নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

রবার্ট ক্লাইভ __ কেমন লোক ছিলেন তিনি

১২ ই জুলাই, ২০২০ সকাল ১০:০২

রবার্ট ক্লাইভের মূর্তি; লন্ডন এ সম্ভবত

রবার্ট ক্লাইভ বাংলার মাটিতে এসেছিলেন মীর জাফর এর মাধ্যমে নবাব সিরাজদুল্লাহ কে পলাশীর যুদ্ধে হারিয়ে
কিন্তু কি রকম লোক ছিলেন এই রবার্ট ক্লাইভ!
অতিসম্প্রতি আমার ইনস্টাগ্রাম একাউন্ট এ যাদেরকে অনুসরণ করি তাদের একজন একটি সুন্দর ছোট বার্তা দিয়েছেন
তাতে লেখা আছে যে রবার্ট ক্লাইভ যুক্ত রাজ্যে একজন ছোটখাটো মাস্তান বা গ্যাংস্টার হিসেবে তার পরিচিত ছিল।

ইনস্টাগ্রামের সেই ক্ষুদ্র বার্তা লেখক এর অ্যাকাউন্ট সাইমন।নরফোক স্টুডিও; সায়মন নরফোক স্টুডিও
তিনি যে ইতিহাসবিদের উল্লেখ তার লেখায় উল্লেখ করেছেন তার নাম হলো উইলিয়াম ডালরিম্পল।

এখন আমরা সহজেই অনুমান করতে পারি নেতৃত্বে যদি একজন গ্যাংস্টার বা মাস্তান থাকেন তার দল পরিচালনা কেমন হবে; আমি এখানেই মনে করছি বাংলার প্রশাসন প্রথম থেকেই এ ধরনের একটি অনুকরণে চলে আসার প্রবনতা; যে কারণেই আমরা কান কথা শুনি বেশি, যেটা রবার্ট ক্লাইভের একটি স্বভাব ছিলে বলে অনুমান করা যায়, অনেকটা গ্যাংসটার প্রকৃতির।
নিচে ইনস্টাগ্রামের ক্ষুদ্র বার্তার বাংলা রুপান্তর দেয়ার চেষ্টা করা হোলঃ-

একটি কারণ আছে যে ইংরেজী ভাষায় প্রবেশের জন্য প্রথম ভারতীয় শব্দগুলির মধ্যে একটি ছিল 'লুট'। এটি ভারতে একটি "অপবাদ” শব্দ, এবং যে ব্যক্তি এই শব্দটিকে ইংরেজি ভাষায় "সাধারণ মুদ্রা" বা এর খ্যাতি এনে দিয়েছিলেন, তিনি হলেন রবার্ট ক্লাইভ
ইংল্যান্ডে তাঁর প্রথম কেরিয়ারটি ছিল উচ্চ-শ্রেণীর ক্ষুদ্র গ্যাংস্টারের বা মাস্তান এর।

তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতা হিসাবে ভারতে তার সাফল্যের পর তিনি কল্পনার বাইরে বাংলার মাটি থেকে ধন – সম্পদ আহোরন করে তার মাতৃভূমিতে পাঠিয়েছিলেন।
উইলিয়াম ডাল্রিম্পল ( William Dalrymple (historian)) তার লিংক
বাংলায় তাঁর শাসনকে 'বিশ্ব ইতিহাসের কর্পোরেট সহিংসতার সর্বোচ্চ প্রবর্তন' বলে অভিহিত করেছেন এবং কর আরোপ করে যে ব্যবস্থাটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাকে ১৭৬৯ সালের বাংলার দুর্ভিক্ষের প্রধান কারণ বলে চিহ্নিত করা হয়েছিল ।

এই দুর্ভিক্ষে ১,০০,০০,০০০(এক কোটি) লোক মৃত্যুবরন করেছিল।বলে মনে করা হয়। কিছু ব্রিটিশ সংসদে তাকে তিরষ্কার করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নি; কারন পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চতুর্থাংশ শেয়ার সেই সদস্যদের ছিল।
বর্তমানে (কোভিড-১৯) লন্ডনের লকডাউনের সময় এই শান্ত দৃশ্যের শুটিং করার সময়, আমি বিদেশি অফিসের পাশে ক্লাইভের মূর্তিটি পেয়ে অবাক হয়েছিলাম: 'ক্লাইভ অফ ইন্ডিয়া', তাঁর উপাধি পুরো উপমহাদেশ থেকে নেওয়া। যেহেতু আমেরিকার (ব্ল্যক লাইভ্স ম্যটার মুভমেন্ট এর কারনে ) রাজকীয় মূর্তিগুলি যাচাইয়ের অধীনে আসছে, তাই ক্লাইভকেও সেই যাচাইয়ে পরা উচিত
রবার্ট ক্লাইভ এর ছবি উইকিপিডিয়া থেকে

পলাশীর যুদ্ধ

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৯

কবীর হুমায়ূন বলেছেন: ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর একটি বাণিজ্যিক সংস্থা ক্লাইভের জন্যই ভারতকে উপনিবেশে পরিণত করতে পেরেছে। ইতিহাসের একজন খলনায়ক রবার্ট ক্লাইভ ১৭৭৪ সালের ২২ নভেম্বর ক্লাইভ নিজেকে গুলি করে আত্মহত্যা করে। ভালো লিখেছেন। শুভ কামনা।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:০৪

ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ সংগে থাকার জন্য

২| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৪

ফুয়াদের বাপ বলেছেন: তথ্য নির্ভর সুন্দর পোষ্ট...

৩| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:২২

শায়মা বলেছেন: চেহারাতেই বুঝা যাচ্ছে লুটেরা, মাস্তান বা গ্যাংস্টা টাইপ শয়তান মানুষ!




কবীর হুমায়ূন বলেছেন: ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর একটি বাণিজ্যিক সংস্থা ক্লাইভের জন্যই ভারতকে উপনিবেশে পরিণত করতে পেরেছে। ইতিহাসের একজন খলনায়ক রবার্ট ক্লাইভ ১৭৭৪ সালের ২২ নভেম্বর ক্লাইভ নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

নিজেকে গুলি করে ভালো করেছে। নিজের শাস্তি নিজে দিয়ে.....

৪| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: রবাট ক্লাইভ পৃথিবীর ইতিহাসে নোংরা খলনায়কদের একজন ।

৫| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: একজন মানুষ মরে গেছে। তাই তাকে নিয়ে মন্দ কিছু বলা আমাদের ধর্মে নিষেধ আছে।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২৯

ফেরদাউস আল আমিন বলেছেন: আমি নিজে কিছু বলছি না, ইতিহাস এর পাতার মূল্যায়ন থেকে উদ্ধৃতি স্বমন্বয় করার চেষ্টা করেছি এখানে;
ইসলাম ধর্মে ইতিহাস পড়তে কোন নিষেধ নেই। বরং পড়া কে (যে কোন পড়া) পবিত্র কোরান শরীফ এর প্রথম বাক্য দিয়ে উৎসাহিত কিরা হয়েছে

৬| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০০

ফেরদাউস আল আমিন বলেছেন: আমি নিজে কিছু বলছি না, ইতিহাস এর পাতার মূল্যায়ন থেকে উদ্ধৃতি স্বমন্বয় করার চেষ্টা করেছি এখানে;
ইসলাম ধর্মে ইতিহাস পড়তে কোন নিষেধ নেই। বরং পড়া কে পবিত্র কোরান শরীফ এর প্রথম বাক্য দিয়ে উৎসাহিত কিরা হয়েছে

৭| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: রবার্ট ক্লাইভ টেমস নদীতে চলে গিয়েছে

৮| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশে ফেরার পর ঐ দেশের তৎকালীন সরকারও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিল। তার জীবনের শেষের অধ্যায় ছিল করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.