নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

"ডিজিটাল" উপরি

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪২

প্রযুক্তি ও ইতিহাসের বিবর্তনে অনেক কিছু বদলায়।

বাংলাদেশে তথা গোটা দক্ষিন - এশিয়ার চরিত্র এর থেকে ভিন্ন কিছু নয়।
পাকিস্তান আমলের বিয়ের কথা - বার্তায় বর যদি নব্য সরকারী চাকুরী করতেন, তখন পাত্রী পক্ষ ঘটকের কাছে (শোন কথা, সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে) জানতে চাইতেন, "উপরি আছে তো?"

ছোট বেলায় ঐ প্রথম "উপরির" কথা জানা।
বড় হয়ে সরকারী চাকুরীতে উপরির নানা দিক দেখলাম, শ্রমিক লীগ ও শ্রমিক দল কি ভবে সংবদ্ধ ভাবে রাজনৈতিক নেতার ছায়াতলে চাঁদাবাজি বা উপরি আদায়ে বাধ্য করে তাও দেখতে হোল।

বর্তমানে "ডিজিটাল বাংলাদেশের" উপরির নমুনার কিছু উদাহরন নিচে দেয়া হোল:
১। পৌরসভায় জন্ম নিবন্ধন করতে হলে শুনবেন
"সার্ভার ডাউন"
ঠিক করতে (১০০ টাকা দিলে হবে, ওপেন)

২। পাসপোর্ট অফিসে, আবেদন পত্র (সব ঠিক থাকলেও কিছু ছুতা বের করবেই "উপরির" জন্য)
"আপনার নাম ঠিক ভাবে এন্টৃ করা যাবে না; ঠিক কইরা নিয়া আসেন;
তাৎক্ষনিক ঐ জায়গায় ঠিক করতে, (একটু দূুরে গিয়ে নির্দিষ্ট পুলিশের কাছে ১০০০+ এক হাজারের কিছু বেশি দিলে সব ঠিক তারাই করে দেবে)

৩। পাসপোর্ট ফেরত আনতে শুনতে হবে
"নেট ডাউন", আপনার সিরিয়াল পাওয়া যাচ্ছে না।
"নেট আপ" করে ১০০ টাকা লাগবে নুন্য তম।

৪। নাগরিকত্ব কার্ড ও অন্যান্য একই ধরনের কাজে যেখানে সরকার "সার্ভার ও নেট" লাগিয়েছেন, আপনাকে নুন্যতম
সার্ভার আপ করতে ১০০ টাকা
নেট আপ করতে ও ১০০ টাকা লাগবে।


এর কম "উপরি" দিলে নেট ও সার্ভারের পছন্দ নাও হতে পারে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: হায়রে উপরি! ডিজিটাল যুগের ডিজিটাল উপরি! নমুনা দেখে এখন আর টাস্কি খাই না। এই উপরির জন্যইতো এখনো অনেক মানুষের মাথাগোঁজার ছোট্ট একটা খুপরিও নাই।

২| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৫

সুদীপ্ত সরদার বলেছেন: হায়রে!

৩| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই দু:খ লাগে এসব দেখলে

দুর্নীতি মুক্তু কোন প্রতিষ্ঠানই নেই হায়রে !!

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: যদি থাকে, তা হ'লে হয়তো অস্বাভাবিক লাগবে।

৪| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭

কিং ফাহিম বলেছেন: আহা

৫| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কি বলেন আপনি!!! বাংলাদেশে কোন দুর্নীতিই নেই। :P

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩০

ফেরদাউস আল আমিন বলেছেন: এখানে "দুর্নীতি" র কথা ত‌ো বলা হচ্ছে না, "ডিজিটাল উপরি" র কথা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.