নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজগুবি ছড়া

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

একবার এক চিলের দেশে
খবর গেল রটে
চিল ছানাদের কান নিতে আজ
আসছে মানুষ ছুটে

দৌড়ে পালায় চিলেরা সব
আতঙ্ক আর ত্রাসে
বগল দাবায় বউকে তুলে
সেফাতুল্লাহ হাসে

হয়ত তুমি তুড়ি মেরে
উড়িয়ে দেবে সবই
কিন্তু এসব সত্যি বলেই
নীরব ছিলেন কবি

কে রটালো এমন খবর
তদন্তে যায় দেখা-
নাম নাকি তার গুজবুল্লাহ
এমনটাই লেখা ;)

১৮ আগস্ট ২০১৮

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা ভাল লাগল।

ছড়ায় +++

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে। আপনাকে একটা প্রশ্ন করেছিলুম, উত্তর কোথায়? 'স্রাঞ্জি সে' বা 'স্রাঞ্জি' নামের অর্থ কী? আপনাকে একটা শব্দ লিখতে দেখি এবং আপনার দেখাদেখি অনেকেই লিখছেন- প্রীশু। এর অর্থ কী?

অর্থ যাই হোক, আমিও আপনাকে কিছু প্রীশু দেব ভাবছি। প্রীশু।

সেই সাথে প্রীতি ও শুভেচ্ছা নিন :)

২| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

রাকু হাসান বলেছেন: হাহাহাহা বগল দাবায় বউ কে তলে সেফাতুল্লাহ্ হাসে । ছড়ায় হাস্যরস পেলাম ।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) ছড়ায় হাস্যরস পেয়েছেন জেনে ভালো লাগছে। দোয়া করবেন, কেউ যাতে এর ভেতর করুণ রস খোঁজার চেষ্টা না করেন :(

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

ফেনা বলেছেন: দারুন হয়ছে।
ভাল লাগা।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফেনা। আমার ব্লগে স্বাগতম।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: পন্ডশ্রম কবিতাটির কথা মনে পড়ল।

পাকা লেখা।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই ধরেছেন, নীচে আরো একজন অলরেডি বলেও ফেলেছেন। গুজবুল্লাহকে স্মরণ করতে যেয়েই চিলের কানের কথা চলে এসেছে। আর কে না জানে যে, চিল টানলে কান আসবেই?

ধন্যবাদ কবি বিজন রয়।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো লেখা। ++

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ। মনে পড়ছে স্বপ্নবাজ অভি'র কথা।

আমার ব্লগে স্বাগতম।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল ছড়া।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুচরিতা সেন। সুচিত্রা আর বনলতার অনবদ্য ব্লেন্ডিং। নীচের লিংকটা ডাউনলোড করে দেখতে পারেন। এটা একটা ই-বুক, নাম 'সুচিত্রা সেন'।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা সিফাতুল্লাহ পাইলে এই ছড়া ফাসফাসফাস পিটাবে

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই তো, দিলেন তো ভয় ধরাইয়া।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

আরণ্যক রাখাল বলেছেন: সবই গুজব!

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবই গুজবুল্লাহর কারসাজি :(

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

নাজিম সৌরভ বলেছেন: :) এটা কি পণ্ডশ্রম কবিতার মডার্ন ভার্সন নাকি ভাই?

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিনা ভাই, এটা পণ্ডশ্রম কবিতার মডার্ন ভার্সন :)

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুন হয়েছে ভাই, পুরাই সত্য

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না ভাই, পুরাটাই গুজব। গুজবের বেইল নাই :(

ধন্যবাদ নাঈম ভাই।

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর মিল দিয়ে লিখেছেন।

আর সবচেয়ে ভালো দাড়ি নেই, কমা নেই।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর সবচেয়ে ভালো দাড়ি নেই, কমা নেই। কথাটা সুন্দর বলেছেন। এ ছড়ায় দাড়ি-কমা দিলেও বিরতিতে কোনো রদবদল হবে না।

ধন্যবাদ পরীর বাবা।

১২| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


মদ খাও আর কবিতা লেখ....

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার মন্তব্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আহা বেশ বেশ
++++

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পাঠকের প্রতিক্রিয়া। আমার ব্লগে স্বাগতম।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চিম্তায় আছি, আমারও কি বলবেন আমার ব্লগে স্বাগতম? ++++(+++(

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চিন্তাপিন্তা বাদ দিয়া যুক্তির কথা বললে বেটার হতো না?

যাই হোক, আপনার ব্লগে আমার স্বাগতম হয়ে গেছে ইতিমধ্যে :)

১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

করুণাধারা বলেছেন: সেফাতুল্লাহ- গুজবুল্লাহকে নিয়ে চমৎকার ছড়া লিখেছেন। খুব ভালো লাগলো।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেফাতুল্লাহ এক মহান ইতিহাস। আমি সেই ইতিহাসের অংশ হইয়া গেলাম :)

ধন্যবাদ করুণাধারা ছড়া পাঠ ও মন্তব্যের জন্য।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা বেশ বেশ বেশ!!

এক্কেবারে খাসা যাকে বলে ।

শুভেচ্ছা প্রিয়কবিভাইকে।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ পদাতিক চৌধুরি। আপনার শুভেচ্ছা সেফাতুল্লাহকেও পৌঁছে দেয়া হলো :)

মহান সেফাতুল্লাহ সম্পর্কে প্রথম যৎসামান্য জানতে পেরেছিলুম এই ব্লগেই। জনৈক ব্লগারের একটা পোস্ট ছিল তাঁকে নিয়ে। ফেইসবুকে আগে থেকেই তিনি প্রখ্যাত হয়ে বসে আছিলেন, আর তাঁর সম্পর্কে আমি ছিলুম মোটামুটি অজ্ঞ :( এ ছড়া লেখার মধ্য দিয়ে নিজের অজ্ঞতা কিছুটা হলেও মোচন করা গেলো।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা! আজগুবি গজব ছড়া!

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। আজগুবি গজব ছড়া- ভালো বলেছেন।

শুভেচ্ছা রইল।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন:



হা হা হা -- গুজব নিয়ে গুজবুল্লাহর ছড়া ভালো লাগলো। এখন থেকে বলা যাবে, "যত গুজব গুজবুল্লাহর গজব"

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের প্রতিভায় মুগ্ধ না হয়ে পারা যাচ্ছে না। 'গুজবুল্লাহ' যে আমার একটা ঐতিহাসিক ও অবিস্মরণীয় সৃষ্টি, তা এখন প্রতি মুহূর্তে গায়-গতরে টের পাচ্ছি আর আনন্দে লাফাইয়া উঠছি। অবাক হইয়া ভাবছি, এই এপিক শব্দটা কীভাবে মাথায় ঢুকিয়াছিল? তবে, আপনার ফ্রেজটা ইউনিক হইয়াছেঃ "যত গুজব গুজবুল্লাহর গজব"

১৯| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৬

সোহানী বলেছেন: তো এ সেফাতুল্লাহ টা কে???????????????????????

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হে মহান আপু, আশা করি বাই দিস টাইম আপনি এই সেফাতুল্লাহকে খুব ভালো ভাবেই চিনিতে পারিয়াছেন। একটা বিনীত অনুরোধ রইল, দয়া কইরা উহার উপর স্টাডি করে মগজ ক্ষয় করিয়েন না।

২০| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আর সবচেয়ে ভালো দাড়ি নেই, কমা নেই। কথাটা সুন্দর বলেছেন। এ ছড়ায় দাড়ি-কমা দিলেও বিরতিতে কোনো রদবদল হবে না।

ধন্যবাদ পরীর বাবা।

ভালোবাসা নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

২১| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেফাতুল্লাহ সেফাতুল্লাহ
নিত্য দিচ্ছ ফাটিয়ে
এই দেখো না ভায়া কেমন
ছড়া লেখেছে ;)

দারুন ছড়া প্রিয় সোনাবীজ ভায়া :)

@ সোহানী ইউটিউবে সেফাতুল্লাহ লিখলেই পেয়ে যাবেন সরেস মালখানাকে!
তবে সেন্সর এপ্লিকেবল! হেডফোন ছাড়া লাইভ অডিও ভুলেও শুনবেন না :P
=p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। সেফাতুল্লাহকে তো আপনিও ফাটিয়ে দিলেন।

সেফাতুল্লাহ সেফাতুল্লাহ
নিত্য দিচ্ছ ফাটিয়ে
এই দেখো না ভায়া কেমন
ছড়া লেখেছে
;)

:) :)


আপনার কথা শুনে ইউটিউবে গেলাম। খুঁজে পেয়েও গেলাম। এই মালকে এখনো গরাদে ঢোকায় নাই কেন, বিরাট বিস্ময়। এসব মানুষকে আমরা জেনে বা না জেনে, কিংবা না বুঝেও খুব প্রোমোট করছি। আর এই জঞ্জালেররা সেটা তাদের জনপ্রিয়তা ভেবে আরো প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে। দোষটা আমাদেরই।

ধন্যবাদ বিদ্রোহী সুন্দর ছড়া ও মন্তব্যের জন্য।

সোহানী বু নিশ্চয়ই এতক্ষণে সেফাতুল্লাহকে হাড়ে হাড়ে চিনে ফেলেছেন :)

২২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

এ.এস বাশার বলেছেন: সুন্দর........ +++

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এ এস বাশার, আমার ব্লগে প্রথমবার এসে +++ যোগে মন্তব্য করার জন্য। শুভেচ্ছা।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ আজকাল গুজবই বেশি বিশ্বাস করে।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুজবুল্লাহ ও তার দলবল খুবই শক্তিশালী।

রূবিসাকে অনেকদিন পর দেখছি। আশা করি ভালো আছেন/ছিলেন।

শুভেচ্ছা রইল।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

পদ্মপুকুর বলেছেন: বেশ মজারু...এ++

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পদ্ম পুকুর। ইয়ে, শুরুতে আপনাকে নব্য ব্লগার ভেবেছিলুম। কিন্তু প্রথম পাতায় ব্লগার'স লিস্টে আপনাকে আমার চাইতে বেশ উপরে দেখতে পেয়ে টাস্কি খাইলাম। ভাবলাম এক আর দেখলাম আর-এক :( যাই হোক, এত পুরনো হবার পরও, দীর্ঘ ১০ বছর পর আমার ব্লগে আপনাকে স্বাগত না জানিয়ে থাকা গেলো না। স্বাগতম।

শুভেচ্ছা রইল।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

স্রাঞ্জি সে বলেছেন:
স্রাঞ্জি সে'র কোন অর্থ বহন করে না। স্রাঞ্জির প্রিয়তমার নাম সানজি রহমান। সেই থেকে উদ্ভব স্রাঞ্জি।

প্রীশু'র শ-ব্যা আপনি নিজেই কিন্তু বলে দিয়েছেন।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরে আল্লা রে আল্লা, এই হলো কাহিনি? আগে কইবেন না? আমি তো ভাবছিলাম স্রাঞ্জি কোনো গ্রিক দেব/দেবির নাম হয়ে থাকবে :)

স্রাঞ্জি'র জন্য একগুচ্ছ প্রীশু রইল তাহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.