নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রশ্নে জর্জরিত মন আমার।

অতি আশবাদি মানুষ। সবসময় আশাই থাকি কোন একদিন নিজের ভাগ্যকে বদলাব , দেশকে বদলাব।সবসময় আত্মনির্ভরশীল হতে চেয়েছি।

চা-ওয়ালা

ভালোবাসি সবুজকে।ভালবাসি পাহাড়।ভালবাসি সমুদ্র।

চা-ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন ইলেক্ট্রনিক ডিভাইসের কাছে পরাজিত হচ্ছে।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

আমরা মানব সমাজ যন্ত্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পরেছি । কোন কারণ ছাড়াই রিমোট নিয়ে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ঢুঁ মারি ।অথচ ফুটবল খেলা ছাড়া একটি প্রোগ্রাম ভালো মতো দেখা হয় না। আবার ফেসবুক আর ইন্টারনেটে অকারনে ঘুরাঘুরি তো আছেই।
আর দৈনিক একটা-দুইটা মুভি দেখা সম্প্রতি রুটিনে পরিণত হয়েছে।
অথচ এক সময় আমার কাছে বিনোদনের সোর্স ছিল শুধু বই। ছিল না কম্পিউটার , ছিল না ডিসের লাইন। স্কুল লাইফে ক্রিকেট আর হাতের কাছে থাকা কিছু বই ছিল বিনোদনের প্রধান মাধ্যম। ক্লাস নাইনে যখন আসার পর খেলাধুলাও প্রায় বন্ধ হয়ে গেলো। তখন বন্ধুদের কাছ থেকে ধার করে হুমায়ূন আহমেদ , আনিসুল হক, জাফর ইকবালের প্রচুর বই পড়েছিলাম ।
আর এখন একটি বই পড়া শুরু করলে শেষ করতে সপ্তাহখানিক লেগে যাই ।স্কুল-কলেজ লাইফে সুনীল গঙ্গোপাধ্যয় , শীর্ষেন্দু মুখোপাধ্যয়, সমরেশের মজুমদার এর উপন্যাসগুলো চার-পাঁচ দিনে পড়ে শেষ করতাম ।গল্পের বই একটি শেষ হলে আরও একটি পড়ার জন্য মন হাহাকার করত।
এখন প্রতিদিন মুভি দেখছি। কিন্তু সপ্তাহের মধ্যে মুভির কাহিনীর সাথে সাথে মুভির নামসহ মস্তিস্ক থেকে বিতাড়িত হয়।
প্রকৃতপক্ষে একজন লেখক যা লিখেন আমরা তা নিজেরাই মস্তিস্কে আমাদের মতো অংকন করি। যা আমদেরকে অনেক বেশি সৃজনশীল হতে সাহায্য করে।
ইউনিভার্সিটি যখন খোলা থাকে তখন হাতে খুব কম সময় থাকে নিজের জন্য। এই কম সময়ের মধ্যে entertainment কোন সোর্সটি ব্যবহার করব ? ইন্টারনেট ইউজ করব , মুভি দেখব , টিভি দেখব নাকি বই পড়ব ? নিজেই মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়ি।আর বই পড়ার অভ্যাসটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।:(( :(( :((

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

চা-ওয়ালা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

সজীব বলেছেন: :||

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

চা-ওয়ালা বলেছেন: :(

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
চা-ওয়ালা,
জানার আগ্রহকে জাগিয়ে রাখুন। হোক-না ইন্টারনেট, মুভি অথবা টিভি। শুভ কামনা।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

চা-ওয়ালা বলেছেন: জানার আগ্রহ সবসময় ছিল। কিন্তু টিভি দেখে আমি যতটুকু জানতে পারব, বই পড়ে তার চেয়ে বেশি জানতে পারব। কিংবা বলা যাই, বই পড়ে জানাটা মনে অনেক বেশি স্থায়িত্ব থাকবে।
আপনার জন্যও শুভ কামনা রইলো।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

মদন বলেছেন: একটানা আঠারো ঘন্টায় একটি উপন্যাস শেষ করেছিলাম। আর এখন আঠারো দিনেও একটা বই শেষ হয় না। তবুও পড়ি। পড়তে ভালো লাগে।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

চা-ওয়ালা বলেছেন: পড়তে থাকুন। একসময় সেই পুরনো অভ্যাস পুরদমে ফিরে আসবে।
শুভ কামনা।

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একজন লেখক যা লিখেন আমরা তা নিজেরাই মস্তিস্কে আমাদের মতো অংকন করি। যা আমদেরকে অনেক বেশি সৃজনশীল হতে সাহায্য করে সম্পূর্ণ একমত। বই পড়া পাঠককে সৃষ্টিশীল করে, বিস্তৃত করে চিন্তার জগতকে। আমিও আপনার মতই বই পড়া'কে খুব মিস করি। এখন আবার বইও ডিভাইস নির্ভর হয়ে পড়েছে, পিডিএফ আকারে বেশীরভাগ বই ফ্রিতে মেলে, ডাউনলোড করে নিলেই হল।

সুন্দর পোস্টে ভালোলাগা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

চা-ওয়ালা বলেছেন: দয়া করে ইন্টারনেট থেকে ফ্রীতে বই ডাউনলোড করবেন না। আপনি যদি বই না কিনেন, তবে লেখকরা কিভাবে বই লিখবে।
আসলে ব্যাপারটা আপনার আমার সমস্যা না , জেনেরেশনের সমস্যা । :)

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

কলমের কালি শেষ বলেছেন: :( ঠিক কথা বলেছেন । যুগ পরিবর্তনশীল তাই কিছু করার নেই । :)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

চা-ওয়ালা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ । :)

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

খেলাঘর বলেছেন:


আপনি কি বেকার?

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

চা-ওয়ালা বলেছেন: এখনো পড়াশোনা করি , তাই বেকার বলতে পারেন।

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

অদৃশ্য বলেছেন: একটা সময় বই পড়ার দারুন ঝোক ছিলো, গল্প উপন্যাসই বেশি... এখন বই হাতে নিয়ে সাইজ দেখি দু,চারটি পাতা উল্টাই তারপর দীর্ঘঃশ্বাস ফেলে রেখে দেই... মনযোগ তৈরি হয় না, হচ্ছেনা... ঠিক আপনার মতো আমিও মাঝে মাঝে খুব কনফিউজড্‌ হয়ে যাই, কি করবো সেটা ভেবে...

শুভকামনা...

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০

চা-ওয়ালা বলেছেন: শুভ কামনা ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮

এম ই জাভেদ বলেছেন: বই কিনে কেউ দেউলে হয়না।

তাই অনলাইনে পড়ালেখা না করে আমাদের বেশি বেশি বই কিনে পড়া উচিত।

ঝকঝকে নতুন বই পড়ার থ্রিল কি পিডিএফ বইয়ে পাওয়া যাবে ?

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

চা-ওয়ালা বলেছেন: জাভেদ ভাই, পিডিএফ বই পড়ার অভ্যাস আমার খুব বেশি নাই।
আসলেই ঝকঝকে নতুন বই পড়ার মজাই আলাদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.