নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রং করা পুতুল

এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ ,আর আমরা সবাই অভিনেতা ।আর এই রঙ্গমঞ্চে সব অভিনেতারই ভালোবাসার বা প্রেমের একটা অভিনয় থাকে।কিন্তু আমি এই ভালোবাসার অভিনয়টি করতে পারি না ।তবুও অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি।।

রং করা পুতুল

।।স্বপ্ন গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে চায়।।

রং করা পুতুল › বিস্তারিত পোস্টঃ

ব্যতিক্রমের নেশায় ব্যাতিক্রমি কিছু আপনজন ,হারিয়ে যাচ্ছে !

২২ শে মে, ২০১৫ দুপুর ১:৪৩




সর্বশেষ ২০০৪ সালে ভাইয়াকে লিখেছিলাম , স্কুলের পিকনিকের টাকা চেয়ে ।
তারপর আর দরকার পড়েনি,বদলে যাওয়ার টানে ,সার্থপরের মত ভুলে যাচ্ছি।।
রংকরাপুতুল (২২-০৫-২০১৫)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৩

বটের ফল বলেছেন: অনেক বেশি মিস করি সেই চিঠি লেখার দিনগুলিকে। কতদিন চিঠি লিখা হয়না আর !!!!!!!!!! মাঝে মাঝে খুব ইচ্ছা করে, কিন্তু প্রাপকের অভাবে আর লেখা হয়না।

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:০২

রং করা পুতুল বলেছেন: কেন ? রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ তো আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলেন !
ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখ।

# সাথে থাকার জন্য ধন্যবাদ ।

২| ২২ শে মে, ২০১৫ রাত ১০:১১

বটের ফল বলেছেন: রং করা পুতুল ঠিক এই কাজটিই আমি করি। ঠিকানাবিহীন খামে পুরে পোষ্ট করে দেই।

বলার ইচ্ছা ছিলনা, তাই আগে বলিনি। এখন কি মনে হলো , বলে ফেললাম।

২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৩

রং করা পুতুল বলেছেন: বটের ফল, নামটি অসাধারন এবং ব্যাতিক্রম !! জানতে ইচ্ছা হচ্ছে এই নামটির ,বিশেষত্ব কী ??

৩| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:১৬

বটের ফল বলেছেন: হা হা হা হা হাহাহাহাহাহাহা। মজা লাগলো বেশ। :)

আপনি জানতে চেয়েছেন, আমার নিক এর অর্থ কি !!!! আপনার ঠিকানাটা দিন, চিঠিতে জানিয়ে দেব। :) :)

ভালো থাকবেন অনেক বেশি।

৪| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৮

অর্বাচীন পথিক বলেছেন: চিঠি লেখা আর পাওয়ার কি মজা সেটা এই যুগের সবাই ভুলেই গেছে। এই যুগে তো পএ মিতালী ও পাওয়া যাই না :(

১৩ ই জুন, ২০১৫ রাত ১১:০৮

রং করা পুতুল বলেছেন: আমরায় তো পারি আবার ফিরিয়ে আনতে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.