নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকুন। ভালো রাখুন।

ফিরোজ মিয়াজী

সাংবাদিকতা ভালোবাসি।

ফিরোজ মিয়াজী › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফির সহজ কিছু টিপস

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭



ফটোগ্রাফির সংজ্ঞা:

Photo অর্থ আলো, আর Graph মানে আঁকা। Photography মানে আলো দিয়ে আঁকা। অর্থাৎ আলোকে কাজে লাগিয়ে টেকসই ফটো তৈরির পদ্ধতিকেই ফটোগ্রাফি বা আলোকচিত্র বলে।

ফটোগ্রাফির সহজ কিছু টিপস:

১। ছবি উঠাতে যাচ্ছেন? সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করুন, কিসের ছবি উঠাচ্ছি? এর বক্তব্য কি?

২। ক্যামেরা ধরার সময় ক্যামেরার ফিতাটি গলায় কিংবা হাতে পেঁচিয়ে নিন, যাতে আপনার মুল্যবান ক্যামেরাটি অসাবধানতাবসত হাত থেকে পড়ে গেলেও মাটিতে পড়ে না যায়।

৩। ক্যামেরা ধরার কৌশল নিচের ছবিতে দেখে নিন।


৪। ছবি তোলার সময় হাত যেনো না কাঁপে সেদিকে খেয়াল রাখুন। হাত শরীরের সাথে আড়ষ্ট করে রাখুন, প্রয়োজনে কোনো কিছুর সাথে হেলান দিয়ে ছবি তুলুন।

৫। ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ন নিয়ম হচ্ছে ‘রুল অব থার্ড’। ধরুন আপনার সামনে সমুদ্র আর আকাশ। আপনি ফটোতে সমুদ্রকে গুরুত্ব দিচ্ছেন। তাহলে আপনাকে ফটোর তিন ভাগের দুই অংশ জুড়েই সমুদ্রকে রাখতে হবে আর বাকি এক অংশ আকাশ রাখতে হবে। ঠিক একই ভাবে যদি আকাশকে গুরুত্ব দেন তাহলে তিনভাগের দুইভাগ আকাশ রাখতে হবে আর একভাগ সমুদ্রকে রাখতে হবে।


৬। লুকরুম ও হেডরুম: সাবজেক্ট সরাসরি ক্যামেরার দিকে না তাকিয়ে একদিকে তাকিয়ে(লুক) থাকলে রুল অব থার্ড অনুযায়ী সেদিকে ছবির তিনভাগের দুই অংশ রাখতে হবে। সাবজেক্টের মাথার উপর সামান্য যায়গা রাখতে হবে যেটাকে হেডরুম বলে।


৭। ছবিতে গাছ নেই অথচ আকাশে পাতা ঝুলছে, এমন ছবি ভারসাম্যহীনতা বা দুর্বলতা প্রকাশ করে।

৮। যে কোনো সাহায্যকারী জিনিসের চেয়ে গাছ ছবিতে বেশি প্রাণ দিতে পারে।

৯। সম্মুখে সমতল দৃশ্যটি আকর্ষণীয় হতে পারে যদি পার্শ্বে একটি গাছ থাকে।

১০। ছবির দুদিকে দুটি অথবা দুই সারি গাছ ছবির ফ্রেম হিসেবে কাজ করে।

১১। ছবিতে খুব বেশি গাছের উপস্থিতি দর্শককে নিরুৎসাহিত করতে পারে।

১২। গাছ, টাওয়ার, সুউচ্চ অট্রালিকা, মসজিদের গম্বুজ, মন্দির কিংবা যে কোনো উঁচু লম্বা জিনিসের চূড়া বা উপরের অংশ ছবিতে কেটে গেলে ছবির মান কমে যায়।


১৩। কখনো একটি বিষয়ের পুরোর চাইতে অর্ধেকই অধিক আকর্ষণীয় হয়।

১৪। উঁচু স্থান দেখাতে নিচু ফোরগ্রাউন্ড যোগ করতে হয়।

১৫। সাবজেক্ট বা প্রধান বিষয়কে ফ্রেমে যতটুকু সম্ভব বড় রাখার চেষ্টা করুন এবং ফ্রেমের মাঝখানে না রেখে ১/৩ অবস্থানে রাখুন।

১৬। কৃত্রিম আলোর পরিবর্তে প্রাকৃতিক আলোতে ছবি তুলুন। সাবজেক্টকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করান।

১৭। আলোর উৎস সাবজেক্টের পেছনে থাকলে ফ্লাশ ব্যবহার করুণ।

১৮। ভোরের ও বিকালের সূর্যের আলোতে সাধারণত ছবি ভালো হয়। বিশেষ করে সূর্যোদয়ের পরের একঘন্টা এবং সূর্যাস্তের আগের একঘন্টা ছবি তোলার সবচেয়ে ভালো সময়। ফটোগ্রাফির ভাষায় এই সময়কে ‘ম্যাজিক আওয়ার’ বলা হয়।

১৯। জীবজন্তু, মানুষ ও শিশুর ক্ষেত্রে যতটুকু সম্ভব কাছে গিয়ে এবং সাবজেক্টের আই লেভেল বরাবর ক্যামেরা ধরে ছবি তুলুন।

২০। ফটোসাংবাদিক হিসেবে ছবি তোলার ক্ষেত্রে ছবির শিল্পের চেয়ে তথ্যকে গুরুত্ব দিতে হবে বেশি।

২১। সভা সেমিনারে বক্তার সামনে থেকে কৌণিকভাবে ছবি তুলুন এবং পুরো ব্যানার ও স্টেজকে ফ্রেমে রাখার চেষ্টা করুন।


২২। মিছিলের ছবি তোলার ক্ষেত্রে সময় স্বল্পতার কারনে সবদিক খেয়াল রাখার সুযোগ হয়না। শুধু খেয়াল করুন পুরো মিছিল এবং ব্যানার ফ্রেমে এসেছে কিনা। ক্যামেরার ফ্রেম থাকবে ব্যানারের সমান্তরালে। মিছিলে লোকসমাগম বেশি হলে ক্যামেরা দুই হাতে উপরে তুলে ছবি তুলুন যাতে পিছনের লোকসমাগম দেখা যায়। সম্ভব হলে রিকশা কিংবা কোনো উঁচু স্থানে উঠেও ছবি তুলতে পারেন। আর লোকসমাগম কম হলে ক্যামেরা আই লেভেলে (চোখ বরাবর) রেখে ছবি তুলুন।


২৩। তোরণ শোভিত পথে তোরণকে ফ্রেম হিসেবে ব্যবহার করা যায়।

২৪। মানববন্ধনের ছবি একদিক থেকে তুলুন। ভিআইপি বক্তা থাকলে সামনে থেকেও ছবি নিন।


২৫। টিভি থেকে ছবি তুলতে হলে ঘরের সব আলো নিভিয়ে দিয়ে ক্যামেরার ফ্লাশ বন্ধ করে ছবি তুলুন।

২৬। সম্ভব হলে ক্যামেরার সর্বোচ্চ কোয়ালিটি ও মেগাপিক্সেল ব্যবহার করে ছবি তুলুন। প্রয়োজনে পরে রিসাইজ করতে পারবেন।

২৭। গ্রাফিক্সে ছবি এডিট করার পর আলাদা সেভ করুন। পরে এডিট ছবিটি ভালো না লাগলে মূল ছবিতে ফিরে যেতে পারবেন।

কেনো ফটোগ্রাফি করবো:

- একটি ছবির অনেক ক্ষমতা। কোনো কিছু না লিখে কেবল একটা ছবি দিয়ে অনেক সত্যকে তুলে ধরা যায়। সত্যকে তুলে ধরতেও ফটোগ্রাফি করা উচিত।

- পেশা হিসেবে ফটোগ্রাফিকে গ্রহন করা। ফটোসাংবাদিকতা একটি এডভেন্সারপূর্ন এবং মজার পেশা। ক্যারিয়ার হিসেবে ফটোসাংবাদিকতাকে গ্রহণ করুন। ফটোসাংবাদিকতার পাশাপাশি ফ্রিল্যান্সিং ফটোগ্রাফির মাধ্যমেও অনেক টাকা আয় করা যায়।

- একটি সুন্দর মুহুর্ত কিংবা স্মরণীয় ঘটনাকে ধরে রাখতেও ফটোগ্রাফি শেখা উচিত। দেখা যাবে আমার ঐ একটি ক্লিকই স্থান পেয়ে আছে ইতিহাসের পাতায়।

- ফটোগ্রাফি অনেকেরই প্রিয় সখ। সেই সখটাই যদি হয়ে যায় পেশা, তবে পুরো জীবনটাই হবে উপভোগের।

আমার লিখা আরেকটি ব্লগ:

ফটোগ্রাফি: ভালো ছবি তোলার সেরা ১০ টিপস

মন্তব্য ৬১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

আরজু নাসরিন পনি বলেছেন: :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

ফিরোজ মিয়াজী বলেছেন: হাসিটাও ফটোগ্রাফির একটা অংশ ;)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

খোরশেদ আলম সৈকত বলেছেন: উপকারি টিপস

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

নতুন বলেছেন: ফটোগ্রাফি ভালো লাগে তাই এই সম্প`কে কিছু পেলে পড়ি.. সেই ভাবে চেস্টা করি। তাই এখন আমি সবার ভাল ছবি তুলে দেই কিন্তু আমার ছবি তুললে সেইগুলি ভাল হয় না। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

ফিরোজ মিয়াজী বলেছেন: হা হা হা..... নাপিত সবার চুল সুন্দর করে কেটে দেয়, কিন্তু নিজের চুলগুলো নিজের মনমত কাটতে পারেনা। নিজের ছবি ভালো হয়না এই আক্ষেপ কখনোই পুরাবার নয়, যেহেতু ক্লিকটা নিজ হাতে করা যাচ্ছেনা। যে আপনাকে বুঝে আপনার আক্ষেপটা বুঝে তাকে দিয়েই ছবিটা তোলার ব্যবস্থা করুন। হয়তো কিছুটা আক্ষেপ গুছবে। ধন্যবাদ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:
একটু ব্যস্ততা আছে, প্রিয়তে রাখার পরিকল্পনায় ১ নম্বর মন্তব্যে ওই ইমো দিয়েছিলাম, যেনো পোস্টটা নিজের ব্লগের মন্তব্যের ঘরে দেখা যায়... মিস হয়ে না যায় ।

পনিজের শোকেসে রাখলাম...
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার পোস্ট। কিছু কিছু আইডিয়া খুব ভালো লাগলো। নিঃসন্দেহে নবীন এবং যারা শখের বসে ফটোগ্রাফি করতে চান তাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে সহায়তা করবে।

+++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

ফিরোজ মিয়াজী বলেছেন: অনেক ধন্যবাদ। নবীনদের জন্যই মুলত একেবারে সহজ ভাষায় লেখা। আমি নিজেও নবীন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক কিছু জানা হলো ছবি তোলা সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

ফিরোজ মিয়াজী বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

সায়ন্তন রফিক বলেছেন: ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্যে ভালো পোস্ট ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

ফিরোজ মিয়াজী বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

অক্সিজেন হান্টার বলেছেন: বুজূর্গ,প্রয়োজনীয় টিপস এর জন্য ধন্যবাদ। ব্যক্তি পর্যায়ে ভালোবাসা। ++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

ফিরোজ মিয়াজী বলেছেন: বুজুর্গ বানাই দিলেন?? মাত্র তো এটাতে হাতে খড়ি হলো। যতটুকু শিখেছি ততটুকুই নবীনদের জন্য লিখলাম। আপনার প্রতিও কাউন্টার ভালোবাসা B-)

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

প্রীতম বলেছেন: খুব ভালো লিখেছেন। সকলের উপকার হবে। ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর শেয়ার। যারা ফটোগ্রাফি সম্পর্কে সামান্যও জানে না যেমন আমি, তারও বুঝতে সমস্যা হবে না।
দারুণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

ফিরোজ মিয়াজী বলেছেন: নতুনদের শেখার জন্যই মুলত খুব সহজ ভাষায় লেখা। ধন্যবাদ আপনাকে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কামের পোষ্ট শেয়ারের জন্য ধন্যবাদ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: আমি ফটোগ্রাফি সম্পর্কে জিরো। কিন্তু টুকটাক প্রশংসা করে ২/১ জোন।
কিন্তু আমি সবার ভাল ছবি তুলে দেই কিন্তু আমার ছবি তুললে সেইগুলি ভাল হয় না।

আপনার পোস্ট থেকে অনেক কিছু জানলাম, পরের ছবি গুলোই বলে দেবে উন্নতি কতটুকু।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ। আসলে ফটোগ্রাফি তাত্বিকভাবে হয়না। এটা প্র্যাকটিক্যালের ব্যাপার। যত করবেন তত শিখবেন।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি একেবারেই সারশূন্য এ বিষয়ে।
অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
গুড পোস্ট।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

ফিরোজ মিয়াজী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আপনার লিখাটি পড়ে প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গেলাম!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ফিরোজ মিয়াজী বলেছেন: হয়ে গেলেন নাকি হওয়ার সিদ্ধান্ত নিলেন? এক মুহুর্তেই নিশ্চই প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া সম্ভব নয় :)
আপনার জন্য শুভ কামনা।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

যুগল শব্দ বলেছেন:
উপকারী পোস্ট।
ভালো লেগেছে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

আমি তুমি আমরা বলেছেন: উপকারী পোস্ট। রুল অফ থার্ড জেনে ভাল লাগল :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

স্পয়লার এ্যালার্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ। কিছু বেসিক জানতাম। আরো জানা হলো। শুভেচ্ছা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

ডি মুন বলেছেন: চমৎকার পোস্ট।

+++

ফটোগ্রাফির বেসিক খুঁটিনাটি জানানোর জন্যে ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রাতা..
অনেক কিছুই শিখলাম, জানলাম।

সত্যি ই অনেক উপকারী পোস্ট।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

হামিদ আহসান বলেছেন: দরকারি টিপসের জন্য ধন্যবাদ ....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

ফিরোজ মিয়াজী বলেছেন: থেংকস.....।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
অনেকের কাজে লাগবে।
++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

ফিরোজ মিয়াজী বলেছেন: কারো কাজে লাগাতেই আমার স্বার্থকতা। ধন্যবাদ।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

তার আর পর নেই… বলেছেন: মাঝখানে ফটোগ্রাফি আমার মাথায় ভর করেছিল। যেটা ভর করে সেটা ধপ করেই পড়ে যায়। যথারীতি পড়েও গেছে।

তবে সামনে যদি আবার ভর করে সেজন্য প্রিয়তে রাখতেছি।

ম্যাজিক আওয়ার শব্দ দুটোই ভাল। ম্যাজিক …… +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

ফিরোজ মিয়াজী বলেছেন: দ্বিতীয়বার ভর করলেও যদি ধপ করে পড়ে যায়? :) তাতেও সমস্যা নেই। কারন ফটোগ্রাফাররাই যে কেবল ছবি তোলা শিখবে তা তো নয়। বর্তমানে স্মার্টফোনের কল্যানে সবার হতেই ক্যামেরা। প্রায় সবাই ই ছবি তোলার পাগল। বন্ধুরা একত্রিত হলেই কিংবা সুন্দর কোনো স্থানে বেড়াতে গেলেই ছবি তোলা হয়। আমার এই সহজ ভাষার লেখাটা মুলত তাদের জন্যই। ধন্যবাদ।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: অনেক কিছু জানলাম । এগুলো প্রয়োগ করতে পারবো কিনা জানিনা । তবু ভালো লাগলো। +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

ফিরোজ মিয়াজী বলেছেন: সবগুলো একত্রে মনেও থাকবে না। প্রয়োগও করা হবেনা। এটাই স্বাভাবিক। তবে ছবি তোলার প্রতি আগ্রহ এবং চেষ্টা থাকলে সম্ভব।

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: অনেক কিছু জানলাম । এগুলো প্রয়োগ করতে পারবো কিনা জানিনা । তবু ভালো লাগলো। +

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: ভুল করে দুবার মন্তব্য হয়ে গেছে । সরি।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

মেজদা বলেছেন: সুন্দর লিখেছেন, অনেকের উপকারে আসবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

ফিরোজ মিয়াজী বলেছেন: কারো উপকারে আসলেই আমার লিখা স্বার্থক। ধন্যবাদ আপনাকে।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

দেবানন্দ মিত্র বলেছেন: অনেক জানতে পারলাম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উপকারী পোস্ট।++

কাজে লাগবে। প্রিয়তে নিলাম। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

জেন রসি বলেছেন: চমৎকার পোস্ট।

প্রিয়তে নিলাম।

শুভকামনা। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.