নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রশ্নে জর্জরিত মন আমার।

অতি আশবাদি মানুষ। সবসময় আশাই থাকি কোন একদিন নিজের ভাগ্যকে বদলাব , দেশকে বদলাব।সবসময় আত্মনির্ভরশীল হতে চেয়েছি।

চা-ওয়ালা

ভালোবাসি সবুজকে।ভালবাসি পাহাড়।ভালবাসি সমুদ্র।

চা-ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

ফুল ভালবাসা ও শ্রদ্ধার প্রতীক।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬

বাংলাদেশের এক শ্রেণির মানুষের মাঝে শহীদ মিনার, জাতীয় সৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে যত মাথা ব্যাথা।

আমাদের নবী হযরত মুহাম্মদ(সঃ) ফুলকে অনেক বেশি ভালোবাসতেন।

অন্য ধর্মের মানুষ যদি গোলাপ ফুলকে পূজার জন্য ব্যবহার করবেন,তাহলে আমার জন্য গোলাপ ফুলতো আর হারাম হবে না! মূলত সব কিছু নিয়তের উপর নির্ভরশীল।

প্রেমিক যখন ফুল প্রেমিকার খোপায় গেঁথে দিবে,তখন উদ্দেশ্য তার সঙ্গীর প্রতি ভালবাসা প্রকাশ করা। আবার সৃতিসৌধে ফুল দেওয়ার উদ্দেশ্য শহিদের প্রতি ভালবাসা , শ্রদ্ধা জানান। তখন ফুল দিয়ে আমরা আর পূজা করছি না!

অনেকেই বলেন এই ফুলের টাকা দিয়ে গরীব মুক্তিযুদ্ধাদের আমরা সাহায্য করতে পারি।যারা এই কথাটা বলে, তারা কি তাদের ফুলের টাকা দিয়ে কাওকে সাহায্য করেছে? মূলত মুক্তিযোদ্ধাদের সাহায্য করার দায়িত্ব রাষ্ট্রের।আমাদের রাষ্ট্রের সে সক্ষমতা আছে। আর আমরা এমন অভাগা দেশ, মুক্তিঝুদ্ধাদের সঠিক সংখ্যাটা এখনো সঠিকভাবে তৈরি করতে পারিনি।

যারা সহস্র বন্ধুর পথ পাড়ি দিয়ে এই বাংলায় নতুন সূর্য এনেছে,সেই নতুন সূর্য উঠার দিনটি আমরা শ্রদ্ধা, আনন্দ, ভালবাসার সাথে স্মরণ করব এবং যুগ যুগ ধরে স্মরণ করব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৬

খেলাঘর বলেছেন:


গাছ থেকে ফুলকে কেটে নেয়া অপরাধ।

নবীর লেখাপড়া ছিল না, তাই ফুলের জীবন আছে এ ধরণা ছিল না।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

চা-ওয়ালা বলেছেন: ফলমূল, পশু-পাখি, সবকিছুর প্রাণ আছে। তাই বলে আমরা টা গ্রহণ করব না!!
আমরা সবাই ইকো-সিস্টেমের বেড়াজালে আবদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.