নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রশ্নে জর্জরিত মন আমার।

অতি আশবাদি মানুষ। সবসময় আশাই থাকি কোন একদিন নিজের ভাগ্যকে বদলাব , দেশকে বদলাব।সবসময় আত্মনির্ভরশীল হতে চেয়েছি।

চা-ওয়ালা

ভালোবাসি সবুজকে।ভালবাসি পাহাড়।ভালবাসি সমুদ্র।

চা-ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

বইঘর 'বাতিঘর' ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

চট্টগ্রামের জামালখানে অবস্থিত আয়তন, দেশি-বিদেশি বইয়ের কালেকশন এবং সংখ্যার বিচারে দেশের সেরা বই বিপণিকেন্দ্র 'বাতিঘর'-এ।এটি চট্রগ্রাম প্রেস ক্লাবের নিচ তলায় অবস্থিত।



বাতিঘরের যাত্রা শুরু মূলত ২০০৫ সালে, প্রতিষ্ঠা করেছেন দীপঙ্কর দাশ। বাতিঘরের সব চেয়ে আকর্ষনীয় দিক হল বিশাল আকারের বুকসেলফ গুলোর সামনে ছোট ছোট চেয়ার থাকে ,যেখানে আপনি ঘণ্টার পর ঘণ্টা বই পড়তে পারবেন।ক্লান্তি কিংবা অবসাদ আসলেই খেতে পারবেন কফি।

এ ছাড়া আছে লিটলম্যাগ কর্নার, চিলড্রেন কর্নার, কফিসহ নাস্তা করার ব্যবস্থা, ক্লাসিক গানের সিডি-ডিভিডি এবং ক্লাসিক, ফিকশন ও নন-ফিকশনে সাজানো বিদেশি বই। নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরীর পাশাপাশি রয়েছে সিসিটিভি ।



দেশি বিদেশি লেখকের ৫০ হাজারের বেশি বই রয়েছে। আছে বিদেশি বইয়ের বিশাল কালেকশন। এখানে দেশের পাশাপাশি ভারত, ইউরোপ ও আমেরিকা থেকে বই সংগ্রহ করা হয়। কোনো বই সঙ্গে সঙ্গে পাওয়া না গেলে অর্ডার দিলে আনিয়ে দেওয়া হয়। অর্ডার সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় বই।



চট্রগ্রামের বাইরে যারা থাকেন তারা চট্রগ্রামে আসলে, বাতিঘরে ঢুঁ মারতে ভুলবেন না।।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

আসাদ ইসলাম নয়ন বলেছেন: ভালো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

চা-ওয়ালা বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

বোকামানুষ বলেছেন: দারুন

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

চা-ওয়ালা বলেছেন: যদি পারেন একবার ঘুরে আসবেন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চেরাগি মোড়ে অবস্থিত বাতিঘরে গিয়েছিলাম !

সম্ভবত ওটার শাখা হবে ! কালেকশন বেশ ভালো !

ভালো লাগলো আপনার পোস্ট, ধন্যবাদ ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

চা-ওয়ালা বলেছেন: হ্যাঁ এটির শাখা।তবে চেরাগি পাহাড়ের মোড়ে যে বাতিঘর আছে সেটি আয়তনে অনেক ছোট।
মূলত বাতিঘর ২০০০ সালে ঐ চেরাগি পাহাড়ে ।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১

বংশী নদীর পাড়ে বলেছেন: চমৎকার সংবাদ। এই লাইব্রেরীটার কোনো উয়েবসাইট আছে কি?

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

চা-ওয়ালা বলেছেন: সরি , বাতিঘরের ওয়েবসাইট খুঁজে পাইনি ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাতিঘর থেকে বেশ কয়েকবার বই কিনেছি। হুম বসে সেখানে পড়ার ব্যবস্থাটা সত্যিই ভালো। তবে একটা কথা, এভাবে তো অনেকেই বিনে পয়সায় বইটি পড়ে ফেলতে পারবে। এতে কোনো সমস্যা হবে না তো? এই একটা জিনিস আসলে লজ্জায় জিজ্ঞেস করতে পারিনি। কিছু মনে করবেন না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

চা-ওয়ালা বলেছেন: বিনা পয়সায় বই পড়তে পড়তে হয়ত মানুষের মধ্যে বইের প্রতি ভালবাসা জন্মবে । আর বই পোকা মানুষরা বই কালেকশন করতে বেশি ভালোবাসে । ভালো মার্কেটিং পলিসি । ;) :D :D

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ও তাহলে তো ভালোই, আমি ওখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকব আর কি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

চা-ওয়ালা বলেছেন: আমারও ইচ্ছে হয়। কিন্তু সময় স্বল্পতার কারনে হয়ে উঠে না ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

নীদ্রাহীন বলেছেন:
সবার জন্য http://www.baatighar.com/

বর্তমানে নির্মানাধীন আছে ৷
ফেইসবুক https://bn-in.facebook.com/BaatigharCTG

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

চা-ওয়ালা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.