নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ডাকাতিয়া নদী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিছুটি বিছানো পথে কচি কচি আলোঘাস সুন্দর স্বপ্নের মতো হাসে
আঁকাবাঁকা আ’ল ধরে কতদূর হেঁটে গেছি ভেঙে ভেঙে সকালের দূর্বাশিশির
ধু-ধু চরের মতো আজ সব ঝাপসা অন্ধকার

একটি ছায়ার মতো স্মৃতির অবয়ব বার বার জেগে ওঠে,
আবার গলে পড়ে সূর্যের ভেতর

আমি কিছুই বুঝি না আজও–কে আমারে নিয়ে গেছে বহুদূর সপ্তসিন্ধু পাড়ে
বালুচরে ফেলে রেখে মৃতকোষ, জীর্ণ দেহখানি

একদিন ভোরে উঠে দেখি, সব নদী ভরে গেছে কুসুমে কুসুমে
আর ধবল মেঘেরা উড়ন্ত কাশফুল সুস্নিগ্ধ নীলে
কতদিন লুকিয়ে কেঁদেছি এমন একটা ভোরের বাসনায়
সন্ধ্যার বলাকারা বহুদূর ভেসে গেছে আনন্দ কোলাহলে-
কত সাধ হতো আমিও মিশে যাই পাখির ভুবনে-
আমারে ডাকে নি ওরা ওদের মিছিলে

পৃথিবীতে কিছুই যাও নি রেখে আমার জন্য, হে পলাতকা পাখি, নদী ও কুয়াশা
আচানক তোমাদের দেখি আর দু ফোঁটা অশ্রুতে উপশম খুঁজি, নিত্য, নিরবধি

আমারে শান্তি কে দেবে? নদীর দহনে জল কোথা পাবো, বলো!

২৬ আগষ্ট ২০০৯

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতায় হারানোর সুর খুঁজে পেলাম। সবি রয়ে গেছে শুধু সে জনম রেখে গেছে একাকি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

সোহানী বলেছেন: ভালোলাগলো সোনবীজ ভাই। অনেকদিন পর!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহানী আপু। জবাব দিলাম অনেকদিন পর :(

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

উম্মে সায়মা বলেছেন: অনেক আগের কবিতা!
বেশ লাগলো ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, অনেক আগের। পড়ার জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর দেখলাম ভাইয়া ।
কবিতায় ভালোলাগা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগিং করতে পারছি না আপু। মাঝে মাঝে এসে নিজের লেখা পোস্ট করছি শুধু, উত্তর দিতেও দেরি করছি, অন্যদের পোস্টে যাওয়া তো হচ্ছেই না :(

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

শান্তি আর দহন জ্বালা নিবারনের একফোটা জলের অনন্ত তিয়াস কাব্যে মুগ্ধতা

কেমন আছেন ভায়া?
শুভকামনা রইল অন্তহীন

+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি ভাইয়া। পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। শ্যুভেচ্ছা।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





বহুদূর সপ্তসিন্ধুর ওপাড় থেকে যেন সকালের দূর্বাশিশির ঝরে পড়লো এপাড়ে । এ যেন কিছু রেখে যাওয়া আমারে , আমাদেরে !




২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই চমৎকার মন্তব্যের জন্য।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২

জাহিদ অনিক বলেছেন:

দহন নিভিয়ে দিবে, নদীর অত জল কোথায় ?


আপনাকে নিয়মিত হতে দেখে ভালোলাগছে খুব

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। চেষ্টা করছি নিয়মিত হতে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১৩

মলাসইলমুইনা বলেছেন: দূর স্মৃতির মাঝে জমে থাকা সেই কোনো কালে প্রবাহিত নদীকে নিয়ে বিষন্ন স্মৃতিকাতরতাটুকু ভালো লাগলো | কতগুলো নদীর পারে ফেলে আসা আমার ছেলেবেলার কথা মনে করে বুঝি খানিকটা বিষন্ন হলাম আমি নিজেও | ভালো লাগলো খুব কবিতা |

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমিও নস্টালজিক হয়ে গেলাম। অতীতের চেয়ে মধুরতর কিছু নেই মনে হয়।

ধন্যবাদ অসাধারণ কমেন্টের জন্য।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ক্ষমা করবেন! কবি জীবনানন্দের গন্ধ পাচ্ছি।বাংলার ধবল মেঘ ধান সিড়িটির তীরে এমন ই রুপে মুগ্ধ হলাম বারে।অনবদ্য!শুভেচ্ছা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্ষমা চাইবার কিছু নাই ভাই। এটা প্রকৃতই প্রভাবিত কবিতা হতে পারে, অথবা কারো কারো কাছে এমন মনে হতে পারে। দুটোতেই আমি গর্বিত। জীবনানন্দের প্রথম দিকের কবিতা পড়লে মনে হয় ওগুলো নজরুলের কবিতা। কিন্তু শেষমেষ জীবনানন্দ অনন্য একজন। তার মানে এই না যে আমিও জীবনানন্দের মতো হতে পারবো না :) কিন্তু সত্যিক্যার অর্থে আমার লেখায় সুনীলের প্রভাব সুস্পষ্ট। আর শ্রেষ্ঠ কবিদের একজন হওয়া সত্ত্বেও জীবনানন্দের কবিতাকে আমার কাছে ম্যাড়মেড়ে মনে হয়। তাতে জীবনানন্দের বা তাঁর ভক্তদের বয়েই গেছে :) আমার ব্লগে তাঁর ব্যাপারে আলোচনায় আমার মতামত এমনই দেখতে পাবেন।

ধন্যবাদ পদাতিক চৌধুরি।

১০| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:

শেষ লাইনটা বেশী ভালো লাগলো ।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা কবিতার একটা শব্দও যদি কারো ভালো লাগে, কবির জন্য তা আনন্দের।

অনেক পুরোনো পোস্ট পড়ছেন। ভালো লাগছে।

আমি হেঁটে যেতে যেতে ধুলোয় মিশে যায় পদচিহ্ন
আমার মনের ছাপ অঙ্কিত কোথাও, পথের কঙ্কালে পাবে নাকো

১১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৮

মিরোরডডল বলেছেন:



একদিন ভোরে উঠে দেখি......
...... ..... ... ওদের মিছিলে ।


এই প্যারাটাই পুরোটাই সুন্দর ।

কতো সাধ হতো আমিও মিশে যাই পাখির ভুবনে

এটা তো আমার মনের কথা । অবশ্য আমিতো আসলেই পাখি হতে পেরেছি দলে না ভিড়লেও ।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের লেখা পড়ে আমিও মাঝে মাঝে নস্টালজিক হই। প্রতিটা লেখা একজন লেখকের সময়ের স্বাক্ষর। কেউ যদন কোনো উদ্ধৃতি দেয়, ঐ পুরা প্যারাটাই আবার পড়ি। ভালো লাগে।

অনেক গুলো পুরোনো পোস্ট পড়লেন আজ। অনেক ধন্যবাদ।

১২| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৫

মিরোরডডল বলেছেন:

ধুলো ইফ ইউ স্টিল আপ, তাহলে একটু শুনে যাবে ।

০৮ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াটস ওয়্যার অন ইয়োর মাইন্ড? বলে গেলেই তো এখন শোনা হয়ে যেত :)

১৩| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

মিরোরডডল বলেছেন:


কি আর করা, সেকথা শুনতে হবেনা, এখন গানই শোনা হোক

০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


১৪| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

মিরোরডডল বলেছেন:

নাহ শোনা যেতো না, পাশাপাশি বসে গল্প করা আর মেইল বক্সে লেটার ড্রপ করে জানিয়ে যাওয়া কি এক হলো :|

০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিরিয়াস কিছু ভেবেছিলাম

১৫| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৮

মিরোরডডল বলেছেন:




অবশ্যই সিরিয়াস, মহা সিরিয়াস, আমি আসছি ।

০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.