নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার কলটি কেন করিস নি আমায়? নিদেনপক্ষে
একটিমাত্র মিস্‌ডকল!’ তারপর বলতো, ‘আজ রাতে তোকে
ঘুমাতেই দিব না।’ এরপর সে একটানা মিস্‌ডকল দিতে
থাকতো। পরদিন ঘুম ভাঙলে দেখতাম, মোবাইল স্ক্রিনে
কয়েক হাজার মিস্‌ডকল নোটিফিকেশন পুষ্পের মতো
ফুটে আছে। এবং বুদ্ধিমতী অহনা আমাকে জিজ্ঞাসা করবে
জেনেই আমি ফুলের সংখ্যাটা মুখস্থ রাখতাম, এবং
কখনো-বা ওর বাহবা পাবার জন্যেই একটা এসএমএস
পাঠিয়ে লিখতাম – ‘আজ তুই উনত্রিশ শ তেইশটা ‘চুমু’
দিয়েছিস, পাখি।’ ও তৎক্ষণাৎ কল করে বহুক্ষণ নিঃশব্দে
কাটিয়ে দিত। আমি বুঝতাম, ওর বুকে তখন ভালোবাসারা
খলবল করে উল্লাস করছে। ঝড়ের বেগে ও বেসামাল,
এবং অধিক বেসামাল হয়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে।

অহনা আমায় বলতো, ‘দমে দমে তুই আমার নাম জপবি,
বুঝলি, বাবু? তোর রক্তকণিকায় আমি মিশে আছি, তোর
হৃৎপিণ্ডের অলিগলি ঘুলি-ঘুপচিতে আমি খেলা করি। আমাকে
কীভাবে ভুলে থাকবি, সোনাপাখি?’ তারপর বলতো,
‘আচ্ছা শোন, যখনই ঘর হতে বেরোবি, আমায় একটা
মিস্‌ডকল দিবি, ঘরে ঢুকেও দিবি। খেতে বসবি, দিবি।
খাওয়া শেষ, দিবি। আচ্ছা, আজ তুই কোন গানটা গেয়েছিস?
ঠিক আছে, এখন তুই গলা ফাটিয়ে ‘আমার সোনার বাংলা’
গেয়ে শোনাবি আমাকে। এটা তোর মতো এ বাংলায় আর
কেউ গাইতে পারে না।’ তারপর অহনা নিজেই গুনগুন করে
একমনে গাইতে থাকতো, ‘আজ তোমার মন খারাপ মেয়ে।’

একদিন দুপুরে অকারণে জেদ করলো অহনা। বললো,
‘আজ সারাদিন একটাই কাজ তোর। নিরালায় বসে আমাকে
একটানা মিস্‌ডকল দিতে থাকবি। বুঝেছিস তো? মিনিটে কম
করে হলেও পাঁচটা। বুঝেছিস না? হ্যাঁ, এই আমি ফোন
কাটলাম, তুই শুরু করবি এখনই। আমায় যে তুই একবারও
মনে করিস না, সেজন্য এটা তোর শাস্তি। বুঝেছিস, সোনা?’
পাঁচ মিনিট পর অহনার ক্ষিপ্ত স্বর- ‘তুই দেখি জন্মের স্লো!
মিনিটে পাঁচটা কল দিতে বলেছি, আর তুই পাঁচ মিনিটে
দিলি পাঁচটা? আচ্ছা স্টুপিড একটা তুই! ওকে, দিস ইস দ্য
লাস্ট চান্স। স্টার্ট।’

দুদিন পর অহনার ফোন। ওর কণ্ঠস্বর খুব ঠান্ডা।
বলছিল অহনা, ‘তুই সত্যিই একটা পাষণ্ড। মন বলে
কিচ্ছু নেই তোর। পাষাণের চাইতেও কাঠিন্যে ভরা দেহ।
আমি ভাবতেও পারছি না, কীভাবে একবারও আমার খোঁজ
না নিয়ে থাকতে পারলি তুই। তোকে বলেছিলাম একটানা
আমাকে মিস্‌ডকল দিতে, আর তুই কী করলি? কয়েকটা মাত্র
মিস্‌ডকল দিয়েই হাওয়া হয়ে গেলি? পারলি তুই? পারলি তুই
এতটা নিষ্ঠুর হতে? কষ্ট দিয়েছিস অনেক আমাকে। আমি
ভাবতেও পারি না কী কাঠের তৈরি মন তোর! রাগ করে
বিগত দু'দিন ফোন 'অফ' করে বসেছিলাম। ফোন ‘অন’ করে
একটা এসএমএস পাই নি, না পেয়েছি তোর একটা মিস্‌ডকল
অ্যালার্ট। কী করে তুই এতটা নির্দয় হতে পারিস?’
তারপর আরো ঠান্ডা হতে থাকে অহনা। স্বগত কথনে
অহনার কণ্ঠে আবেগ কিংবা কান্না ঝরে পড়ে, ‘নাহ্!
আমি বুঝে গেছি, আমায় তুই একটুও ভালোবাসিস নারে বাবুই।
মিছেই আমি খুন হয়েছি ভালোবেসে তোকে। আচ্ছা,
আমাকে বল তো মানিক, কে আছে আমার চাইতেও
অধিক হৃদয়বতী, যে তোকে আমার চাইতেও অধিক
ভালোবাসতে পারে?’
কণ্ঠে আকুতি ঢেলে আমার জবাবের অপেক্ষায় থেকে থেকে
একসময় নিজেই জবাব দিত, ‘নাই রে পাগল, কেউ নাই।’

তারপর আমি দেখেছি, অহনার চাইতে অধিক সত্যিই
কোনো হৃদয়বতী নেই, নেই অন্য-কেউ, যে-কিনা
অহনার চাইতেও অধিক ভালোবাসতে পারে।

তারপর ভালোবাসতে বাসতেই, ভালোবাসার সমস্ত চিহ্ন
চরাচরের পথে পথে ফুটিয়ে রেখে ভোরের পাখির মতো
হাওয়া হয়ে গেল অহনা।

১৪ জুলাই ২০২১

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

ডার্ক ম্যান বলেছেন: কবিতার খই তোমার এখন ফুটছে চমৎকার
তবে কথা হলো ছন্দের দিকে জোর দেয়া দরকার ।

২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! আমি বিস্মিত ও অভিভূত। কীভাবে পারলেন? অনেক অনেক কৃতজ্ঞতা, প্রিয় সৈকত ভাই।

এটা আমার প্রথম কবিতার বই, অন্বেষা, প্রকাশকাল - অমর গ্রন্থমেলা ২০০৫-এর কবিতা (পৃষ্ঠা-৭৭, সিকোয়েল-২৪)

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অহনাকে একসেট গহনা কিনে দিয়েন।

২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আইডিয়াটা মোটেও মন্দ না, যদিও অহনার গহনা তেমন পছন্দ না :)

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আমি চাই আপনি একটা পোষ্ট দেন। সোনাগাজীকে নিয়ে। কারন আপনি সিনিয়র ব্লগার। আমার ওস্তাদ সোনাগাজী ব্যানে আছেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমি মিরোর এর ওখানে যেয়ে জানতে পারলাম আপনি আমার একটা কবিতায় সুর দিয়েছেন। সত্যি আমি কোনদিন ইহা ভাবিনি। আর জানি না খবরটি। আমি সচারাচর নিজের ব্লগ নিয়ে পড়ে থাকি। কাউকে অযথা বিরক্ত যদি করি সেই ভয়ে নিজের ব্লগে থাকি। তাই অনেক খবর অজানা থাকে। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতা ভালো হয়েছে। ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে আপনার চাইতেও কয়েকগুণ বেশি মুগ্ধ করেছে। আমি সচরাচর (কিছু ব্যতিক্রম ছাড়া) কারো কাছে লিরিক চাই না। কারণ (১) লিরিক চাইলাম, কিন্তু তা আমার পছন্দ হলো না। আমার বিব্রতকর অবস্থা, আর লিরিসিস্টের মনোকষ্ট। এটা এড়াতে চাই। (২) অনেক শ্রম দিয়ে গানটা তৈরি করলাম, কিন্তু লিরিসিস্টের মনঃপুত হলো না, বা কটু কথা বললেন, তখন, আমি নিজেকে যতই নিরীহ ও শান্ত দাবি করি না কেন, তা আমার সহ্য ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। (৩) গানটা হয়ত খুব ভালো হলো। কিন্তু লিরিসিস্টের পক্ষ থেকে কোনো রি-একশন নাই। হয়ত পোস্ট অর্ধেক পড়েই বললেন বাকিটা পড়ে শুনে প্রতিক্রিয়া জানাবো। এগুলো আমার জন্য অত্যন্ত বিরক্তিকর ও ক্ষোভের কারণ হবে।

আমি সত্যিই বলছি, এ নিয়ে আপনার দ্বিতীয় প্রতিক্রিয়া, আমাকে খুবই উদ্দীপ্ত করেছে। আমি গান খুব পছন্দ করি, বলা যায় গানই আমার জীবন, কিন্তু সুর করায় আমার তেমন দক্ষতা বা অভিজ্ঞতা নেই, শুধু মনের টানেই করা। কণ্ঠশিল্পীও নই, শুধু সুরটাকে ধারণ করার জন্য নিজের কণ্ঠ ব্যবহার করি।

আপনি একবার আমাকে উদ্দেশ্য করে একটা পোস্টে লিরিক লিখেছিলেন - আবার আসিছ কাছে

এখানে ফার্স্ট ভার্সনটা পোস্ট করি

সর্বশেষ ভার্সনটা এখানে

এই পোস্টের ১০ নম্বর গানটা আপনার।

আপনার কবিতা ভালো। গানের কথাগুলো ইউনিক। সুরটাও আমার কাছে ভালো মনে হয়েছে। যারা শুনেছেন, প্রশংসা করেছেন। আপনার গানটাও রিমাস্টারিং করার জন্য পাইপলাইনে আছে। যেগুলো শেয়ার করা হলো, এগুলো একটু লো-স্কেলে গাওয়া হয়ে গেছে। স্কেল আপ করা হবে, মিউজিক আপডেট করা হবে।


ভালো থাকবেন। শুভেচ্ছা।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: ভাইয়া

সেই বরুনার চেনা অহনা।

তুমি তখন অহনাতেই বুঁদ ছিলে।

প্রথম কবিতার বই ছিলো তো তাই মনে হয়।

তবে অহনাকে গহনা দিলে মনে হয় ভালোই হত । হা হা


কবিতাটা কিন্তু খুবই সুন্দর।

এবার আবৃতি করো ভাইয়া।

গান গাচ্ছো। আবৃতি করো এবার.... প্লিজ!

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে অহনাকে গহনা দিলে মনে হয় ভালোই হত। হা হা হাহাহাহাহা। আমারও এখন তাই মনে হচ্ছে, যেমন ফরিদ ভাইও বললেন, অহনাকে একসেট গহনা দিলেই ভালো হতো :)

জীবনে একেকটা বিষয় আসে একেকটা মস্তবড়ো ঢেউয়ের মতো, জলোচ্ছ্বাসের মতো, যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। কখনো কবিতা, কখনো গদ্য, কখনো গান - কোনো না কোনো বিষয়ে তো বুঁদ থেকেছিই, জীবনের প্রতিটা স্তরেই। এখনো কি কম? কোনটা রেখে কোনটায় থাকি, এই হলো অবস্থা আর কী :)

কবিতা সুন্দর জেনে আনন্দিত।

উপস্থাপনা/আবৃত্তির জন্য মাইক/মাইক্রোফোনে আমি অভ্যস্ত। কিন্তু আমার হোম স্টুডিয়োতে গান সাধতে গিয়ে দেখি আবৃত্তি হয় না :( উচ্চারণ হয়ে যায় ছ্যাড়াব্যাড়া :( কীয়েক্টবিদিকিচ্ছিরিকারবারআরকী :)

কবিদের আবৃত্তি আর আবৃত্তিকারের আবৃত্তির মধ্যে পার্থক্য লক্ষ করেছেন কখনো? টিভিতে কবিদের আবৃত্তি শুনলে মনে হয় তারা কবিতা পাঠ করছেন। তো, আমিও অমনি কিছু কবিতা পাঠ করবো নে :)

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: ভাইয়া

আবৃতি এর চাইতে নিজের মত করে পাঠ করাও কিন্তু খুব একটা খারাপ না।

ঠিক যেমন ইন্টেরিওয়র ডেকোরেটর যখন ঘর সাজায় আর কেউ কেউ নিজের মনের মত সাজায় ঠিক তেমন ব্যপার!!!

নিজের মনের মত করে নিজের কবিতা পড়ে যাওয়া।

তাই করো ভাইয়া।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আবৃতি এর চাইতে নিজের মত করে পাঠ করাও কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, ঠিক বলেছেন।


সত্য কথা বলতে কী, এই কথাটায় অনেক আনন্দ পেয়েছি - ঠিক যেমন ইন্টেরিওয়র ডেকোরেটর যখন ঘর সাজায় আর কেউ কেউ নিজের মনের মত সাজায় ঠিক তেমন ব্যপার!!! :) মনে হচ্ছিল, আপন মনের মাধুরী মিশিয়ে সোফিয়াকে সাথে লইয়া আপনি আপনার ড্রয়িং রুম সাজাচ্ছেন :) আপনি সত্যিই কলাবরিষ্ঠা

৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

পাজী-পোলা বলেছেন: অহনার মত প্রেমিকা সবার হোক, পৃথিবীর সব মেয়ে অহনার মত হোক।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



আমি এক আলাভোলা ঘরকুনো প্রেমখোর বাঁদর
ভালো লাগে সারাবেলা মায়াবতী ইসতিরির আদর


:) :) :)

৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

পাজী-পোলা বলেছেন: আমি এক আলাভোলা ঘরকুনো প্রেমখোর বাঁদর
ভালো লাগে সারাবেলা মায়াবতী ইসতিরির আদর


এমন স্ত্রী সবার হোক, আমার ও একটা হোক। ;)

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




:) :) :)



অথচ সে সংসারের সব দায় মোর ঘাড়ে করে দিয়ে ন্যস্ত
সারাদিন সংসারেই শত কাজে থাকে শশব্যস্ত
ঘরকোনে একা একা পুড়ে পুড়ে আমি হই ছাই
বলুন এমন প্রেম, কার কার চাই?

:) :) :)

৯| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর না দেওয়ার জন্য।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.