নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে তেল ও গ্যাস এর মূল্য কেন কমছে না?

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

আমরা অনেকেই হয়তো খোঁজ নেই না যে, এক ব্যরেল তেল এ কতটুকু লিটার পরিমান আছে। ব্যরেল মাপকাঠিটি আমার যতটুকু পড়াশুনা হয়েছে, তাতে এই শব্দটি আহোরিত অপরিশোধিত তেল এর জন্য অধিকাংশ ব্যবহার করা হয়ে থাকে। যদিও অন্যান্য তরল পদার্থের জন্য এই শব্দটি ব্যবহার হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের ব্যরেল ও যুক্তরাজ্যের ব্যরেল এ সামান্য তফাত রয়েছে।
১ যুক্তরাষ্ট্রের ব্যরেল = ৪২ (যুক্তরাষ্ট্রের) গ্যলন = প্রায় ১৫৯ লিটার
১ যুক্তরাজ্যের ব্যরেল = ৩৬ ইম্পেরিয়াল গ্যলন = ৩৬ * ৪.৫৪৫৬ = ১৬০ লিটার (অর্থাৎ প্রায় সমান সমান)

গ্রাফ থেকে সহজেই দেখতে পারবেন, ১ ব্যরেল অপরিশোধিত তেল বিশ্ব বাজারে গত কয়েক মাস ধরে কি রকম ছিল এবং থাকবে। (প্রায় এক বছর ধরে; ৪০ মার্কিন ডলারের নিচে)

এই গ্রাফ জানাচ্ছে প্রতি ব্যরেল তেল এর দাম ১২০ মার্কিন ডলার পর্যন্ত ছুঁয়েছিল।

সুতরাং ১ ব্যরেল অপরিশোধিত তেল মূল্য এর বাংলাদেশি টাকায় হওয়া উচিত
৪০ * ৭৯(১ মার্কিন ডলার = ৭৯টাকা হিসাবে) = ৩,১৬০/- টাকা।


পেট্রোল পাম্পে আমরা দিচ্ছি ১৬০*১০০(প্রতি লিটার তেলের মূল্য) =১৬,০০০/-= অর্থাৎ চার গুনের ও বেশি।

তথা সরকার জনগন এর কাছে চার গুন বেশি মূল্যে পেট্রোল ও পেট্রোল জাতীয় পণ্য বিক্রি করছেন।
এই চার গুন বেশি মুনাফা করে সরকার হয় তো তার উন্নয়ন কর্ম কান্ডে অর্থায়ন করছেন, কিন্তু জনগন ও নানা পণ্য উৎপাদনে, পরিবহনে এর সরাসরি প্রতিফলন হচ্ছে।

বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি না হওয়ার কারন হিসেবে জানানো হচ্ছে, অনিয়ন্তৃত সরবরাহ, তেল উত্তোলনের উন্নত প্রযুক্তি, উত্তোলন পদ্ধতি অনেক স্থানে সয়ংক্রিয় করাতে লোকবলের প্রয়োজন হ্রাস পাচ্ছে।

সন্মানিত সরকার দিগুন লাভ করে ও তার উন্নয়ন কর্মকান্ড সহজেই চালিয়ে যেতে পারেন।

তেলের দাম লিটার প্রতি ১০০/- টাকার স্থলে ৫০/- টাকা করলে প্রায় প্রতিটি জিনিষে দাম কমবে, দেশের রফতানীযোগ্য পণ্যের মূল্য কম হয়ে বিশ্ব বাজারে বাংলাদেশ আরও প্রতিযোগী সহায়ক ভূমিকা পালন করে দেশের ‌অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখতে পারবে।
সরকারী মহলে এ বিষয়ে সদয় মনযোগী হওয়ার আহবান করছি।

আমার গণিতের যোগ বিয়োগে এখানে অনেক বিষয়ে আলোকপাত ইচ্ছে করে করা হয়নি, (যেমন পরিবহন ব্যদ, পরিশোধন ব্যয় ইত্যাদি) কারন আমার উদ্দেশ্য এখানে সকলকে শুধু জানানো, "বিশ্ব বাজারে তেলের মূল্য কমতির দিকে"; এর সুফল দেশ ও জনগন যেন সরাসরি পায়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

হানিফঢাকা বলেছেন: ঠিকই বলেছেন। এর কারন দুইটা:
১। আপনার দাদা আগে আধা বাকিতে ঘি খেয়েছিলেন। আপনি এখন সেটা শোধ করছেন।
২। যারা আপনার দাদার কাছে আধা বাকিতে ঘি বিক্রি করেছিলেন, তারা সেই টাকা লোটপাট করেছেন। এখন সেই টাকা আপনার কাছ থেকে উসুল করা হচ্ছে।

আপনার কাজ হল বিনা প্রশ্নে টাকা দিয়ে আপনার দাদার লোন এবং তাদের লোটপাটের টাকা পরিশোধ করা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

ফেরদাউস আল আমিন বলেছেন: জনগন অন্ততঃ জানুক, বিশ্বে তেলের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পাওয়া সত্যেও তার সুফল সরকার জনগনকে দিচ্ছেন না, বা দিতে অপারগ বা দিবেন না কারন অনেক বকেয়া ঋন সরকারকে পরিশোধ করতে হবে বা হচ্ছে!!
বিষয়টি সন্মানিত সরকার বিস্তারিত করুক।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

গেম চেঞ্জার বলেছেন: সরকারে যারা আছেন তাদের সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে যায় :-<

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

রাজীব বলেছেন: তেলের দাম কমলে আমার কি লাভ হবে???
আমাকে তো তেল কিনতে হয় না। আমার যা যা কিনতে হয় তার একটি লিস্ট করি:

১। বাস ভাড়া কি কমবে??
২। ট্রেনের ভাড়া কি কমবে??
৩। জিনিস পত্রের দাম কি কমবে??
৪। বিদ্যুতের দাম কি কমবে??
৫। রিক্সা ভাড়া কি কমবে??
৬। সিএনজি ভাড়া কি কমবে??
৭। ট্যাক্সী ভাড়া কি কমবে??

আসলে কিছুই কমবে না!

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩

ফেরদাউস আল আমিন বলেছেন: তেলের মূল্য কমানোর পক্ষে যুক্তি টা দিয়ে গেলাম। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা র দায়িত্ব আপনার, আমার তথা সবার।
সরকার যে জনগন থেকে চার গুন বেশি তেলের দাম নিচ্ছে, এটা তো জানছেন এবং মানছেন? তাই নয় কি?

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

ফেরদাউস আল আমিন বলেছেন: আজ দেখলাম অর্থ মন্তৃ তেলের দাম কমানোর লক্ষে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
অর্থাৎ তিনি দাম না কমানোর জন্য সময় চাইছেন।
আমার ‌পর্যবেক্ষন ও উত্তর হোলঃ-
এতে কমিটি করার কোন প্রয়োজন তো নেই, বিশ্ব বাজারে তেলের দাম এক চতুর্থাংশ হয়ে গেছে। সরকার সহজেই দাম অন্ততঃ অর্ধেক করতে পারেন, এখনই।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০

ফেরদাউস আল আমিন বলেছেন: সন্মানিত মন্তৃ দ্বিতীয় দফা তেলের দাম হ্রাস করার ঘোষনা দু সপ্তাহ পরে জানালেন যে, তেলের দাম আর কমানো হবে না। বিশ্ব বাজারে তেলের দাম নাকি বেড়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.