নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

ধীরে বহে

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

ধীরে বহে হাওয়া
তোমার দিশায়
উড়িয়ে ওড়না
ছুঁতে মন ভাবনা।

ভোরের রোদরশ্মিতে
ডোবা চুলের ঝলকে
ইচ্ছের চাওয়া ভাসে
ডুবডুবে সাতারে।

বিকেলের পুকুরঘাটে
ঘন সন্নিবেশনে
নিবিড় ছন্দ মীড়ে
সুরে মায়া খেলে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।
কবির জন্য শুভকামনা রইল।

নিবিড় ছন্দ মীড়ে, এখানে মীড়ে বলতে কি বুঝানো হয়েছে বুঝতে পারছিনা ভাই।

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

ফজল বলেছেন: মীড় মানে গানের মাঝে রাগের যে কারুকাজ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগার মত একটি কবিতা। সেটা আমার মনে হয় প্রেমিক-প্রেমিকাদের মন ছুয়ে যাবে।

০৯ ই মে, ২০১৮ রাত ১:০৮

ফজল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন ছুঁয়েছে আশা করি।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

@ নাঈম জাহাঙ্গীর নয়ন -- মিড় মানে গানের খাদে (নীচু) উঁচু স্বরে যাতায়াত জানি । তাই আপনার মতো আমারও একই প্রশ্ন থাকলো ।

০৯ ই মে, ২০১৮ রাত ১:০৯

ফজল বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম। আপনার প্রশ্নের উত্তর নীচে দিয়েছি।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর।
খুব সুন্দর।

০৯ ই মে, ২০১৮ রাত ১:০৯

ফজল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ @নীলপরি আপু, মীড় আর মিড় এ প্যাচ লেগেছিল।

ধন্যবাদ লেখক ভাইকে।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

ইমরান আল হাদী বলেছেন: ধীরে তো বহে না, কালবৈশাখী নিয়ে আসে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৫

ফজল বলেছেন: ভাই সে তো পরের গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.