নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই
অারেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই

না পারিলাম বাঁচতে আমি
না পারিলাম মরতে
না পারিলাম পিরিতের ঐ
সোনার পাখি ধরতে
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কন্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই

না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই

ছোটোবেলায় এ গানটা অনেক গাইতাম। স্কুলে ক্লাসের ভেতর, টিফিন পিরিয়ডে মাঠের পশ্চিম পাড়ে আমগাছের তলায়, কিংবা বিকালে খেলাশেষে মাঠের মাঝখানে বসে সন্ধ্যা থেকে অনেক রাত অব্দি দল বেঁধে গানটা গাইতাম। তখন এ গানটার অর্থ বুঝতাম না। খুব সরল অর্থে মনে হতো, কেউ একজন চলে গেছে, সে আরেকবার আসবে, কোনো একজনকে কাঁদাবে। কিন্তু সে ফিরে এসে কেন তাকে কাঁদাবে, বা সে ফিরে এলে সে কাঁদবেই বা কেন, এসব রহস্য বুঝতাম না। কখনো-বা ছেলেরা ও মেয়েরা দল বেঁধে গাইতাম।

ছেলেরাঃ

না পারিলাম বাঁচতে আমি
না পারিলাম মরতে

মেয়েরাঃ

না পারিলাম পিরিতের ঐ
সোনার পাখি ধরতে

কোরাস :

আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই

ওহ্‌, কী যে মজা হতো! কিন্তু মনের ভেতর খটকা লেগে থাকতো- আমি বাঁচতেও পারলাম না, মরতেও পারলাম না, আবার পিরিতের একটা সোনার পাখি আছে নাকি, কোন অপরূপ রাজ্যের সেই পাখি, কল্পনা করতাম সেই পাখির রং, উড়বার ঢং, হাতের তালুয় সে পাখিটা কি এসে বসবে? কিন্তু সেটাকেও ধরতে পারলাম না- এত জটিল কেন সবকিছু!


তারপর বেদনা আর ব্যর্থতা ঘনীভূত হতে থাকে। আমার ডাঙাতে ঘর বাঁধা হলো না, জলে ডুবেও মরা হলো না, কারো মনও পাওয়া হলো না, আমি সবার অগোচরে অকূলে ভাসতে থাকি; কিন্তু আমার আকুতি জিইয়ে থাকে মনের ভেতর-

তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই

এখন সেই ছোটোবেলায় আর ফিরে যাওয়া হবে না; সেই পুকুরের পাড়, কেউ একজন খুব করে কোনো একজনকে লক্ষ করে গাইছে :

তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই

আমাদের সকল বন্ধন ছিঁড়বার কত তীব্র বাসনা মনের ভেতর! কিন্তু সেই বন্ধন কে ছিঁড়িতে পারে?





শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়
ছবিঃ নাগর দোলা

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: এবারের ভিউিও-তে জেন্ডার ভাগ করা হয়েছে !!!!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটার পেছনে এক বিরাট কারণ রহিয়াছে :(

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

এফ.কে আশিক বলেছেন: আমাদের সকল বন্ধন ছিঁড়বার কত তীব্র বাসনা মনের ভেতর! কিন্তু সেই বন্ধন কে ছিঁড়িতে পারে?

তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই
অারেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই...

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এফকে আশিক।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:১৯

নীহার দত্ত বলেছেন:

মোটামুটি লাগলো।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীহার দত্ত।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




এখন বড় হয়েছেন । নিশ্চয়ই বুঝতে পারছেন , একজন চলে গেলে মানুষ কেন কাঁদে ! কেনইবা চলে যাওয়া কারও ফিরে আসার পথ চেয়ে তার বক্ষ ফাঁটা ক্রন্দন ...............

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, এখন মর্মে মর্মে টের পাচ্ছি, মানুষ চলে গেলে কেন কান্না আসে। সেই চলে যাওয়াটা কোনো কোনো সময়ে শেষ যাওয়াও হয়ে যায়, কখনো-বা পৃথিবী থেকেও চলে যাওয়া হয়। এসব ভাবলে মন খুব অস্থির হয়ে ওঠে।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: সময়ের সাথে অনেক কিছু ‘র মানে বদলে যায় !

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক। এই মধ্য বয়সে এখন এর অন্য একটা মানে দাঁড়িয়ে গেছে।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: গানটা খুব সুন্দর । মরমী ।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি। সুন্দর বলেই শেয়ার করা।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: গানটা শুনলে আমার কান্না পায়।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একদম আমার মতো।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেঁচে থাকা মানেই বন্ধন।
কেমন আছেন? সুস্থতা কামনা করি।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি। আপনি তো মনে হয় ব্লগ ছেড়ে দিয়েছেন। ফিরে আসুন।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: গানটা প্লে করে মন্তব্যটা করলাম!!

একটা উদাস ভাব এলো!!


বিশেষ কিছু বোঝার চেষ্ট করলাম!!!!

তবে কি বুঝলাম তা লিখে প্রকাশ করতে পারছি না!!!!!!!!!!!!!!!

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সময় মনের ভেতর অনেক ভাব জন্মে, যার হাজারটা অর্থ হয়। কিন্তু প্রকাশ করা যায় না। আমার প্রায়ই এমন হয়।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

ময়না বঙ্গাল বলেছেন: কবি যে হলো আকুল,
এ কিরে বিধির ভুল,
মথুরায় কেন ফুল ফুটেছে
আজি লো সই-একটি রবীন্দ্র পঙতি

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ময়না বাঙ্গাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.