নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

লোমকূপ শিহরন জাগানো কাঁচের স্থাপনা

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮

কাঁচে প্রযুক্তি ভার সহন ক্ষমতা ক্রমাগতভাবে উন্নত হতে হতে এর নানা ব্যবহার এখন লক্ষনীয়।
নিচের ছবি গুলো দেখুনঃ-
আমি এখন বেশ উঁচু থেকে নিচে তাকাতে পারি না বিধায় আমাকে দেখতে বলবেন না।

হাঁটু অবশ হতে পারে!

এই খানেও নিচে তাকাবেন না।

হুনান প্রদেশ, চীন

জাতীয় পার্ক, যিয়াংজিয়াজি



Made of three layers of tempered glass, each 12mm thick, can withstand winds of 220km/h and a temperature range of 60C.
অর্থাৎ এই বিশেষ কাঁচ গুলো ১২মিমি পুরু (প্রায় ৫ইঞ্চি); ২২০কিমি গতি প্রতি ঘন্টায় বাতাসের বেগ সইতে পারে; তাপমাত্রা ৬০ডিগৃ সেলসিয়াস।

একজন সাহসী পর্যটক কি ভাবে হাটছে, লক্ষনীয়!
A brave tourist walks along the glass path that was built of the side of a cliff 4,700ft above sea level on Tianmen Mountain in Zhangjiajie, China

সিলেট থেকে "হুনান প্রদেশ" বেশি দূরে না!!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: ভয়াবহ কারবার

২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১২

ফেরদাউস আল আমিন বলেছেন: নিশ্চয়ই, তারপরও লোকজনের উৎসাহ প্রচন্ড।

৩| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৫

ছাসা ডোনার বলেছেন: অদ্ভুদ দৃশ্য, শেয়ার করার জন্য ধন্যবাদ।

৪| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৯

ইফতেখারুল ইসলাম বলেছেন: এটা কোথায় তাতো বললেন না.....

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

ফেরদাউস আল আমিন বলেছেন: সরি আপনি খেয়াল করেন নি। লেখা আাছে
জাতীয় পার্ক, যিয়াংজিয়াজি, হুনান প্রদেশ

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

ফেরদাউস আল আমিন বলেছেন: জাতীয় পার্ক, যিয়াংজিয়াজি, হুনান প্রদেশ, চীন

৫| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:২১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার জিনিস। ভাল লাগল।

৭| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

ভদ্র পোলা বলেছেন: চমৎকার জিনিস তো !! একবার যেয়ে " এক্রো ফবিয়া " আছে কি না টেস্ট করতে হপে !! ;-)

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

ফেরদাউস আল আমিন বলেছেন: বেশি দূরে না, ৩,০০০ থেকে ৫,০০০কিমি মাত্র

৮| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার শেয়ার।

৯| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: সাংহাইতে টিভি টাওয়ার বলে একটা টাওয়ার আছে, সাংহাইয়ের সবচেয়ে উচু বিল্ডিং বা টাওয়ার। ওইখানে এই অভিজ্ঞতা হইছিলো। প্রথমবার নীচে তাকাইতে আমারও শরীর শিরিশির কইরা উঠছিলো, যদিও উচ্চতাভীতি নাই। পরে এনজয় করছি। হাতে ক্যামেরা নিয়া নীচের দৃশ্য ভিডুও করছিলাম। অসাধারন অভিজ্ঞতা। এইখানের কয়েকটা আরো ভয়াবহ মনে হইলো।

২২ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার সাহসের পুরষ্কার দরকার, সুন্দর ছবি

১০| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন:

এইযে। ;)

২২ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০৮

ফেরদাউস আল আমিন বলেছেন: আমার পক্ষে এই উঁচুতে কাঁচের মেঝেতে দাঁড়ানো, মনে হয় না সম্ভব হবে!

১১| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৭

রক্ত পলাশী বলেছেন: #:-S

১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০২

আহমাদ জাদীদ বলেছেন: সিলেট দিয়া যাওয়া যাবে??? ;)

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

ফেরদাউস আল আমিন বলেছেন: যাবে!! রাস্তা বানানো শোষ হলে; উড়াল দিতে চাইলে ঢাকায় আসতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.