নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস পরীক্ষায় অনিয়ম: বিশ্ব থেকে বিচ্ছিন্নতার আশংকা বাংলাদেশের সামনে?

১১ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৯

বিবিসি র লিংক
জাল সনদ
শিরোনামটি বিবিসির
কত জন দেখেছেন এটি?
নিচে সেই খবরের কিয়দংশ উদ্ধৃতি কর গেলঃ

"ঢাকা থেকে নেগেটিভ সনদ নিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে গন্তব্যে পৌঁছানোর পর পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ যাত্রী পাওয়ায় ঢাকার সাথে ফ্লাইট চলাচল বন্ধের তালিকায় যোগ হয়েছে ইতালি।

এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনও ঢাকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিলো একই কারণে।

এমনকি নমুনা না নিয়ে কিংবা নমুনা নিয়ে ফেলে রেখে টাকার বিনিময়ে মনগড়া রিপোর্ট দেয়ার প্রমাণ পেয়েছে র‍্যাব, যে খবর মূহুর্তেই ছড়িয়েছে সারাবিশ্বে।

বিমান ও পর্যটন সংক্রান্ত ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলছেন, বাংলাদেশের সাথে যোগাযোগ আছে এমন প্রতিটি দেশ ও এয়ারলাইন্স তীক্ষ্ণ নজর রাখছে করোনা টেস্ট নিয়ে ঢাকায় কি হচ্ছে তার দিকে।

মি. আলম বলছেন, দ্রুত এমন কোনো ব্যবস্থা চালু করতে হবে যাতে বিদেশগামীরা করোনা পরীক্ষা করে সঠিক রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে পারেন।

"না হলে বড় চাপে পড়তে পারে বাংলাদেশ, কারণ বিমানবন্দরে চার মাসেও কার্যকর স্ক্রীনিং ব্যবস্থা তৈরি হয়নি। আবার টেস্ট নিয়েও দুর্নীতি বা অনিয়ম চলতে থাকলে এভিয়েশনের ক্ষেত্রে বড় ধরণের নিষেধাজ্ঞায় পড়ে যাওয়ার আশংকাও তৈরি হতে পারে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।"

কি ভাবে চলছে আমাদের প্রিয় মাতৃভূমি, বোঝাই যাচ্ছে।
কেন এই অব্যবস্থাপনা, কেন নেই মান নিয়ন্ত্রনের ব্যবস্থা
যারা কোভিড-১৯ পরীক্ষা করছেন, তারা কি তার মান নিয়ন্ত্রনের ব্যবস্থা রাখেন নি। রাখা হলে এই ঘটনা কেন?

গতকাল আমার এ আত্মীয় নিউ ইয়র্ক যাবেন "এমিরেট্স" এ করে। সে জানাল ১,৫০০/- ডলার এর টিকেট সে পেয়েছে প্রায় ৪,০০০/- ডলার এ।
ফ্লাইট এর তারিখের দুদিন আগে এমিরেটস থেকে ফোন করে জানাল, "কোভিড-১৯" পরীক্ষা করে তার প্রত্যায়ন পত্র লাগবে যে যাত্রী র "কোভিড-১৯" রোগ নেই। এবং মাত্র চারটা হাসপাতালকে কে "এমিরেট্স" নির্ধারিত করেছে এি পরীক্ষার ও ফলাফলের জন্য।

আর সেগুলি হোলঃ-
১। এ্যপোলো
২। ইউনাইটেড
৩। স্কয়ার

৪। প্রভা (অনলাইন মেডিকাল সার্ভিস)
মূল্য চাওয়া হয়েছে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।
অথচ জানা যায় এই পরীক্ষার কিট গুলো অধিকাংশই সরকারকে বিদেশী রাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে।
আত্মীয় আরও জানাল, এই "পরীক্ষা কিট" এর মূল্য যুক্তরাষ্ট্রে ১ থেকে ২ ডলার (যদি পাইকারীতে কেনা হয়)।
মহামারীর মধ্যেও রাতারাতি ফুলে উঠার ব্যবসা!

লক্ষ করুন এই বিদেশী এয়ারলাইন কোন দেশী হাসপাতাল বা পরীক্ষাগারকে চয়ন করেনি। এটা কি সরকারের নির্ভরতা না করার ঈঙ্গিত বহন করে না।

আমাদের এত বড় বড় হাসপাতাল, পরীক্ষাগার রয়েছে, BSMRMU রয়েছে, IEDCR রয়েছে, কুর্মিটোলা সাধারন হাসপাতাল রয়েছে, যেখানে দেশের সব সাধারন মানুষ যাচ্ছে এবং কোভিড - ১৯ পরীক্ষা করাচ্ছে।

সংশ্লিষ্ট মহল এই বিষয়টি ভেবে দেখবেন কি?

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: বিশ্ব আমাদের ভাবমূর্তি কিছুটা নষ্ট হয়েছে। সরকার টাইট থাকলে এমনটা হতো না।

২| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪

ফেরদাউস আল আমিন বলেছেন: সরকার তো টাইট করার অনেক সময় পেয়েছিলেন

৩| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরা জাতিকেই বাকি দেশগুলি মিলে কুয়ারেন্তাইনে পাঠাবে মনে হচ্ছে। অসুবিধা নাই। আমরা সব কিছুকেই ইতিবাচকভাবে নেই। বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলে বিশ্বের সকল সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারব।

৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বড় অভাগা জাতি আমরা।

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:১০

ফেরদাউস আল আমিন বলেছেন: এই ভাবে চিন্তা করলে হবে না। আমরা সংগ্রামী জাতি, নেতৃত্বকে বোঝাতে হবে, না বুঝলে, যোগ্য নেতৃত্ব পদস্থাপনে উদ্যোগি হতে হবে

৫| ১২ ই জুলাই, ২০২০ রাত ৩:২৪

সোহানী বলেছেন: দু:খজনক। সবকিছু নিয়ে ব্যবসা করুক অন্তত এ মৃত্যু বিক্রির ব্যবসাতে সরকার কিছুটা নিয়ন্ত্রন করলেও পারতো। ইতালীর এ ঘটনা আর বাটপার শাহেদের ঘটনা এখন সব মিডিয়াতে।

এভাবে একের পর এক যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের এ অভাগা দেশ বাঁচবে কিভাবে? নিজের পায়ে আমরা কুড়াল না বোমা মেরে চলছি।

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:১২

ফেরদাউস আল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ "সামু" কে বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখার জন্য

৬| ১২ ই জুলাই, ২০২০ রাত ৩:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাস্হ্যখাতে দূর্ণীতির যে বিবরন টিভি ,পত্রিকায় আসছে
সেখানে ভালো কিছু আশা করেন কি করে ???

........................................................................................
টিকেট কাটার পূর্বে সরকার বেশ কিছু শক্ত ব্যবস্হা নিতে পারেন
যেমন : নির্ধারিত হাসপাতাল, ফি নির্ধারন, ২৪ ঘন্টায় টেষ্ট রিপোর্ট
এবং নির্ধারিত হাসপাতালে ২৪ ঘন্টা মনিটরিং,দূর্নীতি করলে প্রতি
টেষ্টের ক্ষেত্রে জেল ও ৫০,০০০ টাকা জরিমানা ।

.........................................................................................
নীতিগত অবস্হান কঠিন ভাবে পালন করলে একদিনে অসাধু ব্যবসায়ী
ও বেকুব কিছু বাঙালী সোজা হতে সেকেন্ড লাগবে না ।

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪০

ফেরদাউস আল আমিন বলেছেন: অবশ্যই সরকার ইচ্ছে করলে অনেক কিছুই পারেন, সংশ্লিষ্ট সংস্থায় বিষয়টি অনুধাবন করতে উদ্যোগী হতে হবে। আমার মতে, না হলে তাদের নেতৃত্বকে প্রশিক্ষনের আওতায় আনতে হবে নয়তো পরিবর্তন প্রয়োজন।

৭| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
লক্ষ করুন এই বিদেশী এয়ারলাইন কোন দেশী হাসপাতাল বা পরীক্ষাগারকে চয়ন করেনি।

আপনি মনে হয় বাংলাদেশে নতুন
তাই কমিশনের ব্যাপারটি বুঝতে পারেন নাই, বা যানেন না।

যেমন ডাক্তার সাহেবরা টেষ্ট করতে নির্দিষ্ট ল্যাবে পাঠান(যেই ল্যাবের সাথে কমিশন চুক্তি আছে)
বিভিন্ন এম্বেসিও নির্দিষ্ট কিছু ক্লিনিক (ফালতু ক্লিনিক) সিলেক্ট করে দেয় মেডিকেল টেষ্ট রিপোর্ট আনতে।
সব কিছুতেই উভয় পক্ষের মার্কেটিং অফিসাররা ব্যাবস্থা করে, লেন দেনও উভয় পক্ষেই লাভবান হয়।
অতচ বাংলাদেশে সবচেয়ে ভাল টেষ্ট হয় আইসিডিডিআরবিতে ও সিএমেইচে। সেখানে লেনদেন নেই মার্কেটিং নেই।
৫০০০ টাকার গলাকাটা নেই। তাই ওরাও নেই।

বিবিসির কিছু সাংবাদিক টাকা খেয়ে ২০১৩ থেকে ধারাবাহিক ভাবে মৌলবাদি তোষন ও বাংলাদেশ বিরোধি মিথ্যা রিপোর্ট করে যাচ্ছে।

আর বাংলাদেশী সব পত্রিকাতেই হেডলাইন দিয়ে বলা হয়েছে জাল করোনা সার্টিফিকেটের কারনে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে।

এটা সত্য নয়।
ইটালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় করোনো প্রকপ চলছে এমন ১৩ টি দেশ থেকে যারাই আসুক তাদের উপর ট্রাভেল ব্যান করা হয়েছে।
সেটা ভুয়া সার্টিফিকেটের জন্য নয়।
সেটা বাংলাদেশও নয়, বাংলাদেশীও নয়।
ব্যাপারটি হচ্ছে যেকোন দেশের নাগরিক হউক। গত ১৪ দিনের ভেতর বাংলাদেশ ব্রাজিল সহ এই ১৩ দেশে অবস্থান করলে, এমনকি ট্রাঞ্জিটে কয়েক ঘন্টা থাকলেও ইটালির দরজা বন্ধ। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত।
The ban applies to everyone who has spent any time in any of those13 countries within the past 14 days, regardless of nationality or residency.

এসব নিয়ে আমার এই পোষ্টটি পড়ে দেখবেন।
বিদেশ যাওয়ার আগে করোনা নেগেটিভ সনদ নিতে হবে, এটা কোনো দেশেই বাধ্যতামূলক নয়

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:১৭

ফেরদাউস আল আমিন বলেছেন: আমি আপনি সঠিক তথ্যটি উপস্থাপনে আগ্রহি, আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্যটি প্রকাশ করে বিদেশি এয়ারলাইনগুলোকে দেশের পরীক্ষাগারে স্বল্পমূল্যে পরীক্ষা করনে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত,

৮| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:০৭

কলাবাগান১ বলেছেন: বিবিসি এর নিউজের লিং টা প্লিজ দিন...আপনি রিজভী সাহেবের লিং দিয়েছেন বিবিসি এর না

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:০৪

ফেরদাউস আল আমিন বলেছেন: লিংকটি দিয়েছি, প্রথম লাইনটিই "বিবিসি" লিংক এর

৯| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:২৫

কলাবাগান১ বলেছেন: রাকিব হাসনাত
বিবিসি বাংলা, ঢাকা থেকে এই পোস্ট লিখেছেন বিবিসি বাংলা ওয়েবসাইটে আর আপনি লিখছেন বিবিসি এর ওয়েব সাইট...তাই বিবিসির ওয়েব সাইটে তন্ন তন্ন করে খুজেও পাইনি।

পুরাটাই মন দিয়ে পড়লাম...কোথাও কোন দেশের পররাস্ট্র মন্ত্রালয়ের কাউকে ই দেখলাম না যে এই মন্তব্য করতে...ঢাকার দুই-তিন জন 'বিশেষজ্ঞ' এর মতামত কে এমন রং চড়িয়ে পোস্ট করলেন যে সামু এটাকে স্টিকি পোস্টে পরিনত করল...।

আমিতো মনে করলাম আমেরিকার/ব্রিটেনের স্টেট ডিপার্টমেন্টে এর মুখপাত্র এই সাবধান বানী দিয়েছেন

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৫

ফেরদাউস আল আমিন বলেছেন: দুঃখিত
মনে করেছিলাম বিবিসির এই সংবাদটির "সংযোগ" সহজে ষংযোগ হবে। এবার এডিট করত দিয়ে দিয়েছি; ধন্যবাদ এই বিষয়টি উল্লেখ করার জন্য

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪১

ফেরদাউস আল আমিন বলেছেন: লিংকটি এখানেও দিচ্ছি
https://www.bbc.com/bengali/news-53360305

১০| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:২৮

একাল-সেকাল বলেছেন:
দেশে লকডাউন
বিদেশে ক্রেক ডাউন
উন্নয়নের রোল মডেল
-জয় বাংলা।

১১| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:২৯

নেওয়াজ আলি বলেছেন: আইনের শাসন থাকলে ডা. সাবরিনার এখন পুলিসের রিমান্ডে থাকার কথা; কিন্তু সে ফেসবুক লাইভে এসে জাতিকে সততার সবক দিচ্ছে।

১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪২

ফেরদাউস আল আমিন বলেছেন: আমার জানা নেই

১২| ১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: যে মানুষের কাছে পিতা বা সন্তানের লাশের চেয়ে অর্থের চাহিদা বেশি; তাকে কোন আইন করেই সঠিক পথে আনা যাবে না। এমন হতাশায় আমাদের আগে কখনো কি পড়তে হয়েছে? পানিতে নীল মিশিয়ে সেনিটাইজার বানানো, কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট দেয়া, হত্যার জঘন্য অপরাধ। তাদেরকে, দুই সপ্তাহের মধ্যে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারলেই, হয়তো, আমাদের ভবিষ্যত সুন্দরের পথে যাওয়া সম্ভব।

১২ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৪

ফেরদাউস আল আমিন বলেছেন: গতকাল উত্তরার এয়ারপোর্ট সড়কে দেখলাম এখন পাবলিক বাসগুলোতে কোন স্বাস্থ্য বিধি গুলো অনুসরন করার লক্ষন ই নেই
নীল পানির বোতল ও নেই! :||

১৩| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৬

পুলক ঢালী বলেছেন: এই সনদ যখন বিদেশ যায় তখন সেটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে । দেশের ভিতর মর্যাদা নেই সেটা দেশেই থাকুক কিন্তু বিদেশীদের কাছে বাঙ্গালীকে ন্যাংটো করার জন্য এদের তো দেশদ্রোহী হিসাবে বিচার করা উচিৎ । সাহেদ একজন নয় এবং একাও নয়, এক দিনেও তৈরী হয়নি, এর সাথে স্বাস্থ্য অধিদপ্তর এবং ক্ষমতার বলয়ের মানুষজনও জড়িত। কে কার বিচার করে ?

১৪| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৩

আমি সাজিদ বলেছেন: টানা চারদিন তিন হাজার সনাক্ত। ইতালি স্বাধীন বিপক্ষের শক্তির টাকা খেয়ে এমন কান্ড করেছে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আমরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। আমরা চোর ধরি আবার আমাদেরই চোর বলে।

১৫| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০২

ডি মুন বলেছেন: বাংলাদেশের সামনে খুব খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
এমনিতেই আমাদের দেশের ইমেজ ভালো না বহির্বিশ্বে। তার উপরে এখন যে অবস্থা।
তাতে করে বিদেশে বাংলাদেশীরা খুব খারাপ সময় পার করবে সামনে।

সরকারের এগুলো নিয়ে কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।


১৬| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৪

ফেরদাউস আল আমিন বলেছেন: কি ধরনের সবক দিচ্ছে, যদি কিছু উদ্ধৃতি দিতেন এখানে।
আমি "ফেবু" ব্যবহার করি না

১৭| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫

সপ্তম৮৪ বলেছেন: বিবিসি বাংলা বর্জনীয়। মানহীহঁ আর উস্কানিমূলক নিউজ বেশি করে

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭

ফেরদাউস আল আমিন বলেছেন: আমরা কি করি?

১৮| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

ইসলামের আলো বিডি বলেছেন: বিশ্বে আমাদের মর্যাদা ধরে রাখতে হবে।

১৯| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

ফেনা বলেছেন: চমতকর পোষ্ট।
জনাব আপনার এই পোষ্টটি জানাও ডট কম এর প্রকাশ করার অনুমতি চাইছি।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে, রেফারেন্স হিসেবে প্রকাশ করতে পারেন

২০| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: ঘুরে ফিরে বার বার হুমায়ুন আজাদের কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন,
বাঙালী একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালীকে পুরষ্কার দেয়া উচিত।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭

ফেরদাউস আল আমিন বলেছেন: নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার মেশিনে নমুনা প্রবেশ করিয়ে ফলাফল প্রকাশ করবে, এটা পদ্ধতি হওয়া উচিত ছিল
নমুনার না্ম্বারটি সিকিউর্ড ডাটাবেস এ প্রবেশ করিয়ে তারপর মেশিনে দিয়ে ফলাফল পুনরায় ডাটাবেস এ প্রবেশ করিয়ে সয়ংক্রিয় ভাবে ঐ ডাটাবেস থেকে ইমেইল বা এসএমএস করে সংশ্লিষ্ট সরকারী ওয়েবসাইটে নাম ও ঠিকানা না উল্লেখ করত, শুধুমাত্র নমুনা নাম্বার দিয়ে প্রকাশ করলে সনদ আসল না নকল পরীক্ষা প্রার্থী নিজেই বারবার চেক করতে পারতেন।
অন্যকেও (বিদেশী বিমানবন্দর) দেখাতে পারতেন।
সরকার এত ডিজিটাল উন্নতি করল, এই বিষয়ে কেন ম্যনুয়াল হয়ে গেলেন।
বোধগম্য নয়

২১| ১২ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০

আহাম্মেদ সকাল জিকু বলেছেন: কি আর করা!
শুরুর দিকে পোর্ট গুলি কন্ট্রোলে থাকলে হয়ত এমন দিন দেখা লাগতো না!!
আর স্বাস্থ্যখাতে যখন একদল হায়েনা রাজত্ব করছে, সেখানে কার কাছেই বা প্রতিকার চাইবো??
এ দেশের তো কোন অবিভাবক আছে বলেই মনে হয় না।।

২২| ১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যার্থতার দায় স্বীকারের সংস্কৃতিতো আমাদের নেই।
জিম্বাবুয়েতে দূর্নীতির দায়ে মন্ত্রী গ্রেফতার হয়!!! আর আমাদের এখানে মন্ত্রীর ছেলে আর মিঠু সিন্ডিকেটের কথা সবাই জানলেও কোন একশন নেই। সবকিছুতে দলান্ধতায় সমর্থন করার লোকেরও অভাব নেই!

অথচ সত্য সাদা!
সাদাকে সাদা বলার লোকেরা নিরব হয়ে আছে, সাতান্ন আর গুম খুনের ভয়ে!
শাহেদ, সাবরিনা, আরিফ আর মিঠুরা সক্রিয়!
তাদের এই উত্থানতো একদিনের নয়! পুরা সিস্টেমই তথা আ্ওয়ামী সরকারই এর জন্য শতভাগ দায়ী।
কারণ তারা বৈধ অবৈধ মিলিয়ে ১৫ বছরের বেশি সময় একক ভাবে ক্ষমতায়!

করোনার শুরু থেকে যে অবহেলা, জন্মদিনের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতির ডিলেে এবং তারপরও মন্ত্রীদের করোনাকে নিয়ে বালখিল্য মন্তব্য মানুষকে করোনা নিয়ে সতর্ক হতে দেয়নি।
এয়ারপোর্টে নামকাওয়াস্তে শো পিস নিরাপত্তা, করোনা বিস্তারকে আরো গভীর করে তোলে!
লকডাউন, পোষাক শ্রমিকদের নিয়ে খোলা বন্ধের ঘুটা! একে জটিল পর্যয়ে নিয়ে যায়!
অত:পর যখন ঢল নেমেছে তখন তা নিয়ন্ত্রনের পুরো বাইরে চলে যায়!

সারা বিশ্ব যখন বলেছে টেষ্ট, টেষ্ট এভং টেষ্ট - তখন আমাদের কম টেষ্টে কম রোগী তত্ত্ব বেশ কার্যকর!
সকল পরিসংখ্যান অন্তর্জালেই মজুদ আছে।
ড। জাফরু উল্লাহর কীট নিয়ে নাটক তো পুরা জাতি অবহিত!
নকল মাস্ক নিয়ে আপত্তি তোলায় সাপন্সেন আর বদলী!
এরপর আর কি আশা করতে পারেন।

আজো গা বাঁচানোর আত্মঘাতি পথেই হাটছে দৃশ্যততো তাই মনে হয়।
শাহেদ কে খুঁজে পায় না বাহিনী! অথচ এরা যে করৎিকর্মা নয় এমন নয়- বরং বিরোধীদল দমনে
তাদের উদাহরন অতুলনীয়! কিন্তু তাদের এই ব্যার্থতা শুধু দেশের নয় সারা বিশ্বের দৃষ্টিতে গভীর পর্যারোচনার বিষয়।
সকলের চোখ হোয়াট নেক্স্ট এর দিকে!

বাংলাদেশের প্রশাসনিক এই ব্যার্থতা এখন শুধু দেশের ভেতরে নয় এখন তা বৈশ্বিক মান নির্ণায়ক হয়ে উঠেছে!
ইতোমধ্যে বাংলাদেশে পাসপোর্টের মান ৯৯ থেকে ১০১ এ নেমে গেছে যা আন্তর্জাতিক ক্ষেত্রে চরম লজ্জ্বাজনক! আশংকাজনক।

ইটালিতে পালিয়ে বেড়াচ্ছে যে ৩৭ জন তাদের দূতাবাসের মাধ্যমে আহবান জানানো উচিত। প্রয়োজনে ব্যাক্তিগত যোগাযোগ করে দেশের স্বার্থে ডেকে এনে পুনরায় কোভিড১৯ টেষ্ট করানো উচিত। পজিটিভ হলে ট্রিটমেন্ট গৃহণ নেগেটিভ হলে বুক ফুলিয়ে দেশের প্রতিনিধিত্ব করার মর্যাদা এই বোধ জাগানো উচিত। এবং তাতে রাষ্টের প্রতি রাস্ট্রের আস্থা বৃদ্ধিতে্ও সহায়ক হবে।

এখন দূর্ণীতির বিরুদ্ধে একমাত্র কঠোর অবস্থান গ্রহনই পারে দেশের হৃত মর্যাদা পুনরুদ্ধার করতে।
মেডিকেল ব্যভস্থাকে দৃশ্যমান পুর্নগঠন করা, প্রয়োজনে আন্তর্জাতিক সহয়োগীতা চেয়ে তাদের মাধ্যমে মান সার্টিফাইড করানো হতে পারে একটা ভাল উপায়।

কে শোনে কার কথা।
আমজনতা নির্বাক লাঞ্চিত হয়ে পদে পদে
কখনো জীবন দিয়ে, কখনো অপমান সয়ে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.