নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতারা যেমন

০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২০

কবিতারা অনাদি ও অনন্ত; এদের সুনির্দিষ্ট শুরু বা সমাপ্তি নেই; এরা এমন, যাদের কোনো শিরোনামও প্রয়োজন পড়ে না; অথবা বলা যায়, একেকটা শব্দই একেকটা বাঙ্ময় শিরোনাম, অন্ধকারের আলোকবর্তিকা; একেকটা শব্দের গহিনে একেকটা বিশ্বকোষ, বা ব্রহ্মাণ্ড; যাঁরা শিরোনাম লেখেন, ভুল করেন আমার মতোই। বস্তুত কবিতাদের এমনই হবার কথা; কবিতারা স্মরণীয় বাণী।

কবিতারা অনাদি ও অনন্ত; এদের সুনির্দিষ্ট শুরু বা সমাপ্তি নেই; যে কোনোভাবে যে কোনো জায়গায় এরা শুরু হতে পারে; শেষও হতে পারে যে কোনো জায়গায়; এমনকি অকস্মাৎ। কবিতারা একটা ট্রেনের মতো; কবিতার একেকটা পঙ্‌ক্তি ট্রেনের একেকটা বগির মতো; একটা বগিকে যেমন ইচ্ছেমতো, যখন-তখন, যেখানে-সেখানে জুড়ে দেয়া যায় সুদীর্ঘ ট্রেনের সামনে-পেছনে, মাঝখানে, কবিতার পঙ্‌ক্তিগুলোকেও তেমনি বসাতে পারো– তোমার শেষ লাইনটা শুরুতে বসাও, শুরুরটা কিছু পরে, বাকিদেরও ভীষণ উলটে-পালটে ফেলো– দেখবে কবিতারা একটুও বদলায় নি, অর্থে ও অবয়বে। কবিতার শুরু কিংবা শেষ খোঁজো না; তেমনি তার অর্থ : যেসব অর্থহীনতা অহরহ অনর্থ মনে করো, তারও জেনো গভীর গূঢ়ার্থ কবির গাঁথুনিতে।

কবিতারা এমন যাদের কোনো রং থাকে না, অথচ কবিতার মতো বিশুদ্ধ রং আর কোথাও পাবে না তুমি। কোনো সুগন্ধিজাত নয় কবিতারা, অথচ কবিতার সুঘ্রাণ প্রেমিকার শরীরের চেয়েও তুমুল সুরভিমুখর। কবিতারা তীব্র কথা বলে। যেমতি ভূগর্ভে অতিশয় নিভৃতে ঘুমোয় বীজলাভা, কবিতার কন্দরে বিদ্রোহবারুদ সেমতে মূকময়।

বিষমাখা ঠোকর মারে যে, তাকে বলা হয় কাঁকড়া। তেমনি যে গাছ বড্ড ঝাঁকড়া হয় তাকে আমরা মানুষ বলি; আর যে মানুষের মন নেই তাকে বলি বিহঙ্গ। তুলনাগুলো মোটামুটি এমনই যদি হয়, দেখবে খুলে গেছে জগতের সকল বিস্ময়। এবং এসবের অর্থ খোঁজো না সতীর্থ কমরেড। কবিতারা এমনই চিরকাল। এককোষ কমলা কিংবা কাঁঠালে ভিন্নতর সুমিষ্ট স্বাদ, তেমনি আম্র এবং আনারে। তেঁতুল কিংবা কুলে; বাতাবি কিংবা নেবুতে; বিচিত্র অম্লস্বাদ।

তোমার সবগুলো কবিতার ছেঁটে ফেলো শিরোনাম। ট্রেনের বগির মতো পরস্পর বসাও। চরণগুলোও আরেকবার এলোমেলো সাজিয়ে নাও। কী অবাক দেখো, তোমার সমগ্র কবিতা এক অখণ্ড সত্তায় দাঁড়িয়ে, অভিন্ন অর্থের ভেতর।

একজন কবি একজনমে অনেকগুলো কবিতাই লেখেন; কিন্তু বেঁচে থাকেন একটি-দুটো-স্বল্প ক’টি কবিতায়। বলা ভালো- একজনমে একজন কবি একটি কবিতাই লিখে থাকেন।

২৩ নভেম্বর ২০০৮

**

ই-বুক 'সোনালী'

ই-বুক 'সোনালী' ডাউনলোড লিংক

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৩৪

সৈয়দ তাজুল বলেছেন: "তেমনি যে গাছের বড্ড...."
বাক্যটির তাফসির প্রয়োজন B:-)


হু, কবিতারা চিরঞ্জীব। আর কবিতা সৃষ্টিকারীরাও চিরঞ্জীবী।


শুভকামনা আপনার জন্য।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! চমৎকার একটা জায়গায় আপনার নজর পড়েছে তো!

কবির কাজ কবিতা লেখা, তার ব্যাখ্যা দেয়া নয়। কবি কোনো ভুল শব্দ বা ভুল বাক্য বা ভুল উপমা লিখে ফেললেও বোদ্ধার দায়িত্ব ঐ ভুলকে শুদ্ধ হিসাবে গ্রহণ করে তার একটা যুঁৎসই ব্যাখ্যা দাঁড় করানো। পাঠক ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন যে কবি ঠিক এ কথাটিই তাঁর কবিতায় বলতে চেয়েছিলেন।

আপনার নজরে পড়া অংশটা মূলত ব্যঙ্গার্থেই বলা হয়েছে।

ধন্যবাদ সৈয়দ তাজুল।

২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি এমনিতে ৬ ফুট ২। কিন্তু আরেকটু লম্বা হলে আপনার পোষ্টটি ধরতে পারতাম।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আপনি তো আমার চাইতে ৪ ইঞ্চি আর আমার ছেলের চাইতে ২ ইঞ্চি বেশি লম্বা। যাই হোক, এটা তেমন কিছু না। কবিতা কীরকম হতে পারে, তার একটা উদাহরণ মাত্র।

৩| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার লিখনীতে যেনো আরো একটি কবিতা লিখে গেলেন। কবিতার ভেতরের কবিতারা কেমন হয়?

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার ভেতরের কবিতারা কেমন হয়? একটা সুন্দর প্রশ্ন। কমেন্ট ভালো লাগলো। ধন্যবাদ।

৪| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২১

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতারা রাত জাগা কবিকে প্রেরণা দেয় বলে আজ আপনি কবি গুরু।
কবিতারা সকাল বিকাল সঙ্গ দেয় বলে আজ আমি কবি প্রেমি ।
বেচে থাকুক কবিতারা বেচে থাকুক এ প্রজন্মের কবি ।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেচে থাকুক কবিতারা বেচে থাকুক এ প্রজন্মের কবি । [/sb
অনেক ধন্যবাদ আকিব হাসান জাভেদ।

৫| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩০

প্রামানিক বলেছেন: কবিতারা যেমন পড়তে গিয়ে মনে হলো এটাও একটা কবিতা। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

এটা একটা কবিতাই লিখতে চেয়েছিনু প্রামানিক ভাই। কবিতা না হয়ে থাকলে গদ্যই ভাবতে পারেন।

৬| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৩৯

কাওসার চৌধুরী বলেছেন: আমিতো দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তবে দুই লাইন পড়েই বুঝতে পেরেছি। খুব ভাল হয়েছে।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশ্বস্ত হলাম এই জেনে যে দুই লাইন পড়েই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ ব্লগার।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও অভিজ্ঞ ব্লগার।

৮| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি বেশ ইমোশানেল

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখালেখি ব্যাপারটাই ইমোশনের। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৯| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

শিখা রহমান বলেছেন: আপনি শব্দ নিয়ে খেলতে পারেন। শব্দের খেলা আমার প্রিয়। ভালো লেগেছে। শব্দ দিয়ে অধরা অনুভূতি, মন কেমন করা সবাই তৈরী করতে পারে না। এই লেখাটায় আপনি সেটা পেরেছেন। কবি অরুণ মিত্রের কথা মনে পড়ে গেলো।

শুভকামনা। মন কেমন করিয়ে দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ আপনার উন্মেষ!!! এসেই কেমন আকাশে উঠিয়ে দেন আমাকে। এরপর আর ভয়ে টিকতে পারি না।

আপনার কমেন্ট অনেক প্রেরণাদীপ্ত। আমাকে শাণিত করে।

আমাকে নাড়িয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শিখা রহমান।

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১২

শিখা রহমান বলেছেন: আমি সবসময় ব্লগে সময় দিতে পারি না। সেজন্য আপনি বা অন্য কেউ পোষ্ট দিলে সাথে সাথে মন্তব্য করা হয় না। মন্তব্য করতে একটু দেরী হয়ে যায়। আপনি কয়েকদিনে বেশ কয়েকটা পোষ্ট দিয়েছেন। এটা খুব ভালো লেগেছে আর তাই মন্তব্য করেছি।

"কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ আপনার উন্মেষ!!! এসেই কেমন আকাশে উঠিয়ে দেন আমাকে। এরপর আর ভয়ে টিকতে পারি না।" ভয় কেন বলুনতো?

শুভকামনা। ভালো থাকবেন।

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে যাবার ভয়- এই আর কী!!! আশা করি বোঝাতে পেরেছি।

ধন্যবাদ আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.