নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতাঘর

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

কবিতার জন্য দীর্ঘ শীতঘুম চাই বিশ্রামের।
উলের বুনন, আঙুলের ঠুকোঠুকি, জেগে উঠে ফের।
পামট্রি’র বাবুইবাসা
নিখুঁত কবিতাঘরের মতো খাসা।
প্রেমাহত নরনারী,
জেনে রাখো, কবিতার বিদগ্ধ ঘরবাড়ি।

সব শুনে তোমার মুখে ফোটে কথা :
নাহ্, এত কি তরলপ্রদ, আয়েশি যজ্ঞ তা!
কবি এক শ্রমসার শব্দপুরুষ,
রুক্ষ নিদাঘে ঘামঝর কর্ষণ;
আজীবন দেখি তার ঘুমছেঁড়া প্রত্যূষ।

আলোকবর্ষের ওপারে কবিতাঘর।
তুমি বললে, নাহ্, জানালার পাশে!
নাহ্, আরো কাছে, বুকের ভেতর!

১৬ অক্টোবর ২০০৮

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


মানুষের মনের ভাবনাকে যিনি ভাষা দিতে পারেন, তিনি কবি; কবির প্রকাশিত ভাবনাই কবিতা

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন প্রিয় চাঁদগাজী ভাই। ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

ডার্ক ম্যান বলেছেন: ভাই কেমন আছেন? আপনি নাকি খুব অসুস্থ ছিলেন? আপনাকে অন্তত আরো চার বছর সুস্থ থাকতে হবে। ভাল থাকবেন

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘায়ুর চেয়ে একটা স্বাভাবিক মৃত্যু অনেক বেশি কামনা করি ভাই। দোয়া করবেন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

রাবেয়া রাহীম বলেছেন: বুকের ভেতর ঘুমায় কবিতা ঘর । অনেক ডাকি সারা দেয় না তাই গদ্য লেখায় মন।

খুব ভালো লাগলো কবিতা।

অনেক অনেক শুভেচ্ছা রইলো।

এখন কেমন আছেন?

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি আপু আল্লাহর রহমতে। দোয়া করবেন যেন সুস্থ থাকি।

ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

শায়মা বলেছেন: কবিতারা তো বুকের ভেতরই থাকে!!!! :)

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো! অহনা সেটাই বলে :)

ধন্যবাদ বুবু।

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

ইমন তোফাজ্জল বলেছেন: বেশি মজা লাগে নাই ।

শেষ তিন লাইন ছাড়া

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোমহেপি আপু :)

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

জেন রসি বলেছেন: নাহ্, আরো কাছে, বুকের ভেতর!
যেখানে এক মহাকাল বসে থাকে ইতিহাস নিয়ে!
শব্দের কাছে নতজানু ভ্রম হয়ে........


কবিতায় প্লাস।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জেন রসি ভাই। সুন্দর বলেছেন।

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে +

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৯| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভালো লাগা +++

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এফ.কে আশিক।

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

তাশমিন নূর বলেছেন: আপনার শরীর কেমন ভাইয়া? ফেসবুকে এক্টিভ থাকি না বলে এখন আর দেখাই হয় না, তাই খোঁজও নেয়া হয় না কারো।

কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর রহমতে শরীর এখন ভালো। দোয়া করবেন।

আমি আগের নিকটাতে অ্যাক্টিভ থাকি না এখন। এই নিকটাতে এখন সবসময় থাকি।

ধন্যবাদ খোঁজখবর নেয়ার জন্য।

১১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন: একদম কবিতার আঁতুড়ঘর

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। শুভেচ্ছা।

১২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২

কথাকথিকেথিকথন বলেছেন:


বুকের ভেতর, তারও ভেতর, হৃদয়ের কোণে কোণে ! কবিতাঘর, নামটা কিউট । এমন একটা ঘর, একটা কেন, অনেকগুলো ঘর কবিতানুরাগীদের বুকে থাকে, নানা রঙে, নানা ঢঙয়ে। কবিতাঘরের একটা বর্ণনাত্বক কবিতা লিখবো কিনা ভাবছি !!! হাহা

কবিতা বেশ ভাল লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো বলেছেন। কবিতাঘরের একটা বর্ণনাত্মক কবিতা লিখে ফেলুন। অথবা একজন মানুষ কীভাবে কবি হয়ে ওঠেন, তারও একটা বর্ণনা লিখতে পারেন :)

ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: কবিতা ঘর, দারুণ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১

ওমেরা বলেছেন: তাইতো কবিতা লিখতে পারি না। ধন্যবাদ ভাইয়া ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা তো লিখছেন রীতিমতো। শুভেচ্ছা রইল।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

সোহানী বলেছেন: নাহ্, আরো কাছে, বুকের ভেতর!.................

সেকারনেইতো ওটার ধারে কাছে নেই। কারন মগজে চলি হ্রদয়ে নাহ...........

ভালোলাগা........

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভুবনটাও দারুণ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

বিদগ্ধ বলেছেন:


একটি প্রলাপনামা লেখে এসে এমন একটি পোস্ট পড়ার পর বলি-
এবং কবিতা আমার নিয়তি!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ। শুভেচ্ছা।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবোদ্দীপক!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রূবিসা। শুভেচ্ছা।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর একটি প্রতীকের ব্যবহার করেছেন, সোনাবীজ ভাই! ভালো লেগেছে :)

সহব্লগার সোহানীর মন্তব্যও ছিল সুন্দর: কারন মগজে চলি হ্রদয়ে নাহ।

কবিকে অনেক শুভেচ্ছা...

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতীকটা সুন্দর হয়েছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।

২০| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

কালো আগন্তুক বলেছেন: চমৎকার!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কালো আগন্তুক।

২১| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

নক্ষত্র নীড় বলেছেন: আপনাকে আমন্ত্রণ।ভালো থাকুন সবসময়।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমন্ত্রণ গৃহীত হলো। এতদিন কোথায় ছিলেন?

২২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:



একজন মানুষ কীভাবে কবি হয়ে ওঠেন, তারও একটা বর্ণনা লিখতে পারেন- এটা না লিখতে পারলেও কবিতাঘরের একটা বর্ণনাত্বক কবিতা লিখেছি !

২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাংঘাতিক লিখেছেন। সকালেই ওটা পড়েছি মোবাইল থেকে। ধন্যবাদ আমাকে উৎসর্গ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.