নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

কন্যার অশ্রু

০১ লা জুন, ২০১৮ রাত ৯:১৯

বাবা তুমি আসো ফিরে
ঘুম তো আর আসে না
তোমার হাতের ছোয়া দিয়ে
একবার আদর করো না।

সেই যে ফোনে হল কথা
আসছি ফিরে
তাই করি অপেক্ষা
তোমার পথ চেয়ে।

গভীর রাতে আর্তনাদ
বাবার বুক চিড়ে।
পরম আশ্রয় আমার
ছিলো সে বুক সুখের।

অপরাধের তকমা এঁটে
ওরা লুকিয়ে গেছে।
মিথ্যের আবরণে
মিছে বিবরণ দিয়েছে।

বড় বড় সব মুখগুলো
করে শুধু আলোচনা
আমার লক্ষী বাবাকে
একবার ফিরিয়ে দাওনা।

আসল অপরাধের বিচার
বাবা তুমি পাবেই পাবে।
অন্যপাড়ের বিচারপতি
সে তো অন্ধ নয় যে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সত্যি-ই এটা হৃদয় বিদারক এবং মর্মান্তিক।

২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪১

সনেট কবি বলেছেন: সুন্দর

৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.