নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

দক্ষিন এশিয়ার ইন্টেলিজেন্স সংস্থা গুলো

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

ইন্টেলিজেন্স এর বাংলা খুঁজতে গিয়ে তার বাংলা প্রতিশব্দ যা পেলাম তা আমার কাছে বেশ বে মানান মনে হোল।

ইন্টেলিজেন্স = বুদ্ধিমত্তা

বিডিওয়ার্ড এর অনুবাদঃ-
intelligence = বুদ্ধিমত্তা (N), ধারণা (N), তথ্য (N), মতি (N), ধী (N), মগজ (N), অকুফ (N), বোধশক্তি (N), আক্কেল (N), ধীশক্তি (N), মানসিক ক্ষমতা (N), ধারণাশক্তি (N), জ্ঞানপবন (N), চাতুরি (N), সংবাদ (N), চাতুর্য (N), গ্রাহ (N), চতুরতা (N), চাতুরী (N), চালাকি (N), ঘিলু (N), খবর (N), জ্ঞানগম্য (N), চাতুরতা (N), জ্ঞান (N)

যদি বাংলাদেশের "বুদ্ধিমত্তা সংস্থা" নামকরনে একটি সংস্থা থাকে, তা হলে আপনি কি মনে করবেন। আর "বুদ্ধিমত্তা সংস্থা" গুলো যেহেতু নিচের প্রচার সংগত কারনেই করতে পারে না, সুতরাং মনে মনে "বুদ্ধিমত্তা সংস্থা" জপতে পারেন, কিন্তু প্রকাশ্যে মনে ইন্টেলিজেন্স এজেন্সি ই অবিহিত করার পক্ষে আমি।

"তথ্য" সংস্থা;
ব্যবহার করা যেত কিন্তু ওটা আবার ইতিমধ্যেই ব্যবহৃত।

অন্যটি প্রচলিত "গোয়েন্দা"
অর্থাৎ "গোয়েন্দা" সংস্থা। "স্পাই" - এটাও মানান সই মনে হচ্ছে না!

যেটাই হোক দক্ষিন এশিয়ার কয়েকটি দেশের ইন্টেলিজেন্স সংস্থা গুলো দেশ অনুযায়ী উল্লেখ করত যেগুলোর নাম মিডিয়াতে সর্বাধিক প্রচারিত হয় তাদের গঠন, কাজ, সাফল্য ও ব্যর্থতা ইত্যাদি এখানে লিখে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রতিটি দেশের ইন্টেলিজেন্স এজেন্সি ই তার দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।

১। প্রথমেই বাংলাদেশঃ-
১-১। National Security Intelligence (NSI)
১-২। Directorate General of Forces Intelligence (DGFI)
১-৩। Directorate of Military Intelligence DMI
১-৪। Directorate of Naval Intelligence (DNI)
১-৫। Directorate of Air Intelligence (DAI)
১-৬। Criminal Investigation Department (CID)
১-৭। Special Branch (SB)
১-৮। Rifles Security Unit (RSU)
১-৯। Rapid Action Battalion (RAB)
১-১০। Detective Branch (ডিবি)

২। ভারতঃ

২। Joint Intelligence Committee

২-১। External Intelligence
২-১-১। Research and Analysis Wing
২-১-২। Aviation Research Centre
২-১-৩। National Technical Research Organisation
২-১-৪। Electronics and Technical Services
২-১-৫। Radio Research Centre
২-১-৬। Special Services Bureau

২-২। Defence Intelligence
২-২-১। Directorate of Military Intelligence
২-২-২। Defence Intelligence Agency
২-২-৩। Directorate of Air Intelligence (India)
২-২-৪। Directorate of Naval Intelligence
২-২-৫। Image Processing and Analysis Centre
২-২-৬। Directorate of Signals Intelligence
২-২-৭। Joint Cipher Bureau(অর্থাৎ সাংকেতিক ব্যুরো)

২-৩। Internal Security
২-৩-১। Intelligence Bureau
২-৩-২। National Investigation Agency (NIA)
২-৩-৩। Central Bureau of Investigation (CBI)
২-৩-৪। Crime Investigation Department (CID)

২-৪। Economic Intelligence
২-৪-১। Directorate of Revenue Intelligence
২-৪-২। Economic Intelligence Council
২-৪-৩। Directorate of Income Tax Investigation
২-৪-৪। Narcotics Control Bureau
২-৪-৫। Directorate General of Central Excise Intelligence (DGCEI)
২-৪-৬। Central Economic Intelligence Bureau
২-৪-৭। Directorate of Economic Enforcement
২-৪-৮। Financial Intelligence Unit (FIU-Ind)

৩। পাকিস্তানঃ-
Federal
৩-১-১। Inter-Services Intelligence (ISI)
৩-১-২। Intelligence Bureau (IB)
৩-১-৩। Anti Narcotics Force (ANF)
৩-১-৪। Armed Forces of Pakistan:
৩-১-৫। Military Intelligence (MI)
৩-১-৬। Air Intelligence (AI)
৩-১-৭। Naval Intelligence (NI)
৩-২-১। Ministry of Interior, Government of Pakistan:
৩-২-২। Federal Investigation Agency (FIA)
৩-২-৩। Federal Board of Revenue, Government of Pakistan।
৩-২-৪। Directorate General of Intelligence and Investigation (DGI&I)

প্রাদেশিকঃ-
৩-৩-১। Provincial Police Forces:
৩-৩-২। Special Investigation Unit(SIU)
৩-৩-৩। Crime Investigation Departments (CIDs)
৩-৩-৪। Special Branches (SBs)

৪। শৃ বা শ্রী লংকাঃ-
৪-১। Ministry of Defence
৪-২। State Intelligence Service
৪-৩। Sri Lanka Armed Forces
৪-৪। Directorate of Military Intelligence
৪-৫। Central Bank of Sri Lanka
৪-৬। National Bureau of Intelligence
৪-৭। Financial Intelligence Unit (Sri Lanka)

৫। নেপালঃ-

৫-১। National Investigation Department (NID)
(পূর্ব নামঃ নেপাল গুপ্তচর বিভাগ)
৫-২। Directorate of Military Intelligence

৬। ভুটানঃ-
(এই লিস্ট তথা Click This Link পাওয়া যায় নি)

৭। মালদ্বীপঃ-
৭-১। Maldives National Defence Force (Special Assessment Unit)
৭-২। Maldives Police Service (Internal Intelligence Department)

এর পরবর্তী ব্লগ এ পাকিস্তান এর "আই এস আই" ও ভারতের "র" এর গঠন, কার্যক্রম, ইন্টারনেট এর বিভিন্ন সাইটে তাদের সাফল্য ব্যর্থতা ইত্যাদি তুলে ধরার ইচ্ছা রইল। কারন এই দুটি সংস্থাই মিডিয়াতে সর্বালোচিত।

সূত্রঃ (বেশির ভাগ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

ক্ষতিগ্রস্থ বলেছেন: ১-৮। Rifles Security Unit (RSU)
১-৯। Rapid Action Battalion (RAB)

সংশোধনী:

১-৮। BGB Security Unit (BSU)
১-৯। Rapid Action Battalion Intelligence (RAB Intelligence)

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনাকে ধন্যবাদ সংশোধন করার জন্য।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার এ সমন্ধে খুবই কম জানা ছিল---- শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.