নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

ফুলবাগ

১২ ই মে, ২০১৮ রাত ২:৩০

না জানি কেমন
যারা ভাগ্য নিয়ে বাঁচে
প্রেমের নরম আঁচে
যাদের ফুল শুধুই ফোটে।
কেবল চেয়েছি ফুলের ছোঁয়া
বদলে মিলেছে বারে বারে
তীক্ষ্ণ কাঁটার জ্বালা।

ফুলবাগের দ্বারের ওপাড়ে
ভোমরা বলেছে কানে কানে
ঝড়ের মত প্রেম বুকে
নিয়ে গেছে পুষ্পরাজি সবে।

ছুটেছি সুখের সন্ধানে
একুল থেকে ওকুলে
খুঁজেছি জমিন আসমানে।
সবার ভাগে ভাগ হয়ে শেষে
সুখের সে ভাগ গেছে ফুরিয়েছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: প্রথম লাইনের শেষ শব্দটি 'সে'। তাই দ্বিতীয় লাইনের প্রথম শব্দটি 'যারা' না হয়ে 'যে' হলে ভাল হতো বলে মনে করি।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

ফজল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। তবে আমি 'সে' বলতে ঠিক 'যারা' তাদেরকে বোঝাইনি। আসলে এখানে 'সে' শব্দটাই হবেনা। কি করে যেন রয়ে গেছে। ঠিক করে দিচ্ছি।

২| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আদতেই মানুষ বোধহয় ফুলই ভালোবাসে। এতো বেশি যে ফুল দেয় তাকে ও ভালো বাসতে শুরু করে।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৭

ফজল বলেছেন: যে ফুল ভালো বাসেনা - তাকে মানুষ বলে না। - এরকম কিছু একটা শুনেছিলাম অনেক আগে যখন মোবাইলের আগ্রাসন ছিলোনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৮

ফজল বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

খালেদা শাম্মী বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪০

ফজল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.