নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

"যেইটগেইষ্ট" = কালের অনুপ্রেরনা না সময়ের অনুপ্রেরনা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬

অদ্ভুত একটা নামের ছবি; নামটা দেখে জার্মান জার্মান মনে হোল। ছবির সারসংক্ষেপ দেখে মন বললো দেখেই ফেলি। প্রায় ২ঘন্টার ছবি, প্রথম আধা ঘন্টা না দেখলেও চলবে। এর পর থেকে বাদ দিলে একটু বুঝতে অসুবিধা হবে। সুতরাং না বাদ দেয়া বা ফাস্ট ফরওয়ার্ড না করাই ভাল।
বিশ্বের বিশেষ বিষয়গুলো নিয়ে প্রতিবেদন, পর্যলোচনা ও অনুসন্ধান ভিত্তিক ছবি এটি। কিনতে হবে না, ডাউনলোড ও করতে হবে না, ইউটিউব এই পাওয়া যায়।
The German word Zeitgeist মানে দাঁড়ায় (spirit of the age or spirit of the time)
সে জন্য আমি অনুবাদ করলাম "কালের অনুপ্রেরনা না সময়ের অনুপ্রেরনা" । ঠিক হয়েছে কি ? না, পাঠক কূল ই বলতে পারবেন।

ছবিটি যুগের ভাবধারা, ক্ষমতাসীনদের বিশ্বে প্রভাব বিস্তার করনে নৈতিক ও অনৈতিক যে সকল কার্যকলাপ করে থাকেন, তাইই আমাদের ন্যয় সাধারন জনগনকে তা বুঝতে এবং মানুষকে উন্মুক্ত চিন্তা ধারায় উদ্বুদ্ধ করার জন্য একটি অলাভজনক ছবি তৈরী করত তার অভিব্যক্তি হিসাবে এই ছবিটি নির্মান করেন।

ইংরেজি তে ছবিটি র সারনী নিচে দেয়া হোলঃ-
Rating: G
Genre: Documentary, Drama, Special Interest
Directed By: Peter Joseph
Written By: Peter Joseph
In Theaters: Jan 1, 2007 Wide
On DVD: Jan 23, 2012
Runtime: 2 hr. 3 min.
Independent Films
লিংকটি এখানে

ছবিটিতে জানানো যাচ্ছে যে,
১। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ নিয়ন্ত্রন সংস্থা একটি ব্যক্তিগত সংস্থা(সরকার নিয়ন্ত্রীত নয়)।
২। প্রথম বিশ্বযুদ্ধে প্রথমে অংশ গ্রহণ না করার ঘোষনা দিয়েও কেন যুক্তরাষ্ট্র ১ম বিশ্ব যুদ্ধে ছয় মাসেই আবার অংশগ্রহনের সিদ্ধান্ত নেয়।
৩। যুক্তরাষ্ট্রের ধনকুব প্রতিষ্ঠানগুলো শত্রু - মিত্র; দুই দেশেই সমান ভাবে ব্যবসা করেছে
৪। ৯ - ১১ র ঘটনার বাস্তবিক বিশ্লেষন
৫। "গেস্টাপো" বাহিনী তৈরী করার সময়ে "হিটলার" এর বক্তব্য ও "হোমল্যন্ড সিকিউরিটি" বাহিনী তৈরী করনের সময়ে প্রসিডেন্ট বুশ এর বক্তব্যের হুবহু মিল ,,,,,,,
ইত্যাদি

যদি সময় থাকে ইউটিউব থেকে নামিয়ে দেখে নিন এবং আপনার চিন্তা ধারায় ভিন্ন মাত্রা যোগ করতে পারেন!!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.