নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

এক নিরুদ্দেশ পথিক

সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।

এক নিরুদ্দেশ পথিক › বিস্তারিত পোস্টঃ

উগান্ডার রাণী পক্ষ বনাম শ্রীলংকার রাজাপক্ষ

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩

এটা ঠিক উগান্ডার রাণী পক্ষ শ্রীলংকার রাজাপক্ষ থেকে অনেক বেশি স্মার্ট। উগান্ডার রেমিটেন্স এবং রিজার্ভ এখনও বেশ ভাল। করোনার পরে ইউরোপ আম্রিকায় সব লকডাউন উঠে যাওয়ায় উগান্ডার বৈদেশিক রপ্তানিও ভাল চলছে। তাছাড়া পর্যটন নির্ভর নয় বলে করোনায় অর্থনৈতিক সমস্যা হয়নি তেমন। মানুষ যা মরসে উগান্ডা পরিসংখ্যান ব্যুরোর 'জনসংখ্যা গায়েব প্রকল্প' দিয়েই দফারফা করে ফেলসে। তাছাড়া উগান্ডার মন্ত্রীরা বুদ্ধি করে দেশে দেশে আগেই বেগম পাড়া করে রেখেছে। যে উগান্ডায় মানুষ দিনে তিন থেকে পাঁচ ঘন্টা যানজটে থেকে অভ্যস্ত, তাদের পক্ষে অসীমের ধৈর্য্য কোন ব্যাপারই না। কঠিনেরে তারা ভালবাসে। তাই উগান্ডার নেতাদের আপাতত লেংটি খসে পড়া নিয়ে কুনু টেনশন নাই। ফাহাম ভাই বুদ্ধি দিয়েছে, দুতিন্টা জাঙ্গিয়া পড়ার, ডাবল বা ট্রিপল লেংটি পড়লে এক লেংটি গেলেও বহু লেংটি থেকে যাবে। মাইরি বুদ্ধি বটে! তাছাড়া উগান্ডা মন্ত্রীদের চামড়া এতো ঢিলে নয়, গন্ডারের চামড়ায় রশি দিয়ে বাঁধা সে লিজেন্ডারি নেংটি! তাতে লাজ লজ্জার বালাই কিসের!

তবে কি! মার্কিনিদের নিষেধাজ্ঞা এবং ডোসিয়ার লিস্টে থাকায় উগান্ডার কাদ্রি ফাটাঙ্গে, হাসান চিবাঙ্গের মত মন্ত্রীদেরকে বিপদে পড়লে প্রতিবেশী বন্ধুদেশ নিবে কিনা সেইটা নিয়ে কিঞ্চিৎ টেনশন আছে। এদিকে উপদেষ্টা হানিফ শাশাঙ্গে চিন্তায় আছে 'লুটেরা বিরোধী মঞ্চ কানাডা'কে নিয়ে। মুরাদ মাফাঙ্গের মত কখন কানাডা গিয়ে কট খায়! কিন্তু পরচুলা মোবেঙ্গে কাজের কাজ করে রাখসে। আম্রিকাকে তার পড়ালেখার জন্য আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রাখসে।

কিন্তু সমস্যা করসে পাকিরা। সেদিন মদিনা শরীফের মত পাক পবিত্র জায়গায় তাগো মন্ত্রীকে 'চোর' 'চোর' বলে ধাওয়া করেছে। এই খবরে দেশে দেশে দুষ্ট লোক উৎসাহিত। এদিকে কানাডা ইউএস ইউরোপের বেগমপাড়া গুলোতেও শুরু হইসে 'লুটেরা বিরোধী মঞ্চ কানাডার' মত কমিটি করার উদ্যোগ, এসব দুষ্টু লোকের উগান্ডার উন্নয়ন দেখে খালি জ্বলে। উগান্ডায় মাথাপিছু আয় যে লাফিয়ে লাফিয়ে বেড়ছে, এতে উগান্ডা বিম্পি-জামাতের হিংসার সীমা ছাড়িয়েছে। তারা উগান্ডার অপ্রতিরোধ্য উন্নয়ন নিতে পারে না। এদের কারনে রেবের বেনজির সাব জার্মানিতে ঢুকতে পারে নাইক্কা। বিশ্বের দেশে দেশে, শহরে নগরে, পার্কে-দোকানে, রেস্তোরাঁ পানশালায় এভাবে চোরদের দেখা মাত্রই ধাওয়া দেয়া শুরু করলে, উগান্ডার মন্ত্রীকূল বেগমপাাড়য় যাইবে কেমনে! এত গোলামী, এত লুটপাট করে যে টাকা জমাইসে তা খাবে কে? এই নিয়ে বিরাট উৎকণ্ঠা।

ওদিকে লংকায় যেভাবে মন্ত্রীদের লেংটির উপর আগ্রাসন শুরু হইচে, বলদের মত দেশে বসে থাকলে কবে না আবার 'জয় উগান্ডা, লেংটি সামলা' শ্লোগান শুরু হয়! ভয় ও শংকা নিয়ে বেগম পাড়ার ঈদ পরবর্তী আনন্দ আজ মাটি মাটি। দুনিয়াতে এসব কি শুরু হইলো। মায়া মমতা, ভালুবাসা সব উঠে গেছে। ওগো! কেয়ামত কি তবে ঘনিয়ে আসছে!!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮

খাঁজা বাবা বলেছেন: ওটা উগান্ডা না, ওটা সিংগাপুর

২| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


উগান্ডা বাংলাদেশের ছায়া মাড়িয়েছে বহু আগে।

৩| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

ঘুম ঘুম চোখে বলেছেন: লোহার নেংটি বানালে মনে হয় আরও বেশি টিকবে!

৪| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি যে বলেন ভায়া ;)

উগান্ডার আন্ডার প্যান্ট স্টেইনলেস ষ্টীলের! আর চেতনার ঝলকানীতে
বিরোধীদের চুখ কানা হবার সম্ভাবনা আছে। এই তত্ত্বে আন্দোলনের আগে কিছু সানগ্লাস বেঁচার ধান্ধা কেউ চাইলে করতে পারে :P =p~

তবে দুর্জন বলে ঐ কথাই বনের বাঘে খায়না মনের বাঘে খায়!
ঈদ পূর্নমিলনী মাটি মাটিই নাকি হইছে :-B

তবে ঈতিহাস স্বাক্ষী, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।
আর অধিক আত্মবিশ্বাসই পতনের কারণ।

ভাল থাকুক বাংলাদেশ।

৫| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২

আলাপচারী প্রহর বলেছেন: ব্রেশ ব্রেশ।

আপনেরে আমার নেংটি খোলা অভিনন্দণ !!!

৬| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: উগান্ডায় কি করোনা কালীন ২/৫ কেজি চাল। ১ কিজি ডাল, চোরে খেয়ে ফেলে ? শ্রীলংকায় তো প্রশ্নই আসেনা। উগান্ডার দোষটা কি? উগান্ডা কি সকল রানীর সেরা রানীর চেয়ে ভালো নয় ?

৭| ১০ ই মে, ২০২২ রাত ১০:০০

জ্যাকেল বলেছেন: রাজাপাকসে থেকে স্মার্ট কি-না সেটা সময়েই বলে দেবে। কিন্তু এই লেখার কারণে দালাল শ্রেণির থেকে আপনে দেশবিরোধি'র তকমা পাওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া এই জন্য অপেক্ষা করে নিয়েন- "কিছু বিম্পি/জামাতের পান্ডা দেশ শ্রীলংকার মত দেখতে চায়"।

৮| ১০ ই মে, ২০২২ রাত ১১:৩২

গরল বলেছেন: আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছি শ্রিলংকা থেকে সেটা হল চীনের কলম্বো বন্দর দরকার যে কোন ভাবেই হোক কোন বিকল্প নাই। চিটাগাং এর বিকল্প হল মিয়ানমারের আরাকান, অতএব চীন সেদিকেি নজর দিয়েছে আর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পেয়েছি রোহিঙ্গা। আর একটা দিক হল শ্রিলংকা অনেক আগেই সৌদি সয় বেশ কিছু আরব দেশে নারী কর্মি পাঠাবে না বলে ঘোষণা দেওয়ার ঐ দেশ গুলো শ্রিলংকাকে অঘোষিত নিষেধাজ্ঞা দেয়ায় ওদের রেমিট্যান্স এমনিতেই অনেক কমে গেছে আর সে যায়গাটা বাংলাদেশ দখল করেছে। অতএব এই দুইটা সুবিধাজনক অবস্থানের কারণে বাংলাদেশ উতরে গেছে বলা যায় এই সময়ে। উগান্ডার রাণী কিছুটা বুদ্ধি বেশি রাখে মনে হচ্ছে।

৯| ১১ ই মে, ২০২২ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.