নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সহজ মানুষ // মানুষ গুরু নিষ্ঠা যার /// কয়েকটি জনপ্রিয় লালন গীতি

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১




সহজ মানুষ ভজে দেখ নারে মন দিব্য জ্ঞানে - ফরিদা পারভীন


মানুষ গুরু নিষ্ঠা যার- ফরিদা পারভীন





মানুষ গুরু নিষ্ঠা যার - বিউটি


যেখানে সাঁই'র বারামখানা- ফরিদা পারভীন

যেখানে সা*ই'র বারামখানা - 'মনের মানুষ' ছবি থেকে- ফরিদা পারভীন


এলাহী আলআমিন গো আল্লা বাদশা- ফরিদা পারভীন


বাড়ির কাছে আরশিনগর - ফরিদা পারভীন


গেড়ে গাঙের ও ক্ষ্যাপা - ফরিদা পারভীন


গুণে পড়ে ছাড়লি দফা - ফরিদা পারভীন


তিন পাগলে হলো মেলা নদে এসে - ফরিদা পারভীন


জানতে হয় আদম ছফির আদ্য কথা - ফরিদা পারভীন

১০
আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে

১১
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি - ফরিদা পারভীন

১২
পাবে সামান্যে কি তার দেখা - ফরিদা পারভীন

১৩
পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই - সফি মণ্ডল

১৪
পার করো - পার করো

১৫
বোনাস
মিলন হবে কতদিনে
মিলন হবে কতদিনে - ফরিদা পারভীন
মিউজিক ড্রামা
অভিনয়ঃ সুরভি ও রাজীব
প্রধান আকর্ষণঃ খাবার-দাবারের কমতি নেই; নিউ ফ্যাশন্স এন্ড ডিজাইন, প্রেম-প্রীতি ও ভালোবাসাবাসিতে ভরপুর

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রত্যেকটি গানই অসাধারণ | যদিও আমরা হিপোক্রেটরা এই সকল গান শুনি কিন্তু তা অন্তরে ধারণ করে জীবনযাপন করি না |

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

বলেছেন: আহ , পরাণ জুড়িয়ে গেলো

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

হাবিব বলেছেন: বাহ.................দারুন

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জনাব হাবিব।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব নূর খান।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর সুন্দর গানের একটি চমৎকার সংকলন।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্যার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা কথা আমি মাঝেমাঝেই চিন্তা করি। লালন শাইজির গান কোন নারী কণ্ঠে ভালো লাগেনা। তবে একজন মানুষ আছে তিনি ফরিদা পারবীন, সুন্দর আর আকর্ষণীয় কণ্ঠ।।।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফরিদা পারভীনের সুরগুলো খুব নিখুঁত ও সুরেলা। আমার কাছে অনেক ভালো লাগে। পুরুষদের মধ্যে সফি মণ্ডলও খুব ভালো গান। নারী বা পুরুষ হিসাবে নয়, যার কণ্ঠে যে-গানটা খুব সুন্দরভাবে উঠে আসে, আমার সেটাই পছন্দ।

ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: গান গুলো পছন্দের । পোষ্ট ভালো লাগলো ।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

শিখা রহমান বলেছেন: ফরিদা পারভীন আর লালনগীতি দুটোই খুব প্রিয়। গানের এই সংকলনটার জন্য অনেক ধন্যবাদ।

আশাকরি আপনি ভালো আছেন। শুভকামনা নিরন্তর!!

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু কমেন্টের জন্য। রিপ্লাই দিতে বহু দেরি হওয়ার জন্য দুঃখিত।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

লালন আমাদের প্রানের গান .....

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, একেবারে মাটির গভীর থেকে উঠে আসা গানই আমাদের লালনের গান, যা আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

শাহরিয়ার কবীর বলেছেন: লালনের গানের খুবই ভক্ত আমি। ;)

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে ভালো লাগলো। গানপাগলরা লালনের ভক্ত না হয়ে পারেন না। ধন্যবাদ।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


লালনের ভক্ত অনেক আগে থেকেই । যখন থেকে গান গুলোর ভাবার্থ বুঝেছি তখন থেকে আরো বেশি ।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবার্থ বুঝি বা না বুঝি, গান ভালো লাগে। যেটার ভাবার্থ বুঝি, সেটা আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লালনকে অন্তরে ধারণ করে ফরিদা পারভিন নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন।
হালের বিউটিও ভাল করছেন।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ফরিদা পারভিনের ব্যাপারে আমার মনের কথাটাই বলেছেন গিয়াস ভাই। বিউটিও ভাল করছেন। বর্তমানে আরো কয়েকজন শিল্পীকে দেখতে পাই, যার মধ্যে সফি মণ্ডল, অরূপ রাহী, মৌসুমী উল্লেখযোগ্য।

ধন্যবাদ গিয়াস ভাই কমেন্টের জন্য।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

মা.হাসান বলেছেন: আপনার লিংক থেকে রূপন্করের ফিউশনে চলে গেলাম এটা আগে দেখিনি। অনেক ধন্যবাদ। আপনার জন্য অখ্যাত গায়কের পল্লিগীতি উপহার।polligiti

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ। এরাই আমাদের আসল শিল্পী। যত্ন পেলে এদের মধ্য থেকেও ভালো ভালো শিল্পী উঠে আসতো।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

নিয়ামুলবাসার বলেছেন: অসাধারণ পোস্ট। আপনার এই কষ্টসাধ্য পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ্। প্রিয় পোস্টের তালিকায় রাখলাম।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো ভালো লাগায় আমার শ্রম সার্থক হলো। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

যেখানে সাঁইর বারামখানা।
পাখি কখন জানি উড়ে যায়।
সময় গেলে সাধন হবে না।

আমার সবচেয়ে পছন্দের গান।
পোস্টে ভালো লাগা।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পছন্দের গানটির কথা জেনে ভালো লাগলো। এটা সত্যিই অনেক ভালো একটা গান।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.