নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রং করা পুতুল

এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ ,আর আমরা সবাই অভিনেতা ।আর এই রঙ্গমঞ্চে সব অভিনেতারই ভালোবাসার বা প্রেমের একটা অভিনয় থাকে।কিন্তু আমি এই ভালোবাসার অভিনয়টি করতে পারি না ।তবুও অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি।।

রং করা পুতুল

।।স্বপ্ন গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে চায়।।

রং করা পুতুল › বিস্তারিত পোস্টঃ

গ্রাফিতি

২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

জানি আমিও দুঃখ পাব আমিও হেরে যাব,
সহস্র যুক্তির কাছে নিজেকে পরাজিত করে।
ব্যান্ডেজে জড়ানো ভালবাসা নিয়ে চলে যাব,
স্মৃতিদের ভিড় ঠেলে বহু আলোকবর্ষ দুরে।

হয়তো তুমিও কাদবে তুমিও নীল হবে,
বহুদিন ধরে সঞ্চয়ী বিষাক্ত বিষে।
একদিন বৃষ্টি নামবে ভিজে যাবে যা রেখেছিলে,
পরম যত্নে কোমল উষ্ণতা মাখা হৃদয়ের শীষে।

সেদিন আমিও ভুলে যাব আমিও স্বপ্ন দেখব,
নিউরনের ক্যানভাসে সাদাকালো সমাধী।
‎ছোপ ছোপ রক্তের দাগে আমিও একে দেব
বিষন্ন দেয়ালে তোমার মৃত সপ্নের গ্রাফিতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.