্দ।)

১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'গদ্যময় কবিতা' কথাটা আমি প্রথম শুনলাম। আমার মনে হচ্ছে আপনি গদ্যকবিতা বা গদ্যছন্দের কথা বলছেন। আপনি তো রীতিমতো গদ্যকবিতা লিখছেন, এবং দারুণ লিখছেন। ওভাবেই চালিয়ে যান। কবিতার প্যাটার্ন বা স্ট্রাকচার আবৃত্তিতে সহায়তা করতে পারে, সেজন্য লাইন ছোটোবড়ো করে লেখা যায়। আবার এগুলোকে সমান লাইনে সাজালেও সমস্যা দেখি না (আপনি যেভাবে লিখছেন)। কবির নিজস্ব মর্জি- যেভাবে তাঁর কাছে ভালো বা সুন্দর লাগে।

গদ্যচ্ছন্দ হলো নিরেট গদ্যের মতো, তাতে প্রধান তিন প্রকার ছন্দের কোনো বৈশিষ্ট্যিই বর্তমান নেই, অন্ত্যমিল তো নেই-ই। আবার অন্ত্যমিল না থাকলেই যে তা গদ্যচ্ছন্দ, তাও কিন্তু না।

আমার বাড়ি / যাইও ভোমর/ বসতে দিব/ পিঁড়ি
জলপান যে/ করতে দিব/ নারিকেলের / মোয়া

এটা কিন্তু গদ্যকবিতা না, যদিও পঙ্‌ক্তির শেষে মিল নেই (পিঁড়ির সাথে মোয়া)। কিন্তু স্বরবৃত্ত ছন্দ এখন সক্রিয়।

এটাকে গদ্যকবিতা হিসাবে এভাবে লেখা যেতে পারেঃ

ভোমর, আমার বাড়িতে একদিন এসো, তোমাকে নারকেলের মোয়া দিয়ে জলপান করাবো।

বা

ভোমর, আমার বাড়িতে একদিন এসো,
তোমাকে নারকেলের মোয়া দিয়ে জলপান করাবো।

এখানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দের উপস্থিতি নেই।

ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। শুভকামনা থাকলো।

১০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষ কেন আপনজনকে কাছে পায় না? প্রকৃতির একি নিষ্ঠুরতা!

১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রকৃতির এক নিষ্ঠুর বিধান।

ধন্যবাদ চাঁদ্গাজী ভাই। শুভেচ্ছা জানবেন।

১১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

ওমেরা বলেছেন: আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা নয় , আল্লাহর কথা মত চল্লে সব পাবেন সেই অনন্ত জীবনে ।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা কথা বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪

নাগরিক কবি বলেছেন: আপনার গল্পের মত আপনার কবিতা ও দুর্দান্ত। প্রিয় হয়ে উঠছেন দিন দিন। B-)

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নাগরিক কবি। আমিও আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। আপনার একটা নিজস্ব স্টাইল আছে, সর্বশেষ সমাজ 'স্বীকারোক্তি'ও তার প্রমাণ।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

১৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আপনার প্রতিউত্তরে। আমার জানার ইচ্ছে যা ছিল তা সুন্দরভাবে পেয়েছি। আপনার উদার মনের পরিচয় আবারো পেলাম ভাই । আমি আপনাকে ভুলতে চাই না কখনো, প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।

অনেক আনন্দিত আপনার প্রতিউত্তরে।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও এটা জেনে খুব খুশি হলাম যে আপনার মনের দ্বিধা কেটে গেছে। লিখতে থাকুন।

শুভকামনা।

১৪| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৬

নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
Please only see the comment of this blog for once
আমি দুঃখিত, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য।
তবে শুধু একবার এই ব্লগে গিয়ে এই অমানুষটার কমেন্ট দেখুন।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টদাতা কাজটা ভালো করেন নি। আপনি ব্লগ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারেন, কিংবা কমেন্টটি আপত্তিকর হওয়ায় ডিলিটও করতে পারেন। আপনার পোস্ট আমি পড়ি নি। বিষয়বস্তু আপত্তিকর কিনা সেটা আমি জানি না। পোস্টের বিষয়বস্তু আপত্তিকর হলে আপনিই বরং পোস্টটা ডিলিট বা ড্রাফটেড করে ফেলতে পারেন- ঝামেলা চুকে গেলো।

শুভেচ্ছা।

১৫| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

জুন বলেছেন: একটা বৃহৎ জীবনের নেশা সকলেরই থাকে ছাই ভাই । তারপর ও অকালে কেউ কেউ যখন হারিয়ে যায় তারার দেশে, তখন মনে হয় আমিতো অনেক সৌভাগ্যবতী। রবীন্দ্রনাথ ঠাকুরের মত তাই বলতে ইচ্ছে করেঃ--
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক. তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক. তবে তাই হোক ॥
পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক. তবে তাই হোক। অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ. তবে তাই হোক ॥

অনেক ভালোলাগা রইলো দেশী ভাই আপনার কবিতায় ।
+

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমার প্রিয় দেশি আপু। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন, যেখানেই থাকুন, স্বজনদের নিয়ে সুস্থ ও নিরাপদে থাকুন। আমিন।

১৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস বসন্ত আর
প্রেমের অসুখ।
আমি আর কিছুই চাই না। তোমার হৃৎপিণ্ডে হাত রেখে,
এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায় চোখ রেখে
একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।

সুন্দর

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আমি আর কিছুই চাই না। তোমার হৃৎপিণ্ডে হাত রেখে,
এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায় চোখ রেখে
একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই
-

নিত্য-সহচর বাল্যের সাথিরা, পদ্মাপাড় খেলাঘর
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস অনন্তর
-

অসাধারণ অভিব্যক্তি!

কবিতা খুব ভাল লেগেছে- + +।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উপস্থিতি খুব ভালো লাগে স্যার। চৌম্বক অংশ তুলে ধরার এক অপূর্ব শক্তি রয়েছে আপনার মধ্যে, যা যে-কোনো লেখকের জন্য খুবই প্রেরণার উৎস হয়ে ওঠে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.