নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যমজ

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বেলা শেষের চিহ্ন

যা কিছু পড়েছি
সব ভুলে গেছি
স্মৃতির পাতারা শাদা

সোজা কথাটাও
আজ মনে হয়
যেন দুর্জ্ঞেয় ধাঁধা

এইতো দুপুরে
পথে দেখা হলো-
দেখুন কী মুশকিল

নাম ধাম তার
চেহারা সুরত
মনে নেই একতিল

সকালের দিকে
বাজারে গিয়েছি
সওদাভর্তি থলে

‘একি! এত রাতে
কই গিয়েছিলে?’
চমকে গিন্নি বলে

কেন যে এমন
গোল বেঁধে যায়
এ কি বয়সের খেলা?

পশ্চিমে দেখি
হলুদ আকাশ
শেষ হলো বুঝি বেলা।


মমতাময়ী

প্রতিদিন শুনি
কারা যেন ডাকে
চলো আড়িয়াল বিল

দেখবে ওখানে
ডাহুকের ডুব
বালুহাঁস বক চিল

হয়ত-বা আমি
সবই ভুলে গেছি
তবু নিশ্চিত জানি

আজো ভুলি নাই
আড়িয়াল বিল
কত মিঠা তার পানি

আমার সঙ্গে
কে যাবে চলো
ওখানেই যত সুখ

ওখানে আমার
মায়ের বিছানা
মমতায় ভরা বুক

এই ভ্রমণের
শেষের প্রান্তে
শুয়ে পড়ি যদি, প্রিয়

ওখানে আমার
চিরনিদ্রার
শয্যাটি করে দিও

২৪ আগস্ট ২০১৮


ফুটনোট - ছন্দ

আগ্রহীদের জন্য এখানে এ কবিতাটির ছন্দ সম্পর্কে খুব সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতিটি পঙ্‌ক্তিতে ৩টি বড়ো পর্ব আর একটি অতি পর্ব আছে। প্রতি বড়ো পর্বে ৬ মাত্রা আর অতি পর্বে ২ মাত্রা আছে।

যা কিছু পড়েছি | সব ভুলে গেছি | স্মৃতির পাতারা | শাদা
সোজা কথাটাও | আজ মনে হয় | যেন দুর্জ্ঞেয় | ধাঁধা

দুর্জ্ঞেয়= দুর্গ্‌ + গেয় = ২ + ২ = ৪ (এ কবিতার জন্য এভাবেই এ শব্দের মাত্রা বিভাজন করতে হবে)

কবিতার প্রয়োজনে কোথাও কোথাও সামান্য হেরফের পরিলক্ষিত হতে পারে।

বিস্তারিত জানার/বোঝার জন্য এই লিংকটি পড়তে পারেন।



মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর ও সাবলীল। শুভ কামনা সব সময়।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাজ্জাদ ভাই। শুভেচ্ছা রইল।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ওমেরা বলেছেন: কবিতা দুটোই খুব ভাল হয়েছে । আমার কাছে ভাল লেগেছে ।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ওমেরা। অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সনেট কবি বলেছেন: অসাধারণ ছড়া। মন ভরেগেল।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সনেট কবি প্রিয় ফরিদ ভাই। খুবই অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

স্বপ্ন কুহক বলেছেন: বয়স বাডে সেই সাথে বাডে জীবনের ধূসরতা ।

ছন্দ সাজাতে বয়সকালের ভাবনা অসাধারন লাগলে
বয়সি ভাবনা এমন করে ঘিরে ধরে আমাকেও

চল্লিশ পেরিয়ে, মন কি যেন বলে উদাস সুরে
ঐ কি দেখা যায় বলিরেখা, কপালের ভাঁজে
কাজল কালো হরিণ চোখের বাঁকে !
আমার রোদ্দুরদিন,অবাধ্য সুখের বেহিসেবি লহর
সকল কেবল সাদা কালো হতে রয় ;
ফিকে হয়ে যায় অন্তঃপটের বিস্তীর্ণ মাঠ প্রান্তর-
চোখের সুড়ঙ্গ ধরে একটা বিচ্ছিন্ন ছায়াপথ !!



২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! বয়সি ভাবনা থেকে দেখি দারুণ একটা কবিতা লিখে ফেললেন!

ফিকে হয়ে যায় অন্তঃপটের বিস্তীর্ণ মাঠ প্রান্তর-
চোখের সুড়ঙ্গ ধরে একটা বিচ্ছিন্ন ছায়াপথ !!


সুন্দর লিখেছেন।

অনেক ধন্যবাদ স্বপ্ন কুহক। শুভেচ্ছা।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: বেশ !

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ইমন।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

পারভীন শীলা বলেছেন: ভালো লেগেছে ।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পারভীন শীলা।

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।

৮| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা রইলো।

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।

৯| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

১০| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: আপনি আমাকে অবশ্যই তুমি করে বলবেন।।

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা ব্যাপার না। কুল। কুল।

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.