নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রশ্নে জর্জরিত মন আমার।

অতি আশবাদি মানুষ। সবসময় আশাই থাকি কোন একদিন নিজের ভাগ্যকে বদলাব , দেশকে বদলাব।সবসময় আত্মনির্ভরশীল হতে চেয়েছি।

চা-ওয়ালা

ভালোবাসি সবুজকে।ভালবাসি পাহাড়।ভালবাসি সমুদ্র।

চা-ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

প্রতিবেশী যখন বিভীষিকা।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩

এবার সীমান্তে ৩ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা ।(সুত্র-জিটিভি)।

এমনিতে প্রতি সপ্তাহে কয়েকজন বাংলাদেশীকে প্রাণ দিতে হয় ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে ।আর আজ ভারতের জনগণ এই পাশবিক খেলায় নতুন মাত্রা যোগ করলো।পৃথিবীর আর কোন সীমান্তে এমন হত্যাকাণ্ড হয় না।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত প্রশ্রয়ের কারণে এতো বেশি হত্যাকাণ্ড হচ্ছে। আমাদের টিট ফর টাট নীতি অনুসরণ করা উচিত।ফেলানী হত্যার সুষ্ঠ বিচারও আমরা পাইনি।এই ধরনের হত্যার বিচার পাব, তা আশা করাটাই বোকামি।

আমাদের অমীমাংসিত সীমান্ত আর ছিটমহল গুলো মীমাংসা করার জন্য আমাদের আন্তর্জাতিক আদালতের আপিল করা উচিত।

আমরা বিনাস্বার্থে তাদের ট্রানজিট দিয়ে দিচ্ছি, অথচ তার বিনিময়ে আমরা কি পাচ্ছি??

ইউরোপের দেশগুলোতে বিনা পাসপোর্টে একদেশ থেকে আরেকদেশে ঘুরে বেড়াই । আর এখানে প্রতিবেশির দেশে উঁকি মারাটায় বড় দোষ হয়ে দাঁড়াই।

"সাবাশ বাংলাদেশ

অবাক বিশ্ব তাকিয়ে রই

জ্বলে-পুড়ে ছারখার

তবু মাথা নোয়াবার নয় ।"

আসলে বর্তমান পরিস্থিতি এমন যে, আমরা জ্বলে পুড়ে ছাই হচ্ছি সাথে অতিরিক্ত শ্রদ্ধায় হাজার অত্যাচার আমরা নীরবে সহ্য করে যাচ্ছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

খেলাঘর বলেছেন:


আমাদেরকে প্রকৃতিই প্রতিবেশী করেছে; আমাদের চেস্টা করতে হবে ভালো প্রতিবেশী হিসেবে থাকতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.