নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

অর্থ সন্ত্রাস বনাম আতঙ্ক সন্ত্রাস

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪

গ্রিক মন্ত্রী আন্তর্জাতিক ঋণদাতাদের পদক্ষেপ সন্ত্রাসবাদ এর সাথে তুলনা করলেন।

কি হচ্ছে গৃসে?
যেহেতু ভীন দেশ, তাই আমাদের আগ্রহ একটু কম। আমাদের পতৃকাগুলোও এই নিয়ে খুব একটা মাথাব্যথা করেন নি।
কারন বিযয়টি একটু জটিল। জটিল বলছি এই কারনে, জাতি হিসেবে আমরা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাই না।

গৃসে চলছে ঋন প্রদানকারী তিন সংস্থা কর্তৃক "আতঙ্ক সন্ত্রাস"।
ব্যপারটা একটু খুলে বলা যাক।
গৃস আন্তর্জাতিক তিনটি ব্যংক থেকে মোটা অংকের ঋন নিয়েছিল এবং সেটি গৃক সরকার সময় মত ফেরত দিতে পারছে না।
যেই ব্যংকগুলো থেকে গৃস ঋন নিয়েছিল সেগুলো হচ্ছেঃ-
১। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি),
২।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং
৩। ইউরোযোন তথা eurozone

সামগ্রিক ঋণ $ 270 বিলিয়ন
সুদে আসলে মিলে যা প্রায় $ 350 বিলিয়ন, এ দাঁড়িয়েছে।

ইউরপীয় ইউনিয়ন যেই আতঙ্ক সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে তা হোলঃ
ঋন পরিশোধে গৃক সরকারকে
ক) অধিকতর কর আাদয় করতে বাধ্য করা
খ) জনগনকে আরও সাশ্রয়ি হওয়ার উপদেশ ও পদক্ষেপ
গ) ব্যংক থেকে জনগনের টাকা উত্তোলনে সীমা আরোপ

ইউরপীয় ইউনিয়নের এই ঔষধ না গিললে যে আতঙ্ক সন্ত্রাস ছড়ানো হচ্ছে ত হোলঃ-
১। গৃক মধ্য যুগীয় অবস্থায় চলে যাবে
২। ইউরো মহাদেশে তারা আর থাকতে পারবে না।
৩। জনগন গরীব দুস্থ হয়ে যাবে ইত্যাদি

গৃক মন্তৃ Varoufakis বলেছেন.
"আমরা আমাদেরকে অপদস্থ করতে দেব না, আমরা ইউরোপীয় আর্থিক সন্ত্রাসীর আতঙ্ক সন্ত্রাসকে ভয় পাই না"।
গতকাল গৃসের গণভোট হয়ে গেছে।

ফলাফল নিচে
National results
With 100% of votes reported
Yes / Accepted 38.69%
Votes 2,245,537
No / Not accepted 61.31%
Votes 3,558,450
Turnout 62.5%
অর্থাৎ গৃকবাসী ইউরো সন্ত্রাসী প্রস্তাব প্রত্যাখান করেছে।
অভিন্দন গৃকবাসীকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭

রাতুলবিডি৫ বলেছেন: গৃকবাসী ইউরো সন্ত্রাসী প্রস্তাব প্রত্যাখান করেছে।
অভিন্দন গৃকবাসীকে।

২| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪

ফেরদাউস আল আমিন বলেছেন: ব্যংক গুলো যাচাই না করে এত ঋন দিতে গেল কেন?
না আমাদের দেশের "হলমার্কের" গন্ধ এখানেও আছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.