নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

হায় সিরিয়া !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

হায় সিরিয়া !
তোমার লাগিয়া
মনে শান্তি নাই।
বিচিত্র নিঠুরতায়
বুড়ো খোকারা
ভূবন করছে ছাই।

নিষ্পাপ শিশুর নিথর দেহ
দেখতে চায় কি কভু কেহ?
আহার জোটেনা জোটে আঘাত
নেই ঠাঁই কোথাও দিন কিবা রাত।

শোনেনা ক্ষমতালোভী নেতারা
প্রলয় প্রতাপে নাচছে প্রেতাত্মা।
আহা সিরিয়া!
জীবন, মানবতার
কানাকড়ি দামও নাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাশার যদি দেশের রাজনীতিকে দখল না করতো, সিরিয়া ভালো থাকতো

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক :((

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

কাইয়ুম বাঙালি বলেছেন: এটাই ভালো লাগেনা। অপকর্ম নিয়ে শুধু লেখা লেখি হয়, ব্লগে ফেসবুকে বা পত্রিকায়। কিন্তু এতে কোন লাভ হয়না। ঘরে বসে লিখতে সবাই পারে, সমস্যার সমাধানে অবদান রাখতে পারেনা। তার চেয়ে চুপ থাকা ভালো।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:৩৪

ফজল বলেছেন: এতে লাভ হয় না - একথা কি ঠিক? মানি লেখালেখি আজকাল লোকে বড় একটা পড়েনা। কিন্তু নীতিনির্ধারণী পর্যায়ের লোকজন কিন্তু ঠিকই খেয়াল রাখে ব্লগ, ফেইসবুক ইত্যাদিতে। সাধারণ মানুষের বোধগুলোকে ছোট করে দেখার কোন অবকাশ নাই।

৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সমবেদনা রইল সুপ্রাচীন ফিলিস্থিন প্যালেস্টাইন নামক স্থানের অসহায় জনগণের প্রতি।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:৩৬

ফজল বলেছেন: সমবেদনা রইলো সকল আর্তপীড়িত মানুষের প্রতি।

৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: খুব কষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.