নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চুরি

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২২

কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন?
ঠায় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা।

সুন্দরীরা বড়ো আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন;
তাঁরা আদেশ করতে খুব বেশি ভালোবাসেন। তাঁরা কবিতা পড়েন না,
কবিতা ভালোবাসেন না, তাঁরা কবিতা লিখতেও জানেন না;

তুমি হাসলেই, কথা বললেই, তাকালেই, এমনকি ঔদাসীন্যে এড়িয়ে গেলেও
অবিরাম ঝরে পড়ে থোকা থোকা কবিতার রেণু।

তোমার অসংখ্য গুণগ্রাহীর ভিড়ে, হে মহতী, অনন্যসাধারণা,
আমি বড্ড অপ্রতুল একজনা;
তোমার সান্নিধ্যের স্বাদ অপার্থিব অমৃতের মতো জনে জনে ভাগ হয়–
আমার কপালেও জোটে ক্ষুদ্র এককণা।
এতে শুধু তৃষ্ণা বাড়ে, জ্বালা বাড়ে, হু-হু করে লালসা বাড়ে
আমাকে কুরে কুরে খায় দুর্মর যন্ত্রণা।

কোনো কোনো মানুষ খাওয়ার জন্যই দীর্ঘ জীবন চায়,
যদিও বাঁচবার জন্যই মানুষকে করতে হয় খাদ্যগ্রহণ;
তোমাকে পাবার সাধনায় আমি অমরত্ব চাই
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে চাই নিশ্চিন্ত মৃত্যুবরণ।

হে সুন্দরী, অজস্র প্রেমিকের আরাধ্য রমণী, তোমাকে কোনোদিনই
একান্তে পাব না, এ কথা জানি, তাই সর্বগ্রাসী ইচ্ছেরা ক্রমশ সোচ্চার,
রক্তে রক্তে নীরব তোলপাড়
তাই প্রতিদিন চুরি করে পত্রিকায়, ব্লগে ও ফেইসবুকে
তোমার ফটোগ্রাফ ছেপে যাই
তোমার কথাগুলো সামান্য সাজিয়ে নিজের নামে চালিয়ে দিই কবিতা হিসেবে
আর রসখোর বন্ধুদের অসামান্য বাহবা কুড়াই
এই যে প্রেমের নামে প্রতিদিন তোমাকে ধ্বংস ও ব্ল্যাকমেইল করি
আমি জানি, তুমি এর একতিলও খবর রাখো না
কে তোমাকে ভালোবাসে জানো না, জানো না কার মনে বাস করে
সুগোপন ক্রূর বাসনা

তোমার প্রাণহীণ ছবির ভেতর প্রাণ ঢেলে
তোমাকে ফালি ফালি করে কাটি প্রমত্ত ঘোরে
জানো তো, সাবধানে মার নেই, তাই সতত সাবধানে থেকো
একদিন নিরুদ্দেশে সহসা তীব্র উড়াল দেব স্বয়ং তোমাকেই চুরি করে।

১৮ সেপ্টেম্বর ২০১১ রাত ১২:৩৭

**

ই-বুক 'অয়োময় সুপুরুষ'

('অয়োময় সুপুরুষ' ডাউনলোড লিংক

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৪

শায়মা বলেছেন: অপরূপা সুন্দরী কবিতা অনেক সুন্দর লাগলো ভাইয়া!!!!!

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। অপরূপা সুন্দরী কবিতা। কমেন্টটাও অপরূপা বটেন :)

অপরূপা ধন্যবাদ রইল।

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি কবিতা। পড়ে ভাল লাগলো।

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।

৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। বেশ ভাল লাগল

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি।

৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:০৭

এম এ কাশেম বলেছেন: সুন্দরীর চেয়ে সুন্দর কবিতা লিখে কবি
অবশেষে নারী হরন করে চোরের খাতায়
নাম লেখাবেন নাকি?

কবিতা - অনেক সুন্দর।

শুভেচ্ছা জানবেন।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে জেনে খুশি লাগছে। কমেন্টও অনেক সুন্দর :)

৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখানেও তার আবছা একটা ছবি দেয়া সময়ের দাবি। :)
কবিতা এক্সেলেন্টো!!

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।




সময়ের দাবি পূরণ করা হলো।

৭| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামান।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ।

৮| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
কি খবর?

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি রাজীব নুর ভাই। আপনার কী খবর?

৯| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

১০| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১১

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লেগেছে সুন্দর কবিতা।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সফেদ বিহঙ্গ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.