নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

প্রশিক্ষকদের জরিমানা!

২০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৭

কখনও বাংলদেশে শুনেছেন কি প্রশিক্ষকদেশ জরিমানা করা হয়েছে বা সামান্য তিরষ্কারও করা হয়েছে।
আমার জানামতে দুটোর একটা ও করা হয়নি বলে আমার ধারনা।
আমি কিছু সময় প্রশিক্ষক থাকা কালিন, উর্ধতন বলতেন মান নিয়ন্ত্রন করার জন্য বা প্রশিক্ষনার্থীর জ্ঞান আহোরন স্তর যাচাই করনের জন্য পরীক্ষা নিতে। এর বেশী কিছু নয়। এটি ছিল সরকারী পর্যায়ে, শ্রনী কক্ষের ভেতরে বা অনুশীলন কক্ষে।

গাড়ি চালনার প্রশিক্ষকদের জরিমানা বাংলাদেশে হয়েছে, শুনেছেন। আমার জানা মতে কোনদিন হয়নি।
কোন একটা কারনে একটি ব্লগে দুবাইতে ড্রাইভাররা এলোপাথারি বা নিয়মবহির্ভূতভাবে চালানো পর্যবেক্ষন করে, হয়তো কিছু ড্রাইভারদের জরিমানা করা হয়েছে কিন্তু ঐ ব্লগে লিখল
Statistics have been revealed that last year(২০১২), 74 driving instructors were fined for talking on their mobile phones WHILE tutoring, 37 were fined for sleeping during the lesson, and 32 for not wearing their seatbelts!

অর্থাৎ উপাত্ত্ব থেকে জানা যায় ২-১২ সালে ৭৪ জন ড্রাইভিং প্রশিক্ষককে জরিমানা করা হয়েছে, কারনগুলোঃ-
১। প্রশিক্ষনের সময়ে মোবাইলে কথা বলার জন্য
২। ৩৭ জনকে জরিমানা করা হয়েছে প্রশিক্ষনের সময়ে ঘুমিয়ে পরার জন্য বা থাকার জন্য
২। ৩২ জনকে জরিমানা করা হয়েছে সীটবেল্ট না পরার জন্য

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৭

ওনাসিস বলেছেন: Thanks

২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: ওটা বাংলাদেশ না, ওখানে শা. খা নামের কোন শ্রমিক নেতা কাম মন্ত্রী নেই! এদেশে ড্রাইভাররা মোবাইল ফোনে কথা বলে একসিডেন্ট করে ৩০ জন মানুষ খুন করলেও কিসসু হয় না!

৩| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

ফেরদাউস আল আমিন বলেছেন: শা খা তো মনে হয় বলেছেনই, গরু ছাগল দেখতে পারলেই চালকের লাইসেন্স দেয়া যায়!!

৪| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২

নতুন বলেছেন: এখানে নতুন চালকদের ৪০টা ক্লাস করতে হয়, এসেসমেন্ট টেস্ট এবং পরে রোড টেস্টে পাশ করার পরেই আপনি লাইসেন্স পাবেন।

আমি ৩য় বারে পেয়েছি। লাইসেন্স নেবার খরচে একটা সেকেন্ডহ্যান্ড গাড়ী কেনা যায় এখানে।

আবার রাস্তায় চালানোর সময় বেশি গতিতে চালালে ফাইন, সিট বেল্ট না বাধলে ফাইন, মোবাইলে কথা বললে, পাকিংয়ের জন্য ফাইন।

সবাইকেই ভদ্র ভাবে নিয়ম মেনেই চালাতে হয়। নতুবা অনেক জরিমানা দিতে হয়। এমনকি লাইসেন্স বাতিল পযন্ত হয় এইখানে।

২১ শে জুলাই, ২০১৫ রাত ২:০৮

ফেরদাউস আল আমিন বলেছেন: কোন দেশের কথা বলছেন?

৫| ২১ শে জুলাই, ২০১৫ রাত ২:২৯

নতুন বলেছেন: আপনি দুবাইর কথা বলেছেন। আমিও তাই বলেছি।

২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫২

ফেরদাউস আল আমিন বলেছেন: তাই, ভাল। আমার আবার তিন দেশের ড্রাইভিং লাইসেন্স কিনা। বাংলাদেশ (পরীক্ষা দেবার আগেই পুলিশ টাকা চাইল ৩০০ টাকা ১৯৮৩সালে)। দুবাই ১৯৯৯সাল তিন বার টেস্ট এ পাশ। ক্যনাডা; দুই স্তরের লাইসেন্স জি২ ও জি, ২০০৩সাল ও ২০০৫সাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.