নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

বড় একলা একলা লাগে

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

বড় একলা একলা লাগে

কত শত হাজার লোকের ভীড়ে



আমার বুকের ছোট্র ভাজে

সকাল সন্ধ্যা সাঝে

কি জানি কি শুর গুনগুনিয়ে বাজে



আমার মেঘলা আকাশ ভালো

তোমার হাওয়ার শীতল পাটি



যদি বৃষ্টি নেমে আসে

আমার বুকটা শুণ্য করে

তুমি ফিরবে নাকি বাড়ি...



আমার কেমনে কাটে বেলা...

বড় লাগে একলা একলা



তুমি ভীষণ রকম লাজুক

তোমার হাতটা যায় না ছোঁয়া



আমার অনেক সাধের জবা

তোমার হয়না খোঁপায় গোজা



শেষ বিকেলের আলোয়

তোমার গোমটাতে মুখ ডাকা



আমি আড় চোখে চোখ রাখি

বলি তুই একটু খানি তাকা.....







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছোট্র - ছোট্ট
গোমটা - ঘোমটা


কিছু লাইন খুব ভালো লেগেছে।

আমার অনেক সাধের জবা
তোমার হয়না খোঁপায় গোজা

ধন্যবাদ কবি।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৩০

এফ.কে আশিক বলেছেন: কিছু কিছু ভালো
আর কিছু কিছু মন্ধ
এই নিয়ে কাচা হাতে বাধা মোর
কবিতার ছন্দ...

আপনারা পাশে থাকলে, আর সহযোগিতা পেলে আগামীর লেখা গুলো.....
ধন্যবাদ ভাইয়া আশাকরি পাশে পাবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.