নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সোনালি

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সোনালি বলেছিল, আমাদের বাসর হবে
আড়িয়াল বিলের মাঝখানে ডিঙ্গি নৌকোর ছাদখোলা পাটাতনে
শরতের কোনো পূর্ণিমায়
শাদা-কালো মেঘগুলো বার বার জোসনা ঢেকে দিবে;
দক্ষিণের কালিগাঁও থেকে উড়ে আসা বাতাসে
উজানে ভেসে যাবে আমাদের ডিঙ্গিখানি- আড়িয়াল বিলের
সমগ্র বুক জুড়ে থোকা থোকা শাপলারা দুলে দুলে আমাদের
অভিবাদন জানাবে।
সোনালি বলেছিল, আমরা একটানা অনেক-অনেকদিন
আকাশে-বাতাসে-পাহাড়ে
উড়বো, আর প্রেম করবো। তারপর
আশ্বিনে চকের পানি নেমে গেলে গাংকুলায় আমন ক্ষেতের
পাড় ধরে বহুদূর হেঁটে হেঁটে
ধানের গন্ধ আর সোনারং শরীরে মাখবো।

বিরান সর্ষেক্ষেতের দিকে তাকিয়ে সোনালি বলতো, দেখো,
কী অদ্ভুত সমুদ্র! সাধ হয় ডুবে মরি। তারপর সত্যিই সে
সমুদ্রে ঝাঁপ দিত। দিগম্বর সর্ষেসমুদ্র পেরিয়ে, কালাই,
মটর, ডগাতোলা দূর্বা মাড়িয়ে একনিশ্বাসে ছুটে চলতো সোনালি।
তারপর বিপুল সায়াহ্নে ছোলাপোড়ানো একদঙ্গল
ছেলেমেয়ের ভিড়ে আমরা মিশে যেতাম।

সোনালি বলেছিল, আমরা একরাতে জয়পাড়া সিনেমাহলে
‘সাতভাই চম্পা’ দেখবো; ফিরতিপথে দোহারপুরীর
নিকষ আঁধারে ডানা-ঝাপটে-উড়ে-যাওয়া প্যাঁচাদের ভয়ে
একটুও চমকাবো না।

ভাদ্রের শেষে আড়িয়াল বিলের নৌকাবাইচ, নূরুল্লাপুর
শানাল ফকিরের ধামাইল, গালিমপুর সিদ্ধী পীরের ওরস
আর নূরপুরের মাঠে চৈত্র সংক্রান্তির মেলা- সোনালি বলেছিল,
আমরা বহুদিন এসব ঘুরবো, আর গাছের বাঁকলে
এঁকে দেব প্রেমের স্বাক্ষর।

আজও সোনালি ছুটছে, অতীত থেকে বর্তমানে; অথবা
ভবিষ্যত গিলে খেয়ে কালের প্রান্তরে, যার নাম ইতিহাস।
আমি আড়িয়াল বিলে ছুটে যাই, গাংকুলায় ছুটে যাই,
আমাদের সর্ষে-মটর-মাষকালাই-মাড়ানো ক্ষেতের আলে গিয়ে
দাঁড়াই- সোনালির সাধগুলো বিধূর কান্নায় পায়ে পায়ে হাঁটে-
আমাদের ছোলাপোড়ানো দিনগুলো হারিয়ে গেছে,
সর্ষের সমুদ্র মরে গেছে, মটরশুঁটির দানাগুলো
আমাদের দাদিমার ঘরে এখন একগুচ্ছ স্মৃতির ফসিল।

২৯ আগস্ট ২০১৫

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই সোনালি কবিতা, বড়ই স্মৃতিচারণা, মায়াজাল। মুগ্ধতা।


হারানো দিনগুলো আর আসিবে না ফিরে,
স্মৃতি হয়েই থাকুক না হয় হৃদয়ের ভূমে।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।

মাঝে মাঝে মনে হয়, যা লিখেছি কিছুই হয় নি, এত পানসে ও অর্থহীন লাগে। আবার হঠাৎ হঠাৎ নিজের দু-একটা লেখা পড়ে নিজেই খুব নস্টালজিক হয়ে যাই। এটাও আমার তেমন একটা লেখা।

ভালো থাকবেন।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সোনালি থেকে সোনাবীজ , ধুলো থেকে ছাই অথবা আড়িয়াল বিলের সাম্পান কোথাও কি হয়েছিল প্রেমেন অংকন
নাকি সবটুকু কবির কল্পনার আলাপন ;)

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। খুব মজার মানুষ আপনি। কমেন্টখানাও খুব পছন্দ হলো।

কবিতার মাজেজা বলে দিলে নাকি মজা নষ্ট হয়ে যায়- তাই আপনার ভাবনার উপরই ছেড়ে দিলাম।

ধন্যবাদ চিটাগাং এক্সপ্রেস। শুভেচ্ছা।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । আপনার কবিতাও দীর্ঘ হয়ে ওঠছে । :)

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি মূলত দীর্ঘ অবয়বেই লিখে থাকি। মাঝখানে কিছুদিন শুধু আপনার জন্য ছোটো পোস্ট করার চেষ্টা করেছি (আপনাকে উদ্দেশ্য করে একটা লেখা আছে, যেটি আপনি দেখেন নি :( ), কিন্তু সফল হই নি। আমি অল্প কথায় প্রকাশ করতে পারি না যে :(

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: লেখাটি কোনটি? কি নাম? এখনই পড়বো ।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা রহস্যগল্প

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



স্বপ্নই জীবনের অর্ধেক

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন চাঁদ্গাজী ভাই।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ওমেরা বলেছেন: অপূর্ব সুন্দর লাগল !

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা।

৭| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না, রইলো না; সে-ই যে আমার নানান রঙের দিনগুলি।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই যে আমার নানান রঙের দিনগুলি----

৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই ++


শুভ কামনা ।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। শুভেচ্ছা।

৯| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: কবিতার মাঝে একটি পুরো জীবনকে দেখতে পেলাম।

প্রকৃতি ও মাধূর্য একসাথে এককার।

আপ্লুত হলাম।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসাহিত হলাম কবি। অনেক ধন্যবাদ।

১০| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।
সোনালি কি কবির জীবনে এখন আর নেই?

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবির জীবনে যাঁরা আসেন বা থাকেন, তাঁদের নিয়ে এই ধরনের কবিতা হতে পারে। :)

ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। শুভেচ্ছা।

১১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ! আসলে স্বপ্নেই মানুষ বাঁচে। স্বপ্নহীন জীবন; জীবনই না।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বপ্নেই মানুষ বাঁচে। স্বপ্নহীন জীবন; জীবনই না। খুব সুন্দর কথা। ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী। শুভেচ্ছা।

১২| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া! সোনালীর কাব্য চোখের সামনেই দেখা হলো!

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু। শুভেচ্ছা।

১৩| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অপরিসীম মুগ্ধতা ছুঁয়ে গেল। অনেক অনেক ভাল লাগা ।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। ভালো থাকবেন।

১৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রাম্য মাটির মিষ্টি গন্ধময় কাব্য।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন ভাই। শুভেচ্ছা।

১৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: অসাধারন.....

সুনীলের ৩০ বছর পর কবিতার সেই আকুতি।.......... অরেকদিন পর ফিরে পেলাম।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

১৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




ইতিহাস কথা কয় - আড়িয়াল বিলের । সর্ষে-মটর-মাষকালাই-মাড়ানো ক্ষেতের আলে আর কারো পদধ্বনি ওঠেনা ।
একটি সময়ের কান্না ?

চমৎকার এবং চমৎকার আড়িয়াল বিলের জলে ঢেউ তুলে যাওয়া কবিতাখানি ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সর্ষে-মটর-মাষকালাই-মাড়ানো ক্ষেতের আলে আর কারো পদধ্বনি ওঠেনা । একটি সময়ের কান্না।


ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

১৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ৯ বছর পূর্তিতে শুভেচ্ছা প্রিয় কবি । :)

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

১৮| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:



এমন লেখা যেন আরো চরণের পর চরণ পড়ে যাওয়া যায় । কোন বেগ পেতে হয় না, শুধুই শৈল্পিক অনুভব ।

সোনালীরা এমনি হয় হয়ত, স্বপ্ন দেখিয়ে হারিয়ে যায় ইতিহাস হয়ে ভবিষ্যতের পথে ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোনালিরা এমনই হয়, স্বপ্ন দেখিয়ে হারিয়ে যায়, ইতিহাস হওয়ার জন্য।

ধন্যবাদ উৎসাহ-উদ্দীপক কমেন্টের জন্য। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.