নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং করে সামহোয়্যারইন ব্লগ থেকে পাওয়া আমার জীবনের প্রথম সম্মানি

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ব্লগিং করেও যে একদিন সম্মানি পাওয়া যাবে, এবং সেই সম্মানির অংক যে বেশ মোটাসোটা হতে পারে, তা বছর কয়েক আগেও আমার ধারণার বাইরে ছিল। এ বছরের শুরুতে কাভা ভাইয়ের ফেইসবুক স্টেটাস দেখে আমি চমকে যাই এবং বেশ এক্সাইটেড হয়ে পড়ি। যুগপৎ মনের মধ্যে কিছুটা অভিমানও জেগে ওঠে- আমাকে এই বিশেষ খবরটি কোনো ব্লগার বা ফেইসবুক ফ্রেন্ড জানান নি বলে। কাভা ভাইয়ের সাথে আমি ফেইসবুকে কানেকটেড অনেক আগে থেকেই। তাঁর লেখারও আমি একজন সক্রিয় ভক্ত। ফেইসবুকে শুধু ‘লাইক’ দিয়েই ক্ষান্ত থাকি না, সময় পেলে বড়ো বড়ো কমেন্টও করে থাকি। আগে ব্লগে তাঁর পোস্ট নিয়মিত পড়তাম এবং বিশ্লেষণধর্মী কমেন্ট করতাম। রম্যরচনায় তাঁর অবস্থান এ দেশে প্রথম কাতারে, তা বলাই বাহুল্য। তিনি ভালো ছবি আঁকেন। ব্লগ থেকে তাঁর আঁকা ছবি নিয়ে ২০১৫ সালে আমার ‘অসম্পর্কের ঋণ’ কাব্যগ্রন্থের জন্য প্রচ্ছদ করি। মোবাইলেও তাঁর সাথে মাঝে মাঝেই কুশলাদি বিনিময় হয়। কাভা ভাইয়ের ব্যাপারে আমি এতগুলো কথা বললাম এটা বোঝানোর জন্য যে, তাঁর সাথে আমার হৃদ্যতা ও ঘনিষ্ঠতা রয়েছে। কিন্তু গত বছর দুয়েক ধরে কোনো একটা কারণে আমি ব্লগে তেমন উপস্থিত ছিলাম না; তবে ফেইসবুকে মোটামুটি নিয়মিত ছিলাম। এ বছরের গোড়ার দিকে কাভা ভাই ফেইসবুকে স্টেটাস দেন যে, যাঁরা এখনো ব্লগিঙের টাকা সংগ্রহ করেন নি, তাঁরা যেন দ্রুত টাকা সংগ্রহ করে নেন। অন্যথায়, আসছে বন্যায় অবিতরণকৃত অর্থ বন্যার্তদের জন্য দান করা হবে। একই স্টেটাসে জানতে পারি যে, বিগত দুই বছর ধরে ব্লগিঙের জন্য সম্মানি দেয়া হচ্ছে; আর আমিও দুই বছর ধরেই ব্লগে অনিয়মিত ছিলাম। কাভা ভাইয়ের উপরই আমার অভিমানটা সবচেয়ে বেশি জমা হলো। তাঁর সাথে আমার এত সখ্যতা, তিনি কি একটা ছোট্ট মেসেজ আমার ইনবক্সে ফেলে দিতে পারতেন না- ‘ভাইয়া, আপনি টাকা নিচ্ছেন না কেন? নিবেন না? নাকি আপনার টাকা বেশি হইয়া গেছে বলে নিবেন না?’ মাহমুদ রহমান ভাই, প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, দিশেহারা রাজপুত্র, বিদ্রোহী ভৃগু, সুমন কর, শায়মা, মাঈনুদ্দিন ভাই, আমার দেশি আপু জুন, অপর্ণা মম্ময়, আরজু মনি- এদের সবার সাথেই ফেইসবুকে আমার কানেকশন আছে; এবং ব্লগে এঁদের লেখার আমি একজন প্রথম শ্রেণির ভক্ত। আমি নিশ্চিত, তাঁরা সবাই সম্মানি পেয়েছেন; কারণ, তাঁদের সব লেখাই সম্মানি পাওয়ার মতো মানসম্মত। তাঁদের সাথেও আমার ঘনিষ্ঠতা এক কথায় তুঙ্গে। তাঁদের কারো কারো সাথে, বিশেষ করে মাহমুদ-০০৭ ভাইয়ের সাথে মোবাইলেও লম্বাচূড়া আলাপ-শালাপ হয়েছে, এবং গত দুই বছরে কম করে হলেও ৫ বার কথা হয়েছে। তিনি বা অন্য কেউই আমাকে ব্লগিঙের সম্মানির ব্যাপারটা জানান নি। এসব ভাবতে ভাবতে আমার একবার মনে হলো, হয়ত তাঁরা আমার প্রতি কিছুটা ঈর্ষান্বিত। ব্লগিং করে আমি কিছু সম্মানি পাই, আমার এই সম্মান প্রাপ্তি হয়ত তাঁরা সহ্য করতে পারছেন না, তাই ব্যাপারটা তাঁরা আমার কাছে গোপন রেখেছেন। কিন্তু সত্য কখনো চাপা থাকে না; আগুনকে ছাই দিয়ে ঢেকে রাখা যায় না। তাই ব্লগিঙের সম্মানির ব্যাপারটাও আমার কাছে আর গোপন থাকলো না।

খুব বিনয়ের সাথেই একদিন কাভা ভাইকে ইনবক্সে নক করলাম।
- জাদিদ ভাই, আছেন? (কাভা ভাইয়ের ছদ্ম নাম)।
তিনি সাথে সাথেই মেসেজ পড়েছেন, সেই নোটিফিকেশন মেসেজের নীচে দেখতে পেলাম; কিন্তু তিনি সাথে সাথেই জবাব না দিয়ে তার পরের দিন বিকেলের দিকে লিখলেন,
- ভাইয়া স্যরি, গোসলে ছিলাম। আছেন?
মনে মনে বিরক্ত হলাম। ডাহা মিথ্যা কথা। একদিন ধরে কেউ গোসল করে না। আমি মেসেজ দিয়েছিলাম আগের দিন, আর কাভা ভাই প্রায় একদিন পর বললেন তিনি গোসলে ছিলেন! আমি লিখলাম-
- সমস্যা নাই। একটা কথা জানার ছিল।
- কী কথা ভাইয়া?
- লজ্জা লাগছে বলতে।
- লজ্জা করবেন না। আমি বয়সে আপনার চাইতে অনেক ছোট্ট, যদিও বিয়ে করে ফেলেছি, আমার কাছে লজ্জা পাইবার কোনো কারণ নাই।
- সাহস দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় জাদিদ ভাই। জানতে চাইছিলাম কী, ব্লগিঙের সম্মানির ব্যাপারটা...... আমি এখনো জানি না আমি সম্মানি পাচ্ছি, নাকি পাচ্ছি না।
- ও আচ্ছা! আপনি তো ভাইয়া অবশ্যই পাবেন। আমার যদ্দূর মনে পড়ে, আপনার অনেকগুলো পোস্টই নির্বাচিত পাতায় ছিল। কিছু মনে করবেন না ভাইয়া, আপনি প্লিজ একটা মেইল করুন এই ই-মেইলে- [email protected] ইমেইলটা সহজে মনে রাখার ফর্মুলা হলো ২০০৩ আমার জন্মসাল, ০২ হলো বছরের দ্বিতীয় মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে আমার জন্ম, আর ২৯ হলো ফেব্রুয়ারির ২৯ তারিখ। অর্থাৎ ২০০৩ সালের ২৯ ফেব্রুয়ারিতে আমার জন্ম। আর জাদিদ বানান তো আপনি জানেনই। জিমেইল। ব্যস। অটো রিপ্লাইয়ে আপনার সমস্ত দেনাপাওনা আপনাকে জানিয়ে দেয়া হবে।

কাভা ভাইয়ের সাথে কনভার্সেশন শেষ করে আমি মেইল করলাম ব্লগ অথোরিটির কাছে। ইনস্ট্যান্টলি আমার কাছে রিপ্লাই এলোঃ

- আপনাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সম্মানির যাবতীয় তথ্যাদি জানিয়ে দেওয়া হবে। সামহোয়্যারইন ব্লগে ব্লগিং করার জন্য আপনাকে ধন্যবাদ। ব্লগিং করুন, আমাদের সঙ্গেই থাকুন।

- সামহোয়্যারইন ব্লগ টিম

রাত একটার দিকে ঘুমোতে যাবার আগে মোবাইলে নোটিফিকেশন পেলাম- সামহোয়্যারইন ব্লগের মেইল। বেশ উত্তেজিত অবস্থায় মেইল ওপেন করে আনন্দে আত্মহারা হয়ে যাই। আমার অনুমানের চাইতে অনেক বেশি অংকের সম্মানি পাচ্ছি আমি। ২০১৫ সালে ৩২টি এবং ২০১৬ সালে ১২টি, দুই বছরে আমি মোট ৪৪টি পোস্ট পাবলিশ করেছি। এর মধ্যে ক’টি পোস্ট ‘নির্বাচিত’ হয়েছিল, তা আমার জানা নেই। ৪/৫টা পোস্ট হয়ত হতে পারে। প্রতি পোস্ট বাবদ আর কত টাকাই বা সম্মানি দিবে? এরা বনের মোষ তাড়িয়ে ঘরের মানুষ খাওয়াচ্ছেন, ব্লগারদের দেওয়ার মতো অত টাকা কোথায় পাবেন? অতএব, পোস্ট প্রতি সর্বোচ্চ ৫০ টাকা হলেই আমি খুশি। কিন্তু মেইল পড়ে আমি সত্যি সত্যিই বিস্মিত হলাম। আমার সর্বমোট ২৯টি পোস্ট নির্বাচিত হয়েছিল, এর মধ্যে একটা স্টিকি পোস্টও আছে। গল্প ১১টি, রম্য ৩টি, কবিতা ১২টি, আর্টিকেল ৩টি (একটি স্টিকি)। স্টিকি পোস্টের জন্য ৩৫০০ টাকা, প্রতি গল্পের জন্য ৩০০, রম্যের জন্য ৩৫০, প্রতি কবিতার জন্য ৪০০, আর্টিকেলের জন্য ৫০০, সর্বমোট ১৩,৬৫০ টাকা। আমি অভিভূত। কবিতার রেইট দেখে আমি চমৎকৃত হলাম। কবিতা যে গল্পের চাইতে অনেক উঁচু মানের একটা ক্লাসিক বস্তু, তা ব্লগ টিম বুঝতে পেরেছেন দেখে আমি খুব খুশি হলাম। এঁরা কবিতার উপর ভালো জ্ঞান রাখেন, তাঁদের সম্পর্কে আমার এই জ্ঞান হলো। তবে, আমার একটু খটকা লাগলো, টাকা দিবে তো? এসব আবার ভূঁয়া না তো? মেইলে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে। আমি কনফিউশনে পড়ে যাই- অ্যাকাউন্ট নাম্বার হ্যাক করে আবার সব টাকা লুটে নিয়ে যায় যদি! অনেক চিন্তাভাবনা শেষে স্থির সিদ্ধান্ত নিই, কোনোরূপ জোচ্চুরি করলে তো কাভা ভাই আছেনই, অন্যসব ব্লগাররা গা ঢাকা দিতে পারলেও তিনি পারবেন না। তাঁকে দেড়লাখ ব্লগারের সবাই স্বনামে ও ছদ্মনামে চিনেন। তিনি পালাবেন কোথায়? দিলাম অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে। এরপর আমার অপেক্ষার পালা। অনেক কিছু ভাবতে থাকি। বাংলাদেশে সামহোয়্যারইন ব্লগ ইতিহাস সৃষ্টি করলো। ইতিহাসের প্রথম বাংলা ব্লগ। ইতিহাসের প্রথম ব্লগ যারা ব্লগিঙের জন্য সম্মানি দিচ্ছেন। জীবনে কোনো পত্রিকায় (নিজের পত্রিকা ছাড়া) কোনো লেখাই ছাপা হয় নি, পত্রিকা থেকে সম্মানি পাওয়া তো স্বপ্নের ব্যাপার। আর সামহোয়্যারইন ব্লগে ব্লগিং করে সম্মানি পেতে যাচ্ছি, তাও অংকটা পত্রিকার তুলনায় বেশ বড়োই বলা চলে। (আমার ‘সবুজ অঙ্গন’ পত্রিকায় লেখা ছাপা হলে একবার নিজের পকেট থেকে লেখা প্রতি ২০০ টাকা দিয়েছিলাম :) ) আমি বেশ চাঙ্গাভাব অনুভব করতে থাকি। এ টাকাটা দিয়ে কী করা যায়, তা ভাবতে থাকি। অনেকদিন হলো ‘সবুজ অঙ্গন’ বের করা হয় না টাকার অভাবে। ‘সবুজ অঙ্গন’-এর পেছনে টাকা খরচ করতে করতে আমি ফতুর হয়ে গেছি। একটা সংখ্যা বের করতে ১২-১৫ হাজার টাকার মতো লাগবে; ব্লগ থেকে যা পাচ্ছি তা দিয়ে বেশ ভালোভাবেই একটা সংখ্যা বের করা যাবে আশা করি। ব্লগ ও ফেইসবুকে তাহলে একটা ঘোষণা দিয়ে ফেলা যাক। ঘোষণাটা ড্রাফট করে রেখে দিলাম। একটু অপেক্ষা করি, টাকাটা আগে হাতে আসুক, বড়োজোর সপ্তাহখানেকের ব্যাপার।

এক সপ্তাহ পার হয়ে যায়। ২, ৩, এভাবে ৭ সপ্তাহ পার হয়ে গেলো। প্রতিদিন ৪/৫ বার করে অনলাইনে অ্যাকাউন্ট চেক করি- মাসিক স্যালারি ছাড়া আর কোনো ক্রেডিট নাই, শুধু ডেবিট আর ডেবিট। কাভা ভাইকে আরেক বার নক করে জিজ্ঞাসা করবো কিনা ভাবতে থাকি। কিন্তু লজ্জা করলো। ও, ইমেইলের রিপ্লাই পেয়ে কাভা ভাইকে ধন্যবাদ জানিয়ে মেসেজ দিয়েছিলাম। তিনি একটা হাসির ‘ইমো’ দিয়ে রিপ্লাই দিয়েছিলেন। আমার বোধোদয় হয়। এসব কাহিনি তাহলে সত্য সত্যই ভূঁয়া! মাঝখানে একবার একজন ব্লগারের সাথে ইনবক্সে এ নিয়ে আলোচনা হয়। তিনি অবশ্য নতুন ব্লগার, তাঁর কোনো লেখা তখনো প্রথম পাতায় আসে না, কাজেই তিনি এ বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন না; তবে, তিনি এটাকে একটা ‘ফেইক প্রজেক্ট’ বলে অভিহিত করেন। কাভা ভাইয়ের প্রতি এবার আমার ক্ষোভের জন্ম হতে থাকে। আমার সাথে এরকম না করলেও পারতেন তিনি। আমি কারো সাথে কখনো ‘ফাতরামি’ করি না; কেউ আমার সাথে ফাতরামি করুক সেটাও আমি চাই না, এবং বরদাস্তও করি না; কাভা ভাইয়ের চরিত্রও এমন নয় যে, তিনি কারো সাথে ফাতরামি করবেন। তিনি চমৎকার রম্য লিখলেও তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য ভাবগাম্ভীর্যপূর্ণ, তীক্ষ্ণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তিনি, তবে তাঁর সূক্ষ্ম রসবোধ আমাকে মুগ্ধ ও চমৎকৃত করে। সেই তিনি আমার সাথে কোনোরূপ চালাকি বা ফাতরামি করবেন তা আমি কল্পনায়ও কল্পনা করি নি কোনোদিন। এ সুযোগে সবার জানা গল্পটি একটু বলে নিই। এক যুবকের ডিম বিক্রি করে মুরগি কেনা, মুরগি থেকে ছাগল, এরপর, গরু, গরু বেচে বিয়ে করার গল্প- বউ এসে বলবে, আসো, ভাত খাইয়া যাও, যুবক রেগে গিয়ে বলবে- নেহি খাওঙ্গে, অমনি মাথা থেকে ডিমের ঝাঁকি মাটিতে পড়ে গিয়ে সব ডিম ভেঙ্গে যায়। আমার স্বপ্নভঙ্গ হয়। গল্পের যুবকের মতো আমার ‘সবুজ অঙ্গন’ মাঠে মারা যায়। নিজেকে ধন্যবাদ দিই- ‘সবুজ অঙ্গন’ প্রকাশের ঘোষণা দিই নি বলে।

এর মাঝখানে আমি ইন্ডিয়ায় যাই। সেখানে প্রায় ৪ মাসের মতো থাকি। ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছিল না। দেশে ফিরে এসে ফেইসবুকে লগিন করি। হাজার হাজার নোটিফিকেশন, শত শত মেসেজ। ওগুলো চেক করার ধৈর্য থাকে না। ব্লগে লগিন করে কয়েকজনের পোস্টে কমেন্ট করি, আমিও একটা নতুন পোস্ট পাবলিশ করি।

আপনারা হয়ত এ খবরটা আন্দাজ করতে পেরেছেন অনেক আগে থেকেই। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আমার উত্তেজনা ধরে রাখতে পারছি না। স্বপ্ন নয়, এটি সত্য। সিনেমায় এ অবস্থায় নিজের শরীরে চিমটি কেটে নিশ্চিত হয় যে এটা স্বপ্ন নয়, সত্য। অনলাইনে অ্যাকাউন্ট চেক করে ১৩,৬৫০ টাকা জমা হয়েছে দেখে আনন্দে বসা থেকে প্রায় দাঁড়িয়ে যাচ্ছিলাম। সত্য সত্যই ১৩,৬৫০ টাকা সামহোয়্যার ইন ব্লগ থেকে এসেছে তো! আমি বার বার চেক করি- Somewherein blog acct cheque no A8778654 হ্যাঁ, ইহা সত্য। আমি ইহাকে পাইয়াছি। আমি ইহাকে পাইয়াছি।

মানুষ সহজেই মানুষকে ভুল বুঝে থাকে। আমিও কাভা ভাইকে ভুল বুঝেছিলাম। ব্লগ অধিকর্ত্রী জানা আপুর উপরও খুব অভিমান হয়েছিল। নিজেকে ভর্ৎসনা করলাম মানুষ সম্পর্কে এরূপ নেগেটিভ ধারণা পোষণ করার জন্য। এবং নিজেকে সংশোধন করে নিব বলে মনে মনে পণ করলাম। তবে, টাকাটা ‘সবুজ অঙ্গন’-এর জন্য ব্যয় করার পরিকল্পনা বাদ দিতে হলো। একটা পত্রিকা বের করা বেশ কঠিন কাজ, যাঁরা করেছেন তাঁরা জানেন। আর আমার পত্রিকার সব কাজ আমি নিজে করি নিজের সন্তুষ্টির জন্য; নিজের মতো সাজিয়ে নিয়ে থাকি। কিন্তু বর্তমানে আমার এরূপ কাজ করার জন্য শক্তি ও ধৈর্য কোনোটাই নাই। তাহলে টাকাটা কি আমি খাওয়াদাওয়া করেই শেষ করে দিব? হ্যাঁ, খানাদানার পেছনেই শেষ করবো, তবে একা খাব না, নিশ্চিত। আগামী বইমেলায় একটা আনন্দমেলা করবো ব্লগারদের নিয়ে। এ টাকাটা সেই আনন্দমেলায় ঝালমুড়ি খাওয়ার জন্য রেখে দিলাম।

শেষমেষ কাভা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগিঙে তাঁর ঐতিহাসিক কর্মদক্ষতা ও অতুলনীয় অবদানের জন্য। জানা আপুকে ধন্যবাদ জানাচ্ছি, ব্লগিঙের জন্য সম্মানি দেওয়ার ঐতিহাসিক নজির স্থাপন করার জন্য। আর যাঁরা ব্লগিং করে সম্মানি পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যাঁরা পান নি, তাঁদের জন্যও শুভেচ্ছা ও শুভকামনা রইল- আশা করি আগামীতে তাঁরা অবশ্যই পাবেন।

সবাই ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।

***

এবার গান শুনতে শুনতে নাচতে থাকুন।



বন্ধু যখন বউ লইয়া
আমার চোখের সামনে দিয়া
রঙ্গ করিয়া হাঁটিয়া যায়
তাগো দেখিয়া বুকটা আমার
কেনু ফাটিয়া যায়?






সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা



মন্তব্য ১১০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

দীপঙ্কর বেরা বলেছেন: খুবই ভাল খবর। জেনে ভাল লাগল।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
ইহা কি নিরেট সত্য কথন নাকি
শুধুই ধুলোবালিছাই!!
আমারওতে বেশ কয়েকটি পোস্ট
স্টিকি হয়েছিলো এবং বেশ কয়েকটি
নির্বাচিত। আমিতো কোন সোনার হরিণের
দেখা পাইনি আজো। যা হোক আপনি পেয়েছেন
সে জন্য আপনাকে শুভেচ্ছা,

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হতাশ হবার কোনো কারণ নেই নূরু ভাই। আঙ্কল ডেল কার্নেগি হতাশ হতে নিরুৎসাহিত করে গেছেন। সবুরে টাকা পাওয়া যায়।

ভালো থাকুন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

জাহিদ হাসান বলেছেন: এটা কি একটা গল্প ছিল? সায়েন্স ফিকশন টাইপ?
আমি তো বিশ্বাস করতে পারছি না। লেখালেখিতে হাত পেকে যাওয়া কাউকে বিশ্বাস করতে ভয় হয়।
তারা অবাস্তবকে বাস্তবের মত করে লিখেন।
সত্যিই এমন কিছু ঘটেছে তো? :-*

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কি সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছে নাকি? তাহলে তো ভালোই, আমার প্রথম সায়েন্স ফিকশন এটা।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা ভাইয়া!!!!!!

কাভাভাইয়া তো একদিন ধরে গোসল করেছিলো। তুমি এতদিন ধরে সব লুকায় রাখলে!!!!!!! B:-)


এত এত টাকা কাহানিয়া!!!!!!!! B:-) :-B



তবে যাইহোক নেক্সট বইমেলায় আনন্দমেলায় খানন্দমেলারও আয়োজন হবে! :)

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতদিন সময় পাই নাই বলে লেখার সময় পাই নাই। গতকল্য যেই একটু সময় পাইলাম, অমনি লেখার সময় পাইয়া গেলাম।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো টাকা!!! এখান থেকে একটা চা যদি খাওয়াতেন?

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু চা কেন, সাথে কফি, কোল্ড ড্রিংকস এবং বেগুনি ভাজাও থাকবে নে।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই বুকে আর আগুন জ্বালাইয়েন না!!!!!!!!
ইহা কি শোনাইলেন!!!
টাশিকত!
কা_ভা ভাই ইরাম করতে পারল???
আগে ঘোষনা, পরে ফান পোষ্ট, ইনবক্সে হেয়ালী..... X((

থাক আমি পাইনাই, তা নাকি বন্যার্তদের মাঝে গেছে বললেন- তাতেই শান্তি! (আঙুর ফল টক ;) )

তবে আপনার মতোন আমরা যারা বঞ্চিত সেই স্বর্গসূখানুভব থেকে-এর পাপভার লাগবে!
কার গায় বলবো না! :P

সামুকে ধন্যবাদ উদ্যোগ গ্রহণ করায়।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহহারে, আপনার বুকে আগুন জ্বলছে, আর আমরা নিভাইতে পারতেছি না, এর চাইতে আর কোনো দুস্ক নাই রে ভাই। যাই হোক, কাইন্দেন না। ধৈর্য ধরেন। সবুরে টাকা দেওয়া হয়।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

পার্থ তালুকদার বলেছেন: আগামী বইমেলায় অন্তত আপনার দেয়া মুড়ি খাওয়ার পার্টিতে আসতে হবে।
শুভকামনা ভাই।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশ্যই আসবেন। না আসলে আপনাকে আমরা অবশ্যই মিস করবো।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা একটা সার্থক রম্য। ৩৫০০ টাকার স্ট্যাম্প লাগানো হোক।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইটা কি শোনাইলেন? বি সিরিয়াস।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

ব্লগ সার্চম্যান বলেছেন: জেনে ভালো লাগল।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: পুরো লিখাটি রম্যের মত লাগলো।

“সামুজি আমার গুরুজি” উদ্যেগ ভালো লাগলো।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: “সামুজি আমার গুরুজি” - ভালো বলেছেন তো!

১১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

গেম চেঞ্জার বলেছেন: আমি এক লাখ একচল্লিশ হাজার দুইশত তিরান্নবই টাকা পেয়েছিলাম খলিল ভাই! এত টাকা পেয়ে একটানা তিন মাস নাক ডেকে ঘুমিয়েছিলাম!! যার কারণে ব্লগে হাজিরা দিতে পারিনি। ;)
আপনার এত কম কেন? :| :| B:-/

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কন কি মোমিন? এখন তো আমার পরাণও হিংসায় জ্বলা শুরু করছে :(

১২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

ডঃ এম এ আলী বলেছেন:
সময়মত ক্লেইম না করার জন্য টাকা বন্যা কবলিত মানুষের কাজে লাগার সুযোগ পেলে এর থেকে বেশী
আনন্দ আর কি হতে পারে । তবে আমার কোন সুযোগ্ ছিলনা বলেই বিশ্বাস , তাই কৃতি সহব্লগারদের
আনন্দের সাথে নীজের আনন্দটুকু মিশিয়ে দিলাম ।

অনেক শুভেচ্ছা রইল

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ দ: এম এ আলী ভাই। শুভেচ্ছা আপনার জন্যও।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

আবু তালেব শেখ বলেছেন: পুরস্কার পাওয়ার যোগ্য বলেই পেয়েছেন। আমরা তো কাভা ভাইয়ের তিরস্কার পাচ্ছি

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গায়ের শক্তি দেখে আমি মুগ্ধ অভিভূত ও বিবাহিত হইয়া গেলাম। একটা পাগলা ষাঁড়কে আপনি রুখে দিয়েছেন :)

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

ঘুমন্ত আমি বলেছেন: এটা যদিও বিশ্বাসযোগ্য হওয়া উচিৎ! কিন্তু তারপরেও বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছেনা। তবে কনগ্রেচুলেশন ফর ইউর রিওয়ার্ড।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঘুমন্ত আমি। আপনাকে অনেকদিন পর দেখলাম।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময় পাচ্ছি না বলে আপাতত কোনো কমেন্টের রিপ্লাই দেবার সময় পাচ্ছি না। সময় পেলেই সব কমেন্টের যথোপযুক্ত রিপ্লাই দেবার সময় পাব। ততদিন সবাই আনন্দে উইকএন্ড কাটাতে থাকুন।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: আমারো অনেক টাকা জমা হইছে। তুলে ফেলতে হবে শীঘ্রই

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখনো তোলেন নাই? তাহলে ঐ টাকার কথা ভুলে যেতে পারেন। কারণ, ওটা বন্যায় ভেসে গেছে বলেই আমার অদৃঢ় বিশ্বাস।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

তারছেড়া লিমন বলেছেন: ফাটাফাটি..............কনগ্রেচুলেশন

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তারছেড়া লিমন।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

কালীদাস বলেছেন: আরে ভাই। কাঙালি ভোজ দেন। এমুন দুয়া করমু যে প্রত্যেক বছর সম্মানী পাইবেন, আরও অনেক বেশি পাইবেন। সম্মানীর টেকার ভারে আপনের একাউন্ট ফাইট্টা পড়ব। বাংলাদেশ ব্যাংক পদক দিব, মাল মুহিত জেঠা আপনারে শ্রেষ্ট বাংলাদেশি ডিক্লায়ার করব।

B-))

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখছি। যাই হোক, সম্মানির অংকটা আরো বেশি যখন হবে, কাঙ্গালী ভোজ একটা দিয়া দিমু, উইদাউট ফেইল। দোয়া করবেন ভাই।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

কানিজ রিনা বলেছেন: ধুলবালিছাই,থেকে সোনাবীজ সফল হলে।
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই।
পাইলে পাইতে পার,মানিকও রতন।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখানে দেখেছেন ছাই
উড়াইয়া দেখেছেন তাই
ভিতরে মানিক রতন কিছুই নাই :(

২০| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

সোহানী বলেছেন: বলেন কি সোনাবীজ ভাই B:-/ আপনার এ টাকা দেখে আমিই আত্মহারা হয়ে ব্লগে লগইন করলাম................

দাড়াঁন হিসেব শুরু করি...স্টিকি পোস্টের জন্য ৩৫০০ টাকা, প্রতি গল্পের জন্য ৩০০, রম্যের জন্য ৩৫০, প্রতি কবিতার জন্য ৪০০, আর্টিকেলের জন্য ৫০০............. তাহলে কি দাড়াঁলো কবিতা এ পর্যন্ত লিখি নাই.... গল্প নাহ.... স্টিকি! তা ও নাহ... আর্টিকেল.... খুঁেজ পাই নাই.............. ও মাই গড!! তারমানে আমি শূণ্য :((

হায় হায় ১০ বছর ব্লগিং করে ও শূণ্য ................... :(

ও কাভা ভাই, ব্লগে দীর্ঘদিন থাকার জন্য কি কিছু দিবেন না................... :((

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার তো সবই আর্টিকেল। একটা গল্পও পড়েছি আপনার। তবে ভালো পয়েন্ট, 'যাবজ্জীবন সম্মাননা' দেয়া যেতে পারে। আপনি আর্টিকেল ক্যাটাগরিতে অনেক টাকা পাইবেন। শীঘ্র যোগাযোগ করুন। আলসেমি করবেন না।

২১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ছাই ভাই, এবছর সামু অল্প কয়েকজনকে সম্মানিত করেছিল। তার মধ্যে আপনিও ছিলেন জেনে ভালো লাগলো।
আমি আমার কবিতার ছন্দ বিষয়ক পোস্টটির জন্য সবচেয়ে বেশি সম্মানী পেয়েছিলাম। আর কয়েকটি গল্পের জন্যও তারা সম্মানিত করেছিল।
আমার জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনাগুলির অন্যতম সেরা ছিল এই লিখে সম্মানী পাওয়ার ঘটনাটি। ছাই ভাই, বলতে লজ্জা নাই, খুশিতে কেঁদে ফেলেছিলাম।

সামুর জয় হোক

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি খুশিতে কেঁদে ফেলেছিলেন- খুবই টাচি একটা কথা বললেন। আমার চোখের কোনা ভিজে উঠেছে। আপনি দীর্ঘজীবী হোন। এবার বিয়েটা করে ফেলুন। ভরণ-পোষণের ভার সামুই নিবে, আপনার চিন্তা নাই।

২২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: আহারে ধুলাবালি ছাই
ব্লগিং করে আপনার কপালে টাকা জুটল আমার কপালে নাই।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এ দুঃখের জন্য আমার পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।

২৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

জাহিদ অনিক বলেছেন:



গোপনে গোপনে একটা কথা বলি ভাইয়া, আমিও ব্লগ থেকে ২৫৩০ টাকা পেয়েছিলাম। কাভা ভাইকে ধন্যবাদ। এমন অর্থদান বরাবরই ব্লগারদেরকে উজ্জীবিত করে।


বই মেলায় মুড়ি পার্টিতে নিজেই নিজেকে নিমন্ত্রণ জানালাম। B-)

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো শুধু ২০১৬ সালের জন্যই পেয়েছেন, তাই টাকার অঙ্কটা একটু কম। তবে এ বছর এ অঙ্ক বাড়বে বলে আমি আশাবাদী।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

হুমায়রা হারুন বলেছেন: অনেক অভিনন্দন।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

জেন রসি বলেছেন: প্র্যাকটিকাল জোকের মধ্যে হালকা নিষ্ঠুরতা না থাকলে জোক ঠিক জমেনা। আপনাদের দুজনেরটাই ভালো হয়েছে। :P




২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)

২৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২১

অরণ্য মিজান বলেছেন: ইহা কিহা শোনাইলেন মোরে!

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুইটা গান শুনাইছি ভাই।

২৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: ছাই ভাই, আপনাদের রম্য দেখলে কেন মনে হয় সিরিয়াস ঘটনা B-)

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিরিয়াস ঘটনাকে আপনারা রম্য বলেন, এটা ঠিক না। তীব্র নিন্দা জ্ঞাপন করলাম না।

২৮| ২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


এটা যদি রম্য হিসেবে উনি লেখেন, ধরে নিতে হবে, উনার লেখক হওয়ার সম্ভাবনা নেই।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের পর আপনিই প্রথম বৈজ্ঞানিক যিনি এটি আবিষ্কারে সমর্থ হলেন। আপনাকে অভিবাদন, প্রিয় চাঁদগাজী ভাই।

২৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৪

শ্রাবণধারা বলেছেন: আমিও পড়ে বুঝি নাই যে এটা রম্য .........।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেকদিন পর দেখছি। আশা করি ভালো আছেন।

৩০| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

অপ্‌সরা বলেছেন: ২৮. ২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০১ ০
চাঁদগাজী বলেছেন:


এটা যদি রম্য হিসেবে উনি লেখেন, ধরে নিতে হবে, উনার লেখক হওয়ার সম্ভাবনা নেই।




হা হা হা হা হা হা হা @ চাঁদগাজী ভাইয়া......তবে দেরী হয়ে গেলো......অলরেডি ভাইয়া লেখক হয়েই গেছেন ! মানে খলিলভাইয়া আমাদের সোনাবীজভাইয়া আর সেটা অনেক আগেই।


তুমিও অবশেষে ব্লগার হইয়াছো ভাইয়ামনি তবে অনেকের খবরই জানোনা ! :)

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাইজ্যাকার নিউটনের পর আপনিই প্রথম ব্লগার যিনি ব্লগার, লেখক তাবত বিষয়ে যাবতীয় জ্ঞান লাভ করে ঘিলু ক্ষয় করে ফেলেছেন।

৩১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

রেজাউল করিম সাগর বলেছেন: এই লেখাটা পড়ে একটা থ্রিলার পড়লাম বলে বোধ হচ্ছে! অভিনন্দন।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । বাস্তবতার খাঁচে রম্য ! তবে আপনার এই অর্থ পাওয়া বিষয়টি সত্যরূপ দান করার জন্য ব্লগ কতৃপক্ষকে প্রস্তাব করা যেতে পারে। লেখকদের মস্তিষ্কের শ্রমই কেবল আনপেইড থাকে !

অনেক ভাল লাগা ।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখকদের মস্তিষ্কের শ্রমই কেবল আনপেইড থাকে! একমত।

৩৩| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

ক্লে ডল বলেছেন: গান দুটো শুনতে শুনতে নাচছি!!!! আর ডিম ওয়ালার মত স্বপ্ন দেখছি!! =p~

দারুণ রম্য!!!!

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাই, নাচার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে একটু আস্তে নাচবেন, পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলবেন না প্লিজ।

৩৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯

মি জা ন বলেছেন: "আপনি প্লিজ একটা মেইল করুন এই ই-মেইলে- [email protected] ইমেইলটা সহজে মনে রাখার ফর্মুলা হলো ২০০৩ আমার জন্মসাল, ০২ হলো বছরের দ্বিতীয় মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে আমার জন্ম, আর ২৯ হলো ফেব্রুয়ারির ২৯ তারিখ। অর্থাৎ ২০০৩ সালের ২৯ ফেব্রুয়ারিতে আমার জন্ম।" সার্থক রম্য, ২০০৩ সালের ফেব্রুুয়ারী মাস ছিল ২৮ দিনে!

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্রিলিয়ান্ট। এ জিনিসটা আপনিই প্রথম লক্ষ করলেন।

৩৫| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে রম্যের জন্য ৩৫০ টাকা দেয়া হইছে, আর আমার প্রতিটা রম্যের জন্য ২৩৮ টাকা করে জরিমানা করা হইছে।
সারা বছর বল্গিং কইরা কিছুতো পাইলামই না, উল্টা সামু আমার কাছে ১২৬৪ টাকা পায়।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে নিঃসন্দেহে। এই স্বৈরতান্ত্রিক অরাজকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনার দীর্ঘ জীবন কামনা করছি ভাই। ভেঙে পড়বেন না প্লিজ।

৩৬| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় খলিল ভাই,
হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আপনার সৌভাগ্য আমাদের আনন্দের কারন।

ভাল থাকুন নিরন্তর।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাদের আনন্দে আমি নিজেকে সঙ্গী করে নিলাম। ধন্যবাদ নতুন নকিব ভাই।

৩৭| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কারো কি নিজেকে অনুসরণ করার অভিজ্ঞতা আছে?

৩৮| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

আখেনাটেন বলেছেন: ম্যালা ট্যাকা!!!!!!


ব্লগাইতে ব্লগাইতে তো দেখি ভাইজান বিল গেটসু হয়ে গেছেন। :P

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোয়া করবেন, যাতে নিয়মিত সম্মানি পাওয়া বজায় রাখতে পারি। টাকাটাই বড়ো না, সম্মানটা হলো বড়ো।

৩৯| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: বেশ।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো।

৪০| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া ঝালমুড়ি খামু

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোলা মুড়ি খান, এটা আরো ভালো।


৪১| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

শামচুল হক বলেছেন: শোনেন ধুলাবালি ছাই একটা প্রশ্ন জানাই
ব্লগারদের এমন আশ্বাস আর দিবেন না ভাই।
টাকার জন্য ব্লগার যদি হুমড়ি খেয়ে পড়ে
‘জানা’ আপা শেষ পর্যন্ত থাকতে পারবেন ঘরে?

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশায় থাকুন ব্লগার-
সুযোগ কোথায় ঠকার?
ক'দিন বাদেই দেখতে পাবেন
অভাব নাই কো টাকার।
ব্লগিং করে এত পাবেন
জায়গা নাই তা রাখার।

৪২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার অর্জিত টাকার পরিমান মন্দ নয়। :) অভিনন্দন
কবিতার হারে টাকা আমাকে দিতে হলে জানা আপা ফতুর হয়ে যাবে। :P

আর আরেকজনের যে কি অবস্থা হবে কে জানে? ;)

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য অগ্রিম মোবারকবাদ, হে আমার প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৪৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

অনিক_আহমেদ বলেছেন: অনুপ্রাণিত!

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুপ্রাণিত হয়েছেন জেনে ভালো লাগলো।

৪৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




জানলুম ফেসবুকে অনেকের সাথেই আপনার রীতিমত কানেকশন আছে । অথচ তারা এই শুভসংবাদটি আপনাকে বলেনি ! একেই বলে ভার্চুয়াল বন্ধুত্ব ! :((
আমার ফেসবুক থাকলে আপনি অবশ্যই সংবাদটি জানতে পারতেন , কারন আমিও ব্লগিং করে সামহোয়্যারইন ব্লগ থেকে টাকা পেয়েছি আপনার আগেই । :(
চেক নয় নগদ টাকা । বলেছিলুম নগদে ক্যাশ দিতে, কারন চেক বাউন্স হতে পারে । দিলো । তো , সেই টাকা কি করেছি ?
দুঃখজনক সংবাদ হলো - সেটা পটকেটমার হয়ে গেছে .... B:-)

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার টাকাটা পকেটমার হয়ে গেলো! রিক্ত আমি সিক্ত আমি দিবার কিছু নাই, চক্ষু ভরা অশ্রু আছে, কান্না দিলাম তাই :(

৪৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্ রে, কাভা ভাইয়ের সেই পোষ্ট পড়ে কেন যে শুধু রম্যবোধ হয়েছিল...!!

যাক, তাতে অবশ্য আমার সলের কিছু নাই। কারণ, আমার কোন পোষ্ট নির্বাচিত পাতায় ঠাই পাওয়ার মতো হয়ই না।

তবে আপনার প্রায় চৌদ্দ হাজারের আনন্দে আমিও কেমন যেন আনন্দবোধ করছি। অভিনন্দন।।

জনপ্রিয়তায় চলতে থাকুক সামু যুগযুগান্তর এমন কামনাই করি নিরন্তর।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার আনন্দে আপনিও আনন্দিত হয়েছেন জেনে আমি আবারও আনন্দিত বোধ করছি। পরমানন্দে ব্লগিং করতেই থাকুন, আসিতেছে শুভদিন, যা কিছু আপনার পাওনা আছে, পেয়ে যাবেন সব টাকা :)

৪৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: হাহাহাহা................
এ বছরের সেরা রম্য লেখা হিসেবে এটাকে ঘোষণা করা হলো। অতি দ্রুত এর সম্মানী বাবদ আপনার এ্যাকাউন্ডে বিশাল টাকা পৌছে যাবে। (অংকটা বললাম না, কারণ এতে আবার অন্য ব্লগার'রা রম্য লেখার বৃথা চেষ্টা শুরু করে দেবে)।
+।

* ফেবুতে আগেই অর্ধেক পড়েছিলাম, আজ পুরোটা পড়লাম।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আনন্দের উপর আনন্দ! এত আনন্দ কোথায় রাখি? সেরা রম্য হিসাবে তো আরো বড়ো অংকের সম্মানি পাওয়ার আশা করছি। আশা করি ব্লগ কর্তৃপক্ষ এ বিষয়টা সক্রিয়া বিবেচনায় রাখবেন :)

৪৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমার অবস্থান এত উপরে??? মঙ্গলগ্রহের কাছাকাছি!!!!!!!

আপনি আগে ব্লগারদের নিয়ে অসাধারণ রম্য লিখতেন। তখন আমি একেবারে নতুন ব্লগার । কবিদের একটা মেধাতালিকা করলেন। আমার পজিশন দিলেন ৭ নম্বরে। পড়ে দারুন বিনুদিত হয়েছিলাম ।
এবার তো রীতিমত আহলাদে আটখানা। সোনাবীজ ভাইয়ের রম্যের রেটিংও অন্য সো কল্ড জেনুইন রেটিং এর চেয়ে বেশি গুরুত্ব রাখে ।

আমার নাম মনে রেখেছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি ।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পড়ে সেই তারকাজরিপ আবার দেখতে গেলাম। ঐ পোস্ট আমি লিখছিলাম কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে :) এত ধৈর্য আমার ছিল এত বড়ো পোস্ট লেখার?

যাক, যাঁরা ওটা দেখতে চান, দেখতে পারেন :)

তারকাজরিপ - এক খানদানি জামদানীয় খানাপিনা :)

৪৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮

শাহেদ খান বলেছেন: খলিল ভাই, ব্লগে অনেকদিন অনিয়মিত ছিলাম বলে কত কিছুই আমিও জানি না। তবে আপনার বলার স্টাইলে হাসলাম খুব!

দুইটা প্রশ্ন ছিলঃ

১। এক জায়গায় বলেছেন, "আমিও দুই বছর ধরেই ব্লগে অনিয়মিত ছিলাম"। তার খানিক বাদেই আবার বললেন, "দুই বছরে আমি মোট ৪৪টি পোস্ট পাবলিশ করেছি"!!! এ কেমন অনিয়মিত! #:-S

২। ২০০৩ সালের ফেব্রুয়ারি'র ২৯-তারিখ কী বার ছিল? (আমার ক্যালেন্ডারে মনে হয় ভাইরাস। দিনটা মিসিং!) :|

আর শেষে একটা কথা। বাল্যবিবাহ রোধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিৎ। বিশেষভাবে স্মরণ করছি জাদিদ ভাইকে (২০০৩-বর্তমান)। :(

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে যখন নতুন আসি তখন তো দিনভর পোস্টাইতাম :) ব্লগকে তখন অধুনার ফেইসবুকের মতো ইউজ করতাম, শুধু আমি না, মূলত সবাই :) ধীরে ধীরে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসি :) তো, অনিয়মিত না হলে ২০১৫-তে মাত্র ৩২টা না হয়ে তার আগের বছরের মতো ৬১টা পোস্ট দিতাম (আপনার কারণে গুনতে হয়েছে :) ) আর ২০১৬-তে মাত্র ১২টা না দিয়ে ৫০-৬০টাই দিতাম :) এবার বুঝলেন তো, অনিয়মিত থাকায় ব্লগ আমার কত পোস্ট মিস করেছে? :)

২০০৩ সালের ২৯ ফেব্রুয়ারি রসোম্বুবৃশুশ বার ছিল :) উপরে ৩৪ নম্বর কমেন্টে একজন এটা বের করে ফেলেছেন :)

জাদিদ ভাই এটা বুঝতে পেরেছেন। তিনি অনুশোচনাগ্রস্ত হয়ে মানব বন্ধনের ডাক দিয়েছেন বলে খবরে প্রশাক :)

৪৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

ভারসাম্য বলেছেন: রম্য হলেই ভাল। আমারতো এমনিতেই টাকা পাবার সম্ভাবনা নাই, মানে টাকা পাবার মত কোন লেখা নাই। কাজেই অন্য কেউ পেলে খারাপই লাগত।

আপনাকে লিখতে দেখে ভাল লাগছে। ভাল থাকুন।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি অভী আসলাম ভাই। ব্লগে আসছি, কিন্তু পার্টিসিপেট করতে পারছি না নানা কারণে।

ভালো থাকবেন।

৫০| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

বানেসা পরী বলেছেন: কমেন্ট এর উপর সম্মানী নাই? তাহলে অলস বেকার ব্যক্তিদেরও পার্টটাইম কর্মসংস্হান হইত আর সামুর ও জনসেবা করা হইত।:P

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পয়েন্ট। ব্লগ অথোরিটির কাছে আবেদন করলাম :)

৫১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এই পোস্ট এখনও হজম করতে পারি নাই প্রিয় সোনাবীজ ভাই। আমি প্রতিদিন একটু একটু করে ভাবি আসলে কি লিখব!!! আপনাকে সাথে পাবো, এটা সত্যি মাথায় আসে নাই।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবুরে সবকিছুই হজম হয়ে যায় :) সবুর করুন আরো কিছুদিন। আপনি সাথে ছিলেন, এটাই আমার গর্ব।

৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

সুপ্ত শিপন বলেছেন: পরান যায় জ্বলিয়া রে.......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

৫৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

টুনটুনি০৪ বলেছেন: এ এক দারুণ রম্য হইসে!

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! কোথা থেকে টুনটুনি পাখি হঠাৎ এ পোস্টে? যাই হোক, 'দারুণ রম্য হইসে' কমেন্টে বিরাট ধন্যবাদ।

৫৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

পদ্মপুকুর বলেছেন: হু হু হা হা হি হি.....................

এই পোস্টটা আগে একবার পড়েছিলাম, পইড়া আমারও আপনার মতই অভিমান হইছিলো। পরে ভাবলাম, অনেকদিন ধরে ব্লগে অনিয়মিত থাকায় আমি মেসেজ টেসেজ পাইনি... :-P

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনারও যে অভিমান হয়েছিল এটা জেনে খুবই আহ্লাদিত হলাম এই কারণে যে, আমার মতো ভাববারও লোক আছেন বটে :)

ধন্যবাদ পদ্ম পুকুর এই পোস্টে আবার আসার জন্য। আপনার পোস্টটি মূল্যবান। অভিজ্ঞতার আলোকে কিছু শেয়ার করতে পেরে আমি আনন্দ পেয়েছি। ব্লগ সরগরম হলে ব্লগাররা ভালো থাকবে। ব্লগ জমজমাট হোক, এই কামনা করছি।

শুভেচ্ছা।

৫৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

গেঁয়ো ভূত বলেছেন:


২০০৩ সালের ২৯ ফেব্রুয়ারিতে আমার জন্ম। !!!!

বেশ তো!!! ২০০৩ সাল লিপইয়ার ছিল!!!!!!!!!!! মজাই মজা !!!!!!!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিপ ইয়ার ছিল নাকি? জটিল আবিষ্কার তো!!!! :) ;)

৫৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১

কামাল৮০ বলেছেন: আমি রিটায়ার্ড।আমার তো টাকা পাবার প্রশ্নই ওঠে না।তাই ব্লগ না লিখে শুধু কমেন্ট করি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, আপনি পেনশন পাবেন। চিন্তা কইরেন না কামাল ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.