নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তদন্ত

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

হয়ত তুমি আদর করে
সোহামণির গাল দিয়েছ চুমি
অমনি দেখো দুর্মুখেরা
রটিয়ে দিল রগ কেটেছ তুমি

আলতো করে হয়ত দিলে
নরম হাতে একটুখানি চড়
অমনি তোমার পদ চলে যায়
হঠাৎ তখন সব হয়ে যায় পর

হয়ত তুমি রগ কেটেছ
একটু কষে চড় দিয়েছ হয়ত
এসব খুবই তুচ্ছ বিষয়
আহামরি বিরাট কিছু নয়ত

রগ কাটো বা লাত্থি মারো
হকিস্টিকে দাও ফাটিয়ে মাথা
তদন্তে ঠিক দেখতে পাবে
তুমি একটা ধোয়া তুলসী পাতা

১৩ এপ্রিল ২০১৮

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

স্রাঞ্জি সে বলেছেন:

সমাজ
নেতা
প্রভাব।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ। বক্তব্যের বিষয় ঠিকই ধরেছেন। ধন্যবাদ স্রাঞ্জি।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো। কথা ও কাব্যে সুন্দর কবিতা।

শুভেচ্ছা স্যার আপনাকে।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর ভেতরে একটা ঘটনা লুকায়িত আছে। সেটা হয়ত আপনি জানবেন না। কিন্তু ঘটনাটা মূল কথা না, লেখাটা পড়ে কী বোঝা যায় তাই মুখ্য।

ধন্যবাদ চৌধুরি ভাই।

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ফরিদ ভাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

অব্যক্ত কাব্য বলেছেন: কবি
ছোট্টদুটি উপকরন কিভাবে হয়ে উঠে কবিতার প্রাণ,কিভাবে প্রায়োগিক দক্ষতা কবিতার শেষ স্তবকে এসে হয়ে উঠে পরিনতির শ্রেষ্ঠ পদ্ধতি তার একটি চাক্ষুস প্রমান পেলাম।

কবিতায় ভালো লাগা

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমার প্রশংসা ফুটে উঠেছে, কিন্তু আমি অভিভূত ও মুগ্ধ এত সুন্দর করে সঠিক পয়েন্টটা নির্দেশ করে আপনার কমেন্ট করার দক্ষতা দেখে। আমি জানি না, এ লেখাটার পটভূমিকা যে ঘটনাপ্রবাহ সেটি সম্পর্কে আপনি সত্যিকারেই অবহিত কিনা, কিন্তু আপনার কমেন্ট পড়ে বোঝা যায় ওগুলো আপনি জানেন।

সুন্দর কমেন্টে অনেক ভালো লাগা।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা,

আমার মনে হয়েছে অতি সম্প্রতি ছাত্র আন্দোলনের পটভূমি উঠে এসেছে।


৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, লেখাটার পটভূমি ছাত্র আন্দোলনই। লেখাটা লিখেছিলাম ১৩ এপ্রিল ২০১৮-তে। তখনো দেশ উত্তপ্ত ছিল। এ লেখাটার জন্ম সেই সময়ের ঘটনাপ্রবাহ থেকে।

ধন্যবাদ চৌধুরি ভাই আবার আসার জন্য।

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি আর কহিব ভায়া
মগের মুল্লুকে অরাযকতা যত্রতত্র,
আকাম করেও অনেকেই
ধোয়া তুলসীর পত্র। :(

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। টু দ্য পয়েন্টে হিট- আকাম করেও অনেকেই ধোয়া তুলসীর পত্র। :(

এবার বলুন, এসবের কি কোনো প্রতিকার নাই?

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব মিথ্যে তদন্তের, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। ;)

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এসব মিথ্যে তদন্তের, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।

একটা তদন্ত করার কিছু উদ্দেশ্য থাকেঃ

১) সঠিক কারণ বের করা ও সুপারিশ প্রদান করা।

২) সঠিক কারণটাকে কবর দিয়ে একটা গল্প রচনা করা এবং তা প্রচার করা :)

৩) এটা ২)-এর কাছাকাছি। অবৈধ কোনো কিছুকে বৈধতা দেয়া। ভুলভাবে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সঠিক ভাবে সংঘটিত হয়েছে বলে উপস্থাপন করা।

৪) প্রতিষ্ঠিত সত্য বা আগের তদন্তকে মিথ্যা প্রমাণিত করার জন্যও তদন্ত করা হতে পারে :(

ভেবে ভেবে আরো কিছু কারণ বের করতে পারবেন। কিন্তু ১) নম্বরটা ছাড়া বাকিগুলো হলো আমাদের অভিজ্ঞতার আলোকে অর্জিত/প্রাপ্ত জ্ঞান। তদন্ত করা হয় নিজের স্বার্থে, নিজের স্কিন সেফ/সেইভ করার জন্য। বস্তুনিষ্ঠ, সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন পাওয়া মুখের কথা না।

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০

বলেছেন: বাহ

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: তদন্তের নামে এখন প্রহসন চলে

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা দারুণ শব্দ ইউস করেছেন।

১০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাইনুল ইসলাম আলিফ।

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: চলমান
টলমান
ভঙ্গুর
পঙ্গুর
রাষ্ট্র ও সরকার
সমাজ ও সংসার
এর চিত্র।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চলমান
টলমান
ভঙ্গুর
পঙ্গুর
রাষ্ট্র ও সরকার
সমাজ ও সংসার

এর চিত্র।

বাহ, দারুণ বলেছেন তো!

১২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫০

চাঙ্কু বলেছেন: সুন্দর হইছে!

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার চাঙ্কুপাঙ্কু :) শুভ সকাল।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সবুজ লেখা

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঠাকুর সাহেব। শুভেচ্ছা রহিল।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আমার দিন তো গেল সন্ধ্যা হল, দয়াল চাদের দয়া পাইলাম না ।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কটা দিন সবুর করুন। দয়াল এসে অবশ্যই আপনারে পার করবেন।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল লাগলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ভাই। অনেকদিন পরই দেখছি। আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.