নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কিছু মেগা প্রকল্প এবং এর বাস্তবায়ন কাল

১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৬


ক্রমিক প্রকল্পের নাম কোথায় হচ্ছে বাংলাদেশি টাকায় ব্যয় কবে সম্পন্ন বা চালু হবে
------- ---------------- --------------- ------------------------- --------------------------

১। পদ্মা সেতু, মাওয়াতে পদ্মা নদী বৃজ ৩০,০০০,০০,০০,০০০ টাকা ২০১৯ সালে
২। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈস্বরদী, পাবনা ১,০৬,২৬০,০০,০০,০০০ টাকা ২০২৩সালে
৩। পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী ৪,২০০,০০,০০,০০০ টাকা আংশিক চালু

৪। মাদারবাড়ী বিদ্যুৎ ও বন্দর প্রকল্প, মাদারবাড়ী, মহেশখালী ৩১,৯২০,০০,০০,০০০ টাকা ২০২৪সালে
৫। খুলনার সুন্দর বনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ প্রকল্প, ১৪,১১২,০০,০০,০০০ টাকা ২০২১সালে
৬। মেট্রো রেল এবং ঢাকা মেট্রো লাইন ৬ ২৯১,৮৫০,০০০,০০০ টাকা ২০১৯ সালে

৭। গভীর সমুদ্রে এলএনজি টার্মিনাল। ৪,২০০,০০,০০,০০০ টাকা ২০২১ সালে
৮। বঙ্গবন্ধু স্যটেলাইট – ১ ২০,৮৩২,০০০,০০০ টাকা চালু
৯। ঢাকা উচায়িত এক্সপ্রেসওয়ে এয়ার্পোর্ট থেকে ফার্মগেট ৮,৯৪০,০০,০০,০০০ টাকস ২০২০সালে

১০। ঢাকা উচায়িত এক্সপ্রেসওয়ে এয়ার্পোর্ট থেকে আশুলিয়া ১৬,৯০১,০০,০০,০০০ টাকা ২০২২সালে
১১। মেঘনা-গোমতি-কাঁচপুর ৪ লেন বৃজ ঢাকা-চট্টগ্রাম সড়ক ৬,৪৩০,০০,০০,০০০ টাকা ২০১৯সালে

(সূত্র বিভিন্ন ওয়েবসাইট, উইকিপিডিয়া থেকে অধিকাংশ)

এগুলো যোগ করলে যোগফল দাঁড়ায় ২,৪৭,০৩১,২০,০০,০০০ টাকা
অর্থাৎ দুই লক্ষ সাতচল্লিশ হাজার একত্রিশ কোটি বিশ লক্ষ টাকা (এখানেও ভুল হতে পারে কারন এত বড় অর্থের পরিমান কথায় আগে লিখিনি)
(ভুল হলে শোধরে দেবেন, ব্লগ লেখায় অংক কষা একটু কঠিন)

বাংলাদেশের জনসংখ্যা ১৬,০০,০০,০০০ (ষোল কোটি) অনুমান করা হলে, আগামি পাঁচ বছরে মাথা পিছু ব্যয় হবে।
২,৪৭,০৩১,২০,০০,০০০ ভাগ ১৬,০০,০০,০০০= ১৫,৪৩৯ টাকা

এটা জনগনকে কর হিসেবে দিতে হবে, যেহেতু সকলে কর দেন না, কিন্তু যারা কর দেন, তাদের ওপর হয়তো করের বোঝা বেশি হবে।
তবে দেশ উপকৃত হবে যদি সবগুলো প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন হয় এবং দেশ ক্রমানগত উন্নতি করতে থাকে।

দেশ উন্নত হলে জনগন এই ব্যয়কে বহন করতে নিজ থেকে এগিয়ে আসবেন। আর প্রকল্পে কারচুপি হলে, দেরি হলে জনগনের ভোগান্তি বাড়তে থাকে।

এ ধরনের প্রতিবেদন ব্লগে, বিশেষ করে এই ব্লগে সঠিক ভাবে উপস্থাপন করা বেশ কঠিন। কারন এই ব্লগ অংক কষে তার হিসাব উপস্থাপন করার জন্য তৈরী নয় বলে আমার অনুমান। সুতরাং আমার ভুল হওয়া স্বভাবিক, সুতরাং কেউ এই উপস্থাপনকে একেবারে "অফিসিয়াল" প্রতিবেদন ভাববেন না। কোন ভুল থাকলে বা মনে হলে, তা এখানে উল্লেখ করলে কৃতজ্ঞ থাকব।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হচ্ছে, এটা অফিসিয়েল প্রতিবেদন, আপনি পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল; আপনি পরিচয় গোপন করে যাচ্ছেন?

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৮

ফেরদাউস আল আমিন বলেছেন: সন্মানিত মন্ত্রীদের ব্লগ লেখার সময় হলে অনেক কিছুই ব্লগেই জানতে পারতেন।

২| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৮

সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে এমন তথ্য জানানোর জন্য।

এই প্রকল্প আমাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবে, কিন্তু বেকারত্ব ও দারিত্রতা দুরিকরণে এর ভুমিকা কী? যেখানে জনগণের রক্তে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেখানে জনগণের কষ্ট কতটুকু দূর হচ্ছে সেটাই দেখার বিষয়!

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

ফেরদাউস আল আমিন বলেছেন: শৃংখলা, সততা ও নিয়ম মেনে চলার প্রবনাতা জনগনের মধ্যে বিদ্যমান থাকলে যে কোন দেশ এর উন্নতি হওয়া কোন বিষয় নয়।
বাংলাদেশে বর্তমানে এই তিনটার ই প্রচন্ড ঘাটতি আছে। এ গুলোর উন্নয়ন না হলে মেগা প্রকল্প হবে ঢিকই কিন্তু জনগনের সামাজিক উন্নয়ন হতে অনেক পথ পেরুতে হবে।

৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: আসলেই দেশ উন্নয়নের মহাসড়কে।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:২০

ফেরদাউস আল আমিন বলেছেন: দেখলে তাই মনে হবে কিন্তু নৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি ক্রমাগত। সকল সরকারী কাজে উপরি ছাড়া প্রায় কাজ করা অসম্ভব

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

ফেরদাউস আল আমিন বলেছেন: শৃংখলা, সততা ও নিয়ম মেনে চলার প্রবনাতা জনগনের মধ্যে বিদ্যমান থাকলে যে কোন দেশ এর উন্নতি হওয়া কোন বিষয় নয়।
বাংলাদেশে বর্তমানে এই তিনটার ই প্রচন্ড ঘাটতি আছে। এ গুলোর উন্নয়ন না হলে মেগা প্রকল্প হবে ঢিকই কিন্তু জনগনের সামাজিক উন্নয়ন হতে অনেক পথ পেরুতে হবে।
একই উত্তর দিলাম ইচ্ছে করেই; কারন আপনি যতক্ষন না আমাদের উন্নয়ন অন্য একটি দেশের সংগে তুলনা করতে পারবেন না, আপনি বুঝবেন না উন্নয়নের সড়কে না মহাসড়কে আছেন।
সড়কে ও মহাসড়কে যে নিয়ম না মানার প্রচলন, তাতে কি হবে ভবিষ্যতে তা খুব একটা ভাল মনে হচ্ছে না

৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫

একাল-সেকাল বলেছেন: আপনার পোস্টে উপকৃত হব .............।
আশা ২০% (ধীর গতির হলেও দৃশ্যমান)
নিরাশা ৮০% (প্রকণ্পের সন্দেহাতীত ব্যয় বৃদ্ধি, দৃশ্যমান দুর্নিতীকে আরো দৃশ্যমান করে দিচ্ছে) হাতির খাবারের ব্যবস্থা করে হাতি পোষা উচিৎ ।।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:২১

ফেরদাউস আল আমিন বলেছেন: তবুও অবকাঠামো প্রকল্প হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.