নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মজার খাদক

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০৫



দেখুন কী তার করুণ হাসি
খায় সে নিত্য পোলাও খাসি
আরো সে খায় আটার রুটি
তিন কুড়ি ’পর আরো দুটি
চাল যদি হয় আমন-আউশ
খায় মিটিয়ে মনের হাউশ
পেট ভরে না যতই সে খায়
খাবার লোভেই বাঁচতে সে চায়
হঠাৎ যদি খিদে আসে
সেই তরাসে ঘুমায় না সে!

৩০ জানুয়ারি ২০০৯




এমন খাদক কোথাও খুঁজে
পাবেন নাকো হে আপা
পোলাওকোর্মা খান না তিনি,
প্রিয় তার দই-মাঠা
তিনি খুব খান খেজুর গুঁড়ের
পাটিসাপটা ও ভাঁপা
নাসিকা ডুবিয়ে তিনবেলা খান
আঁটার রুটি ও পাঠা

এত এত খেয়ে পরাণ ভরে না,
আরও কিছু খেতে চান
কোথা পাব ছাই, সাবাড় হয়েছে
দুনিয়ার মেনু সবই
তাকে দেখবার সাধ যদি হয়,
আমাকে একটু জানান
এমএমএস করে পাঠিয়ে দেব
ভুঁড়িসহ তাঁর ছবি

১৭ মার্চ ২০১০ ভোর ৬:২৯

ডাউনলোড লিংকঃ ই-বুক আজগুবি ছড়া

ঘুরে আসতে পারেনঃ ছড়ার পাহাড়

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৪

শায়মা বলেছেন: কি কি খানা দিয়ে যাবো বলো ভাইয়া! :)

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খানাপিনা তো কম হয় নাই অতীতে :) :)

এইখানেও আয়োজন মন্দ ছিল না। :)

যাই হোক, এখন আর নতুন করে কী খাবো?

গিন্নি রাঁধেন কোর্মা পোলাও
কন্যা রাঁধে গোশতো
বোয়াল মাছের কোপ্তা পাঠায়
দোস্তানি ও দোস্ত

সব ফেলে দেই, যখন আমার
বউমা বলে, আব্বা-
এই আপনার জর্দা-খয়ের, চুন ও
পানের ডাব্বা

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৭

অর্ক বলেছেন: ওয়াও... সাধু সাধু। চমৎকার ছড়া। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এবং শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৮

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! আপনি তো ছড়ার যাদুকর। খুব ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ার যাদুকর? ভালোই বলেছেন এবং লজ্জিত, বিব্রত ও বিবাহিত হয়ে গেলাম। তবে, ব্লগে বিএম বরকতউল্লাহ ভাই অসাধারণ ছড়া লেখেন। তাঁর ছড়ার উপর একটা সংকলন পোস্ট উইথ লিটল ডেলিবারেশন করার প্লান ছিল, কিন্তু কপি-পেস্ট করার সুবিধা রহিত থাকায় তা ভেস্তে গেছে :(

ছড়া ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১:৪১

ওমেরা বলেছেন: বেশী খেলে খাদক বলে যে কম খায় তাকে কি বলে ভাইয়া?

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে খায়, সেই খাদক :) বেশি খেলে হয় বাফুন বা পেটুক :) কম খেলে হয় বাবু (আমি একবার না খেতে না খেতে চিকন হয়ে গেলে বাসা থেকে আমাকে 'বাবু' ডাকা শুরু হয়ে যায়) বা চিকনদি (যে না খেতে না খেতে চিকন বা কাহিল হয়ে গেছে) :(

ধন্যবাদ ওমেরা।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:১৯

ধ্রুবক আলো বলেছেন: সুমধুর ছন্দময় ছড়া, খুব সুন্দর লাগলো।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। শুভেচ্ছা।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ভাইয়া!!
সব সময়ের মত।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু আমার পোস্টে নিয়মিত আসার জন্য। আমি লজ্জিত যে সময়ের অভাবে অনেক পোস্টেই যেতে পারছি না।

শুভেচ্ছা।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৪২

মীর সাজ্জাদ বলেছেন: আমরা সবাই খাদক, খাওয়ার কথাগুলো এত সুন্দরভাবে বলে ক্ষুধা লাগিয়ে দিলেন। এখন দাওয়াত দেন, অনেক দিন দাওয়াত খাই না।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইলিশ পোলাওয়ের দাওয়াত রইল। আর পান্তাভাতে উচ্ছে ভাজি :) (এটা আমার খুব প্রিয়)।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:০৪

শিখা রহমান বলেছেন: আপনি ছড়াও চমৎকার লেখেন। ভালোলাগা রইলো। শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াও যে চমৎকার লিখি, এটা জেনে খুব খুশি ও আশ্বস্ত হলাম। ভালো থাকবেন। শুভেচ্ছা।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আপনি তো ওস্তাদ লোক।
কেমন আছেন?

আপনার লেখাও ভালো।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি রাজীব নুর ভাই। আপনি কেমন আছেন?

১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৬

সোহানী বলেছেন: হুম খাদক বজলু ভাই এর চিত্র .............।

ছড়ায় ভালোলাগা প্রিয় কবি।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাদক বজলু ভাই আর খাদক খজলু ভাইয়ের মধ্যে কোনো তফাত নাই :) দুজনেই খাদক।

***

আবদুল হাই
করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে
কিছু খাই নাই।
লাউ খায় শিম খায়
খেয়ে মাথা চুলকায়
ধুলো খায়
মুলো খায়
মুড়ি সবগুলো খায়
লতা খায় পাতা খায়
বাছে না সে যা-তা খায়
থেকে থেকে খাবি খায়
কত হাবিজাবি খায়
সেদ্ধ ও ভাজি খায়
খেয়ে ডিগবাজী খায়
বকুনি ও গালি খায়
থামে না সে খালি খায়।

গরু খায় খাসি খায়
টাটকা ও বাসি খায়
আম খায়
জাম খায়
টিভি প্রোগ্রাম খায়।

খোলা মাঠে হাওয়া খায়
পুলিশের ধাওয়া খায়
ফুটবল কিক খায়
রক মিউজিক খায়
মিষ্টির হাঁড়ি খায়
জামদানি শাড়ি খায়
ভাত তরকারি খায়
টাকা কাঁড়ি কাঁড়ি খায়।
চকোলেট টফি খায়
শরবত কফি খায়
ঘটি খায় বাটি খায়
চিমটি ও চাঁটি খায়।

হাসি খায় খুশি খায়
ভূষি খায়
ঘুষি খায়
ট্যাংরা ও তিমি খায়
কোল্ড্রিংকস মিমি খায়
বেঞ্চি ও টুল খায়
বিরিয়ানি ফুল খায়
স্বর্ণের দুল খায়
খেয়ে ক্যাপসুল খায়।
গাড়ি খায় বাড়ি খায়
পুলিশের ফাঁড়ি খায়।
গুতো খায়
জুতো খায়
সুঁই খায় সুতো খায়।
তরতাজা হাতি খায়
শরীফের ছাতি খায়
মাঝে মাঝে লাথি খায়।

যা দেখে সে তাই খায়
অ্যাশট্রে ও ছাই খায়
খেতে খেতে খেতে খেতে
পেট হলো ঢোল
তবু তার মুখে সেই
পুরাতন বোল-
কী যে অসুবিধে
খালি পায় খিদে।

আবদুল হাই
করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে
কিছু খাই নাই!

খিদে : লুৎফর রহমান রিটন

১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: ভীষণ ভীষণ ভাল লাগা।

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই।

১২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি তো ভয় পাইছিলাম, "ঘরের কথা পরে জানলো কেমনে?

পরে দেখি, নাহ কবিতাটা আমাকে নিয়ে লেখা না...

=p~ =p~ =p~

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হে হে হে হে। কেমনে বুঝলেন এটা আপনাকে নিয়ে লেখা না?

যাই হোক, অনেকদিন পর দেখে ভালো লাগলো।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





সেই তো বলি , পুরোনো লেখা নিয়ে বারে বারে আসছেন !
খুব কি ফিরে যেতে ইচ্ছে করছে নেই সোনাঝরা দিনগুলোতে ? উড়িয়ে দেখতে ইচ্ছে করছে কি কিছু ধুলোবালিছাই ?

আমারও ইচ্ছে করে ফিরে যাই বারেবার ........................

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। আপনি দেখি এইখানে এসেও হাজির :)

খুব কি ফিরে যেতে ইচ্ছে করছে নেই সোনাঝরা দিনগুলোতে ? উড়িয়ে দেখতে ইচ্ছে করছে কি কিছু ধুলোবালিছাই ? বোধহয়, এটা মানুষের খুব বড়ো একটা ব্যাধি - নস্টালজিয়া। অতীত কখনো পিছু ছাড়ে না। যত তিক্তই হোক না কেন, অতীতের দিনগুলো যেন মধুর হয়ে বার বার সামনে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.