নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

মহিলা ও মেয়েদের জন্য

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২২

মহিলা ও মেয়েদের জন্য আমাকে এই ব্লগে কিছু লিখতে হবে ভাবিনি। কিন্তু এই সাইটে এক তারকা মহিলার রুপচর্চার করুন পরিণতি আমাকে এই পোষ্ট দিয়ে তাদের সজাগ করতে অনেকটা বাধ্য করল।



জানি এই ব্লগের অধিকাংশ ব্লগাররাই বিপরীত লিংগের তথা ছেলেরা বা পুরুষরা। তারাই তাদের মা-বোন বা সঙ্গিনীদের এই বিষয়ে কিছুটা হলে ও সজাগ করে দিতে পারেন।



মহিলার রপচর্চা বা ফেশিয়াল করার পূর্বের ও পরের ছবি আগে এখানে দিয়ে নিই (ছবিগুলো তিনি নিজেই ঐ সাইটে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দিয়েছেন )



যারা মহিলাদের এই ধরনের ছবি দেখে অভ্যস্ত নন, তাদেরকে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছি।

প্রথম ছবি বা ফেশিয়াল করার পূর্বেঃ-





ফেশিয়াল করার পর দিনঃ





ফেশিয়াল করার দ্বিতীয় দিন





ফেশিয়াল করার চতুর্থ দিনঃ





কারও বিস্তারিত পড়ার ইচ্ছা থাকলে এখানে যান



আমার মেয়েকে দেখালাম, সেও বিষয়টি পছন্দ করেনি(এই ফশিয়াল এর ব্যপারটি বা পরিণতিটি)।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

যোগী বলেছেন:
এই সব আবাল মার্কা পোষ্ট না দিলে চলেনা?
ফেশিয়াল করার ব্যাপারটা কি আজকে নতুন?
মানুষতো খাবার খাইলেও মারা যায় ফুডপইজনিং এ।
একই ভাবে মানুষ প্রতিটা ক্ষেত্রেই কিছু না কিছু রিস্কের মধ্যে থাকে।
পোষ্টে প্রবলেমের কথা বলতে চাইলে তার সমাধানও দিবেন।

০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার জন্য তো এই পোস্ট না, না পড়লে ই পারেন। আপনি রুপচর্চা করেন না বোঝাই যায়।
পারলে "পারসোনা" ঘুরে আসতে পারেন, জানবেন কি খরচ ও কত ব্যয় মেয়েরা করে সৌন্দর্য চর্চার পেছনে।

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: @যোগী এইভাবে মানুয্রে অপমান না করলে হয়না???

ভালভাবে বল্লেই ত হয়

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনাদের পরিচিতদের বিউটি পার্লারে যাবার আগে খোঁজ খবর নিে যেতে বলুন।
আর যত কম যাওয়া যায় আমার মতে ততই মেয়েদের জন্য মঙ্গল (যদি তারা তা মানেন)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.