নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কাজের লোক

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

যখন তোমার ভাল্লাগে না
তখন তুমি করবে কী?
খামচে ধরে বেজির দু পা
কুস্তি খানিক লড়বে কি?

রাতদুপুরে লাগলে খিদে
লাউ দিয়ে স্যুপ রাঁধবে কি?
লাত্থি মেরে ইটের দেয়াল
গানের সুরে কাঁদবে কি?

অন্ধকারে একলা ঘরে
পোজ দেবে কি সেলফিতে
রক্ত তোমার হয় কি গরম
হুতোম পেঁচার ভেংচিতে

আমায় এসব প্রশ্ন করে
চাও কি হতে বিব্রত
কথার তোড়ে খই ফোটাতে
সদাই আমার জিভ রত

মোটেও আমি কাজ করি না
ভুল বোঝো না তাই বলে
চাপার জোরেই মূল্য বাড়ে
মূল কথাটা যাই বলে

যখন আমার কাজ থাকে না
তখন বেজায় কাজ করি
কুয়োর জলে বড়শি ফেলে
পোষা ইলিশ মাছ ধরি

সবচে মহান কাজটি হলো
ব্লগের ভেতর লুলগিরি
চাঁদগাজীরে ল্যাং মারি আর
রাজীব নুরের চুল ছিঁড়ি

১৯ আগস্ট ২০১৮


পড়তে পারেন ই-বুক 'আজগুবি ছড়া'। ডাউনলোড লিংক নীচে।

ই-বুক আজগুবি ছড়া, ২৬ মার্চ ২০১৮


উপরের লিংকটা যদি ওপেন না হয়, তাহলে নীচের লিংক থেকে 'আজগুবি ছড়া' ও অন্যান্য যে-কোনো আজগুবি বই ডাউনলোড করলে আমার কোনো আপত্তি থাকবে না :(

আজগুবি ছড়া


সেই সাথে ঘুরে আসতে পারেন সুকুমার শায়মাকে উৎসর্গ করা নীচের পোস্টটিও :)

ছড়ার পাহাড়



উৎসর্গঃ মনে ছিল না



মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষদিকটায় একটু বেশিই সিরিয়াস হয়ে গেল।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিরিয়াস হয়ে গেছে নাকি? যাই হোক, আমি মজা করার জন্যই লিখেছি। মজার ভেতর অবশ্য একটা কিছু বলতে চেয়েছি। কেউ সেটা ধরতে পারলে ভালো, না পারলে আরো ভালো। মজার জিনিসই সবার পছন্দ।

ধন্যবাদ রূবিসা।

২| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: সুপার, শেষে এসে বেশ মজার

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস। হ্যাঁ, মজার জিনিসটাই শেষের দিকে।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

স্রাঞ্জি সে বলেছেন:


শেষে আইসা কি হলো। দিলেন একটা খোঁচা।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিলেন একটা খোঁচা। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলে ফেলেছেন। ধরুন, ব্লগ বা চাঁদগাজী বা রাজীব নুর সম্বন্ধে আইডিয়া নাই, এমন কেউ এটা পড়লো- তিনি কি কিছুই বুঝবেন না? অকর্মণ্যরা আর কিছু পারুক আর না পারুক, তারা লুচ্চামিটা ঠিকই পারে। আর পারে পরচর্চা, চোগলখুরি, এক জনেরটা আরেক জনের কাছে লাগানো আর কী। চাঁদগাজী, রাজীব নুর- থার্ড পার্সন প্লুরাল নাম্বার ছাড়া আর কিছুই না :) খায় দায় রবিউল, মোটা হয় জাম্বু। এরকম আর কী :)

ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
ছড়া বড়ই সুখপাঠ হয়েছে।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া সুখপাঠ্য হয়েছে জেনে ভালো লাগলো প্রিয় সাজ্জাদ ভাই। উৎসাহিত হলাম।

ছড়া পাঠ ও মন্তব্যে ভালোবাসা জানবেন।

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার রম্য; ভাল লাগলো পড়ে ।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী। শুভেচ্ছা।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়াও! এরেই কয় অন্তমিল!!!

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! চমৎকার একটা পয়েন্টে আপনার চোখ পড়েছে লিটন ভাই। ভালো লাগলো। বিশেষ দৃষ্টি ছিল এ দিকটায়।

ভালো থাকবেন। ধন্যবাদ।

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

লায়নহার্ট বলেছেন: {কবিদের প্রাপ্য সম্মান না দিলে যা হয়}

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: {কোনো কমেন্টের উত্তরে সচরাচর যা বলা হয়}

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন ভাই ছন্দে ছন্দে, দারুণ কাজের কথা বলে গেলেন। ছড়ায় মুগ্ধতা রইল।

তবে শেষমেষ একটি কষ্ট পেলাম প্রিয় দুটি নামের প্রতি অবিচার দেখে।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ায় মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো নাঈম ভাই।

প্রিয় নাম দুটির ব্যাপারে অবিচার? ৩ নম্বর কমেন্টে কিছু হিন্টস দিয়েছি। এর বেশি ব্যাখ্যা করা হলে ছড়ার মাধুর্য নষ্ট হবে। শুধু এটুকু বলতে পারি, ঐ দুই লাইনে তাঁদের এক অসামান্য উচ্চতায় তুলে নেয়া হয়েছে।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৯| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

আবু হাসান লাবলু বলেছেন: মজাতো ভাই বেশ ছিল
ছিলেন মশাই বিখ্যাত
শেষে এসে খোচা দিয়ে
হলেন মশাই অখ্যাত।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ভালোই লিখেছেন। তবে, কেউ যদি বিখ্যাত হয়ে থাকেন, তার পক্ষে আর অখ্যাত হওয়া সম্ভব না, সে কেবল কুখ্যাত হয়ে যেতে পারে :)

ধন্যবাদ আবু হাসান লাবলু।

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রসায়ন বলেছেন: খুব মজা পেলাম স্যাটায়ার খানা পড়ে । আইক্কা ওয়ালা বাঁশ :-P

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'আইক্কা ওয়ালা বাঁশ' --- হাহাহাহা। সেই কবে বাঁশের আঁইক্কা চেছে প্লেইন করছি- মনে পড়লে নস্টালজিক হইয়া যাই। আহা, আজকাল সেই আইক্কাওয়ালা বাঁশ তো চোখেই দেখি না :(

ধন্যবাদ রসায়ন।

১১| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: পড়তে গিয়ে তোমার ছড়া
খাচ্ছি গড়াগড়ি
মাঝে মধ্যেই ভাইয়া তুমি
বেষম বাড়াবাড়ি।

ধরছো ইলিশ ভালোই কথা
রাঁধছো ইলিশ পোলাউ
খাচ্ছো দাচ্ছো থাকছো ভালোই
করছো যাহা তা চাও।

লুলগিরিটা মানায় তবুও
কবি লেখক জাঁতটাকে
ল্যাং মারাটা ভীষন মজার
মকসো করা পা টাকে....

চুলছেড়াটাও শিখলে কবে
তাও তা আবার রাজীব নূর!
করলো কিসে তোমার আবার
মার দেওয়াটা তাই জরুর!!!!!!!!!!!! :P





২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লুলগিরিটা মানায় তবুও
কবি লেখক জাঁতটাকে
ল্যাং মারাটা ভীষন মজার
মকসো করা পা টাকে....

চুলছেড়াটাও শিখলে কবে
তাও তা আবার রাজীব নূর!
করলো কিসে তোমার আবার
মার দেওয়াটা তাই জরুর!!!!!!!!!!!!


--

তোমার ছিল দারুণ ছড়া
আমার ছিল দাড়ি
দাদুর পাতে তালের বড়া
জামাই খেলো ঝাড়ি :)


১২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: ছড়াটা অসাধারণ।
তবে ব্লগিও ব্যাপারগুলো না আনলে ছড়াটা হতে পারত চিরকালীন। সুকুমার রায়ের ছোঁয়া আছে যদিও, বিষয়বস্তু এর অন্নদাশঙ্করের। দারুণ

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুকুমার রায়ের ছোঁয়া এড়ানো কারো পক্ষেই সম্ভব না। কারণ, তিনি ছড়ার জগতে এক রবীন্দ্রনাথ; কারো জন্য কিছু বাকি রেখে যান নি :( আফসোস, তার আগে আমার জন্ম হয় নাই, তাহলে সুকুমাররে চাপে রাইখা যাইতে পারতাম, আমার অবস্থা আইজ এইরকম হইত না।

অন্নদাশঙ্করের ছড়া পড়ি নি। বিষয়বস্তু মিলে যাওয়া অসম্ভব না, তবে নিশ্চিতভাবে তা কাকতালীয় :) যেমন, বর্ষা, বসন্ত, শীত নিয়ে আমরা লিখলে আমাদের ভাবনাচিন্তা অভিন্নই থাকবে।

ব্লগীয় ব্যাপারটা শুধু লাস্ট প্যারাতে। ৩ নম্বর কমেন্টে এর উপর হাইলাইট করেছি। শুরুতে এই প্যারাটা ছিল না। একটু তরল রস যোগানের উদ্দেশ্যেই এটা যোগ করা হয়েছে। এই প্যারাটা বাদ দিয়ে পড়ুন, দেখুন অর্থের পরিবর্তন হয় কিনা।

ধন্যবাদ একটা সুন্দর পয়েন্ট উপস্থাপন করার জন্য।

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৬

সোহানী বলেছেন: একি একি সোনাবীজ ভাই আপনি ও!!!!!!!!!!!

ছড়ায় ভালোলাগা.........

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেনই তো - আমিও কেন ছড়া লেখা শুরু করলাম, তাই না? ছড়া লিখতে সময় কম লাগে। মাঝে মাঝে ভেন্টিলেশনের দরকার আছে তো, নাকি?

যাই হোক, ছড়ায় আপনার ভালো লাগা দেখে ভালো লাগা বেড়ে গেলো :)

পড়ার জন্য অনেকগুলো ধন্যবাদ রইল।

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাম ছিল তার রাজীব নুর
লোকটা বড়োই প্রেমিক ছিল
সবলোকে কয়, লোকটা কেন
দিনে দশটা প্রো-পিক দিল?

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

অপ্রকাশিত কাব্য বলেছেন: দারুন

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অপ্রকাশিত কাব্য।

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: শেষ টা কেমন হলো?
কবিতা হতে হবে মিলনের।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, আপনিও -----?

কবিতা মিলনের হলে তো পৃথিবীতে কবিতা লেখা বন্ধ হয়ে যাবে, আই মিন, আর হয়ত কোনো কবিতারই জন্ম হবে না, এমন কি প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইকেও তখন বড়ো বড়ো আর্টিকল আর গল্পি লিখতে হবে :)

যাই হোক, ধন্যবাদ রইল প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

১৭| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দ্যান না কে?
এতদিন তো আমারে বুঝাইছেন!!!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো এখনো সোজা হোন নাই। ফেইসবুকে কমেন্টের উত্তর দেন না কেন? এখনো সোজা না হইলে কবে সোজা হইবেন, শ্বশুর হওয়ার পরে?

১৮| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা ------
চমৎকার !

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ছবিটা দেখে সুকান্তের বিখ্যাত ছবিটার কথা মনে পড়ে যায়। ছবিটা আমার খুবই প্রিয়।

১৯| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

অপ্‌সরা বলেছেন:

১৭. ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দ্যান না কে?
এতদিন তো আমারে বুঝাইছেন!!!



রাজীবভাইয়া!!!!!!!!!!!

সাবধান চুল ছিড়ে দিতে পারে সোনাবীজ ভাইয়া!!! হা হা হা হা :P

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

২০| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।
তবে শেষে আবার ওনারা কেনো ? :)

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লাগলো জেনে আনন্দিত।

উনারা যদি শেষমেষ নাই আসতেন, তাহলে তো আপনারাই বলতেন উনারা নাই কেন? কথা ঠিক বলেছি কিন্তু :)

নীলপরি লালপরি
আছে এক জলপরি
সব পরিদের সাথে
সাধ হয় ছল করি :)

সাধ হলে হবে কী?
পরিদের পাব কই?
সব ফেলে শেষমেষ
একা একা খাব দই?

২১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। এইরকম ছড়া লিখতে আমারও মন চায়। কিন্তু পারি না।

আচ্ছা, ল্যাং মারা আর চুল ছেঁড়ার কাজটা কী না করলেই নয়?

২২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

স্রাঞ্জি সে বলেছেন: আপনার দেয়া ইবুক টার লিংক কাজ হচ্ছে না।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচে ২৩ ও ২৪ নম্বর কমেন্টে দেয়া লিংকে আরেকবার ট্রাই করে দেখুন প্লিজ। ধন্যবাদ ডাউনলোড করার জন্য।

২৩| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ইবুকটা ওপেন হচ্ছে না

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বুঝতে পারছি না কেন ওপেন হচ্ছে না। আমি ওপেন করতে পারছি। মিডিয়া ফায়ার ডাউনলোড সংখ্যাও দেখাচ্ছে। অন্যদিকে, কোনো লিংক পোস্টে বা কমেন্টে দেয়া হলে তা সাবমিট হচ্ছে না। সমস্যা কোথায় বুঝতে পারছি না। এর পরের কমেন্টে ফেইসবুকের লিংক দিলাম। প্রথম কমেন্টে ই-বুকের লিংক দেয়া আছে। ট্রাই করে দেখুন ওটা ওপেন হয় কিনা।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Click This Link

২৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐটাও যদি না হয়, তাহলে নীচের লিংকটা থেকে 'আজগুবি' ছড়া ডাউনলোড করতে পারেন।

আজগুবি ছড়া

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব বেশি গ্যাঞ্জাম করতেছেন মিয়া।

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

অপ্‌সরা বলেছেন: তোমার ছিল দারুণ ছড়া
আমার ছিল দাড়ি
দাদুর পাতে তালের বড়া
জামাই খেলো ঝাড়ি :)

ঝিকে মেরে বৌকে শেখাও
বৌকে মেরে মাকে.....
দাদুর থালে দেখেই বড়া
জামাই শোকে নাকে?


২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ছড়াটা হইছে খাসা
ইদ মুবারক, ভালোবাসা

২৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনি গুগোল ড্রাইভে আপ করতে পারেন। ফেসবুকের লিংকে গেলাম। ডাউনলোড করেও ওপেন হচ্ছে না। মনে হচ্ছে ফাইলের সমস্যা

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুগল ড্রাইভে আপলোড করলে তো সেটা শেয়ার দিতে হবে। এটা হয়ত ব্যক্তিবিশেষের জন্য করা যায়, কিন্তু এতে সবার আক্সেজ থাকবে বলে মনে হয় না।

কিন্তু, অন্যরা কীভাবে ডাউনলোড করছে? আপনার পিসি বা মোবাইলে ভাইরাস জনিত কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে দেখুন তো।

২৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

আরণ্যক রাখাল বলেছেন:

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি নিজে ট্রাই করে দেখলাম, ডাউনলোড হচ্ছে।

২৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১২

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা-- সুকান্তের এই ছবিটা তো আমিও দেখেছি-- এইভাবে তো নজরে নেই নাই -- নিজেকে তো সুকান্ত সুকান্ত মনে হচ্ছে---
B-) B-) ;) ;)

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুকান্তের ঐ ছবিটার আদলে আমি নিজের একটা ছবি তোলার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনোদিনই সেটা মনের মতো হয় নি।

তবে, আপনাকে আধুনিক সুকান্ত বলতে কোনো দ্বিধা নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.